30000-tk-laptops

৩০ হাজার বাজেটের ল্যাপটপ (সেরা ব্র্যান্ড নির্বাচন)

  • Post author:

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় অনেক ভাল আছেন। আপনারা কি কম বাজেটের মধ্যে ল্যাপটপের ভাল কোন ব্র্যান্ড খুঁজছেন? বাজেট সীমা অল্প বলে ল্যাপটপ ক্রয় করতে পারছেন না? তাহলে ৩০ হাজার বাজেটের ল্যাপটপ এর জন্য কোন ব্র্যান্ড ভাল হবে দেখে নিন।

আমরা এখানে পর্যায়ক্রমে কয়েকটি ভাল ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো। আশা করছি এই ল্যাপটপগুলোর মধ্যে আপনি আপনার বাজেট অনুযায়ী সেরা ব্র্যান্ডটি নির্বাচন করতে সক্ষম হবেন।

তাহলে চলুন, অনেক কথা হয়ে গেছে এবার মূল আলোচনায় চলে আসি। আচ্ছা বলুন তো ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে ল্যাপটপ ভাল হবে নাকি ডেস্কটপ?

তার মানে আমি বলতে চাচ্ছি, ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি বেটার? অবশ্যই পারফরম্যান্সের দিকে নজর দিলে একই বাজেটের একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপের মধ্যে ডেস্কটপের লোডিং ক্ষমতা অনেক বেশি হবে।

 

১. HP 15 DB1069AU

সবার পছন্দের অনন্য ব্র্যান্ডের নাম হচ্ছে এইচপি (হিউলেট প্যাকার্ড)। এই ব্র্যান্ডের অন্যতম একটি ল্যাপটপ হল HP 15 DB1069AU. নিম্নে ল্যাপটপটির বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হলো

 

ব্র্যান্ডের নাম (Brand Name) HP (Hewlett Packard)
স্ক্রীন (Screen Size) 15.6 ইঞ্চি ডিসপ্লে স্ক্রীন
রেজ্যুলিউশন(Resolution) 1366×768 পিক্সেল
প্রসেসর (Processor) AMD Ryzen 3 3200U প্রসেসর
র‍্যাম (Ram) 4GB DDR4 RAM
স্টোরেজ (Storage) 1TB 5400 RPM SATA HDD
গ্রাফিক্স (Graphics) AMD Radeon Vega 3 Graphics
ওএস (OS – Operating System) Windows 10 Home
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi, Bluetooth, USB 2.0, USB 3.0, HDMI, RJ-45 ইত্যাদি
ওজন (Weight) 1.77 কেজি
বাজার মূল্য (Price)

৩০,০০০ হাজার বাজেটের মধ্যে এটি সেরা একটি ল্যাপটপ। অনেক বড় ধরণের গেম খেলতে না পারলেও সাধারণ গেইমসহ অনেক কাজ অনায়াসেই করে ফেলতে পারবেন।

আপনার বাজেট সীমা এর মধ্যে হলে সহজেই এটিকে পছন্দ করে নিতে পারেন। 

 

২. Walton Prelude R1

Walton কোম্পানি কর্তৃক তৈরীকৃত পছন্দের একটি ল্যাপটপ হচ্ছে Walton Prelude R1. চলুন জেনে নিবে কি আছে এই ল্যাপটপের মাঝে?

 

ল্যাপটপ মডেল (Laptop Model) Walton Prelude R1
প্রসেসর (Processor) Intel Core i3-1005G1 10th Gen প্রসেসর
র‍্যাম (Ram) 4GB DDR4 RAM
স্টোরেজ (Storage) 1TB HDD
ডিসপ্লে (Display) 14 ইঞ্চি HD (1366 x 768) ডিসপ্লে
গ্রাফিক্স (Graphics) Intel UHD Graphics
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home অপারেটিং সিস্টেম
ওজন (Weight) 1.7 কেজি
ব্যাটারি (Battery) 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, 5 ঘন্টা ব্যাটারি সময়
বাজার মূল্য (Price)

এছাড়াও, Walton Prelude R1 একটি নাম্বার ওয়ান ল্যাপটপ এবং এটি বাংলাদেশে উন্নয়নশীল প্রযুক্তিতে তৈরি হয়েছে।

এর ব্যবহারকালে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন যে মাত্র ৩০,০০০ হাজার বাজেটের মধ্যে এত সুন্দর ল্যাপটপও পাওয়া যেতে পারে!

সুতরাং যারা বাজেট বিবেচনায় থাকেন এবং একটি মধ্যম বাজেটের ল্যাপটপ ক্রয় করতে চান তাদের জন্য এটি ভালো হবে।

তাই বলা যেতে পারে দেশীয় ব্র্যান্ড এবং ৩০ হাজার বাজেটের ল্যাপটপ হিসেবে এটিও অনেক ভাল মানের একটি ল্যাপটপ।

 

৩. Dell Inspiron 3595

ল্যাপটপের জগতে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে ডেল অন্যতম। এই ব্র্যান্ডের জনপ্রিয় একটি ল্যাপটপ হলো Dell Inspiron 3595 . নিম্নে এর বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করা হলো।

 

ল্যাপটপ মডেল (Laptop Model) Dell Inspiron 3595
প্রসেসর  (Processor) AMD A9-9425 প্রসেসর
র‍্যাম (Ram) 8GB DDR4 RAM
স্টোরেজ (Storage)  1TB HDD
ডিসপ্লে (Display) 15.6 ইঞ্চি HD (1366 x 768) ডিসপ্লে
গ্রাফিক্স (Graphics) AMD Radeon R5 Graphics
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home অপারেটিং সিস্টেম

ওজন: 2.2 কেজি

ওজন (Weight) 2.2 কেজি
ব্যাটারি (Battery) 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, 4-5 ঘন্টা ব্যাটারি সময়
বাজার মূল্য (Price)

এছাড়াও, Dell Inspiron 3595 একটি সুন্দর ডিজাইন এবং অনেক কার্যকরি ল্যাপটপ । এটি একটি গেমিং ল্যাপটপ না হলেও সাধারণ ব্যবহারের জন্য একটি উত্তম বিকল্প হতে পারে।

এটি সাধারণ ইন্টারনেট ব্রাউজিং, অফিস কাজ, মাল্টিমিডিয়া প্রদর্শন এবং এর দ্বারা এমন অনেক কাজই করা যায় নির্দ্বিধায়।

অনেকের কাছেই পছন্দনীয় ব্র্যান্ড হওয়ায় ৩০ হাজার বাজেটের ল্যাপটপ হিসেবে আপনি এটা ক্রয় করতে পারেন।

 

৪. Lenovo E41 APU Dual-Core A6 A6-9225

বাজারে জনপ্রিয় ল্যাপটপের ব্র্যান্ডগুলোর মধ্যে লেনোভো অন্যতম। এই ব্র্যান্ডের জনপ্রিয় এই মডেলটির নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ করা যায়।

 

ল্যাপটপ মডেল (Laptop Model) Lenovo E41 APU Dual-Core A6 A6-9225
প্রসেসর (Processor) AMD APU Dual-Core A6-9225 (2.6 GHz, up to 3.0 GHz burst frequency, 1 MB cache)
র‍্যাম (Ram) 4GB DDR4 RAM (upgradable up to 16GB)
স্টোরেজ (Storage) 1TB HDD (5400 RPM)
ডিসপ্লে (Display) 14 ইঞ্চি এন্টি গ্লেয়ার HD LED ব্যাকলাইট ডিসপ্লে (1366 x 768 রেজ্যুলিউশন)
গ্রাফিক্স (Graphics) AMD Radeon R4 Graphics
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home প্রো-ইনস্টল করা আছে
ওজন (Weight) 1.85 কেজি
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi 802.11ac, Bluetooth 4.2, HDMI, USB 3.0, USB 2.0, RJ45 Ethernet, কম্বো আউটপুট (হেডফোন এবং মাইক্রোফোন কম্বো পোর্ট)
ওভার-অল সাইজ (Overall Size) 340 x 250 x 23.5 মিমি
বাজার মূল্য (Price)

এই ল্যাপটপের ব্যবহার করা যাবে কাজে, পাঠ্যক্রম, ইন্টারনেট সার্ভিস  এবং সাধারণ অফিস কাজের জন্য।

এটি একটি বাজারজাত ল্যাপটপ। যারা মধ্যম বাজেটের ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত হতে পারে।

 

আরো পড়ুন,

১৫০০০ টাকা বাজেটের সেরা ফোন – ২০২৩

 

 

৫. HP 14-bw077au

জনপ্রিয় ব্র্যান্ড এইচপির এই মডেলটিও অত্যন্ত জনপ্রিয়। এই মডেলের ল্যাপটপের বৈশিষ্ট্যাবলী নিচে তুলে ধরা হলো।

 

ল্যাপটপ মডেল (Laptop Model) HP 14-bw077au
প্রসেসর (Processor) AMD Dual-Core A9-9420 (3.0 GHz, 1MB cache)
র‍্যাম (Ram) 4GB DDR4 RAM (upgradable up to 16GB)
স্টোরেজ (Storage) 1TB HDD (5400 RPM)
ডিসপ্লে (Display) 14 ইঞ্চি এন্টি গ্লেয়ার HD LED ব্যাকলাইট ডিসপ্লে (1366 x 768 রেজ্যুলিউশন)
গ্রাফিক্স (Graphics) AMD Radeon R5 Graphics
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home প্রো-ইনস্টল করা আছে
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, HDMI, USB 3.1, USB 2.0, RJ45 Ethernet, কম্বো আউটপুট (হেডফোন এবং মাইক্রোফোন কম্বো পোর্ট)
ওভার-অল সাইজ (Overall Size) 335 x 234 x 19.9 মিমি
ওজন (Weight) 1.72 কেজি
বাজার মূল্য (Price)

আপনি এই ল্যাপটপ দিয়ে যে সকল কাজ অনায়াসেই করে ফেলতে পারেন, পাঠ্যক্রম, ইন্টারনেট সার্ভিস এবং সাধারণ অফিসের কাজ।

এটিও একটি বাজারজাত উন্নত ল্যাপটপ। আপনার বাজেট সীমা ৩০,০০০ এর মধ্যে হলে আপনি এটি ট্রাই করে দেখতে পারেন।

 

৬. AVITA Essential 14

এই ল্যাপটপটি AVITA কোম্পানি তৈরি করেছে। এই ল্যাপটপের কনফিগারেশন দেখে নিন এক পলকে।

 

ল্যাপটপ মডেল (Laptop Model) AVITA Essential 14
প্রসেসর (Processor) Intel Celeron N4000 (1.1 GHz base frequency, up to 2.6 GHz burst frequency, 4MB cache)
র‍্যাম (Ram) 4GB DDR4 RAM (upgradable up to 8GB)
স্টোরেজ (Storage) 128GB SSD
ডিসপ্লে (Display) 14 ইঞ্চি IPS ডিসপ্লে (1920 x 1080 রেজ্যুলিউশন)
গ্রাফিক্স (Graphics) Intel UHD Graphics 600
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home প্রো-ইনস্টল করা আছে
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi 802.11 ac, Bluetooth 4.2, HDMI, USB 3.0, USB 2.0, microSD কার্ড স্লাইট
ওভার-অল সাইজ (Overall Size) 333 x 220 x 18.8 মিমি
ওজন (Weight) 1.37 কেজি
ব্যাটারি (Battery) 7.6 ঘন্টা ব্যাটারি লাইফ (37 ওয়াট-হার লিথিয়াম পলিমার)
বাজার মূল্য (Price)

মিড বাজেটের ল্যাপটপ হিসেবে এটিও সেরা একটি। এর দাম অনুযায়ী একটি মেডিয়াম স্তরের শিক্ষার্থী বা ছাত্র-ছাত্রীর জন্য এই ল্যাপটপ একটি উপযুক্ত বিকল্প হতে পারে।

এছাড়াও, এই ল্যাপটপ দৈনন্দিন ব্যবহারে উপযোগী হয়ে উঠেছে।

 

৭. HP 245 G7

এটি বাজারের জনপ্রিয় ল্যাপটপ যা HP কোম্পানি তৈরি করেছে। এই ল্যাপটপের নিম্নে উল্লেখিত কনফিগারেশন লক্ষ করা যায়।

 

ল্যাপটপ মডেল (Laptop Model) HP 245 G7
প্রসেসর (Processor) AMD Ryzen 5 3500U (2.1 GHz base frequency, up to 3.7 GHz burst frequency, 6MB L3 cache, 4 কোর এবং 8 থ্রেড)
র‍্যাম (Ram) 4GB DDR4 RAM (upgradable up to 16GB)
স্টোরেজ (Storage) 1TB 5400 rpm SATA HDD
ডিসপ্লে (Display)  14 ইঞ্চি এন্টি-গ্লেয়ার ডিসপ্লে (1366 x 768 রেজ্যুলিউশন)
গ্রাফিক্স (Graphics) AMD Radeon Vega 8 Graphics
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Pro প্রো-ইনস্টল করা আছে
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi 802.11 ac, Bluetooth 4.2, HDMI, USB 3.1 Gen 1 (2), USB 2.0, RJ-45, headphone/microphone combo jack, SD card reader
ব্যাটারি (Battery) 3-সেল 41 ওয়াট-ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি (সম্ভবত 7 ঘন্টা ব্যাটারি লাইফ)
ওজন (Weight) 1.52 কেজি
ওভার-অল সাইজ (Overall Size) 335.9 x 234.9 x 19.9 মিমি
বাজার মূল্য (Price)

মিড বাজেটের মধ্যে এই ল্যাপটপের দাম বিবেচনাধীন হতে পারে। এর মধ্যে AMD Ryzen 5 3500U প্রসেসর এবং AMD Radeon Vega 8 Graphics অন্যতম।

 

৮. Asus X540YA

অনেকের পছন্দনীয় ব্র্যান্ড হচ্ছে Asus. এই ব্র্যান্ডের ল্যাপটপগুলো দেখতে যেমন স্লিম তেমনি পারফর্ম্যান্সেও সেরা। আসুসের উল্লেখিত মডেলটির কনফিগারেশন (Asus X540YA laptop configuration) নিচে দেয়া হলো।

 

ল্যাপটপ মডেল (Laptop Model) Asus X540YA
প্রসেসর (Processor) AMD E1-7010 Dual Core Processor (1.5 GHz, 1MB cache)
র‍্যাম (Ram) 4GB DDR3 RAM (upgradable up to 8GB)
স্টোরেজ (Storage) 1TB 5400 rpm SATA HDD
ডিসপ্লে (Display)  15.6 ইঞ্চি এন্টি-গ্লেয়ার ডিসপ্লে (1366 x 768 রেজ্যুলিউশন)
গ্রাফিক্স (Graphics) AMD Radeon R2 Graphics
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home প্রো-ইনস্টল করা আছে
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 5.0, HDMI, USB 3.0 (2), microSD card reader, headphone/microphone combo jack
ব্যাটারি (Battery) 3-সেল 33 ওয়াট-ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি (সম্ভবত 5 ঘন্টা ব্যাটারি লাইফ)
ওজন (Weight) 2 কেজি
ওভার-অল সাইজ (Overall Size) 381.4 x 251.5 x 27.2 মিমি
বাজার মূল্য (Price)

এই ল্যাপটপের দাম খুবই কম তাই শিক্ষার্থীদের পছন্দের ল্যাপটপ এটি। এর মধ্যে AMD E1-7010 ডুয়াল কোর প্রসেসর এবং AMD Radeon R2 গ্রাফিক্স থাকে।

 

৯. Chuwi HeroBook Pro

অনেকের কাছে এটি জনপ্রিয় ল্যাপটপ যা Chuwi কোম্পানি তৈরি করেছে। এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে – 

 

ল্যাপটপ মডেল (Laptop Model) Chuwi HeroBook Pro
প্রসেসর (Processor) Intel Celeron N4020 Dual Core Processor (1.1 GHz, up to 2.8 GHz burst frequency)
র‍্যাম (Ram) 8GB LPDDR4 RAM
স্টোরেজ (Storage) 256GB SSD
ডিসপ্লে (Display) 14.1 ইঞ্চি এন্টি-গ্লেয়ার ডিসপ্লে (1366 x 768 রেজ্যুলিউশন)
গ্রাফিক্স (Graphics) Intel UHD Graphics 600
অপারেটিং সিস্টেম (Operating System) Windows 10 Home প্রো-ইনস্টল করা আছে
কানেক্টিভিটি (Connectivity) Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 5.0, HDMI, USB 3.0 (2), microSD card reader, headphone/microphone combo jack
ব্যাটারি (Battery) 38 ওয়াট-ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি (সম্ভবত 9 ঘন্টা ব্যাটারি লাইফ)
ওজন (Weight) 1.39 কেজি
ওভার-অল সাইজ (Overall Size) 332.5 x 214.5 x 21.3 মিমি
বাজার মূল্য (Price)

 

তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। আজ আর নয়। দেখা হবে নতুন কোন আলোচনায়। 

আল্লাহ্ হাফেজ।

Author

Leave a Reply