blog-post

ব্লগ পোস্ট – ব্লগে এসইও ফ্রেন্ডলী পোস্ট লেখার অভিনব কৌশল!

  • Post author:

আপনি কি একজন ব্লগার? ব্লগ পোস্ট লেখায় পূর্বের অভিজ্ঞতা কম? কিভাবে ব্লগে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে হয় জানতে চান? তাহলে ব্লগ পোস্ট লেখার অভিনব কৌশল নিয়ে আমাদের আজকের আয়োজন।

পড়তে থাকুন আর সেই সাথে প্রযুক্তির নিত্য নতুন সংবাদ সবার আগে পেতে নিত্যটিউনের সাথেই থাকুন। তাহলে চলুন প্রথমে জেনে নেয়ার চেষ্টা করি ব্লগ আসলে কি?

ব্লগ কি? (What is Called a Blog?)

একটি ব্লগ আসলে অনলাইনে থাকা কোন একটি ওয়েবসাইট। দিলেন তো ভাই গুলিয়ে! আচ্ছা ব্লগ যদি ওয়েবসাইট হয়ে থাকে তবে দুটিকে আলাদা করে লেখার কি কোন মানে হয়?

জ্বি বস, ব্লগ এক ধরণের ওয়েবসাইট হলেও সকল ওয়েবসাইট কিন্তু ব্লগ নয়। কেন?

ব্লগ ও ওয়েবসাইট কি আলাদা?

জ্বি হ্যাঁ, ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে তফাৎ রয়েছে। ব্লগ হচ্ছে একটি ব্যক্তিগত অনলাইন পত্রিকার ন্যায় যেখানে ওয়েবসাইট হচ্ছে একটি ডোমেইন এর মধ্যে থাকা কয়েকটি পেজের সমষ্টি।

আবার বলা যায়, ব্লগ এমন এক ধরণের ওয়েবসাইট যার কনটেন্টগুলো নিয়মিত পরিবর্তিত হয়। অর্থাৎ ব্লগে প্রতিনিয়ত নিত্য নতুন বিষয়ের আলোকে কনটেন্ট লেখা হয়।

আর এখানে একজন, দুইজন থেকে শুরু করে একাধিক লেখক ব্লগ পোস্ট লিখে থাকেন। যারা ব্লগ পোস্ট লিখেন তাদেরকে ব্লগার বলা হয়।

অপরদিকে,

ওয়েবসাইট হচ্ছে এম এক ধরণের মাধ্যমে যেখানে কোন নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য থাকে যা সচরাচর পরিবর্তিত হয় না।

অর্থাৎ ওয়েবসাইটের কনটেন্টগুলো প্রতিনিয়তই পরিবর্তন হয় না। 

তাহলে চলুন জেনে নিই কিভাবে ব্লগে এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখতে হয়?

ব্লগে এসইও ফ্রেন্ডলী পোস্ট লেখার অভিনব কৌশল

সুন্দর করে তথ্যবহুল টাইটেল প্রদান

আপনি যখন একটি সুন্দর এসইও ফ্রেন্ডলী ব্লগ পোস্ট লিখতে যাবেন তখন প্রথমেই পোস্টের একটি সুন্দর এবং উপযুক্ত টাইটেল অর্থৎ শিরোনাম দিতে হবে।

একটি শিরোনাম আপনার পুরো পোস্টের বিষয়বস্তুকে তুলে ধরবে। সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল টাইটেল প্রদান একটি পোস্টকে পর্যাপ্ত ভিজিটর আনতে সহায়তা করবে।

এই যে এখন যে পোস্টটি লেখা হচ্ছে তার টাইটেলটি লক্ষ করুন। টাইটেলটি পুরো পোস্টের বিষয়কে তুলে ধরছে। 

অর্থাৎ কিভাবে এসইও ফ্রেন্ডলী ব্লগ পোস্ট লিখতে হবে? একটি সুন্দর তথ্যবহুল পোস্ট লেখার জন্য টাইটেল কেমন দিতে হবে। 

পোস্টের আভ্যন্তরীন বিষয় কেমন হবে সবগুলোকে একইসাথে ফুটে তুলছে এই টাইটেল।

সুতরাং একটি পোস্টের আভ্যন্তরীন সকল বিষয়কে সংক্ষেপে তুলে ধরার মাধ্যমই হচ্ছে একটি ভাল টাইটেল প্রদান।

ব্লগ পোস্টের অভ্যন্তরে বিষয় কেন্দ্রিক তথ্যবহুল শিরোনাম প্রদান

এবার খেয়াল রাখতে হবে পোস্টের ভিতর মূল টাইটেল অনুযায়ী লেখা হচ্ছে কি না? অর্থাৎ ভেতরের যে শিরোনাম দেয়া হবে তা যেন মূল পোস্টকে নির্দেশ করে। 

এমন যেন না হয় যে একটি পোস্টের মূল টাইটেল দিছেন এক বিষয় আর অভ্যন্তরের শিরোনামগুলো অন্য কোন বিষয়কে নির্দেশ করছে তাহলে কিন্তু পোস্টটি র‌্যাংক করবে না।

যেমন ধরুন, আপনি একটি ব্লগ পোস্ট লিখছেন মোবাইল সম্পর্কে কিন্তু পোস্টের অভ্যন্তরে শিরোনাম দিলেন,

‘‘১৫০০০ টাকা বাজেটের সেরা ল্যাপটপ’’ । ভাবুন তো আপনি কি লিখছেন? তাহলে অব্যশই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি খাচ্ছি 😋।

সরি কি লিখছি। সুতরাং একটি ভাল মানের পোস্ট লেখার জন্য আমাদের অবশ্যই একটি ভাল মানের উপযুক্ত টাইটেল প্রদানের সাথে সাথে পোস্টের আভ্যন্তরীন উপযুক্ত টাইটেল প্রদান করতে হবে।

পোস্টের অভ্যন্তরে ইমেজের অল্টার ট্যাগ প্রদান

আমরা যখন একটি মান সম্মত পোস্ট লেখার চেষ্টা করছি তখন অবশ্যই আমাদের পোস্টের মাঝে প্রয়োজনে ইমেজ প্রদান করতে হবে। 

এখন পোস্ট লেখার সময় বিভিন্ন ছবি প্রদান করলে সেগুলোর উপযুক্ত অলটার ট্যাগ প্রদান করতে হয়।

যদি তা না করা হয় তবে কোন কারণে পোস্টের মাঝে দেয়া ছবিটি কোন সার্চ ইঞ্জিন খুঁজে না পায় তখন অল্টার ট্যাগ শৌ করে।

এসব ইমেজ আমরা যখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি তখন এগুলোকে মডিফাই করে পোস্টের জন্য উপযুক্ত করে নিতে হয়।

কেননা কপিরাইট ইমেজ দিলে ব্লগ প্যানেল্টি খাবে নিশ্চিত। তাই ব্লগিং এর জন্য ভাল মানের পোস্ট লিখতে ছবিগুলো মডিফাই করার জন্য কিছু পিক রিসাইজ টুল অর্থাৎ ব্লগিং টুলস এর সাহায্য নিলে অনেক ভাল হয়।

এখন যদি অল্টার ট্যাগ না দেয়া হয় তবে ইমেজটি না পেলে সেখানে তার পরিবের্তে অন্য কিছু দেখাবে না।

ফলে ভিজিটর সেটাকে না দেখতে পেয়ে মূল বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবে না।

অথচ আমাদের পোস্ট লেখা, পোস্টের মাঝে দেয়া ইমেজকে বুঝাসহ পোস্টের যাবতীয় বিষয় ভিজিটরদের সুবিধার কথা বিবেচনা করে লেখা।

তাহলে বুঝুন কেন অল্টার ট্যাগ প্রদান করতে হবে?

বিষয় কেন্দ্রিক ক্যাটাগরি নির্ধারণ

এবার আমদের পোস্টে লেখার মাঝে অথবা পোস্ট লেখার শেষে অবশ্যই পোস্টের জন্য ক্যাটেগরি সেট করে দিতে হবে।

উপযুক্ত ক্যাটেগরি না দিলে পোস্টটি কখনই ভালভাবে র‌্যাংক করবে না। সুতরাং যে বিষয়কে কেন্দ্র করে পোস্ট লেখা সেই বিষয়কে অবশ্যই একটি নির্দিষ্ট ক্যাটেগরির অধীনে রাখতে হবে।

যেমন, আমরা কম্পিউটার বিষয়ক একটি পোস্ট লিখছি তাহলে অবশ্যই একে ‘কম্পিউটার জগত’ বা ‘তথ্য ও প্রযুক্তি’ অথবা ‘টেকনোলজি’ বিষয়ক কোন ক্যাটেগরির অধীনে রাখতে হবে।

তাহলে আমরা সহজেই কিন্তু পোস্টটিকে খুঁজে পাবো। সুতরাং একটি আদর্শ পোস্টের জন্য অবশ্যই ক্যাটেগরি নির্বাচন জরুরী একটি বিষয়।

পোস্টে ফিচার্ড ইমেজ যুক্ত করা

একটি ভাল মানের পোস্ট লেখার জন্য একটি ফিচার্ড ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমরা যখন কোন সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ করি তখন আমাদের সামনে এই ফিচার্ড ইমেজটি দেখা যায়।

সুতরাং বুঝতেই পারছেন এই ছবি থেকে কিন্তু পোস্টের বিষয় সম্পর্কে পাঠকের মনে একটি ধারণা চলে আসে।

যদি উপযুক্ত ফিচার্ড ইমেজ যুক্ত না করা হয় তবে পাঠক কিন্তু এই ছবি দেখে কিছুই বুঝতে পারবে না।

তাই একটি আদর্শ পোস্ট লেখার জন্য একটি ফিচার্ড ইমেজ যুক্ত করুন। 

পোস্টে উপযুক্ত ফোকাস কিফ্রেজ (Focus Keyphrase) প্রদান

প্রধান কিফ্রেজ একটি পোস্টের র‌্যাংকিং এর জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এসইও এর ক্ষেত্রে এর ভূমিকা বলে শেষ করা যাবে না।

পোস্ট র‌্যাংকিং উপযুক্ত ফোকাস কিফ্রেজ এর উপর নির্ভর করে। একটি উপযুক্ত ফোকাস কিফ্রেজ পোস্টের এইসও র‌্যাংকিং এ অনেক গুরুত্ব বহন করে।

তাই একটি আদর্শ পোস্ট লেখার জন্য আমাদের অবশ্যই একটি উপযুক্ত ফোকাস কিফ্রেজ নির্বাচন করা উচিত।

পোস্টে উপযুক্ত মেটা ডাটা লেখা

একটি পোস্ট লেখার পর তার জন্য মেটাডাটা প্রদান অত্যন্ত কার্যকরী একটি বিষয়। এটি ছাড়া একটি পোস্ট র‌্যাংকিং করা কখনই সম্ভব নয়।

আমরা যখন গুগল এ বা অন্য কোন সার্চ ইঞ্জিনে কোন বিষয় নিয়ে সার্চ দেই তখন লিংকসহ যে দু-একটি লাইন আমাদের সামনে চলে আসে তাই মূলত মেটা ডাটা। 

যখন কোন ভিজিটর কোন বিষয়ে সার্চ দেয় তখন তার সামনে আসা ওয়েবসাইগুলোর  এই মেটাডাটা পুরো পোস্টের একটি আউটলুক তৈরী করে।

সম্পূর্ণ পোস্টের একটি ইমেজ তার সামনে ফুটে তোলে। ফলে পাঠক সেই পোস্ট পড়বে না পড়বে না সেটি নির্ধারণ করে থাকে।

তার মানে মেটাডাটা ছাড়া একটি পোস্ট কখনই র‌্যাংকিং করতে পারে না। সুতরাং একটি আদর্শ  ব্লগ পোস্ট লেখার জন্য আমাদের অবশ্যই উপযুক্ত মেটাডাটা লিখতে হবে।

পোস্টের অভ্যন্তরে প্রয়োজনীয় লিংক প্রদান

আপনি যখন কোন ভাল মানের পোস্ট লিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে পোস্টের অভ্যন্তরে আপনার অন্যান্য পোস্টকে লিংকআপ করতে হবে। 

যদি অন্যান্য পোস্টকে (রিলেটেড) লিংকআপ না করেন তবে আপনার অন-পেইজ এসইও এর জন্য ভাল র‌্যাংকিং আপনি পাবেন না।

সুতরাং পোস্টের অভ্যন্তরে আপনার পোস্ট সম্পর্কিত অন্যান্য পোস্টকে লিংকআপ করুন।

আপনি পছন্দ করতে পারেন,

পরিশেষে,

তো বন্ধুরা সময় অনেকটা পেরিয়ে গেছে। আশা করছি উপরের নিয়মগুলে অনুসরণ করলে আপনি একটি ভাল মানের পোস্ট অর্থাৎ এসইও ফ্রেন্ডলী পোস্ট লিখতে পারবেন।

আপনি যদি পোস্টটি পড়ে বিন্দুমাত্র উপকৃত হন তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

অসংখ্য ধন্যবাদ।

Author

This Post Has 2 Comments

  1. A U Khan

    খুব ভালো একটি পোস্ট। অনেক উপকৃত হলাম। আমার ওয়েবসাইট ঘুরে আসতে পারেন “The world is indoors”

    1. nTune

      মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply