Bangladesh Smartphone Brand – বাংলাদেশের সেরা স্মার্ট ফোন

বর্তমান সময়ে একটি স্মার্ট ফোন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে যেন সেটি ছাড়া একটা মূহুর্তও চলা সম্ভব নয়। আর তাই এই ফোনের (bangladesh smartphone brand) ব্যবহার দিনকে দিন বেড়েই চলছে!

বর্তমান সারা বিশ্বে সকল মানুষের কাছেই বিভিন্ন ব্র্যান্ডের কমদামি থেকে শুরু করে বেশি দামি ফোন দেখতে পাওয়া যায়।

এছাড়াও এর ব্যবহার এবং চাহিদার কারণে আর জনপ্রিয়তার দিক লক্ষ্য রেখে বিভিন্ন সব মোবাইল কম্পানির উৎপত্তি হয়েছে।

এই সকল নানাবিধ কম্পানি একেক সময় একেক রকম ফোন তৈরি করে বিভিন্ন দেশ এবং জনতাকে উপহার দিচ্ছে যা অনেক ক্ষেত্রে আসলেই অবাক হওয়ার মতো।

তবে এর পিছনে বিশেষ কিছু সুবিধা আছে বলে মানুষ এটি প্রতিনিয়ত ব্যবাহার করে থাকে। যেমন, যেকোন স্থান বা প্রান্ত থেকে সহজেই একজন অন্য দূরবর্তী একজনের সাথে যোগাযোগ করতে বা রাখতে পারে।

তাহলে চলুন এখন দেখে আসা যাক বাংলাদেশের বেশ কিছু সেরা মোবাইল ফোন সম্পর্কে –

প্রথমেই বহুল ব্যবহৃত ব্র্যান্ড সিম্ফনি নিয়ে কথা বলা যাক-

 

Symphony (সিম্ফনি)

 

symphony-brands

 

আমরা যদি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি তবে দেখবো; বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে মোবাইল তা হলো এই সিম্ফনি স্মার্টফোন।

এ দেশের মানুষ প্রথমবার স্মার্টফোন এর সঙ্গে পরিচিত হয়েছে যার মাধ্যমে তা হচ্ছে সিম্ফনি স্মার্টফোন।

এছাড়াও এ মোবাইল ফোন মানুষ কম দামে পাওয়ায় এর চাহিদা আকাঁশ ছোঁয়া। এর খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি মডেল রয়েছে সিম্ফনি ১২ জেড।

এটি শুধু যে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড তা কিন্তু না, এটি বিশ্ব জুড়েও জনপ্রিয়তা রয়েছে।

অথচ এটি বিশ্বর কোন ব্র্যান্ড না। আর এর বাজারজাতকৃত অনেক স্মার্টফোন বাংলাদেশে রয়েছে।

বাজারে এর অস্তিত্ব ধরে রাখার জন্যে সিম্ফনি তুলনা মূলক দাম কম রেখে চলেছে।

এ ফোনের দাম অন্যান্য স্মার্ট মোবাইল গুলোর তুলনায় কম হওয়ায় এর প্রতি বাংলাদেশের জনসাধারণকে আকৃষ্ট করছে।

শুধু তাই না এই ফোনের সব দিক দিয়ে সুবিধা থাকায় মানুষ এর প্রতি এতটা চাহিদা রাখে যে তা বলে বোঝানো সম্ভব হবে না।

এই সিম্ফনি মোবাইলকে অন্য সব ব্র্যান্ড এর মোবাইল গুলোর সাথেও তুলনা করা যেতে পারে।

কেননা, এর গুনগত মান বিভিন্ন ভালো ব্র্যান্ডর ফোন যেসবের গুনগত মানের ন্যায় সিম্ফনি।

আর সেজন্যই এটি বাংলাদের একটি সেরা মোবাইল বলে আখ্যায়িত করা হয়।

 

Samsung (স্যামসাং)

 

samsung

 

এবার আসি বিশ্বের অন্যতম একটি ব্র্যান্ড স্যামসাং সম্পর্কে – স্যামসাং হচ্ছে বিশ্বের একটি সেরা ব্র্যান্ড এর ফোন যা তুলনা মূলক সবার কাছেই প্রিয় এবং অন্যতম।

স্যামসাং বিশ্বের স্মার্টফোন মার্কেটে নিজেকে সবার উপরে রাখতে সক্ষম হয়েছে বিগত চার বছর ধরে।

আর এই SMART PHONE তৈরি শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। আর বর্তমানে এর যে GALAXY সিরিজের নোটগুলো রয়েছে সেগুলো বাজারে অনেক বেশি পরিমানে চলছে।

সারা বিশ্বে স্যামসাং এর মার্কেটে দখল রয়েছে ২৪ শতাংশ কিন্তু বাংলাদেশের মার্কেটে মাত্র পনেরো শতাংশ।

কিন্তু বাজারে প্রতি বছরই নতুন সব স্মার্টফোন নামিয়ে থাকে স্যামসাং যদিও SAMSUNG তার যাত্রা শুরু করে GALAXY নামে স্মার্টফোন SERIES দিয়ে।

এখন আমরা এর বিশেষ একটি ফোন নিয়ে কিছু স্পেসিফিকেশন (SPECIFICATIONS) জানার চেষ্টা করা করবো।

আমরা SAMSUNG GALAXY জি ফ্লিপ ৪ এর SPECIFICATIONS সম্পর্কে জানবো!

DISPLAY- 6.7″

PROCESSOR- SNAPDRAGONS 8+ JANE 1.

BACK CAMERA- 12 MEGAPIXEL DUAL CAMERA & SELFIE CAMERA- 10 MEGAPIXEL.

BATTERY- 3700 MILLI AMPERE.

CHARGING- 25 WARD.

এছাড়াও এর আরো বেশ কিছু মোবাইল ফোন রয়েছে যেমন, SAMSUNG GALAXY F12, F62, M12, A52 ইত্যাদি সব।

 

আপনি আরো পড়তে পারেন,

মোবাইলে উইনডোজ ১১ আসলেই কি সম্ভব?

 

Walton (ওয়ালটন)

 

walton

 

ওয়ালটন নতুন নতুন সকল ফিচার দিয়ে স্মার্টফোনের জনপ্রিয়তা লাভ করে আসতেছে। এটি হলো বাংলাদেশির একটি সংস্থা।

এর একটি Primo S6 ফোন এখনকার আকর্ষন।এতে সেলফি ক্যামেরায় ব্যাক সাইড রয়েছি যা অল্প আলোতে সুন্দর ছঁবি উঠাতে সক্ষম।

bangladesh smartphone brand হিসেবে ওয়ালটন অগ্রগণ্য।

আর বাংলাদেশে ওয়ালটনের অবস্থান রয়েছে ২য় তে। এরা প্রতি মাসেই প্রায় নতুন সব মোবাইর ফোন বাজারজাত করে থাকেন।

আবার এসব পণ্যের দাম তুলনা মূলক কম থাকায় সহজেই সব ধরনের মানুষ ব্যবহার করাতে সক্ষম হয়ে আসছে।

ওয়ালটনের অসাধারন সব বৈশিষ্ট্য থাকার জন্যে আজকে বাংলাদেশের স্মার্টফোনের বাজারে প্রায় বিশ শতাংশ জায়গা দখল করে নিয়েছে।

সিম্ফনির মতো ওয়লটনেরও ফোন তৈরির কোন কারখানা নেই। এরা চিনের GIONEE কম্পানি থেকে এসব পণ্য আমদানি করে থাকেন।

 

Oppo (অপ্পো)

 

oppo

 

যারা খুব ভাল মানের একটি ক্যামেরার সন্ধান করে থাকেন তারা সবাই প্রায় একটি অপ্পো স্মার্ট

ফোন কেনার সিদ্ধান্তই নিয়ে থাকেন। কেননা ক্যামেরার জগতে অপ্পোর জুড়ি মেলা ভার। স্মার্ট ফোনের জগতে অর্থাৎ bangladesh smartphone brand হিসেবে অপ্পো সত্যিকার অর্থেই অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড।

আপনি যদি ক্যামেরা এবং নেট চালানো দুই দিককেই প্রাধান্য দেন তবে আপনার জন্য ভিভো হতে পারে অনন্য একটি ব্র্যান্ড। 

সত্যিকার অর্থে ভিভো অনেকের পছন্দের একটি ফোন।

আপনি কি খুব ভাল কমানের একটি স্মার্ট ফোন কেনার কথা ভেবে থাকেন তবে অপ্পো আপনার জন্য অনেক ভাল ধরণের একটি ফোন হতে পারে।

তবে নেট চালানোরা উদ্দেশ্যে হলে অপ্পো ছাড়া ভিভো একটি অনন্য ব্র্যান্ড।

 

Iphone (আইফোন)

 

iphone

 

সব বছরেই অ্যাপল স্মার্টফোন নতুন চমক নিয়ে মার্কেটে হাজির হন। আর এর গণগত মানের দিক দিয়ে বেশ ভালো হওয়ায় এটির জনপ্রিয়োতা অনেক বেশি।

অ্যাপল প্রতিষ্ঠান সেরা সব প্রযুক্তি ব্যবহার করে উন্নত ফিচার দ্বারা সংযুক্ত করে আইফোন নামক একটি স্মার্টফোন তৈরি করেন।

তার মধ্যে 8.8 প্লাস এর দাম বাংলাদেশে হবে ৯২০০০ টাকা এছাড়াও আরো রয়েছে 10 প্লাস এর দাম আগেরটির তুলনাই একটু বেশি।

নয় জানুয়ারী দুই হাজার সাঁত সাল থেকে আইফোনের যাত্রা শারু হয়। আর এই আইফোন সব দিক দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ হওয়ায় এটি বিশ্ব ব্যাপি একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে দাড়িয়েছে।

এদের 17-18 শতাংশ মার্কেট সেয়ার রয়েছে এবং 232 মিলিয়ন শিপমেট ইউনিট রয়েছে।

এই ফোনের আবার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন, বড় আকার স্কিন, ফিঙ্গারপ্রিন্ট, রেয়ার ক্যামেরা, শুডিং ভিডিও ইত্যাদি।

এর সর্বশেষ 12 প্রো ম্যাক্স পর্যন্ত সংস্করণ করা হয়েছে। আর অ্যাপল ব্র্যান্ড এর সৃষ্টি হয় 1976 সালে।

 

Xiaomi (শাওমি)

 

xiaomi

 

 

শাওমিকে চীনেরা আইফোনের মতোই তারা এটিকে অ্যাপল মনে করে থাকেন। আর এ কোম্পানি 2010 সালে চায়নার বেইজিঙয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2011 সালেই বাজারে স্মার্টফোন নিয়ে আসে।

শাওমি হচ্ছে গ্রো করা দ্রুততম একটি স্মার্টফোন ব্র্যান্ড যা অল্প সময়ে সকর ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা দেখিয়ে চলছে।

স্মার্টফোন শাওমি 12 প্রো বিশ্বের মধ্যে জায়গা করে নিয়েছে তার সুন্দর PERFORMANCE দ্বারা।

90 মিলিয়ন স্মার্টফোন বিক্রির হয়েছির শাওমি 2017 সালে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাক। দেখা হবে আগামিতে প্রযুক্তির নতুন কোন আলোচনায়। সে পর্যন্ত ভাল থাকেন, সুস্থ্য থাকেন। 

আল্লাহ্ হাফেজ।

 

 

 

 

 

 

 

Author

Check Also

টু ফ্যাক্টর অথেন্টিকেশন

কেন আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন?

প্রিয় বন্ধুরা নিশ্চয় মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনায় আমরা দেখবো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *