কম্পিউটারের সমস্যার সমাধান

পিসির সাধারণ সমস্যা এর অভিনব সমাধান (গোপন ট্রিক্স)

  • Post author:

বর্তমান সময় কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। সকালের শুরু থেকে রাতের গভীর পর্যন্ত কম্পিউটারের ব্যবহার লক্ষ্যণীয়। কম্পিউটার চালানোর সময় এক পর্যায়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজকে পিসির সাধারণ সমস্যা এর অভিনব সমাধান নিয়ে হাজির হয়েছি।

নিত্য টিউনের সাথেই থাকুন আর পড়তে থাকুন।

সমস্যা – ০১

কম্পিউটার চালুই ছিল, হঠাৎ কেন জানি বন্ধ হয়ে গেল আর খুলছে না।

দেখুন এরকম সমস্যা কিন্তু নতুন কিছু নয়। মাথা ঠান্ডা করুন। আর দেখুন আসলে পিসিতে কোনরূপ ময়লা জমে আছে কি না?

আমরা অনেকেই আছি যারা কম্পিউটারের প্রচুর যত্ন নেই। অনেকে তো নিজের থেকেও বেশি। তবে বেশিরভাগই কিন্তু খুব একটা যত্ম নেয় না।

আরো পড়ুনঃ ল্যাপটপ নাকি ডেস্কটপ, কোনটি বেটার হবে? (বিস্তারিত)

এখন এসব কারণে বিভিন্ন ময়লা দিয়ে কম্পিউটার ভরে ওঠে। এখন বলুন তো যদি ময়লা জমে থাকে তবে সেটা কিভাবে স্বাভাবিকভাবে কাজ করবে।

হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু কঠিন ভোগান্তির মধ্যে পড়ে যাই। ভেবে পাই না কি করবো।

এমন অবস্থায় একটু সচেতন হয়ে দেখতে হবে আসলে মনিটর এর লাইন গেছে নাকি কম্পিউটার পুরোই বন্ধ হয়ে গেছে।

যদি মনিটর এ ডিসপ্লে না আসে তবে খেয়াল করতে হবে ভিজিএ ক্যাবল ঠিক আছে কি না? এটা ঠিক থাকলে এবার খেয়াল করতে হবে যে, পিসির মধ্যে থাকা র‌্যাম ঠিক আছে কি না।

এটাও যদি ঠিক থাকে তবে অবশ্যই প্রসেসর এর দিকে নজর দিতে হবে। নির্ঘাত প্রসেসর বাবাজির সমস্যা হয়ে গেছে। এবার এটাকে ঠিক করার চেষ্টা করুন।

কি পারছেন না তো। আসলে প্রসেসরকে ঠিক করা যায় না। বরং তার পরিবর্তে এটাকে বদলে ফেলুন।

র‌্যামের সমস্যা হলে একটু পেট্রোল ওয়াশ করে দেখতে পারেন।

আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি ভিজিএ ক্যাবলের সমস্যা হয়ে যায় তবে চিন্তা করবেন না। হাবলুদার (একজন কম্পিউটার দোকানদার) দোকানে গিয়ে একটা নতুন ভিজিএ ক্যাবল নিলেই চলবে।

সমস্যা-০২

কম্পিউটার চালু হচ্ছে না।

এটাও কিন্তু নতুন কোন সমস্যা নয়। পিসির সাধারণ সমস্যা এর মধ্যে একটি – যথারিতী ঘটে যাওয়া ঘটনা।

আমরা কম্পিউটার ব্যবহারের সময় নানাবিধ সমস্যার মধ্যে পড়ি। তন্মধ্যে এটি অনেক কমন এবং জটিল একটি সমস্যা।

যদি কম্পিউটার চালু না হয় তবে কয়েকটি বিষয়কে নজরে আনুন।

দেখুন আপনার পিসির যে ক্যাবল অর্থাৎ পাওয়ার ক্যাবল ঠিক আছে কি না। যদি পাওয়ার ক্যাবল ঠিক থাকে তবে এবার নজর দিন পাওয়ার সাপ্লাই এর দিকে।

এই বাবাজিও যদি ঠিক থাকে আর আপনার পিসি চালু না হয় তবে দুশ্চিন্তা না করে এবার মাদারবোর্ডের দিকে নজর দিন।

হয়তো দীর্ঘদিন না ব্যবহারের কারণে অথবা পরিস্কার না রাখার কারনে এর মাঝে ময়লা জমে অকেজো হয়ে গেছে।

আপনি প্রয়োজনে একটু পেট্রোল ওয়াশ করে দেখতে পারেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

এতে করেও যদি সমস্যার সমাধান না করতে পারেন তবে দুশ্চিন্তা এড়িয়ে একজন দক্ষ টেকনিশিয়ান দেখান।

সমস্যা – ০৩

কম্পিউটার বারবার রিস্টার্ট হচ্ছে

পিসি চালার সময় আমরা নানান সমস্যার সম্মূখীন হয়ে থাকি। তার মধ্যে এটি অন্যতম একটি।

কম্পিউটার বারবার রিস্টার্ট হয়ে থাকলে তার জন্য নিচের সমাধানগুলো দেখে নিতে পারেন।

প্রথমেই চেক করে নিন আপনার পিসিতে বাড়তি ধুলা জমে গেছে কি না? এটা হতে পারে যে আপনার সাধের পিসিটি বেশ কিছু দিন যাবৎ পরিস্কারই করেন নাই।

সুতরাং ময়লা জমে এর কার্যক্ষমতা সম্পূর্ন নষ্ট হয়ে গেছে অথবা যেতে পারে।

তাই যদি এমনটা হয়ে থাকে যে ময়লা জমে পিসির কার্যক্ষমতা কমে গেছে তবে দ্রুত পেট্রোল ওয়াশ করে নিন।

সমস্যার সমাধান হতে পারে।

অথবা আপনি কম্পিউটারের র‌্যামকে চেক করে নিতে পারেন। অনেক সময় র‌্যামের সমস্যার জন্যও এমনটা ঘটে থাকে।

হয়তো ধুলার কারনে র‌্যাম তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। সুতরাং র‌্যামটি স্লট থেকে খুলে হালকা করে পেট্রোল ওয়াশ করে নিন। সমাধান পেতে পারেন।

আরো পড়ুনঃ পিসির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (বেস্ট পিসি সফটওয়্যার)

যদি এতে করেও সমস্যার সমাধান না হয় তবে খেয়াল করুন আপনার পাওয়ার সাপ্লাইটি কোন সমস্যার মধ্যে পড়েছে কি না।

হয়তো পাওয়ার সাপ্লাই স্বাভাবিক লোড নিতে পারছে না। যে কারণে এমনটা ঘটছে।

সমস্যা – ০৪

কম্পিউটার বারবার হ্যাং করছে

পিসির সাধারণ সমস্যা হিসেবে এটিকে সবার আগেই বলা যেতে পারে। কম্পিউটারের যতজন ব্যবহারকারী রয়েছে তার মধ্যে ৯৯% এর মাঝেই এই সমস্যা দেখা যায়।

এই ধরণের সমস্যা সাধারণত কম্পিউটারের পার্টসগুলোর সাভাবিক কর্মকান্ডকে ব্যহত করে।

কম্পিউটার বারবার হ্যাং করার অন্যতম একটি কারণ হচ্ছে ভাইরাসের আক্রমন। কম্পিউটারে যখন এক বা একাধিক ভাইরাস জেকে বসে তখন কম্পিউটারের গতি স্লো হয়ে যায় কিংবা কম্পিউটার বারবার হ্যাং করতে পারে।

এ সময় মনে রাখতে হবে যে আপনি কম্পিউটারে একাধিক এন্টিভাইরাস ব্যবহার করছেন কি না। আপনি দেখুন যে, আপনার কম্পিউটারে এন্টিভাইরাসকে যথারীতি আপডেট দিচ্ছেন কি না।

এন্টিভাইরাস যথারীতি আপডেট না দিলে এগুলো এক সময় ভাইরাস হয়ে আপনার কম্পিউটারের বারোটা বাজিয়ে দিবে এ বিষয়ে নিশ্চিত থাকেন।

তাই এন্টিভাইরাসকে নিয়মিত আপডেট দিন।

সমস্যা-০৫

কম্পিউটারের সময় ঠিক থাকছে না

যদি আপনার কম্পিউটারে এরকম সমস্যা দেখা দেয় তবে দ্রুত চেক করুন আপনার বায়োসের ব্যাটারি। অর্থাৎ মাদারবোর্ড পুরাতন হয়ে গেলে আপনার বায়োসের ব্যাটারিটি পুরাতন হয়ে যায় ফলে এমন সমস্যা হতে পারে।

দ্রুত বায়োসের ব্যাটারিটা চেঞ্জ করে একটি নতুন ব্যাটারি লাগিয়ে নিন।

সমস্যা-০৬

কম্পিউটারে সাউন্ড নেই

নতুন ব্যবহারকারীর মাঝে পিসির সাধারণ সমস্যা এর মধ্যে এটি প্রায় দেখা যায়। যদি আপনি কম্পিউটার ব্যবহারের সময় এমন সমস্যা দেখে থাকেন তবে অবশ্যই নিচের নিয়মগুলো দেখে নিতে পারেন।

ভুলভাল সেটিংস করা থাকলে এমন হতে পারে। তাই সেটিংস থেকে ঠিক করে নিন। অথবা সাউন্ড এর জন্য ড্রাইভার প্যাক আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।

আপনি যদি উইনডোজ ৭ ব্যবহার করে থাকেন তবে সাউন্ড অটো বিল্ড থাকে তাই ড্রাইভার প্যাক ইনস্টল না করলেও চলবে।

তাহলে কিভাবে র‌্যাম, মাদারবোর্ড পরিস্কার করবেন।

দেখুন যাচ্ছেতাই করে কাজ চালিয়ে দিলে কিন্তু আপনিই বিপদে পড়বেন। সুতরাং ভাল করে নরম কাপড় দিয়ে সুন্দর করে মাদারবোর্ড পরিস্কার করবেন।

র‌্যামের ক্ষেত্রেও একই বিষয় অনুসরণ করতে হবে।

সমস্যা-০৭

কম্পিউটার চালু হবার সময় বেশি নিচ্ছে

এরকম সমস্যা প্রায়ই দেখা যায় বিশেষ করে যারা নতুন ব্যবহারকারী তাদের ক্ষেত্রে। তারা দেখা যায় নতুন অবস্থায় না বুঝে সি ড্রাইভের মধ্যে অনেক বেশি পরিমাণ এ প্রোগ্রাম ইনস্টল করে ফেলেন।

যার ফলে এক সময় পিসি অনেক ভারী হয়ে যায়। আর কম কাজ করে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে অ্যাপসগুলো/সফটওয়্যারগুলো আপনার বিশেষ প্রয়োজন নাই সেগুলোকে এড়িয়ে চলুন।

অর্থাৎ এগুলো আনইনস্টল করে ফেলুন। দেখবেন পিসি আবার আগের মত প্রাণবন্ত হয়ে গেছে। দ্রুত কাজ করছে।

সমস্যা-০৮

সফটওয়্যার আনইনস্টল হচ্ছে না

এটি অনেক কমন একটি সমস্যা যা পিসির সাধারণ সমস্যা এর মধ্যে অন্যতম। আমাদের মধ্যে অনেক কম্পিউটার ব্যবহারকারীকে দেখা যায় তারা এরকম সমস্যায় কঠিন দুশ্চিন্তায় পড়ে যান। না জানি কম্পিউটারের কি হয়ে গেল!

ধরেন আপনি কম্পিউটার চালাচ্ছেন। একটি প্রোগাম হঠাৎ করেই ঝামেলা করছে। এবার আপনি কি করবেন।

ঝামেলা করা প্রোগ্রামকে কি কম্পিউটারে রাখবেন? নিশ্চয় না। একে যত দ্রুত পারা যায় সরিয়ে ফেলবেন।

তো অবস্থা যদি এমন তাহলে আনইনস্টল করতে চাচ্ছেন।

এমন সময় এটা করতে গিয়ে দেখলেন প্রোগ্রাম আনইনস্টল হচ্ছে না। এবার তো হাতে হারিকেন বাকিটা না বললাম।

সমস্যাটির সহজ সমাধান হিসেবে আপানি একটি ইউটিলিটি টুলস ব্যবহার করতে পারেন। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।

আরো পড়ুনঃ ডিলিট ফাইল পুনরুদ্ধার করুন সবচেয়ে সহজ উপায়ে!

তো বন্ধুরা কম্পিউটার চালানোর সময় এরকম আরো কোন সমস্যায় পড়লে দেরি না করে আমাদেরকে কমেন্ট করে জানান।

তবে একটি বিষয় কিন্তু পরিষ্কার আমাদের মাঝে যদি কম্পিউটার স্কিল থাকে তবে এসব সমস্যা কিন্তু আমরা খুব দ্রুত সলভ করে ফেলতে পারি।

আমরা আপনার কমেন্টের প্রতি যথেষ্ট কদর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

তাহলে,

আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে জীবন আর প্রযুক্তির নতুন কোন অধ্যায় নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ্ আপনাদের ভাল রাখুন। আল্লাহ্ হাফেজ।

Author

Leave a Reply