ব্লগিং এর জন্য প্রয়োজনীয় টুলস (পিক রিসাইজ টুলস)

 

ব্লগিং বর্তমান সময় অনেকের কাছেই একটি আদর্শ পেশা। অনেকে নেশার বশে কেউ পেশার বসে ব্লগিং এ যুক্ত হয়। সত্যিকার অর্থে আমিও নেশার বসেই ব্লগিং এ যুক্ত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ব্লগিং এর জন্য প্রয়োজনীয় টুলস যেগুলো একজন ব্লগার হিসেবে আপনার জানা দরকার।

হ্যাঁ সত্যিকার অর্থেই আপনি যদি ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তবে আপনার জন্য নিচের টুলসগুলো খুবই প্রয়োজনীয় হতে পারে।

শুধু ব্লগিংই নয় অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ছবির প্রয়োজন পড়ে। এসব ছবির সাইজ বিভিন্ন কারণেই পরিবর্তন করার প্রয়োজন হয়।

এই কাজগুলো আমরা নিম্নোক্ত টুলসগুলো ব্যবহার করে অনায়াসেই করতে পারি। তার মানে আজকে আলোচনা করবো,

পোস্টের মাঝে ব্যবহার করা ইমেজগুলোকে ইজিলি মোডিফাই করার জন্য কিছু প্রয়োজনীয় টুলস নিয়ে।

অর্থাৎ ব্লগারদের প্রয়োজনীয় টুলস নিয়ে আজকে আমাদের আয়োজন। নিত্যটিউনের সাথেই থাকুন। 

 

tools every blogger needs

 

ব্যক্তিগত অর্থে ব্লগিং করার সময় এসব টুলস এবং ওয়েবসাইট এ আমি সচরাচর ভিজিট করি। এখান থেকে প্রয়োজনীয় কিছু ম্যাটেরিয়াল নিয়ে থাকি।

আজকে আমি ব্লগারদের জন্য সেরা কয়েকটি ব্লগিং টুলস এবং সংশ্লিষ্ট কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।

আশা করছি এসব টুলস এবং ওয়েবসাইট আপনার ব্লগিং ক্যারিয়ারে বিশেষভাবে কাজে লাগবে।

তো বন্ধুরা চলুন, প্যাক প্যাক না করে বরং মূল আলোচনায় আসা যাক।

প্রথমে ব্লগিং টুলসগুলো নিয়ে আলোচনা করি।

 

দেখুন ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস এর বিস্তারিত। এই টুলসগুলো ছাড়া একজন ব্লগার যেন অসম্পূর্ণই থেকে যায়।

আমাদের ছবি এডিট করার প্রয়োজন পড়লে আমরা নিচের ওয়েবসাইট থেকে তা খুব সহজেই করতে পারি।

 

ছবি মোডিফাই (Image Modification)

নিত্যদিনের ব্লগিং এ আমাদের প্রায় প্রতিটি পোস্টে ছবির প্রয়োজন পড়ে। এসব ছবি বিভিন্ন সোর্স থেকে আমরা সংগ্রহ করে থাকি।

কেউবা আবার বিভিন্ন সময় ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে ব্লগ পোস্টে যুক্ত করে দেই।

অনেক সময় আমরা গুগল থেকে কোন ইমেজ নিয়ে ব্লগে যুক্ত করি।

সেই ইমেজগুলো কোন না কোন ওয়েবসাইটে রেফারেন্সসহ যুক্ত করা থাকে। এখন বিষয় হচ্ছে সেই একই ইমেজ যদি আমাদের ওয়েবসাইটে একই অবস্থায় পোস্ট করি তাহলে গুগল সেটাকে ধরে ফেলবে নিশ্চিত।

কেননা আমাদের থেকে হাজার গুণ বেশি চালাক হচ্ছে গুগল। সুতরাং সেই ইমেজগুলো আমাদের অবশ্যই মোডিফাই করে ব্যবহার করতে হবে।

ব্লগ পোস্ট লিখতে গেলে আমাদের অবশ্যই একটি দুটি বা কয়েকটি ছবির প্রয়োজন পড়ে।

এসব ছবি মোডিফিকেশন করার জন্য এমন সুন্দর একটি টুলস হচ্ছে picresize নামের একটি ওয়েবসাইট।

এখানে একটি ছবিকে ইচ্ছেমত সাইজ দিতে পারেন।

আর সেই সাথে ছবির ফর্মেটও পরিবর্তন করা সম্ভব। চলুন তাহলে এক নজর দেখে নেয়া যাক সেই সেরা ব্লগিং  সহায়ক টুলসকে।

 

blog-tool-picresize

 

এখানে ছবির বিভিন্ন সাইজের অপশন থাকার পাশাপাশি কাস্টম সাইজও দিতে পারবেন। মূল ছবির সাইজ ২৫%, ৫০% কিংবা ৭৫% করে ছোট করতে পারবেন।

অথবা আপনার ইচ্ছেমত সাইজ দিতে পারবেন। আশা করছি টুলটি ব্যবহার করে অনেক বেশি মজা পাবেন। অনেক উপকারী টুলস এটি।

ছবি মোডিফাই করার জন্য আমি মূলত এই টুলসটি ব্যবহার করে থাকি। অনেক ভাল লাগে। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

 

কিভাবে পিকরিসাইজ ব্যবহার করবো?

ক্লাস ৩ এর একটি বাচ্চাও খুব সহজে টুলটি (blog tools) ব্যবহার করতে পারবে। প্রথমে ওয়েবসাইটে চলে যান। তারপর এডিট পিকচার সিলেক্ট করেন।

এবার ড্রাগ এন্ড আপলোড বাটনে ক্লিক করে কাঙ্খিত ছবিটি আপলোড করেন। তারপর কন্টিনিউ টু এডিট এ যান এবং পরবর্তী ধাপে চলে যান।

এবার কাঙ্খিত সাইজ নির্ধারণ করে দিন। কোন ফর্মেটে ইমেজটি ব্লগ পোস্টে ব্যবহার করবেন তা নির্ধারণ করে দিন।

তারপর,

সেভ করুন। এবার ব্লগ পোস্টে ব্যবহার করুন।

 

ছবির সাইজ ছোট করা

আমরা যারা ব্লগিং পেশার সাথে জড়িত তারা সবাই জানি যে একটি পোস্টের মাঝে ব্যবহার করা  ইমেজ সমূহ যদি বড় সাইজের হয় তবে পেজ লোডিং টাইম বেড়ে যায়।

ফলে কাঙ্খিত পেইজটি খুব দেরীতে লোড হয়। এতে করে পাঠকের পড়ার মাঝে বিভ্রাট ঘটতে পারে। পাঠক হারাতে পারেন।

এই সমস্যা সমাধানের জন্য আমরা মূলত অনেকেই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ছবির সাইজ ছোট করে থাকি।

অনেকেই ফটোশপ ব্যবহার করে ছবির সাইজ ছোট করে থাকে। আমরা জানি এটি একটি গ্রাফিক্স সফটওয়্যার।

 

আপনি পড়তে পারেন,

ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন কিংবা ব্লগিং

 

 

ইমেজ মডিফাই করার জন্য এর থেকে ভাল সফটওয়্যার এখনও পর্যন্ত আমি পাই নাই। যদি আপনি জেনে থাকেন তো আমাকেও একটু জানাবেন কেমন?

যাই হউক আমি এখন ইমেজ অপ্টিমাইজেশন করার এমন একটি সফটওয়্যার সম্পর্কে বলবে যার মাধ্যমে আপনি খুব সহজেই ছবি অপ্টিমাইজ করতে পারবেন।

অনেক ইজিলি কোন ইমেজ এর সাইজ কমানো সম্ভব। মজার বিষয় হল এই সফটওয়্যারটি ব্যবহার করলে ইমেজের গুনগত মান হুবহু একই থেকে যায়।

সাথে ছবির নির্ধারিত সাইজ অনেক পরিমাণ কমে যায়। এখানে জেপিজি, জেপিইজি, পিএনজিসহ বেশ কয়েকটি ফর্মেট রয়েছে।

 

blog-tools-compressjpeg

 

আপনি যে ফর্মেটের ইমেজ অপ্টিমাইজ করতে চান নির্ধারিত ফর্মেট সেট করে ইমেজটি সিলেক্ট করে দিন।

আপলোড হবার পরপরই ইমেজটি অপ্টিমাইজ হতে থাকবে। অপ্টিমাইজ হয়ে গেলে কত পার্সেন্ট ছোট হলো তা দেখাবে।

এবার আপনি তা ডাউনলোড করে ব্যবহার করুন।

 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলস

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন? অনেক সময় ব্লগ পোস্টে এমন কিছু ইমেজ আমরা সেট করে থাকি যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পড়ে।

অনেকেই ঐ অবস্থায় ইমেজটি ব্যবহার করে থাকি। আবার অনেকেই ফটোশপ ব্যবহার করে কাজটি করে থাকে।

আজকে আমরা অনলাইনের একটি সফটওয়্যার এর মাধ্যমে কাজটি করবো।

চলুন সেই মজার অনলাইন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলস সম্পর্কে জেনে নিই। টুলসটির নাম হচ্ছে Removebg.

এর সাহায্যে আপনি যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।

এখান থেকে টুলসটির বিস্তারিত দেখে আসতে পারেন।

 

blog-tools-bgremove

 

অনেক সুন্দর আর ইজিলি একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এর মত সুন্দর আর কার্যকরী সফটওয়্যার আমি দেখি নাই।

আপনি টুলসটি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না যে এই টুলসটি কতটা প্রয়োজনীয়। ফটোশপে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেখানে মিনিট পর্যন্ত লেগে যেতে পারে।

সেখানে আমরা এই টুলসটির মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটি করতে পারি।

সেদিক থেকে পোস্টে ইমেজ দেবার জন্য এটি আমার কাছে অনেক কার্যকরী মনে  হয়েছে।

 

এবার চলুন ব্লগসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা কিছু উন্নত কোয়ালিটির ইমেজ এর সংগ্রহশালা দেখে আসি।

এসব ওয়েবসাইট থেকে আপনি পেইড এর পাশাপাশি ফ্রি-তেও বহু ইমেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

এ সকল ছবি আপনি বিভিন্ন ফর্মেটে পেয়ে যাবেন। আপনার চাহিদা অনুযায়ী ইমেজের সাইজ নির্ধারণ করে ডাউনলোড করে আপনার ওয়েবসাইট কিংবা প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে পারেন।

যেমন,

  • Pixabay 
  • Unsplash 
  • Pexels 

আমার কাছে তিনটি ওয়েবসাইটই সেরা বলে মনে হয়েছে। তবে এদের মধ্য থেকে Pixabay আমার বেশি পছন্দের।

 

মন্তব্য

আপনি যদি পোস্টে ব্যবহার করা ইমেজ মডিফাই করার চিন্তা করে থাকেন তবে উপরের তিনটি টুলস আপনাকে বিশেষভাবে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

আমি নিজেও ব্যক্তিগত অর্থে ব্লগিং করার সময় এসব ব্লগ টুলস ব্যবহার করে থাকি। অনেক দ্রুত ইমেজ প্রসেসিং করার জন্য আমার কাছে সব থেকে ভাল ব্লগিং টুলস হিসেবে এগুলো স্বীকৃত।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগে কিভাবে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখতে হয় তার বিস্তারিত নিয়ে ইনশাআল্লাহ্ টিউন করার চেষ্টা করবো।

সে পর্যন্ত ভাল থাকেন, সুস্থ্য থাকেন, নিত্যটিউনের সাথেই থাকেন।

ধন্যবাদ।

Author

Check Also

পেনড্রাইভ বুটেবল

পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *