পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার না করে একটি পেনড্রাইভ ব্যবহার করাটাই অনেকেই ভাল উপায় বলে মন্তব্য করেন। আজকে আমরা দেখব কিভাবে পেনড্রাইভ বুটেবল করা যায়। তাও আবার চোখের পলকেই!

পেনড্রাইভ বুটেবল করার আগে চলুন জেনে নেব বুটেবল পেনড্রাইভ কাকে বলে? আর সেই সাথে হয়তো অনেকেই জানি না যে পেনড্রাইভ কি?

তাহলে, চলুন বিস্তারিত জানা যাক,

পেনড্রাইভ কি? (What is Pendrive?)

Pendrive  এমন একটি ডিভাইস যা পোর্টেবল ইউএসবি মেমরী যন্ত্র। এর মাধ্যমে সাধারণ মেমরীর তুলনায় কয়েকগুণ দ্রুত অডিও, ভিডিওসহ বিভিন্ন ফাইল ট্রান্সফার করা যায়। এই ড্রাইভকে অনেকেই ফ্ল্যাশ ড্রাইভও বলে থাকেন। আমরা এই পেনড্রাইভ বুটেবল করার সহজ ও কার্যকরী উপায় নিয়ে আজকে আলোচনা করবো।

বুটেবল পেনড্রাইভ কি? What is Bootable Pendrive?

পেনড্রাইভ বুটেবল বলতে  বুঝানো হচ্ছে এমন একটি ডিস্ক যার মাধ্যমে অপারেটিং সিস্টেম দ্রুত ইনস্টল করা যায়। এক্ষেত্রে একটি ডিভিডি ড্রাইভের কোন প্রয়োজন পড়ে না। তাহলে চলুন আমরা জেনে নিই যে কিভাবে একটি পেনড্রাইভ বুটেবল করা যায়?

Windows cd থেকে বুট করুন পেন ড্রাইভে খুব সহজে চলুন ধারাবাহিকভাবে জেনে আসি। লিনাক্স অপারেটিং সিস্টেমকে Live USB এর মাধ্যমে বুটেবল করা হয়।

এবং এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা ছাড়ায় সরাসরি ব্যবহার করা যায়। তবে এর কিছু সমস্যা রয়েছে যেমন, এতে কোন প্রোগ্রাম ডাউনলোড বা ইনস্টল করা হলে তা সাময়িকভাবে ঐ পেনড্রাইভেই থেকে যায়।

উইনডোজের যাবতীয় ফাইল এতে সংরক্ষিত থাকে বলে ডিভিডি ড্রাইভ লাগে না। যে কোন ধরণের পেনড্রাইভকে আমরা সহজেই বুটেবল করে ফেলতে পারি। আর এর জন্য আমাদের কিছু থার্ড পার্টি টুলস এর সাহায্য নিতে হয়।

আমাদের আলোচনার প্রতিপাদ্য হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে একটি পেনড্রাইভকে বুটেবল করতে হয়?

পেনড্রাইভ বুটেবল করার জন্য আমাদের যে উপাদানগুলো কাজে লাগবে?

প্রয়োজনীয় উপকরণ

  • কম্পিউটার অথবা ল্যাপটপ
  • বুটেবল সফটওয়্যার
  • উইনডোস আইএসও (ISO-) ফাইল
  • বুটযোগ্য পেনড্রাইভ

Rufus দিয়ে পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি সম্পর্কে আমরা জানতে চলেছি।  পিসিতে ইনস্টল করা থাকলে এটা Open করে নিন। যদি না থাকে তবে এখান থেকে ডাউনলোড করে নিন।

তাহলে, চলুন এবার দেখব পেনড্রাইভ বুটেবল করা যায় কিভাবে?

  • আপনার প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারটি উপযুর্ক্ত লিংক থেকে ডাউনলোড করে নেয়া (যদি আপনার পিসিতে থাকে তো এই ধাপটি এড়িয়ে চলুন)।
  • অতপর rufus-3.14.exe তে দুইবার ক্লিক করুন। তা না হলে মাউসের রাইট বাটন ক্লিক করে Run as administrator প্রেস করুন।

পেনড্রাইভ বুট করার নিয়ম

  • এবার নিচের মত একটি ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে
পেনড্রাইভ-বুটেবল

পেনড্রাইভ বুটেবল করার নিয়ম

Pendrive Bootable করুন চোখের পলকেই! এই পোস্টটি ভাল করে দেখুন এর কোন জায়গায় কি অপশন রয়েছে। তাহলে আশা করা যাচ্ছে আপনি খুব সহজেই পেনড্রাইভ বুটেবল করতে পারেন। 

  • তারপর আপনার পেনড্রাইভটটি (যাকে বুটেবল করবেন) কম্পিউটারের সাথে কানেক্ট করে নিন। মজার বিষয় হল, পেনড্রাইভটি কানেক্ট করার সাথে সাথেই Rufus সেটাকে অটোমেটিক ডিটেক্ট করে নিবে। আপনি একে Device অপশনে দেখতে পাবেন।
  • হার্ড ড্রাইভের আইএসও ফাইলকে Select Option থেকে দেখিয়ে দিন।

নিচের চিত্রে লক্ষ করুন-বুঝতে পারবেন!

পেনড্রাইভ-বুটেবল-স্টেপ

যদি আপনার কাছে উইনডোসের আইএসও (ISO) ফাইলটি না থাকে তবে এখান থেকে [Windows 10], [Windows 8.1] এবং [Windows 7] ডাউনলোড করে নিতে পারবেন।

  •  সব অপশন ঠিকঠাক থাকলে শুধুমাত্র অপেক্ষা করতে থাকুন।

মোটামুটি ১০-৩০ মিনিটের মধ্যে আপনার পেনড্রাইভটি বুটেবল হয়ে যাবে।

উইনডোজ বুটেবল

ফ্রি কিছু সফটওয়্যার এর তালিকা নিচে দেয়া হলো। প্রয়োজনে দেখে নিতে পারেন।

একটি বুটেবল পেনড্রাইভকে কিভাবে ব্যবহার করবো?

এতক্ষণে নিশ্চয় পেনড্রাইভকে উইনডোজ প্রদানের জন্য রেডি করে ফেলছেন? আর সেই সাথে মনের মধ্যে প্রশ্ন জেগে গেছে যে, কিভাবে এই পেনড্রাইভ ব্যবহার করে উইনডোজ সেটাপ দিব।

Pen drive bootable করার নিয়ম

তাহলে,

প্রথমে পেনড্রাইভকে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন

তারপর,

কমন কয়েকটি boot option হচ্ছে,

  1. HP – F9 / Esc
  2. Dell – F12
  3. Lenovo – F8 / F10 / F12
  4. Asus – F8 / Esc
  5. Samsung – F2 / F12 / Esc
  6. Acer – F9 / F12 / Esc
  7. Toshiba – F12

First Boot Device হিসেবে পেনড্রাইভকে দেখিয়ে দিন

আরও জানুনঃ কম্পিউটারের নানাবিধ সমস্যার জাদুকরী টিপস

আর সেই সাথে হার্ড ড্রাইভকে সেকেন্ড ড্রাইভ হিসেবে নির্বাচন করুন। তারপর Save & Exit করে বেরিয়ে পড়ুন। তা না হলে, F10 প্রেস করে Save & Exit সিলেক্ট করে Enter প্রেস করুন।

ব্যাস, একটু অপেক্ষা করুন। উইনডোজ লোডিং হওয়া শুরু হয়ে যাবে।

আমাদের মন্তব্য

একবারে নতুন হলেও উপরের দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই একটি পেনড্রাইভকে বুটেবল করতে পারবেন।

আর সেই সাথে এই পেনড্রাইভ দিয়ে উইনডোজ সেটাপ দিতে পারবেন।

আমার অভিজ্ঞতা অনুযায়ী, অনেক সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুটেবল করেছি তবে রোফাস্ট এর মত এত দ্রুত বুটেবল করতে পারার মত শক্তি অন্য কোন সফটওয়্যার এর মাঝে আমি দেখি নাই।

একদম ফ্রি হিসেবে এর থেকে ভাল কোন সফটওয়্যার আছে বলে আমার মনে হয় না। আপনাদের যদি জানা থাকে আমাকে একটু জানাবেন কেমন, অসংখ্য ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ্ দ্রুত জানানোর চেষ্টা করবো।

Author

Check Also

টু ফ্যাক্টর অথেন্টিকেশন

কেন আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন?

প্রিয় বন্ধুরা নিশ্চয় মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনায় আমরা দেখবো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *