প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আজকে আমরা, ঘরে বসে অনলাইন ব্যবসা করে কিভাবে মাস শেষে হাজার হাজার টাকা আয় করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ্। সাথে আছেন তো? তাহলে চলুন দেখি ঘরে বসে অনলাইন ব্যবসা কিভাবে করতে হয়?
ব্যবসা বলতে যা বোঝায় তা মোটামুটি আমাদের সকলেরই জানা রয়েছে। অফলাইনে আমরা যে সকল ব্যবসা করে থাকি ঠিক একই ব্যবসা আমরা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমেও করতে পারি।
কিভাবে? দাড়ান! উতলা হওয়ার কিছু নাই। একটু ধৈর্য ধরুন, পর্যায়ক্রমে তুলে ধরা হচ্ছে যে কিভাবে আপনি ঘরে বসে অনলাইন ব্যবসা করবেন।
এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য অবশ্যই পুরো পোস্টটি অত্যন্ত মনোযোগের সাথে পড়তে থাকুন…
Online ব্যবসা বলতে আসলে কি বোঝায়?
অনলাইন এর বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে আপনার নিজের কোন পণ্য কিংবা কোন কোম্পানির প্রোডাক্ট প্রোমোট করার পর কিছু কমিশন লাভ করার যে প্রক্রিয়া মূলত তাকেই আমরা অনলাইন ব্যবসা বলে থাকি।
এক্ষেত্রে আপনার নিজস্ব কোন পণ্য থাকলেও ব্যবসা করতে পারেন। আবার আপনার যদি নিজের কোন পণ্য না থাকে তবে অন্যের পণ্য প্রোমোট করার মাধ্যমেও আপনি অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারেন। কি খুব মজার ব্যাপার তাই নাহ্!
অব্যশই একটু ওয়েট করুন… আরো মজা আছে। অনলাইন মিডিয়া অন্যের, পণ্যও অন্যের মাঝখান থেকে শুধু বুদ্ধি খাটিয়ে সেগুলোকে নির্দিষ্ট সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ায় আপনার কাজ।
এরপর দেখবেন সেলের মাত্রা কেমন ছাড়িয়েছে। তবে আপনাকে কিন্তু কঠিন ধৈর্যের সাথে ব্যবসা করতে হবে।
একটা কথা মাথায় রাখতে হবে যে পণ্য আপনার নয়, এমনকি পণ্য গ্রাহকের কাছে পৌঁছলে তার যত রিপোর্ট সব কোম্পানির।
তাই এটা অত্যন্ত চমৎকার একটি পেশা বলে আমি মনে করি। কি আপনারও তাই মনে হচ্ছে না! পড়তে থাকুন আপনার ধারনা আরো পাল্টে যাবে।
অনলাইন ব্যবসা করতে কি কি লাগে?
অনলাইন ব্যবসা করার জন্য সবার আগে আপনার যা প্রয়োজন পড়বে তা হচ্ছে ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য।
কেননা, অনলাইন জগতে আসা নতুন অনেককেই দেখা যায় একটু ব্যর্থতা তাকে অনলাইন জগৎ থেকে এতটা দূরে নিয়ে যায় যে সেই ব্যক্তি আর কখনো অনলাইনের নাম পর্যন্ত মুখে নেয় না।
এবার চলুন আমরা দেখি অনলাইন ব্যবসা করার জন্য আপনার কি কি দরকার পড়তে পারে। আপনি যদি ঘরে বসে অনলাইন ব্যবসা করতে চান তবে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে সাথে নিচের উপাদানগুলোও রাখতে হবে।
- একটি কম্পিউটার ডেস্কটপ হউক কিংবা ল্যাপটপ, এক্ষেত্রে ডেস্কটপ ভালো হবে নাকি ল্যাপটপ?
- অথবা, একটি স্মার্টফোন
- সচল ইন্টারনেট কানেকশন
আমার তো এগুলো সবই আছে তাহলে আমি কিভাবে ঘরে বসে অনলাইন ব্যবসা করতে পারি? জ্বি, আপনার যদি এগুলো সবাই থাকে তবে তো আলহামদুলিল্লাহ্।
আপনি কয়েক ধাপ এগিয়ে আছেন, আপনার শুধু ট্রিকস জানতে হবে এখন। যাদের এগুলোর মধ্যে শুধুমাত্র ফোন আছে তাদেরও ঘাবড়ানোর কোন দরকার নেই।
ঘরে বসে অনলাইন ব্যবসা করার সুবিধা কি?
একটি কথা মাথায় রাখবেন আয় করা কিন্তু বাস্তব জীবনে যে রকম কঠিন অনলাইন জগতেও কিন্তু ঠিক তেমনই কঠিন।
আপনি যদি ঘরে বসে অনলাইন ব্যবসা করতে চান তবে আপনার কিন্তু অবশ্যই এর সুবিধাগুলো জেনে নিতে হবে।
চলুন, আমরা ঘরে বসে অনলাইন ব্যবসা করার জন্য যে সকল সুবিধা পাবো জেনে নিই।
- প্রোডাক্ট নিয়ে কোন ঝামেলা হয় না
- সম্পূর্ন ঘরে বসে টাকা আয় করা যায়
- কোন প্রোডাক্ট কাস্টমারের চাহিদা কতটা পূরণ করলো সেটা কোম্পানির উপর বর্তাবে। নিজস্ব পণ্যের ক্ষেত্রে কিন্তু বিষয়টি আলাদা।
- টাকা পয়সা নিয়ে কোন সমস্যা হয় না।
- অন্যান্য কাজের সাথে সাথেই এটি করা সম্ভব।
- মূলধন বিনিয়োগ করতে হয় না, কিংবা করলেও তাতে লসের সম্ভাবনা নাই বললেই চলে।
- অফলাইন বিজনেস এর তুলনায় অধিক সংখ্যক কাস্টমার জেনারেট করা যায়।
মহিলাদের জন্য ঘরে বসে অনলাইন ব্যবসা
এখন বর্তমান সময় অনেক মেয়ে যারা কিনা শবেমাত্র ছাত্রী তারাও ঘরে বসে অনলাইন ব্যবসা করে হাজার হাজার টাকা আয় করছে।
অনেক মহিলা আছেন যারা ভাল মানের পোশাক ডিজাইন করতে পারেন। এক্ষেত্রে ইউটিউবে গিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করে সেই পোশাকের ভিডিও আপলোড করতেছেন।
আরো পড়ুনঃ অ্যাফিলিয়েট থেকে আয় করুন আনলিমিটেড
আর সেই সাথে প্রোডাক্টটির বৈশিষ্ট্য ও কেনার জন্য প্রয়োজনীয় সকল বিষয় ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছে।
এভাবে তারা হাজার হাজার টাকা আয় করছে। যদি আপনিও এরকম ভালো মানের কোন পণ্য তৈরী করতে পারেন তবে তা থেকে আয় করতে পারেন বহু টাকা।
ঘরে বসে ফেসবুকে কি অনলাইন ব্যবসা করা যায়?
জ্বি, আপনি ঘরে বসে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুককে ব্যবহার করে অনলাইন থেকে হাজার হাজার টাকা আয় করতে পারেন।
এর জন্য আপনাকে আপনার আইডি, ফেসবুক পেজ কিংবা গ্রুপকে অধিক জনপ্রিয় করে তুলতে হবে।
এক সময় যখন সেখানে প্রচুর ট্রাফিক আসা শুরু করবে তখন সেখানে আপনার পণ্যের লিংক বসায়ে দিবেন।
ব্যাস! আপনার কাজ শেষ। এরপর অর্ডারের জন্য অপেক্ষা করুন।
অনলাইন ব্যবসার জন্য কত টাকা লাগতে পারে?
আপনি সাধারণত ঘরে বসে অনলাইন ব্যবসা ২ ভাবে করতে পারেন। এক আপনার নিজস্ব কোন পণ্য সেল করে আর দুই আপনার যদি নিজের কোন পণ্য না থাকে তবে অন্যের কোন পণ্য প্রোমোট করার মাধ্যমেও আয় করতে পারেন।
এতে কিন্তু আপনার নিজের কোন অর্থেরই দরকার হচ্ছে না। আপনার যদি নিজের কোন পণ্য থাকে তবে ফেসবুক এ গিয়ে একটি পেজ খুলুন। এর জন্য আপনার কিছু খরচ হতে পারে।
সেখানে অধিক সংখ্যক ভিজিটর আনার চেষ্টা করুন। যখন পর্যাপ্ত পরিমান ভিজিটর আপনার পেজে আসবে তখন সেখানে আপনার প্রোডাক্টের লিংক দিয়ে দিন।
সেখান থেকে আপনি আয় করতে পারবেন। আর যদি আপনার নিজের কোন পণ্য না থাকে তবে আপনি সহজ অ্যাফিলিয়েট থেকে আয় করতে পারেন।এখানে গিয়ে একাউন্ট করে নিন। এরপর সেখান থেকে আপনার পছন্দের পণ্যগুলো সিলেক্ট করুন।
সেগুলোকে ফেসবুক মার্কেটপ্লেসে গিয়ে লিস্ট করে ফেলুন। সেই সাথে বিভিন্ন গ্রুপ এবং পেজে প্রকাশ করতে থাকুন।
কি ধরনের প্রডাক্ট নিয়ে ঘরে বসে অনলাইন ব্যবসা করা যাবে?
আপনি যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ঘরে বসে অনলাইন ব্যবসা করতে পারেন। ফিজিক্যাল অথবা নন-ফিজিক্যাল।
আপনি যদি ভালমানের টিচ দিতে পারেন তবে সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল তৈরী করে অনলাইন আপলোড দিন।
দেখবেন আপনার ভিডিওগুলো দেখে ভাল লাগলে অনেকেই সেখানে বারবার ভিজিট করবে। আপনি অ্যাড মনিটাইজেশন করে সেখান থেকে আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং গাইডলাইন
এছাড়াও আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো পারেন তবে এর মাধ্যমেও সেখান থেকে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।
আমাদের শেষকথা
তো বন্ধুরা কঠিন ধৈর্য নিয়ে লেগে থাকার মানসিকতা তৈরী করে অনলাইন জগতে নেমে পড়ুন। জয় আপনার হবেই হবে। ঘরে বসে অনলাইন ব্যবসা করে সাবলম্বী হওয়ার জন্য প্রতিনিয়ত চর্চা চালিয়ে যান।
থেমে যাবেন না। নিজের প্রোডাক্ট সেল করুন অথবা নিজের পণ্য না থাকলে কোন ভালমানের কোম্পানির পণ্য নিয়ে প্রোমোট করা শুরু করে দিন।
পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি নতুন কোন তথ্য এ বিষয়ে জেনে থাকেন তবে তা আমাদেরকেও জানিয়ে দিন।
অনলাইন জগতে সফল হয়ে বাংলাদেশে অনেক বৈদেশিক মুদ্রা আয় করে নিজেকে সাবলম্বী করে তুলুন এই প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি।
আল্লাহ্ হাফেজ।