কম্পিউটারে এন্ড্রয়েড গেম খেলুন (বিনোদনে মেতে উঠুন)

কম্পিউটারে এন্ড্রয়েড গেম খেলুন, বর্তমান সময় এন্ড্রয়েড গেইম সবার কাছেই জনপ্রিয়। কাজ করতে করতে কোন ফাকে যে একটু খেলার ইচ্ছা মনে তৈরী হয় তা যার নেশা রয়েছে সেই বোঝে।

তো বন্ধুরা আজকে আমরা আপনার কম্পিউটারকে এন্ড্রয়েড ফোন বানিয়ে ফেলবো। এর ফলে আপনি খুব সহজেই একটি পিসিতে এন্ড্রয়েড গেইম খেলতে পারবেন।

এন্ড্রয়েড গেইমগুলো আমরা সাধারণত মোবাইলে খেলে অভ্যস্ত। তবে অনেক সময় মন চায় যে একটু পিসিতে খেলি। এটি খুব সহজেই সম্ভব।

পিসিতে এন্ড্রয়েড গেইম খেলার জাদুকরী উপায় নিয়ে আমরা হাজির হয়েছি।

তাহলে,

কোন উপায়ে আমরা স্মুথলি কম্পিউটারে এন্ড্রয়েড গেইম খেলতে পারি? এর জন্য আমাদের প্রয়োজন পড়বে ইমুলেটর (Emulator)। আমরা আজকে ২টি ইমুলেটর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।

কম্পিউটারে এন্ড্রয়েড গেম

ইমুলেটর (Emulator) কি?

ছোটবেলায় আমার এলাকাতে একটা খেলা দেখেছিলাম। একটি কাগজকে ডলারে রূপান্তর করতে। ঐ কাগজটা ঠিক ডলারের ন্যায় হয়ে গেছিল। আমি তো রীতিমত অবাক!

আরো পড়ুনঃ পিসির সাধারণ সমস্যা এর অভিনব সমাধান (গোপন ট্রিক্স)

একটি জিনিসকে অন্য একটিতে রূপান্তরিত করা ইমুলেটর এর সাথে সংশ্লিষ্ট বিষয়। অর্থাৎ ইমুলেটর বলতে আমরা সাধারণত বুঝি অনুকরণ করা কিংবা কোন বস্তুর সমকক্ষ হবার চেষ্টা করা।

আপনার নিশ্চয় কম্পিউটার ব্যবহার করতে করতে এক সময় বোর লাগে? এটা লাগায় স্বাভাবিক। মানুষ একটানা কোন বিষয় করতে পারে না।

তার রেস্টের প্রয়োজন পড়ে নতুবা বিনোদন। যে কোন একটি অবশ্যই দরকার। তাই আপনার অবসর সময় কাটানোর জন্য আপনার কম্পিউটারকে এবার বানিয়ে নিন এন্ড্রয়েড ডিভাইস। 

তাও আবার একটি সুন্দর এবং চমৎকার একটি প্রক্রিয়া ইমুলেটর এর মাধ্যমে।

একটি প্রোগ্রাম যা অন্য একটি মেশিনে হুবহু চালাতে সহায়তা করে তাই মূলত ইমুলেটর।

এক্ষেত্রে এটি একটি গেস্ট কম্পিউটারের ন্যায় কাজ করে। একটি ডিভাইসকে অন্য একটি ডিভাইসের জন্য উপযুক্ত পরিবেশ তথা এনভায়রণমেন্ট তৈরী করতে সহায়তা করা প্রোগ্রামটিই হচ্ছে ইমুলেটর।

আশা করি, Emulators এর বিষয়ে ধারণা পেয়ে গেছেন।

নক্স প্লেয়ার (Nox-Player)

নক্স প্লেয়ার অনেক উন্নতমানের একটি ইমুলেটর। এর মাধ্যমে এন্ড্রয়েড ভার্সন ৭.০০ কে ইজিলি কো-অপারেট করতে পারবেন।

আবার,

এর মাধ্যমে আপনি গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন নিমিষেই। এর যথেষ্ট পারফর্মেন্স লক্ষ করার মত।

নক্স প্লেয়ার কিভাবে ব্যবহার করবো?

যথেষ্ট সুন্দর ইন্টারফেইস এই ইমুলেটর এর। যত এন্ড্রয়েড ট্যাবলেট আছে হুবহু তাদের মত দেখতে লাগে ইন্টারফেইসটি। আশা করি আপনার ভাল লাগবে।

প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান  থেকে ডাউনলোড করে নিন। এবার ইনস্টল করুন। এবার ফোল্ডারে ক্লিক করুন।

দেখবেন আগে থেকেই অনেক ফাইল এখানে রয়েছে। যেমন, Recent Apps, Home & Back Button পাবেন এখানে। এর মাঝে tools নামে একটি ফোল্ডার পাবেন যেখানে গুগল প্লে-স্টোর সেট করা আছে।

সিম্পলি গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। এবার আপনি যে কোন গেইম ইনস্টল করে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন।

এন্ড্রয়েড গেম মোবাইলে

কেমন ছিল নক্স প্লেয়ার এর পারফর্মেন্স?

শুরুতে খেলতে গিয়ে পিসি তো পুরাই হ্যাং। সত্যিকার অর্থে আমার পিসিটি খুবই দুর্বল তো। তাই এমনটা হয়েছে হয়তো। পরবর্তীতে অনেক সুন্দরভাবে খেলতে পারছি।

অনেক সুন্দর পারফর্মেন্স ছিল। অন্যান্য ইমুলেটরের মতই অনেক ভাল কার্যক্ষমতা রয়েছে এই ইমুলেটরটির।

আরো পড়ুনঃ ২০২৪ সালের সেরা ১০ টি মোবাইল

ইনস্টলের সময় কোনরূপ সমস্যার সম্মুখীন হয় নাই। সুতরাং খুবই ভাল এটি বলা চলে।

আপনি যদি প্রথমবার নক্স প্লেয়ার ব্যবহার করে থাকেন তবে এর মজা বুঝতে পারবেন। 

ব্লু-স্ট্যাক (Bluestacks)

Bluestacks কি? আমার সবচেয়ে পছন্দনীয় একটি ইমুলেটর এটি। এটি ব্যবহার করার সময় অনেক ভাল লেগেছে। শুধু আমার ক্ষেত্রেই নয় জরিপ করলেও দেখবেন যে বেশিরভাগ খেলোয়ারের পছন্দের সেরা ইমুলেটর এটি।

এন্ড্রয়েড ফোনের অন্যান্য অ্যাপ আপনারা সহজেই পিসিতে চালাতে পারবেন এর মাধ্যমে। অনেক জনপ্রিয় এই ইমুলেটরটির সর্বশেষ ভার্সন Bluestacks-4, যা ২০১৮ সালে প্রকাশিত হয়।

এটি গেম লাভারদের সেরা পছন্দের ইমুলেটর। অনেক ফাস্ট স্পিডে এন্ড্রয়েড গেইম পিসিতে খেলতে পারবেন ব্লু-স্ট্যাকের মাধ্যমে।

এতক্ষণে নিশ্চয় ইমুলেটর সম্পর্কে জেনে গেছেন? ইমুলেটর তথা একটি অবস্থাকে অন্য অবস্থায় রূপান্তরের প্রক্রিয়া ব্লু-স্ট্যাক সত্যিই অসাধারণ একটি ইমুলেটর।

এর আসল মজাটা কিন্তু বুঝতে পারবেন যখন একে ব্যবহার করবেন। 

ব্লু-স্ট্যাক কিভাবে ব্যবহার করবো?

ব্লু-স্ট্যাক যেভাবে ব্যবহার করবেন জেনে নিন। এটি ব্যবহার করার জন্য আহামরি কিছু করতে হবে না। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিন।

কম্পিউটারে এন্ড্রয়েড গেম

তারপর স্বাভাবিক ভাবে ইনস্টল করে ফেলুন। তবে ভাল পারফর্মেন্স এর জন্য এই ইমুলেটর এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করুন।

গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। ব্যাস হয়ে গেল কাজ। এবার My Library থেকে ইচ্ছেমত গেইম ডাউনলোড করে ইনস্টল করুন।

গেম সফটওয়্যার

আর,

খেলা শুরু করে দিন। আশা করি খুবই ভাল লাগবে এটি ব্যবহার করে। কেননা আপনি অনেক স্মুথলি গেইম খেলতে পারবেন।

কোন প্রকার ঝামেলায় পড়ার সম্ভাবনা নেই। মাঝপথে থেমে যাবে এমন ইমুলেটর নয় এটি। সুতরাং ইনস্টল করুন।

আর পিসিকে এন্ড্রয়েড ফোনের মত করে খেলতে থাকুন।

কেমন ছিল ব্লু-স্ট্যাক এর পারফর্মেন্স?

বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি ইমুলেটর হিসেবে ব্লু-স্ট্যাকের যথেষ্ট কদর রয়েছে। তবে এটি এত বেশি জনপ্রিয় হবার কারণ হচ্ছে অনেক দ্রুতগতির।

আর সেই সাথে স্মুথলি ব্যবহার করা যায়। গেইম লোডিং এর সময় হালকা একটু লোড নিতে পারে। কিন্তু সম্পূর্ণ লোড হবার পর চিন্তার কোন কারণ নেই।

একটি আদর্শ ইমুলেটর হিসেবে ব্লু-স্ট্যাক এর জুড়ি মেলা ভার। আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আশা করছি ভাল লাগবে।

এছাড়াও পিসিতে এন্ড্রয়েড গেইম খেলার জন্য আরো অনেক ইমুলেটর রয়েছে। যেমন, Gameloop যা শুধুমাত্র পাবজি (PUBG) গেইম খেলার জন্য তৈরী করা হয়েছিল।

কিন্তু বর্তমান সময় Gameloop ব্যবহার করে আপনি যে কোন এন্ড্রয়েড গেইম খেলতে পারেন।

তাহলে,

কোন ইমুলেটরটি পিসিতে খেলার জন্য বেস্ট?

আপনি ইতোমধ্যেই জেনে গেছেন যে, পিসিতে এন্ড্রয়েড গেইম খেলার জন্য সর্বাধিক জনপ্রিয় ইমুলেটর হিসেবে ব্লু-স্ট্যাক আদর্শ একটি নাম।

তাই আমার মতে এটিই আপনার পছন্দের সেরা হওয়া উচিত।

তবে,

এখানে একটা বিষয় বলে রাখি যে মানুষের চয়েজ কিন্তু কখনই এক হয় না। কেউ অন্য একটি ইমুলেটর ভাল বাসতেই পারেন।

মোবাইল গেমস

সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

উল্লেখ্য যে, উপরে দেয়া দুটি ইমুলেটরই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোন প্রকার কস্ট বেয়ার করতে হবে না।

সো চিন্তার কিছু নাই। ডাউনলোড করে ইনস্টল করুন। আর আপনার পিসিকে বানিয়ে নিন এন্ড্রয়েড।

কি মজার ব্যাপার তাই না। প্রযুক্তির উন্নয়ন এতটায় ঘটছে যে আমরা আমাদের ফোনকে পিসিতে কনভার্ট করতে পারি। 

আরো পড়ুনঃ API কি? উদাহরণসহ এপিআই এর প্রয়োজনীয়তা

আর সেই সাথে চাইলে পিসিকেও এন্ড্রয়েড হিসেবে!

তাহলে, আজ থাক না হয়। দেখা হবে অন্য দিন অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভাল থাকেন।

আল্লাহ্ হাফেজ।

Author

  • SM SETU

    আমি এসএম সেতু। নিত্যটিউনে নতুন হওয়ায় আমার লেখা পোস্টের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রযুক্তি ভাল লাগে। তাই এই ভাল লাগাকে সঙ্গী করেই নিত্যটিউনে লেখার চেষ্টা করছি...

    View all posts

Check Also

পেনড্রাইভ বুটেবল

পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *