পোস্ট-নীতিমালা

ট্রেনিং ও পোস্ট নীতিমালা – আর্টিকেল লিখে আয় করুন আনলিমিটেড!

  • Post author:

নিত্যটিউন জীবন ও প্রযুক্তি বিষয়ক একটি বিশ্বস্ত বাংলা ব্লগ ওয়েবসাইট। এখানে পোস্ট লেখার মাধ্যমে আপনি অনলাইন থেকে ভালো পরিমাণ অর্থ আয় করতে পারেন। কিভাবে পোস্ট লিখবেন, ট্রেনিং ও পোস্ট নীতিমালা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং আপনি যদি অনলাইন থেকে আমাদের সাথে স্মার্ট আয়ের চিন্তা করে থাকেন তবে অবশ্যই মনোযোগসহ আমাদের পোস্ট রাইটিং সংক্রান্ত টার্মস এন্ড কন্ডিশন দেখে নিবেন।

পোস্ট সূচিপত্র

পোস্ট সংক্রান্ত টার্মস এন্ড কন্ডিশন

১. পোস্ট সম্পূর্ণ বাংলা ভাষায় লিখতে হবে। অন্য ভাষার কোন আর্টিকেল গ্রহন করা হবে না।

২. পোস্টের ফোকাস কিওয়ার্ড এবং পোস্ট সম্পর্কিত বেশ কয়েকটি কিওয়ার্ড আপনাকে দেওয়া হবে। আপনি রিচার্স করে আরো কিওয়ার্ডের সন্নিবেশ ঘটিয়ে একটি ইউনিক আর্টিকেল লিখে আমাদের পাঠাবেন।

৩. আপনাকে টেস্ট ওয়ার্ক হিসেবে একটি পোস্ট আমাদের নিকট পাঠাতে হবে। এর জন্য আপনি কোন পারিশ্রমিক পাবেন না।

৪. কিভাবে কোয়ালিটি সম্পন্ন পোস্ট লিখতে হয় অর্থাৎ পোস্ট লেখার নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনি পোস্ট লেখার নিয়ম না জেনে থাকেন তবে এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার ১০০% কার্যকরী উপায় জানার জন্য পোস্টটি পড়ে নিন। এই পোস্টটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। তার মানে এটি পড়ার জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে আমাদের ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে লিখবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাকে ১০৫০ টাকা পরিশোধ করে উক্ত পোস্টের পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে মেসেজ করুন।

৫. পোস্টের টাইটেলটি অযথা বড় না করে মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে অর্থবহ করে তুলবেন। শিরোনাম দেখেই পুরো পোস্টের একটি হালকা ধারণা পাঠক যাতে পেয়ে যান সেই ধারণা মাথায় রেখে পোস্টের জন্য উপযুক্ত টাইটেল দিবেন।

৬. টাইটেল তথা শিরোনামে স্পেশ্যল ক্যারেক্টার (শুধুমাত্র ? অথবা ! ছাড়া) ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

৭. জীবন ও প্রযুক্তিকে ফোকাস করে এমন পোস্ট লিখার জন্য বলা হচ্ছে। এর বাহিরে কোন পোস্ট লিখলে আপনার পোস্টটি গ্রহনযোগ্যও হবে না এবং তার জন্য আপনাকে কোন প্রকার পে করা হবে না।

৮. আপনাকে অবশ্যই আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেট পোস্টটি পড়ে তারপর আমাদের ওয়েবসাইটে পোস্ট লেখা শুরু করতে হবে।

৯. যে কোন প্রয়োজনে আমাদের ডায়নামিক প্লাটফর্ম ব্যবহার করতে হবে। এখানে আমারা কখনো ফেসবুক পেজ, কখনো হোয়াট্অ্যাপ এর লিংক সংযুক্ত করতে পারি। সুতরাং আপনাকে এই পেইজ থেকে উক্ত লিংক অনুসরণ করে যোগাযোগ করতে হবে।

আরো পড়ুন: আমাদের নীতিমালা

কোথাও ব্যবহার করা হয়েছে এমন কনটেন্ট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের ওয়েবসাইটে আপনার কোন পোস্ট প্রকাশিত হলে তা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। প্রতিটি পোস্ট কপিরাইট ফ্রি হতে হবে।

১০. ইংরেজী কোন ব্লগ অনুসরণ করে যদি পোস্ট লিখে থাকেন তবে অবশ্যই মেশিন ট্রান্সলেট করা থেকে বিরত থাকবেন। এরূপ ক্ষেত্রে আপনার পোস্টের সাথে সাথে আপনিও ক্যান্সেল হয়ে যাবেন।

১১. পোস্টের কোন বানান যেন ভুল না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। আমরা ভুল বানান গ্রহন করি না।

১২. প্রতিটি পোস্ট সুন্দরভাবে সজ্জিত করবেন। কোন অগোছালো আর্টিকেল পাঠাবেন না। আমরা সরাসরি রিজেক্ট করে দেব।

১৩. প্রতিটি পোস্ট ন্যুনতম ৯৫০ শব্দে লিখতে হবে। ৯৫০ শব্দের নিচে কোন পোস্ট গ্রহন করা হবে না। 

১৪. ফোকাস কিওয়ার্ডটি অনধিক ৯ শব্দের মধ্যে লেখার চেষ্টা করবেন। পোস্টে ব্যবহৃত সকল হেডিংকে h2 ট্যাগে লিখবেন। সকল সাবহেডিং h3 ট্যাগে লিখতে হবে।

১৫. স্ক্রিনশট হিসেবে কোন ইমেজ দিতে চাইলে অতিরিক্ত অংশ বাদ দিতে হবে। পোস্টে ব্যবহৃত ফিচার ইমেজ ছাড়া বাকি ইমেজগুলোতে নিত্যটিউন এর জলছাপ ব্যবহার করতে হবে।

১৬. পোস্টের ভিতর কোন লিংক সংযুক্ত করলে যদি আমাদের ওয়েবসাইটের কোন পোস্ট হয় তবে do follow দিতে হবে আর যদি অন্য ওয়েবসাইটের লিংক হয় তবে no follow দিতে হবে। 

১৭. কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, ধর্মীয় অনুভূতি বা কাউকে হেয় প্রতিপন্ন করে এমন বিষয়ে পোস্ট লেখা যাবে না। আপনি রাজনৈতিক উদ্দেশ্যে কোন আর্টিকেল লিখে আমাদের দিলেও তা গ্রহন করা হবে না।

যে সকল বিষয়ে পোস্ট লিখতে পারবেন-

  • টেক বার্তা
  • গুগল অ্যাডসেন্স
  • গুগলসহ যে কোন সার্চ ইঞ্জিন
  • কম্পিউটার ও মোবাইল সম্পর্কিত 
  • গুগল মামার সার্ভিস সমূহ
  • অপারেটিং সিস্টেম যেমন উইনডোস, অ্যান্ড্রয়েড, লিনাক্স, ম্যাক ইত্যাদি
  • কোন পণ্যের রিভিউ
  • ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিকস
  • ইন্টারনেট
  • হার্ডওয়্যার এবং সফটওয়্যার
  • ফটোগ্রাফি
  • অনলাইন ইনকাম
  • ব্লগিং এন্ড ওয়েবসাইট
  • ইউটিউব
  • ওয়ার্ডপ্রেস
  • ব্লগার
  • এস.ই.ও
  • ডিজিটাল মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • এফিলিয়েট মার্কেটিং
  • অনলাইন ব্যবসা
  • ই-কমার্স
  • কম্পিউটার ও মোবাইল
  • সফটওয়্যার
  • এন্ড্রোয়েড অ্যাপ
  • এছাড়াও আমাদের ওয়েবসাইটে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টপিকের উপর আপনি আর্টিকেল লিখতে পারেন।

পোস্ট লেখার পর করণীয়

আপনার পোস্টটি লেখা সম্পূর্ণ হয়ে গেলে আমাদেরকে জমা দিন। আপনার পোস্টটি রিভিউ করে ১০০% সঠিক হলে সাথে সাথেই পাবলিশ করা হবে।

পোস্টটি জমা দেওয়ার পর আমাদের ডায়ানামিক প্লাটফর্ম এ মেসেজ দিন এই লিখে ‘‘[ইউনিক কোড] পোস্ট রিভিউ এর জন্য জমা দেয়া হলো’’

আপনাকে পোস্ট লেখার বিষয়ে (টেস্ট পোস্ট জমা দেওয়ার পর রিভিউ স্বাপেক্ষে) কনফার্ম করার পর আমরা একটি ইউনিক আইডি প্রোভাইড করবো। 

এই ইউনিক আইডি লিখে তারপর পোস্ট রিভিউ এর জন্য জমা দেয়া হলো” লেখে মেসেজ দিবেন। ম্যাসেজে অবশ্যই আপনার একটি সচল বিকাশ/রকেট/নগদ একাউন্ট সরবারহ করবেন।

অর্থাৎ প্রথমে ইউনিক কোডটি লিখুন, তারপর স্পেস দিন, এরপর লিখুন – পোস্ট রিভিউ এর জন্য জমা দেয়া হলো এবং সবশেষে, আপনার বিকাশ/রকেট/নগদ নাম্বারটি দিন। না বুঝে থাকলে নিচের ফর্মেটটি খেয়াল করুন।

২০২৩০১ পোস্ট রিভিউ এর জন্য জমা দেয়া হলো ০১৭xxxxxxxx/০১৮xxxxxxxx/০১৬xxxxxxxx/০১৯xxxxxxxx/

এখানে ২০২৩০১ এটি হচ্ছে ইউনিক আইডি নাম্বার।

পোস্ট লেখার পারিশ্রমিক পাবেন যেভাবে

আমাদের টিম আপনার লেখা পোস্টটি রিভিউ করবে। অতপর তা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য উপযুক্ত হলে সাথে সাথেই প্রকাশ করা হবে।

আমাদের ওয়েবসাইটে কোন পোস্ট সফলভাবে প্রকাশিত হলে তার পারিশ্রমিক নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না।

আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে (প্রদান স্বাপেক্ষে) টাকা পৌঁছে যাবে।

এক্ষেত্রে যদি আপনার একাউন্টে কোন সমস্যা থাকে তবে পেমেন্ট পেতে দেরি হতে পারে। তবে সমস্যা কি তা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে।

পোস্ট লিখতে আপনার যা প্রয়োজন পড়বে

আপনি যদি নিত্যটিউন ওয়েবসাইট থেকে আয় করতে চান তাহলে অবশ্যই আপনার –

  • আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে (আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন)।
  • কম্পিউটার – ডেস্কটপ কিংবা ল্যাপটপ অথবা স্মার্টফোন থাকতে হবে।
  • সচল ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

যে সকল কারণে আপনার পোস্ট এপ্রুভ করা হবে না

  • অন্য কোন ওয়েবসাইট থেকে কোন পোস্ট কপি করে আমাদের কাছে পাঠালে। 
  • মেশিন ট্রান্সলেট করলে অর্থাৎ অন্য কোন ভাষার পোস্টকে কোন ট্রান্সলেটর কিংবা সফটওয়্যার এর মাধ্যমে বাংলাতে কনভার্ট করলে সরাসরি বাতিল করা হবে।
  • অন্য কারো লেখার মাঝে কিছু শব্দ প্রবেশ করিয়ে কিংবা কোন শব্দকে রিমুভ করে অর্থাৎ রি-রাইট করে পোস্ট লিখলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • যেহেতু আমাদের ওয়েবসাইট এর আয় গুগল এডসেন্স এর উপর বিশেষভাবে নির্ভরশীল সেহেতু এডসেন্স নীতিমালা ভঙ্গ করে এমন কোন পোস্ট লিখলেও কিন্তু তা প্রকাশ করা হবে না।
  • কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, ধর্মকে অবমাননা করে কোন পোস্ট লিখলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

নোটঃ তবে আপনি চাইলে অন্যের লেখা কোন পোস্টকে বারবার পড়ে নিজের মত করে সাজিয়ে লিখলেও হবে।

আটিকেল প্রকাশিত হওয়ার শর্ত

  • আর্টিকেলটি সম্পূর্ণ বাংলা ভাষাতে লিখতে হবে।
  • আপনার আর্টিকেলটি অবশ্যই সম্পূর্ণ কপিরাইট মুক্ত হতে হবে। ইউনিক ছাড়া কোন আর্টিকেল প্রকাশ করা হবে না।
  • আপনার লেখা পোস্টটি অবশ্যই ৯৫০ শব্দের উপর হতে হবে। (এই বাক্যে ৯টি শব্দ রয়েছে)

কিছু প্রশ্ন

প্রতি আর্টিকেল এর জন্য আমি কত টাকা পাবো?

সফলভাবে প্রকাশিত প্রতিটি পোস্টের জন্য আপনি সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত পেতে পারেন।

আপনাদের ওয়েবসাইট থেকে কতভাবে আয় করা যাবে?

আপাতত আপনি কনটেন্ট রাইটিং অর্থাৎ শুধুমাত্র পোস্ট লিখেই আমাদের ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন। তবে কিছুদিনের মধ্যে আমরা আয় করার জন্য আরো মাধ্যম সংযুক্ত করবো ইনশাআল্লাহ্।

আর্টিকেল প্রকাশিত হতে কতটা সময় লাগতে পারে?

আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনার লেখা আর্টিকেলটি খুবই দ্রুত রিভিউ শেষে প্রকাশ করতে। এক্ষেত্রে আপনি পোস্ট লিখে আমাদেরকে পাঠালে রিভিউ এর জন্য সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগতে পারে। ১০০% সঠিক হলে রিভিউ এর পরপরই তা প্রকাশ করা হবে।

আমার পোস্টটি রিভিউ বোর্ডে আটকে গেছে করণীয় কি?

চিন্তার কোন কারণ নেই। আপনার পোস্টটি কেন রিভিউ বোর্ডে আটকে গেছে আমরা তার কারণ বিস্তারিতভাবে জানিয়ে দেব, আপনি পুনঃরায় পোস্টটি মডিফাই করে আমাদের পাঠাবেন।তবে মনে রাখবেন আমাদের গাইডলাইন অনুসরণ করে আপনি ৩ বার পোস্টটি মডিফাই করে আমদেরকে পাঠাতে পারবেন। ৩ বার মডিফাই এর পরেও আপনার পোস্টে ভুল থাকলে তা বাতিল করা হবে।

আমার পোস্টটি প্রকাশিত হয়ে গেছে করণীয় কি?

রিভিউ এর পর আমরা আপনার পোস্টটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হলে আপনাকে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন, ফেসবুক, টুইটার, লিংকডইন, ইনস্টাগ্রামসহ অন্যান্য মিডিয়ায় শেয়ার করতে হবে।

আপনি পেমেন্ট হাতে পাবার পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় আপনার অনুভূতি কেমন লাগলো তা দু-এক লাইনে লিখে শেয়ার করবেন। 

নিত্যটিউন – এ কত প্রকারের রাইটার রয়েছে?

আমাদের ওয়েবসাইটে বর্তমানে ২ ধরণের রাইটার রয়েছে।

  • সাধারণ রাইটার টিম
  • প্লাটিনাম রাইটার টিম

সাধারণ রাইটার ও প্লাটিনাম রাইটারের মধ্যে পার্থক্য কি?

সাধারণ রাইটারদের পোস্ট রিভিউ এর সময় ২৪ ঘন্টা লাগলেও প্লাটিনাম রাইটারদের পোস্ট রিভিউ আমরা মাত্র ২ ঘন্টার (অফিস টাইম সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টার মধ্যে পোস্ট পাঠালে) মধ্যেই সম্পূর্ণ করি। প্রতি মাসে শর্তসাপেক্ষে প্লাটিনাম রাইটারদের বোনাস প্রদান করা হবে।

এক বছর প্লাটিনাম রাইটার হিসেবে পোস্ট লেখার পর (সর্বমোট ৫০০টি পোস্ট) একটি ল্যাপটপ প্রদান করা হবে যা সাধারণ রাইটারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।প্রতি পোস্টে সাধারণ রাইটাররা ন্যূনতম ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত আয় করতে পারেন যেখানে প্লাটিনাম রাইটাররা প্রতি পোস্টে ন্যূনতম ৫০ টাকা থেকে অনধিক ২৫০ টাকা পর্যন্ত পাবেন।

নিত্যটিউন – এ এক দিনে আমি কতটি আর্টিকেল লিখতে পারবো?

এক্ষেত্রে কোন লিমিটেশন নেই। আপনি যত ইচ্ছা পোস্ট লিখে আমাদের পাঠাতে পারেন। তবে এক দিনে সর্বোচ্চ ২টি পোস্ট রিভিউ শেষে প্রকাশের উপযুক্ত হলে তা প্রকাশ করা হবে। তবে প্লাটিনাম রাইটারদের দিনে ৫টি পোস্ট গ্রহন এবং একইসাথে প্রকাশ করা হতে পারে (শর্তস্বাপেক্ষে)

আর্টিকেল লেখার টপিক পাবো কোথায়?

উপরের বিষয়গুলোর যে কোন ক্যাটেগরিতে যে কোন টপিক নিয়ে পোস্ট লিখতে পারবেন। তবে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কোন পোস্ট নিয়ে নতুন পোস্ট লেখা যাবে না। তবে প্লাটিনাম রাইটারদের আর্টিকেল লেখার টপিক নিত্যটিউন কর্তৃপক্ষ সরবরাহ করে।

আমি কিভাবে প্লাটিনাম রাইটার হতে পারবো?

প্লাটিনাম রাইটার হওয়ার জন্য আপনাকে আমাদের ১৫ দিনের একটি কোর্স সম্পন্ন করতে হবে। তবে আপনার যদি আর্টিকেল লেখার পূর্ব অভিজ্ঞতা থাকে তবে ৩ দিনের মধ্যেই প্লাটিনাম রাইটার হতে পারবেন। প্লাটিনাম রাইটার হিসেবে যোগ দিতে চাইলে এখানে যোগাযোগ করুন। এছাড়া প্লাটিনাম রাইটার হওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্টটি আনলক করে পড়ে নিতে হবে।

প্লাটিনাম রাইটার হওয়ার পর করণীয় কি?

আমাদের সাথে প্লাটিনাম রাইটার হিসেবে যোগ দেওয়ার পর প্রতি দিন আপনাকে ন্যূনতম একটি করে পোস্ট এবং সপ্তাহে সর্বমোট ১০ টি পোস্ট লিখে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি পোস্ট অবশ্যই ১০০০ (এক হাজার) শব্দের উপর লিখতে হবে।

পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্টটি কিভাবে আনলক করবো?

আমাদের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে হবে। প্রয়োজনীয় জায়গায় সেটি বসিয়ে পোস্টটি আনলক করা যাবে।

আপনারা যে পেমেন্ট দেন তার প্রমাণ কি?

নিত্যটিউন যে বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা ওয়েবসাইট তার প্রমান কি? আপনারা যে সঠিকভাবে পেমেন্ট দেন তারই বা প্রমান কোথায়?

এ বিষয়ে আমরা বেশি কিছু বলার আগে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ এ গিয়ে জেনে নিতে পারেন আমাদের পেমেন্ট সংক্রান্ত বিষয়।

কিভাবে আপনাদের ওয়েবসাইটে পোস্ট রাইটার হিসেবে যোগ দেওয়া যাবে?

আমাদের ওয়েবসাইটে পোস্ট রাইটার হিসেবে যোগদান করতে আপনকে বিশেষ কিছু করতে হবে না। সাধারণ রাইটার হিসেবে আপনি ইচ্ছেমত পোস্ট লিখে দিতে পারেন। এক্ষেত্রে যোগদান করার কোন প্রয়োজন নেই।তবে আপনার একটি সচল ফেসবুক আইডি থাকতে হবে। প্রোফাইল লক করা থাকলে কিছুক্ষনের জন্য তা আনলক করতে হবে। তবে প্লাটিনাম রাইটার হিসেবে যোগ দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

আপনাদের সাথে কাজ করলে আমার বেনিফিট কি?

জ্বি হ্যাঁ, আপনার বেনিফিট অবশ্যই আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন চালু করি। আপনি যদি আমাদের সাথে যোগ দেন তবে এসব ক্যাম্পেইন এ অংশগ্রহন করতে পারেন এবং এখান থেকে দ্বিগুন পরিমাণ অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে।

সেই সাথে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম সেকশন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এসইও এর বিষয়ে বিশেষ সহযোগিতা পাবেন।

আমাদের অন্যান্য কোর্স এ আপনার জন্য রয়েছে বিশাল ছাড়! দেখুন অনলাইন আয় সংক্রান্ত আমাদের অন্যান্য সার্ভিস সমূহ

পাশাপাশি একটি ওয়েবসাইট তৈরী করে তাতে গুগল এডসেন্স সেটাপ করাসহ যাবতীয় বিষয়ে আপনি আমাদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। তবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়; আপনি যদি ওয়েব ডিজাইন কিংবা ওয়ার্ডপ্রেস ডিভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তবে আমাদের সংগ্রহে থাকা লক্ষাধিক টাকা মূল্যের প্রিমিয়াম থিম এবং প্লাগিনের এক্সেস পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আপনাদের পেমেন্ট মেথড কি কি?

নিত্যটিউন এর পেমেন্ট মেথড হচ্ছে-

  • মোবাইল রিচার্জ (সর্বনিম্ন ২৫ টাকা)
  • বিকাশ (মিনিমাম ৫০ টাকা)
  • রকেট (সর্বনিম্ন ৫০ টাকা)
  • নগদ (মিনিমাম ৫০ টাকা)
  • ভিসা কার্ড (মিনিমাম ১০০০ টাকা)

তার মানে, আপনার লেখা আর্টিকেল এর পেমেন্ট আপনি সরাসরি আপনার বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে নিতে পারবেন। 

নোট

আমাদের ওয়েবসাইটের পোস্ট লেখা সংক্রান্ত টার্ম এন্ড কন্ডিশন নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন হতে পারে।

কারো জব ক্যান্সেল করা কিংবা পারমানেন্ট করার বিষয়ে নিত্যটিউন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আমাদের সাথে যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন এখানথেকে।

Author

Leave a Reply