গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিষয়। অনলাইন মার্কেটপ্লেস থেকে শুরু করে অফলাইন মার্কেটপ্লেসে এর চাহিদা আকাশচুম্বী।
আপনি কি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান? কেন হবেন একজন গ্রাফিক্স ডিজাইনার বলুন তো? কি ভবিষ্যৎ একজন ডিজাইনারের।
পড়তে থাকুন, আশা করি আপনার মনের শত প্রশ্নের সমাধান মিলবে এই পোস্টে।
গ্রাফিক্স ডিজাইন পূর্ণাঙ্গ গাইডলাইন বাংলায়
প্রথমেই জানা দরকার গ্রাফিক্স ডিজাইন আসলে কি? পড়ার ফাকে কিংবা অবসরে এক টুকরা খাতা আর কলম হাতের কাছে আসলেই যার আঁকাআঁকির স্বভাব তার গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহ তো থাকারই কথা।
একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার প্রতি মাসে লক্ষ্যাধিক পরিমাণ ডলার আয় করছেন। চিন্তা করা যায়? একজন গ্রাফিক্স ডিজাইনারের ঘন্টা প্রতি রেট সর্বনিম্ন ১০ ডলার থেকে শুরু হয়।
সীমাহীন কাজের ক্ষেত্র আর সম্ভাবনা থাকায় অনেকেই এই কাজকে পারমানেন্ট অর্থাৎ লাইফটাইম আর্নিং এর একটি সলিউশন হিসেবে নিচ্ছে।
আপনিও কি এমন কোন চিন্তা মাথায় এনেছেন। তবে তার আগে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।
দেখুন,
গ্রাফিক ডিজাইন কি? (What is Graphic Design?)
গ্রাফিক্স ডিজাইন কত প্রকার? নিঃসন্দেহে গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল পেশা। গ্রাফিক্স ডিজাইন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন শিল্পির ধারণা, দক্ষতা, আর শিল্পকে ব্যবহার করে বিভিন্ন লেখা, ছবির মাধ্যমে একটি নতুন কিছু তৈরী করা।
গ্রাফিক্স ডিজাইন কি কেন
বিভিন্ন ধরণের লগো ডিজাইন, ব্যনার ডিজাইন, কার্টুন ডিজাইন, বইয়ের কাভার ডিজাইন ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইনসহ আরো হাজার হাজার রকমের গ্রাফিক্স কাজ রয়েছে।
এই সেক্টরটি হিসেব করে শেষ করতে পারবেন না। বিভিন্ন কার্টুন ভিডিও দেখেছেন নিশ্চয়? এগুলো গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া সেক্টরের মধ্যে পড়ে।
অনেক ধরণের Visual Concepts তৈরী করার অনন্য একটি মাধ্যম হচ্ছে গ্রাফিক ডিজাইন। বতর্মান সময়ের টপ মোস্ট অনলাইন আর্নিং way।
অ্যাডভান্স লেভেলের একজন গ্রাফিক ডিজাইনার হবার জন্য আমাদের নিম্নোক্ত টুলগুলো ব্যবহার করতে হয়।
- এডৌবি ফটোশপ (Adobe Photoshop)
- এডৌবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator)
- কোয়ার্ক এক্সপ্রেস (Quark Xpress)
- এডোব ইন ডিজাইন (Adobe In Design)
এছাড়াও অনেক ধরণের সফটওয়্যার রয়েছে গ্রাফিক ডিজাইনারদের জন্য।
গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট
গ্রাফিক্স ডিজাইনে সফলতার সম্ভাবনা কাদের জন্য বেশি?
-
যারা আঁকা-আঁকি এবং সেই সাথে বিভিন্ন রঙ নিয়ে খেলতে ভালবাসেন।
- (ফ্রিল্যান্সার) freelancer হিসাবে International Marketplace বা Local Companies গুলোতে কাজ করে আয় করতে চান
- কোন কিছু বিক্রির মাধ্যমে কিংবা উদ্যোক্তা হবার মাধ্যমে আয় করতে চান
-
ডিজাইনের মাধ্যমে নতুন কিছু করার স্বপ্ন দেখেন
গ্রাফিক ডিজাইন! আমি কি পারব
গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার
ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে আপনাকে কখনই পিছন ফিরে তাকাতে হবে না। আপনি নিজেই লক্ষাধিক পরিমাণ আয় করতে পারবেন।
অনলাইন জগতে গ্রাফিক্স ডিজাইন অপার সম্ভাবনাময় একটি ক্ষেত্র। শুধু অনলাইনই নয় বরং অফলাইনেও রযেছে এর সমান ডিমান্ড।
মার্কেটপ্লেসগুলোর দিকে একটু তাকালেই বুঝতে পারবেন যে গ্রাফিক্স ডিজাইন কি জিনিষ!!
গ্রাফিক্স ডিজাইন কি কি শেখানো হয়?
নিম্নোক্ত সেক্টরগুলো গ্রাফিক ডিজাইনারদের জন্য উপযুক্ত,
- লগো এবং ব্যানার ডিজাইন (Logo & Banner Design)
- ওয়েব ডিজাইনার হিসেবে (Web Designer) এক্ষেত্রে ওয়েবসাইটের জন্য PSD Template তৈরী করতে হবে।
- ডিজিটাল মার্কেটার হিসেবে (Digital Marketer)
- বিভিন্ন মেডিয়া পাবলিশিং কোম্পানিতে যোগ দিয়ে
- একজন এনিমেশন ডিজাইনার হিসেবে
- বিশ্বের নামকরা News & Magazine পোর্টালে
গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন লাগে
কোন কাজগুলোতে গ্রাফিক ডিজাইন প্রয়োজন পড়ে?
অনেক ক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনের চাহিদা রয়েছে। এটি অনেক বড় মানের একটি সেক্টর যার সীমানা খুঁজে পাওয়া সত্যিই দুঃস্কর।
কেননা এর সাথে ওয়েবের অন্যান্য সেক্টর জড়িত। নিচের কাজগুলোতে সাধারণত গ্রাফিক্স ডিজাইনের দরকার হয়ে থাকে।
- কোম্পানির প্রচারের জন্য একটি নির্দিষ্ট ইউনিক লগো দরকার হয়ে থাকে। এসব লগো অনেক কোম্পানি ট্রেডমার্ক করে ফেলে যাতে অন্য কেউ তাদের নকল করতে না পারে।
- বিভিন্ন ব্লগ কিংবা ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার তৈরীতে দরকার হয়
- বিয়ে খেয়েছেন কখনো? বিয়ের ইনভাইটেশন কার্ড এ প্রয়োজন হয় গ্রাফিক ডিজাইনের
- টিভি চ্যানেল দেখেন তো? টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন লেখা কিংবা ছবি এদিক সেদিক নাড়াচাড়া করে থাকে, এগুলোতে বিভিন্ন অ্যানিমেশন প্রদর্শণের জন্য দরকার হয়।
- ভিজিটিং কার্ড, প্যানা, পিভিসি, প্যাশ্চুনসহ নানান ধরণের কার্ডে স্বভাবতই দরকার পড়ে গ্রাফিক ডিজাইনের
কিভাবে গ্রাফিক ডিজাইন শেখা যায়?
অনেক সুন্দর একটি প্রশ্ন যে কিভাবে আমি গ্রাফিক ডিজাইনার হবো? এর জন্য আপনি নিচের যে কো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। গ্রাফিক ডিজাইন শিখতে চাই
১) কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করে: একটি ভালমানের প্রতিষ্ঠান নির্বাচন করে আপনি সেখান থেকে কোর্স করেও একজন ভালমানের গ্রাফিক ডিজাইনার হতে পারেন।
তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে প্রতিষ্ঠান থেকে শিখতে চাচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড কেমন? যদি ভাল হয় তবেই আপনি সেখানে শিখতে পারেন।
অথবা,
গ্রাফিক্স ডিজাইন (Graphic Design)
আপনার জন্য রিকমেন্ডেড পোস্ট,
গ্রাফিক্স ডিজাইন কি – গ্রাফিক্স ডিজাইন বিস্তারিত (গ্রাফিক ডিজাইন শিখে আয়)
অটোক্যাড (Auto Cad) কি? অটোক্যাড শিখে আয় করবেন যেভাবে
২) কোন প্রতিষ্ঠান থেকে ভিডিও কোর্স ক্রয় করে: এক্ষেত্রেও আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনি যে প্রতিষ্ঠান থেকে কোর্স ক্রয় করতে চাচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড কেমন? যদি ভাল হয় তবেই আপনি সেখান থেকে কোর্স ক্রয় করতে পারেন।
অনলাইনের ভাল কোন প্রতিষ্ঠান থেকে ভিডিও ক্রয় করতে পারেন। গুগল মামাকে জিজ্ঞেস করুন। আপনাকে জানিয়ে দেবে কোন প্রতিষ্ঠান আপনার জন্য উপযুক্ত হবে।
গ্রাফিক্স ডিজাইন ভিডিও কোর্স
এছাড়া,
৩) নিজে নিজে প্র্যাকটিস করে: আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকে, একটি ভিডিও টিউটোরিয়াল কোর্স কিনতে না পারেন তবে তার জন্যও বিকল্প রয়েছে।
অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কোর্স
আপনি ইউটিউব, ফেইসবুক, গুগল কে নিত্য সঙ্গী বানিয়ে নেন। নিয়মিত ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকুন। কোন গ্যাপ দিবেন না।
আশা করা যায় অনেক অল্প সময়ে আপনি একজন ভালমানের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন।
মনে রাখবেন একটি জব পাওয়ার জন্য আপনাকে নূন্যতম ক্লাস ১২ অব্দি পড়তে হয়। আর অনলাইনে সফল হবার জন্য মাত্র কয়েকটা মাসই যথেষ্ট ।
তাই হতাশ না হয়ে লেগে থাকুন। দেখবেন আপনি খুব ভালমানের একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে বিশ্বের হাজারো ডিজাইনারদের মাঝে নিজেকে গড়ে তুলতে পারবেন।
গ্রাফিক ডিজাইনিং শিখে ছাত্র জীবনেই স্মাট ক্যারিয়ার
গ্রাফিক্স ডিজাইনারের ভবিষ্যৎ
একজন গ্রাফিক ডিজাইনারের শুরুতে ঘন্টা প্রতি সম্ভাব্য আয় সর্বনিম্ন ১০ ডলার হয়ে থাকে। একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার এক মাসেই লক্ষ্যাধিক পরিমাণ অর্থ আয় করতে পারেন।
অনলাইন মার্কেটপ্লেসে এই টাইপের প্রচুর কাজ পাওয়া যায়। প্রতিনিয়তই এই সেক্টরটির পরিধি বেড়েই চলছে।ওয়েবসাইটের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।
এগুলোতে লগো, ব্যানারের সব সময় প্রয়োজন পড়ে। সুতরাং বলা যায় একজন গ্রাফিক ডিজাইনারের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই উজ্জল।
আশা করি একজন গ্রাফিক্স ডিজাইনারের সঠিক ভ্যালু বুঝতে পারছেন। আপনার যদি এমন চিন্তা থাকে যে অনলাইন থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ আয় করতে চান তবে গ্রাফিক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে গড়ে নিন।
মনে রাখবেন সফলতার ৫০ ভাগ নির্ভর করে সঠিক প্ল্যানিং এর উপর। আজ এটা করলাম আগামীকাল ঐটা করবো। পরশু সেইটা এভাবে না ভেবে
বরং,
একটি সঠিক গাইডলাইন অনুসরণ করুন। নিয়মিত প্র্যাকটিজ করুন। আজকের কাজ আগামী দিনের জন্য রাখবেন না।
অল্প অল্প করে শিখুন। নিয়মিত শিখুন…
সময়ের কাজ সময়ে করুন। আপনি সফল হবেন ইনশাআল্লাহ্।
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন
আল্লাহ্ হাফেজ।