amazon-niche

অ্যামাজন নিশ সাইট কি, জানুন বিস্তারিত।

  • Post author:

আপনি নিশ্চয় অ্যামাজন এর নাম শুনেছেন? অ্যামাজন বিশ্বের দীর্ঘ একটি অনলাইন শপিং ওয়েবসাইট এর নাম। অ্যামাজন নিশ আসলে কি? অ্যামাজন নিশ ওয়েবসাইট কি, কেন আর কিভাবে আমাদের কাজে লাগে আজকে তাই জানার চেষ্টা করবো।

তার মানে আমরা বিশ্বের অন্যতম শপিং ওয়েবসাইট অ্যামাজন এর বিভিন্ন বিষয নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

সাথে থাকবেন তো? সেই সাথে বিশেষ করে অ্যামাজন এর নিশ বিষয়ক সকল তথ্য আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ্।

নিশ কি?

কোন নির্দিষ্ট একটি টপিককে আমরা মূলত নিশ বলতে পারি। এটি কোন ক্যাটেগরিকে বোঝাতে পারে আবার কোন একটি নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করতে পারে যাকে উপলক্ষ করে আমরা কাজ করে থাকি।

ধরুন আপনি প্রযুক্তির টেলিভিশন নিয়ে লেখালেখি করতে ভালবাসেন। এখানে নিশ হচ্ছে ঐ টেলিভিশন। এমনি করে আপনি যদি মোবাইল প্রেমী হয়ে থাকেন।

নিয়মিত মোবাইল নিয়ে লিখে থাকেন। তবে আপনি কিন্তু মোবাইল নামক নিশ ব্যবহার করছেন। তার মানে আমরা অনেকগুলো বিষয়ের পরিবর্তে যে একটি বিষয় নিয়ে কিছু লিখে থাকি সেই একটি বিষয়কেই নিশ বলা হয়।

আশা করছি নিশ কি আপনি এটা বুঝতে পারছেন। কি বুঝেন নাই তো! চলুন আরো বেশি ক্লিয়ার হওয়া যাক।

অ্যামাজন নিশ সাইট কি?

নিশ সম্পর্কে আমরা মূলত কিছু ধারণা পেয়ে গেছি। এবার যদি মনে করা হয় আপনি অ্যামাজনের ফার্নিচার বিক্রয়ের কাজ করতে চাচ্ছেন।

তার মানে আপনি অ্যামাজনের ফার্নিচার উপযুক্ত ক্রেতার কাছে বিক্রয়ের মাধ্যমে কমিশন পেতে চান। তবে আপনার এই কাজটিকে আমরা মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি।

আর আপনি এই যে ফার্নিচার নিয়ে কাজ করছেন এটাই মূলত অ্যামাজন নিশ। আশা করছি অ্যামাজন নিশ নিয়ে আপনার প্রশ্নের অবসান ঘটেছে।

এখন আসি অ্যমাজন নিশ সাইট কি? আসলে অ্যমাজনের কোন একটি পণ্য বা একই ক্যাটেগরির একাধিক প্রশ্ন নিয়ে আপনি একটি ওয়েবসাইট বানালেন।

ধরলাম সেটা উপর্যুক্ত ফার্নিচারকে কেন্দ্র করে। তাহলে এই যে ফার্নিচারকে কেন্দ্র করে আপনি একটি ওয়েবসাইট বানালেন বিক্রয়োত্তর কমিশন পাবার আশায়।

একেই মূলত আমরা অ্যামাজন নিশ সাইট বলছি।

অ্যমাজান নিশ সাইট কেন প্রয়োজন?

পৃথিবীর প্রতিটা বস্তু কিংবা বিষয় প্রয়োজনের স্বার্থে ব্যবহার করা হয়। তাহলে অযথা টাকা খরচ করে আমরা নিশ সাইট তৈরী করতে যাব কেন?

অবশ্যই এর বিশেষত্ব আছে। অ্যমাজান নিশ সাইট মূলত নির্দিষ্ট একটি বিষয়কেন্দ্রিক। তাই এর যথাযথ প্রচার হলে পর্যাপ্ত পরিমান কাস্টমার পাওয়া সম্ভব।

আর যত বেশি সেল তত বেশি ইনকাম। কি বুঝেন নাই তো! চলুন বুঝিয়ে বলছি।

ধরুন,

আপনি অ্যমাজনের কিন্ডল ই-বুক নিয়ে একটি নিশ সাইট বানালেন। প্রচারের মাধ্যমে সেটি ১০০০ জনের কাছে পৌঁছে গেল।

এখন এই ১০০০ জনের মধ্যে উক্ত বইটি ৫০ জন ক্রয় করল। প্রতিটি বইয়ের মূল্য ছিল ৫০ ডলার করে। আর আপনি কমিশন পাইতেন ৫% করে।

তাহলে আপনার ৫০ টা সেলে কি পরিমাণ আয় হতো বলুন তো? আমি বলছি, আপনার আয় আসতো ১২৫ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায়

অ্যামাজন নিশ রিচার্স করবেন যেভাবে?

যে কোন বিষয়ের রিসার্চ করা মূলত একটি কঠিন বিষয়। যদি পর্যাপ্ত সময় দিয়ে ধৈর্যের সাথে এগিয়ে যেতে না পারেন তবে সফলার পরিবর্তে বিফল হবার সম্ভাবনাই বেশি।

অ্যামাজন নিশ রিচার্স করার জন্য আপনাকে হতে হবে উদ্যমী, কাজের প্রতি কঠিন ভালবাসার প্রয়োজন।

চলুন এক নজরে দেখে নিই কোন কাজগুলো আমাদের করা উচিত। যার ফলে খুব সহজেই আমরা অ্যামাজন নিশ সিলেক্ট করতে পারবো।

  • প্ল্যান অনুযায়ী আগ্রহকে বজায় রাখুন

আজকে একটি প্ল্যান করলেন আগামী দিন সেটাকে নষ্ট করে আবার নতুন কোন প্ল্যান করলেন। এমনটা করলে সফল হবার কোন সম্ভাবনা নেই।

আপনাকে অবশ্যই সঠিক প্ল্যান করতে হবে এবং প্ল্যান অনুযায়ী আগ্রহকে ধরে রাখতে হবে। দেখুন আগ্রহ না থাকলে কিন্তু ভাল ফলাফল আশা করা যায় না।

  • সমস্যার কারণ খুঁজে বের করুন

আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাতে কি কি সমস্যা আসতে পারে তার একটি ডায়াগ্রাম তৈরী করুন।

এবার উক্ত সমস্যা কেন হচ্ছে তা খতিয়ে দেখার চেষ্টা করুন।

  • এবার সমাধান খোজার চেষ্টা করুন

যদি সমস্যাকে চিহ্নিত করতে পারেন তবে এবার উক্ত সমস্যার সম্ভাব্য সমাধান খোঁজার চেষ্টা করুন। নিয়মিত কাজ করতে থাকুন।

  • প্রেডাক্ট ক্যাটেগরি নিয়ে রিচার্স করুন

অ্যামাজনে রয়েছে বিশাল প্রোডাক্ট ক্যাটেগরির তালিকা। আপনি কোন ক্যাটেগরিতে কাজ করতে চান তা নির্বাচন করতে প্রোডাক্ট ক্যাটেগরি নির্বাচন করুন।

  • প্রোডাক্টের যাবতীয় বিষয় খেয়াল করুন

প্রোডাক্টের চাহিদার সাথে সাথে বিক্রয়োত্তর ভবিষ্যত সম্ভাবনাসহ যাবতীয় বিষয়কে নজরে আনুন।

কাস্টমার কি পছন্দ করেন এটা খেয়াল রাখুন। যে ধরণের প্রোডাক্ট বেশি সেল হয় সেই প্রোডাক্ট নিশ্চয় অনেক ভাল হয়।

আপনাকে কাস্টমারের ভাল লাগার বিষয়টি মাথায় নিতে হবে।

নিশ সাইট চালুর আগে

একটি নিশ সাইট চালুর আগে আপনাকে অবশ্যই উপরের কাজগুলো করতে হবে। আপনাকে হতে হবে উদ্যমী, কাজের প্রতি একনিষ্ট।

আগে প্ল্যান করে উক্ত প্ল্যানকে বাস্তবায়নের চেষ্টা করুন। অ্যামাজনের নিচের পেইজগুলোতে ভিজিট করুন।

বেস্ট সেলার (Best Seller)

এই পেইজে গেলে আপনি বুঝতে পারবেন অ্যামাজনে কোন প্রোডক্টগুলো সবচেয়ে বেশিবার বিক্রি হয়েছে। এতে করে আপনি আইডিয়া নিতে পারেন কোন প্রোডক্টগুলো আপনার টার্গেটের জন্য সেরা হতে পারে।

হট নিউ রিলিজ (Hot New Release)

আপনি নিশ্চয় জানেন কিছু বিষয় রয়েছে যেগুলো মার্কেটে আসা মাত্রই ডিমান্ডেবল হয়ে যায়। যাকে আমরা সবাই সাধারণত ভাইরাল বলে থাকি।

এগুলোকেই মূলত বলি হট নিউ রিলিজ।

মুভার  ও শেকার (Mover & Shaker)

২৪ ঘন্টার মধ্যে কোন পপ্রোডাক্টগুলো সবচেয়ে বেশিবার বিক্রয় হয়েছে তার একটি লিস্ট থেকে মূলত আপনাকে বেছে নিতে হবে কোনটি আপনার জন্য পারফেক্ট।

নিশ সাইট ডিজাইন

অ্যামাজন নিশ সাইট ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। প্রথমে উপযুক্ত নিশনির্বাচন করুন। তারপর নির্ধারিত বাজেটে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করুন।

অবশ্যই একটি বিশ্বস্ত নেটওয়ার্ক থেকে সেগুলো ক্রয় করা উচিত। অন্যথায় পরবর্তীতে আপনি পড়তে পারেন অনেক বিপদের মধ্যে।

কঠিন করে ডিজাইন করা মানে আপনার বিপদে পড়া। তার মানে আপনি যখন কোন ওয়েবসাইট কোন নিশকে কেন্দ্র করে গড়ে তুলবেন তখন অবশ্যই সেটাকে সাধারণভাবে গড়ে তুলুন।

একটি সঠিক এবং জনপ্রিয় থিম ব্যবহার করুন। অবশ্যই প্রয়োজনীয় প্লাগিনগুলো ওয়েবসাইটে রাখবেন। কোন বাড়তি প্লাগিন না রাখাটায় মূলত বেটার হবে।

অ্যামাজন নিশ সাইট এর সুবিধা

কেন আপনি নিশ সাইট ব্যবহার করবেন এটা বোঝার জন্য আপনার উপরের আলোচনায় আশা করছি বেশি কার্যকরী হবে।

তারপরেও এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা  করছি,

  • একটি নির্দিষ্ট বিষয়ের উপর হবার কারণে আপনি বেশি সংখ্যক ট্রাফিক পেতে পারেন।
  • অনেক বেশি পরিমাণ আয় করার সম্ভাবনা রয়েছে।
  • একাধিক বিষয় মেইনটেইন করার কোন ঝামেলা নেই।
  • অনেক দ্রুত ওয়েবসাইটকে র‌্যাংক করানো সম্ভব।

আপনি পছন্দ করতে পারেন,

অনলাইন থেকে আয়ের সেরা উপায় – ২০২৩

রোবটিক্স তথা রোবট বিজ্ঞান নিয়ে যত কথা!

পরিশেষে,

এবার একটি কথা না বললেই নয়। আসলে অনলাইন থেকে আয় করা কিন্তু মোটেই সহজ কোন বিষয় নয়। এখানে রয়েছে অনেক সমস্যা।

আপনি যদি পর্যাপ্ত ধৈর্য নিয়ে না এগোতে পারেন তবে আপনাকে অনেক বেশি কষ্টের মধ্যে পড়তে হবে। আপনি অনেক বেশি সময় দিয়েও ভাল কিছু করতে পারবেন না যদি আপনার লেগে থাকার মানসিকতা না থাকে।

নির্ধারিত প্ল্যানমাফিক না চললে আপনি সহজে সফলতা নাও পেতে পারেন। তাই একনিষ্ট হয়ে কাজ করার মানসিকতা তৈরী করুন।

তো বন্ধুরা, ভাল থাকেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন! এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আশা করছি।

আল্লাহ্ হাফেজ।

Author

Leave a Reply