laptop_desktop

ল্যাপটপ নাকি ডেস্কটপ, কোনটি বেটার হবে? (বিস্তারিত)

  • Post author:

বর্তমান সময় কম্পিউটার ছাড়া যেন এক মুহুর্ত চলাও মুশকিল। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে কোন উপায়ে আমাদের কম্পিউটারের প্রয়োজন পড়ে। এর জন্য ল্যাপটপ এবং ডেস্কটপ দুটি অপশনই আমাদের জন্য রয়েছে।তবে এদের মধ্যে কোনটি বেটার অর্থাৎ ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি কিনবেন? এই বিষয়টি নিয়ে মূলত আজকের এই আয়োজন।

বন্ধুরা শুরুতেই একটু জেনে নেয়ার চেষ্টা করি, আসলে কেন আমরা দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টি করছি অর্থাৎ ডেস্কটপ নাকি ল্যাপটপ এমন মন্তব্য প্রকাশ করতেছি।

যে কোন একটি হলেই তো কাজ চালিয়ে যেতে পারি। তবে হ্যাঁ যে কোন কাজ চালানো যেতে পারে। তবে কাজের দিক থেকে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য তো লক্ষণীয়।

দেখা গেছে একই কনফিগারেশনের একটি ল্যাপটপ যে পারফরম্যান্স দিতে পারে একটি ডেস্কটপ তার তুলনায় বেশি পরিমাণ কাজ করতে সক্ষম।

সে যাই হউক দুটোকেই কিন্তু আমরা তুমুলভাবে ব্যবহার করছি। তবে যারা ছাত্রাবস্থায় আছে তাদের জন্য পছন্দের কম্পিউটার হচ্ছে একটি ল্যাপটপ।

কেন আপনি ল্যাপটপ ব্যবহার করবেন আর কেনইবা ডেস্কটপ তাই আজকে আমরা জানার চেষ্টা করবো।

তাহলে একটি ল্যাপটপ কিংবা একটি ডেস্কটপ কেনার জন্য আমাদের মূলত নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।

 

১। উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

ল্যাপটপ কিনি আর ডেস্কটপ আমরা কিন্তু উদ্দেশ্যহীন এটাকে ক্রয় করি না। আমাদের নির্দিষ্ট একটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ ক্রয় করা হয়।

তো আপনিও কি একটি কম্পিউটার ক্রয়ের কথা ভাবছেন? তাহলে প্রথমেই আপনার উদ্দেশ্য নির্বাচন করে নিন।

অর্থাৎ কেন, কি কাজের জন্য আপনি কম্পিউটার কিনতে চাচ্ছেন তার  দিকে নজর দিন। আপনার উদ্দেশ্য যদি হয় টুকটাক লেখালেখি করা।

আর সেই সাথে সামান্য নেট ব্রাউজিং তাহলে অযথা ৫০-৬০ হাজার টাকা বাজেটের একটি কম্পিউটার সেটা ডেস্কটপ হউক আর ল্যাপটপ ক্রয় করা মূলত বোকামি ছাড়া আর কিছুই হবে না।

সে জন্য আপনার কাজের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার দিকে নজর দিয়ে একটি ডেস্কটপ কিংবা ল্যাপটপ ক্রয় করুন।

 

২। বহন সুবিধা

এবার খেয়াল করুন আপনি কি কম্পিউটারকে সাথে নিয়ে ঘুরবেন? মানে আমি বলতে চাচ্ছি আপনি পড়াশুনা করেন শহরে, মাঝে মধ্যেই বাড়িতে আসেন।

আপনি চিন্তা করলেন যে কম্পিউটার যদি সাথে নিয়ে আসতে পারতাম তাহলে ছুটির সময়টা ভালই কেটে যেত।

এক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন? ল্যাপটপ নাকি ডেস্কটপ? নিশ্চয় একটি ল্যাপটপ এর চিন্তা করবেন। কেননা এটি বহন করা ডেস্কটের তুলনায় অনেক সহজ।

সুতরাং একটি ল্যাপটপ কেনার আগে কিংবা ডেস্কটপ কেনার আগে তার মানে একটি কম্পিউটার কেনার আগে বহন সুবিধার দিকটা নজরে আনুন।

যদি কোথাও সাথে নিয়ে যান তবে আপনার জন্য ল্যাপটপ বেটার হবে। আর যদি বাসায় রেখে কাজ করতে চান তবে আপনার জন্য ডেস্কটপ অনেক বেটার।

 

৩। ব্যবহার বান্ধব কি না?

দেখুন আমরা কোন কিছু কেন ক্রয় করি বলেন তো? যাতে সহজে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এখন অল্প বাজেট দিয়ে একটি কম্পিউটার কিনলাম।

কিছুদিন পর সেটা দুর্বল হয়ে গেল। অথচ আমার উদ্দেশ্য ছিল একটু ফ্রিল্যান্সিং করবো? কিন্তু কম্পিউটারই তো আর চলে না।

এখন?

এই কারণে ভাল করে খেয়াল রাখবেন আপনার কম্পিউটারটি যেন উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার পাশাপাশি ব্যবহার বান্ধব হয়।

 

৪। কার্যক্ষমতা দেখতে হবে

ধরলাম, আপনি গেইম খেলার জন্য কম্পিউটার কিনতে চাচ্ছেন। কিন্তু সেটা ক্রয় করলেন মাত্র ১০-১২ হাজার টাকার মধ্যে ।

এখন কথা হচ্ছে এই বাজেটে একটি ভাল স্মার্ট ফোন পাওয়াও কিন্তু বর্তমান সময় সম্ভব নয়। আর এই বাজেটের কম্পিউটার দিয়ে আপনি চাচ্ছেন গেইম খেলতে।

তাহলে খেলতে পারবেন? না সম্ভব নয়। কেননা এটা দিয়ে শুধুমাত্র লেখালেখি করা আর টুকটাক ব্রাউজ করা সম্ভব।

সুতরাং ল্যাপটপ হউক আর ডেস্কটপ হউক আমাদের কিন্তু কার্যক্ষমতার দিকে নজর দিতে হবে।

উদ্দেশ্য অনুযায়ী কার্যক্ষমতার দিকে লক্ষ্য রেখে একটি কম্পিউটার ক্রয় করা উচিত। তাহলে পরে আর দুশ্চিন্তায় পড়তে হবে না।

 

৫। বাজেট এর দিকে লক্ষ্য রাখুন

এই তো দাদা! এবার আসল কথায় আসছেন। আপনার বাজেট অল্প কিন্তু আপনি চাচ্ছেন যে এই বাজেটের কম্পিউটার দিয়ে অনেক ভারী ভারী সফটওয়্যার ইনস্টল দিয়ে কাজ করবেন।

তাহলে কিন্তু হবে না। আপনাকে আপনার বাজেটের মধ্যে একটি কম্পিউটার সাজিয়ে নিতে হবে।

সেক্ষেত্রে আপনার কাজের ধরণ এর উপর ভিত্তি করে পিসি নির্বাচন করুন।

 

তাহলে,

ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি বেটার হবে?

ভিডিও এডিটিং এর জন্য কোনটি ভাল হবে, একটি ল্যাপটপ নাকি ডেস্কটপ কম্পিউটার? একইভাবে ফ্রিল্যান্সিং এর জন্য কেমন কনফিগারেশনের ল্যাপটপ কিংবা ডেস্কটপ ভাল হবে?

এছাড়াও আপনি মনের মধ্যে এমন প্রশ্ন নিয়ে আসতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর জন্য কোনটি ভাল হবে, ডেস্কটপ নাকি ল্যাপটপ?

সো বন্ধুরা আমরা এবার এটাই দেখার চেষ্টা করবো যে আমাদের জন্য কোনটি উপযুক্ত হবে ল্যাপটপ নাকি ডেস্কটপ?

 

আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো তাহলে কোনটি বেটার অপশন হবে আমার জন্য?

ঠিক করুন আপনি কম্পিউটার বাসায় ব্যবহার করবেন নাকি সাথে নিয়ে বেড়াবেন। যদি বাসায় ব্যবহার করতে চান তবে আপনার জন্য ডেস্কটপ কম্পিউটার বেটার অপশন হবে।

আর যদি আপনি চান বাসায় ব্যবহারের পাশাপাশি একটু সাথে নিয়ে অন্যত্র গিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ল্যাপটপ পারফেক্ট হবে।

তবে মনে রাখতে হবে শুধু কম্পিউটার কিনলেই কিন্তু হবে না এতে যথেষ্ট পরিমান স্কিল ডেভেলপ করতে হবে অর্থাৎ কম্পিউটার স্কিল  কিন্তু বর্তমান সময় মাস্ট।

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং কম্পিউটারের জ্ঞান ছাড়া আমাদের পক্ষে চলা কিন্তু বড় মুশকিল, শুধু মুশকিলই নয় অসম্ভব বটে!

 

তাহলে চলুন তো দেখা যাক,

ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটির স্পিড বেশি?

হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি কম্পিউটার পছন্দ করার ক্ষেত্রে স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কেননা এমন একটি কম্পিউটার নিলাম যা চালু হতেই এক বছর চলে যায় তবে!

না ল্যাপটপ কিংবা ডেস্কটপ ক্রয়ের সময় অবশ্যই স্পিডের দিকে নজর দিতে হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে একই কোয়ালিটির একটি ল্যাপটপের তুলনায় একটি ডেস্কটপের পারফরম্যান্স যথেস্ট পরিমাণ বেশি।

সুতরাং আপনি যখন একটি কম্পিউটার ক্রয়ের চিন্তা করবেন তখন দেখবেন যদি একই স্থানে থেকে সেটাকে ব্যবহার করতে চান তবে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয়ের চিন্তা করুন।

ব্যক্তিগত অর্থে একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করাকেই আমি মূলত প্রাধান্য দিয়ে থাকি।

 

মন্তব্য

যদি অনলাইনে কাজ করতে চান তবে একটি মিড বাজেটের কম্পিউটার ক্রয়ের চেষ্টা করুন। এক্ষেত্রে র‌্যাম এবং প্রসেসরের দিকে নজর দিন।

একটি ভাল মানের প্রসেসরের মধ্যে কোর আই থ্রি, আই – ৫, আই – ৭ পছন্দ করতে পারেন। একটি কম্পিউটার তো আর বারবার ক্রয় করবেন না।

সুতরাং ভাল করে দেখে শুনে যাচাই করে তারপর সেটাকে ক্রয়ের চিন্তা করুন। গেমিং এর উদ্দেশ্যে কম্পিউটার কিনতে চাইলে অবশ্যই একটি ডেস্কটপ কেনার চিন্তা করুন।

কেননা একটি ডেস্কটপের স্পিড অনেক বেশি হয়। আবার একটি ডেস্কটপ কম্পিউটারের কোন সমস্যা হলে আপনি সহজেই সেটি মেরামত করে নিতে পারবেন।

কিন্তু ল্যাটপের বেলায় এতটা সহজে সমাধান পাবেন না। কেননা ল্যাপটপের মাঝেই র‌্যাম, রম, মনিটর সব থাকে।

 

আপনি পছন্দ করতে পারেন,

মোবাইলে উইনডোজ ১১ বিশ্বাস করা যায়?

 

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভাল থাকুন। যদি পোস্টটি ভাল লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন!

আল্লাহ্ হাফেজ।

 

 

 

 

 

Author

Leave a Reply