pc-software

পিসির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (বেস্ট পিসি সফটওয়্যার)

  • Post author:

 

পিসির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (পিসি সফটওয়্যার) নিয়ে আমাদের আজকের টিউন। উইনডোজ ইনস্টল দেবার পর আমাদের কিছু জরুরী সফটওয়্যার (ওয়েব অ্যাপ্লিকেশন) ইনস্টল দেয়ার প্রয়োজন হয়।

এমন কিছু জরুরী এবং অতি প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি সাথেই থাকবেন।

আমরা জানতেই পারি যে, 

কম্পিউটার সফটওয়্যার কাকে বলে? 

 

তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক,

ব্রাউজিং সফটওয়্যার (Browsing Software)

কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য আমাদের অবশ্যই কিছু ব্রাউজার ব্যবহার করার প্রয়োজন পড়ে। বিভিন্ন ব্যবহারকারী বিভিন্ন ধরণের ব্রাউজার ব্যবহার করে থাকেন।

আপনি যদি প্রথম উইনডোজ ইনস্টল দেন তাহলে ইন্টারনেট চালানোর জন্য ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটি ব্রাউজার বিল্ড ইন দেখতে পাবেন। এটি উইনডোজ ৭ পর্যন্ত সাপোর্ট করতো।

কিন্তু বর্তমানে উইনডোজ ৭ এর আপডেট অফিসিয়ালি বন্ধ করা দেয়া হয়েছে। যার ফলে আপনি ভবিষ্যতে উইনডোজ ৭ ব্যবহার করলে কোন ধরণের আপডেট পাবেন না।

সুতরাং আপনাকে উইনডোজ ১০ বা উইনডোজ ১১ ডাউনলোড করে তা ইনস্টল করতে হবে। এছাড়াও আপনি উইনডোজ ৭ কে চালাতে পারেন। তবে আপডেট না পাবার কারণে অনেক সফটওয়্যার আপনাকে বিরম্বনার মধ্যে ফেলে দিতে পারে।

কেননা প্রায় প্রতিটি সফটওয়্যার প্রতিনিয়তই আপডেট হয়ে থাকে।

যদি উইনডোজ ১০ কিংবা ১১ ব্যবহার করে থাকেন তবে মাইক্রোসফট এড্জ নামে একটি ব্রাউজার বিল্ড ইন পাবেন।

এটি অনেক ফাস্ট এবং সিকিউর একটি ব্রাউজার। আপনি নির্দ্বিধায় একে ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও জনপ্রিয় কয়েকটি ব্রাউজার তালিকা আকারে নিচে দেয়া হল:

কম্পিউটারের সফটওয়্যার

  • গুগল ক্রোম (Google Chrome)
  • মজিলা ফায়ারফক্স (Mozzila Firefox)
  • অপেরা  (Opera)
  • সাফারি (Safari)
  • ডাক ডাক গো (Duck Duck Go)
  • অ্যাভাস্ট সেইফ ব্রাউজার (Avast Safe Browser)
  • ডলফিন (Dolphin)
  • ব্রেভ (Brave)
  • পাফিন (Puffin)
  • ভায়া (Via)
  • টর (Torr)

 

নিশ্চয় এতক্ষনে বুঝতে পারছেন সফটওয়্যার কাকে বলে আর কত প্রকার

নতুনদের জন্য কম্পিউটার শিক্ষা

 

তবে আমার কাছে গুগল ক্রোম, অপেরা এবং মজিলা ফায়ারফক্স সেরা ব্রাউজার হিসেবে পরিচিত। এদের মধ্যে গুগল ক্রোম এবং অপেরা ব্রাউজারে আপনি সেভ করা পাসওয়ার্ড দেখতে চাইলে,

পিসির পাসওয়ার্ড দেয়া থাকলে তা না দিয়ে দেখতে পারবেন না।

 

এন্টিভাইরাস সফটওয়্যার (Antivirus Software)

জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার, একটি পিসি চালানোর সময় বিভিন্ন জাংক ফাইল এসে পিসিকে স্লো করে দেয়। এরূপ ক্ষেত্রে আপনার পিসির গতি দুদার্ন্ত করতে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত।

 

ল্যাপটপ বা পিসির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার

 

আমার দেখা সবচেয়ে ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার হল অ্যাভাস্ট (Avast), এছাড়াও আরো অনেক অ্যান্টিভাইরাস রয়েছে। যেমন,

  • অ্যাভাইরা (Avaira)
  • পান্ডা মেঘ (Panda Megh)
  • বিট ডিফেন্ডার (Bit Defender)
  • কাস্পারস্কি (Kaspersky)
  • নরটন (Norton)
  • ম্যাকফি (Mcafee)
  • এভিজি (AVG)

তবে সবচেয়ে মজার বিষয় হল উইনডোজ ১০ এবং ১১ এ বিল্ড ইন এন্টিভাইরাস যুক্ত করে দেয়া হয়েছে। তার মানে কেউ যদি কোন অ্যান্টিভাইরাস না ব্যবহার করে তবে কোনরূপ সমস্যা হবার কথা নয়।

ডিফল্ট এন্টিভাইরাস ডিফেন্ডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রতিনিয়ত আপডেট থাকার কারণে ব্যবহারকারী অবাধে পিসি ব্যবহার করে থাকে।

নোট: কখনই একের অধিক এন্টিভাইরাস পিসিতে ব্যবহার করবেন না। এতে হিতের বিপরীত হবার সম্ভাবনা বেশি। এন্টিভাইরাস ব্যবহার করলে নিয়মিত আপডেট দিন।

নতুবা এন্টিভাইরাস যে কখন ভাইরাস হয়ে আপনার গুরুত্বপূর্ণ ডাটা খেয়ে ফেলবে তা বুঝতেও পারবেন না।

 

অফিসিয়াল সফটওয়ার (Official Software)

এখন আমরা জানবো কিছু এপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে এই বিষয়ে, আপনি কি কিছু ফ্রি সফটওয়্যার সম্পর্কে জানতে চান? আমাদের নিত্য দিনের চলার পথে প্রায়শই অফিসিয়াল কাজের প্রয়োজন পড়ে।

তাহলে চলুন,

অফিস সফটওয়্যার কাকে বলে জেনে নিই এখন।

এই যেমন ধরুন, একটি আবেদন করতে হয়। আবার দলিলপত্র লেখার দরকার পড়ে। 

এমনি করে অনেক অফিসিয়াল কাজের দরকার হয়। এসব দরকারী অফিসিয়াল কাজ অফিসিয়াল সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়।

নিচে অফিসিয়াল কাজে ব্যবহৃত সফটওয়্যারের একটি লিস্ট দেয়া হল,

  • মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)
  • এক্সেল (Excel)
  • এক্সেস (Access)
  • পাওয়ার পয়েন্ট (Power Point)

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের বিস্তারিত জানতে নিচের ঠিকানা থেকে ঘুরে আসুন।

উইনডোজ ইনস্টল দেবার পর পরই আপনাদের এসব সফটওয়্যারের প্রয়োজন পড়বে।

 

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (Computer Office Application) খুঁটিনাটি

 

আপনি যে কোন কম্পিউটারের দোকানে গেলেই উইনডোজের ফাইল কিনতে পারবেন। আশা করছি অফিসিয়াল সফটওয়্যার সম্পর্কে আপনার ধারণা পরিস্কার।

 

গ্রাফিক্স সফটওয়্যার (Graphics Software)

আপনি কি সেরা গ্রাফিক্স সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার খুঁজছেন? উইনডোজ ইনস্টল দেয়ার পর আপনাকে গ্রাফিক্স সংক্রান্ত কিছু সফটওয়্যার ইনস্টল দিতে হবে।

এসব সফটওয়্যার ছাড়া আপনি অনলাইনে কিংবা অফলাইনে কাজ করতে নানান রকমের বিপাকে পড়বেন।

বিভিন্ন মুভি দেখার সময় ঝাপসা দেখতে পারেন। গানের মাঝে কথা আগে ছবি পরে কিংবা কথা পরে ছবি আগে এরকম বিভিন্ন ঝামেলায় পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

যেমন, কেউ যদি একটি চাকুরীর আবেদন করতে আসে। তো স্বভাবতই চাকুরীর আবেদন করতে গেলে ছবি এবং সিগনেচার প্রয়োজন পড়ে। 

ছবি এবং সিগনেচারের নির্দিষ্ট মাপ দিতে হয়। যা আপনি ফটোশপ নামক গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে করতে পারেন।

গ্রাফিক্স সফটওয়্যারের মধ্যে রয়েছে,

  • এডৌবি ফটোশপ
  • ইলাস্ট্রেটর
  • কোয়ার্ক এক্সপ্রেস
  • এডোব ইন ডিজাইন

এছাড়াও আরও অনেক গ্রাফিক্স সফটওয়ার রয়েছে যেগুলো আপনার প্রয়োজন পড়তে পারে। তবে প্রথম অবস্থায় আপনার ফটোশপ ইনস্টল করলেই হয়ে যাবে।

একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য এসব সফটওয়্যার অত্যাবশকীয়। তার মানে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান তবে আপনাকে গ্রাফিক্স সফটওয়্যার সম্পর্কে অবশ্যই জানতে হবে।

আপনি কি চান একজন গ্রাফিক্স ডিজাইনার হতে? তাহলে উপরোল্লিখিত সফটওয়্যারগুলো সম্পর্কে রিসার্জ

করা শুরু করে দিন।

মনে রাখবেন আপনি যতই ব্রিলিয়ান্ট হয়ে থাকেন না কেন, নিয়মিত চর্চা না করলে আপনার মেমরীতে মরিচা পড়বে, জং ধরবে।

তাই নিয়মিত প্র্যাকটিজ করুন। হয়ে উঠুন একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার শুভ কামনা রইলো।

 

সোশ্যাল মিডিয়া সফটওয়্যার (Social Media Software)

সোশ্যাল মিডিয়া কি? আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। শুধু উইনডোজেই নয় বরং আমরা ফোনেও সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়।

এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাদের মূল্যবান সময় কাটানোর জন্য উইনডোজ কিংবা মোবাইল ফোন উভয়েই সফটওয়্যারের প্রয়োজন হতে পারে।

 

পিসি সফটওয়্যার

 

আপনি সরাসরি ব্রাউজার ব্যবহার করেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। তবে আলাদা অ্যাপস এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মধ্যে আলাদা মজা রয়েছে।

আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হিসেবে ফেইসবুক(Facebook) সর্বজন স্বীকৃত। আমাদের মধ্যে অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটায় ফেইসবুক নামক জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ফেইসবুক কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল নাম মেটা (Meta) দিয়েছেন। অর্থাৎ, ফেসবুকের অফিসিয়াল যাবতীয় হিসাব নিকাশ মেইনটেইন করবে এই মেটা নামক কোম্পানি।

এছাড়াও আরও কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তালিকা নিচে দেয়া হল,

  • টুইটার (Twitter)
  • লিংকড ইন (Linked In)
  • পিন্টারেস্ট (Pinterest)
  • ইনস্টাগ্রাম (Instagram)
  • হোয়াট্সঅ্যাপ (What’s App)
  • ইমু (Imo)
  • মেসেঞ্জার (Messanger)

ফেসবুক আমাদের যতটা উপকার করেছে মনে হয় তার তুলনায় এর বিপরীতমূখী ব্যবহারের জন্য আমারা অনেক বেশি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি।

আমরা অনেকেই ফেসবুকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটিয়ে ফেলি। যা আমাদের জন্য সত্যিই ক্ষতির অন্যতম একটি কারন। 

ওয়েবসাইট সফটওয়্যার

 

মন্তব্য

পিসিতে উইনডোজ স্মুথলি চালানোর জন্য আপনাকে উপরের সফটওয়্যারগুলোর যথাযথ ব্যবহার জানা দরকার। একই কাজের জন্য একাধিক সফটওয়্যার পিসিতে রাখার কোন মানে হয় না।

আশা করছি পিসি সফটওয়্যার নির্বাচনে উপরে সংযুক্ত তথ্য আপনার বিশেষ কাজে দিবে।

উইনডোজ ইনস্টল দেবার পরপরই উপরের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে ফেলুন। সুন্দরভাবে আপনার পিসিকে রান করুন, শুভ কামন।

 

আপনি পছন্দ করতে পারেন,

 

আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে জীবন, তথ্য ও প্রযুক্তির নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভাল থাকেন।

আল্লাহ্ হাফেজ।

 

 

Author

Leave a Reply