৫০+টি সেরা ওয়ার্ডপ্রেস থিম – ২০২৪ – থিম রিভিউ

ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের সব থেকে বেশি জনপ্রিয় এবং ব্যবহৃত একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। বর্তমানে ইন্টারনেটে থাকা ওয়েবসাইটের ৪৩.৪ শতাংশ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর এই বিপুল জনপ্রিয়তার মূল কারণ হলো ওয়ার্ডপ্রেস সহজে ব্যবহারযোগ্য এবং এখানে রয়েছে হাজার হাজার ফ্রি এবং প্রিমিয়াম থিমস ও প্লাগিন্স। ‌

এমনকি এর প্রতিটি থিম কোয়ালিটিফুল কোডিং, ফিচার এবং মানসম্মত ডিজাইন দিয়ে তৈরি। ‌ কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেসের জগতে নতুন হয়ে থাকেন তাহলে এতসব থিমস এবং প্লাগিন্স থেকে সেরাটি বেছে নেওয়া আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে। তাই আজকে আমরা আলোচনা করব ৫০ টি সেরা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে। যার মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনারটি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। 

৫০+টি সেরা ওয়ার্ডপ্রেস থিম 

চলুন এবার পর্যায়ক্রমে সেরা ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে জেনে আসি। এখানে আমরা বর্তমান সময়ের বহুল ব্যবহৃত থিম সম্পর্কে আলোকপাত করেছি। আশা করছি, আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।

১. মাল্টিপারপাস থিম 

ওয়ার্ডপ্রেস মাল্টিপারপাস থিম হলো এমন বিশেষ ধরনের কিছু থিম যেগুলো একই সঙ্গে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সেরা ওয়ার্ডপ্রেস থিম হিসেবে এই থিমগুলো ব্যবসায়িক ওয়েবসাইট থেকে শুরু করে ব্লগ ওয়েবসাইট কিংবা ই-কমার্স ওয়েবসাইট সব ধরনের ওয়েবসাইটের জন্যই যথোপযুক্ত। এই থিমগুলো সাধারণত যথেষ্ট ফ্লেক্সিবল, কাস্টমাইজেবল এবং এসইও বান্ধব হয়ে থাকে। ‌

আরো পড়ুনঃ ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ প্লাগিন (WordPress Backup Plugins)

এ পর্যায়ে কয়েকটি হাই-রেটেড ওয়ার্ডপ্রেস মাল্টিপারপাস থিম নিয়ে আলোচনা করা হলো: 

Astra (এস্ট্রা)

Astra সময়ের জনপ্রিয় এবং দ্রুত লোড হওয়া একটি মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম। ‌ এটি ব্লগ ওয়েবসাইট থেকে শুরু করে ই-কমার্স স্টোর যেকোনো ধরনের ওয়েবসাইটের জন্য উপযুক্ত। ‌ এমনকি Astra একটি SEO-বান্ধব থিম যা আপনার সাইটকে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে rank করতে ভালো সহায়তা করে। ‌

Divi (ডিভি)

ওয়ার্ডপ্রেস মাল্টিপারপাস থিমগুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় থিম হল Divi. এটি মূলত একটি drag and drop ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। ‌এতে অসংখ্য টেমপ্লেট এবং কাস্টমাইজেশন অপশন থাকায় আপনার চাহিদা অনুযায়ী যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। 

Neve (নিভি)

এই ওয়ার্ডপ্রেস মাল্টিপারপাস ফাস্ট থিমটি মূলত এর অত্যন্ত দ্রুতগতির জন্য জনপ্রিয়। তবে এটি মূলত ছোটখাটো ব্যবসা, কনসালটেন্সি ফার্ম এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরিকৃত। ‌ তাছাড়া এই থিমটি আরও অন্যান্য জনপ্রিয় পেজ বিল্ডার যেমন- Divi, SeedProd, SiteOrigin এবং Beaver Builder এর সাথে সামঞ্জস্যপূর্ণ। 

OceanWP (ওশন-ডাব্লিউপি)

ওয়ার্ডপ্রেস মাল্টিপার্পাস থিমগুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় থিম হলো OceanWP. এটি একটি ফ্রি এবং SEO-ফ্রেন্ডলি থিম। সেরা ওয়ার্ডপ্রেস থিম হিসেবে এটি অনন্য একটি। এছাড়া এই থিমটিতে রয়েছে অসংখ্য টেমপ্লেট, কাস্টমাইজেশন অপশন, দুটি নেভিগেশন মেনু এবং custom logo সাপোর্ট। 

Ultra (আল্ট্রা)

আল্ট্রা হলো সহজে ব্যবহারযোগ্য এবং ফ্লেক্সিবল একটি মাল্টিপারপাস থিম যা সব ধরনের ওয়েবসাইটের জন্য উপযুক্ত। এছাড়া এই থিমটির নিজস্ব পেজবিল্ডার রয়েছে। অর্থাৎ এর মাধ্যমে কোনরকম কোডিং ছাড়াই কাস্টম ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ‌

Spencer (স্পেন্সার)

স্পেন্সার ব্লগার এবং উদ্যোক্তাদের জন্য আরও একটি আকর্ষণীয় ওয়ার্ডপ্রেস মাল্টিপারপাস থিম। এটি CSSIgniter, একটি পেশাদার ওয়েব ডিজাইনার এবং ডেভলপারদের তো দ্বারা তৈরিকৃত। পেশাদার এবং আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি জন্য ‌Spencer একটি ভালো উপায় এবং এটি WooCommerce এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। ‌

Indigo (ইনডিগো)

এটি একটি আধুনিক এবং আকর্ষণীয় ওয়ার্ডপ্রেস থিম যা যেকোনো ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার করা যায়। ‌ এতে একটি ভিজিবল পেইজবিল্ডার রয়েছে যার মাধ্যমে কোন প্রকার কোডিং দক্ষতা ছাড়াই আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করা যেতে পারে। এছাড়াও এই থিমটি WooCommerce, Beaver Builder, এবং Elementor সহ জনপ্রিয় সব প্লাগিনগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। ‌

Avada (এভাডা)

Avada একটি অত্যাধুনিক অরিজিনাল ওয়ার্ডপ্রেস থিম। এই থিমের মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো ধরনের বিজনেস ওয়েবসাইট বানাতে পারবেন। বিগত আট বছর ধরে ওয়ার্ডপ্রেসের বেস্ট সেলিং থিম গুলোর মধ্যে এটি অন্যতম। Themeforest থেকে আপনি এই থিমটি কিনে নিতে পারবেন। Avada ওয়ার্ডপ্রেস থিম এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হল: 

  • এটির নিজস্ব পেজ বিল্ডার রয়েছে। 
  • ড্রাগ এন্ড ড্রপ করে খুব সহজেই ডিজাইন করা সম্ভব। 
  • কোডিং দক্ষতা ছাড়াই যেকোনো কাস্টমাইজেশন করা যায়। 
  • মোবাইল রেসপন্সিভ ডিজাইন করার সুযোগ। 
  • WooCommerce ইন্টিগ্রেশন করার সুবিধা। 

২. বিজনেস থিম 

ওয়ার্ডপ্রেস বিজনেস থিম হল ওয়েবসাইট তৈরির জন্য বিশেষভাবে তৈরি করা কিছু টেমপ্লেট যা ছোট বড় বিভিন্ন ব্যবসার জন্য উপযোগী। এই থিমগুলোর প্রধান বৈশিষ্ট্য হল আপনি কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই এগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া একটি ওয়ার্ডপ্রেসে বিজনেস থিমের রয়েছে রেস্পন্সিভ ফ্রেমওয়ার্ক, রেটিনা অপটিমাইজেশন, এবং অসংখ্য টেমপ্লেট। বিজনেস থিমগুলোর আরও অন্যান্য বৈশিষ্ট্যগুলো হল: 

  • WooCommerce এবং Gravity ফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণতা 
  • সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত হতে মিডিয়া ইন্টিগ্রেশন সুবিধা। 
  • সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য কন্টাক্ট ফর্ম সুবিধা। 
  • SEO বান্ধব
  • জনপ্রিয় প্লাগিনগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা। 

সর্বোপরি ওয়ার্ডপ্রেসের বিজনেস থিমগুলো ব্যবহার করা যেমন সম্ভব তেমনি পেশাদার ওয়েবসাইট তৈরির মাধ্যমে আপনার ব্যবসায় একটি ইতিবাচক সম্ভাবনা বয়ে আনবে। Avada, Divi এবং Astra বহুল ব্যবহৃত তিনটি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম। এর পাশাপাশি ওর পাশে রয়েছে অসংখ্য ফ্রি এবং পেইড বিজনেস থিম। ‌তাহলে চলুন এবার ওয়ার্ডপ্রেস এর প্রথম সারির কিছু বিজনেস থিমের নাম জেনে নেয়া যাক: 

  • UDESIGN (ইউডিজাইন)
  • The7 (দি সেভেন)
  • Finanza (ফাইন্যান্জা)
  • Proficient (প্রোফিসিয়েন্ট)
  • Jupiter (জুপিটার)
  • BE Theme (বি-থিম)
  • Karma (কারমা)
  • Education (এডুকেশন)
  • FlateSome (ফ্ল্যাটসাম)
  • Martfury (মার্টফুরি)

৩. ই-কমার্স থিম 

একটি সফল ই-কমার্স ওয়েবসাইট তৈরির অন্যতম প্রধান হাতিয়ার হল একটি যথোপযুক্ত থিমের ব্যবহার। আর এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিমগুলো এক কথায় অনন্য। এই থিমগুলো অনলাইন স্টোর তৈরি এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল বৈশিষ্ট্য এবং ফাংশনালিটির মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে। তাছাড়া একটি WordPress থিমের আরও  অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো

আরো পড়ুনঃ

  • WooCommerce এর সাথে সামঞ্জস্য থাকায় খুব সহজেই পণ্যের যোগান, বিপণন, পেমেন্ট গ্রহণ এবং শিপিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। 
  • স্টোরে থাকা আপনার পণ্যগুলোকে আকর্ষণীয়ভাবে প্রদর্শন করতে সাহায্য করে। 
  • ওয়ার্ডপ্রেসের বেশিরভাগই ই-কমার্স থিম PayPal, Stripe, এবং RazorPay এর মতো জনপ্রিয় পেমেন্ট গেটওয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 
  • Mobile-friendly এবং SEO বান্ধব। 
  • ওয়েবসাইটিকে নিজের ইচ্ছেমত কাস্টমাইজ করার অপশন। 

এরকম কয়েকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিমের নাম হল: 

  • GeneratePres 
  • Flatsome 
  • WoodMart
  • Jayla 
  • Porto 
  • Xstore
  • eStore 
  • Woostify 
  • FlateSome (ফ্ল্যাটসাম)
  • Martfury (মার্টফুরি)

৪. নিউজপোর্টাল থিম 

নিউজপোর্টাল থিম হলো এমন এক বিশেষ ধরনের template যা আপনাকে একটি প্রফেশনাল ও আকর্ষণীয় নিউজ ওয়েবসাইট, ব্লগ কিংবা ম্যাগাজিন তৈরি করতে সাহায্য করবে। সেরা ওয়ার্ডপ্রেস থিম এর মধ্যে এই থিমগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য হল-

  • ওয়ার্ডপ্রেস নিউজ পোর্টাল থিমগুলোর মাধ্যমে আর্টিকেল লেখা, সম্পাদনা এবং প্রকাশ করা অত্যন্ত সহজ। 
  • নিউজ রাইটারদের জন্য প্রোফাইল তৈরি করার সুবিধা। 
  • সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিউজ শেয়ার করার সুযোগ। 
  • বেশিরভাগ ওয়ার্ডপ্রেস নিউজ পোর্টাল থিমগুলো রেসপন্সিভ ডিজাইন দিয়ে সাজানো। অর্থাৎ ল্যাপটপ, ডেস্কটপ ট্যাবলেট কিংবা মোবাইল ফোন সব ডিভাইসেই এই থিমগুলো সমভাবে কাজ করে। 
  • SEO-friendly এবং অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। 
  • ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ জনপ্রিয় প্লাগিনগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। 

আরো পড়ুনঃ ওয়ার্ডপ্রেস থিম ডিভেলপমেন্ট (জাদুকরী টিপস)

এবার চলুন কয়েকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস নিউজপোর্টাল থিম সম্পর্কে জেনে নেই

  • Newspaper 
  • The Grid
  • NewsMag 
  • HitMag 
  • Gannet 
  • Olsen 

৫. পোর্টফোলিও ও এজেন্সি থিম 

ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ও এজেন্সি থিমগুলোর মাধ্যমে খুব সহজেই যে কেউ একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এসব ওয়েবসাইটে ফ্রিল্যান্সার, ডিজাইনার, ডেভলপার এবং অন্যান্য প্রফেশনাল লোকজন তাদের কাজের পোর্টফোলিও তৈরি এবং উপস্থাপন করতে পারেন। 

এই থিমগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এতে অসংখ্য পোর্টফোলিও লেআউট পাওয়া যায়। এর মাধ্যমে আপনি আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন এবং পোর্টফলিও তৈরি করতে পারেন। এছাড়া ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিমগুলো সাধারণত ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাডভান্স টেকনিক্যাল স্কিল ছাড়াই ব্যবহার করা সম্ভব। 

এমনকি এই থিমগুলো রয়েছে অসংখ্য নান্দনিক কাস্টমাইজেশন অপশন। এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিংবা পছন্দসই ডিজাইনে একটি পোর্টফোলিও তৈরি করে নিতে পারবেন। ‌ পাশাপাশি এর পোর্টফোলিও ডিসপ্লে অপশনগুলোর মধ্যে রয়েছে: 

  • গ্রিড লেআউট 
  • ইমেজ গ্যালারি
  • লাইটবক্স গ্যালারি 
  • ভিডিও ইন্টিগ্রেশন 
  • স্লাইডার 

বর্তমানে সব থেকে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও দিনগুলোর মধ্যে Astra এবং The Grid অন্যতম। এছাড়া বহুল ব্যবহৃত আরও কয়েকটি ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম হলো: 

  • Kalium 
  • Enfold 
  • Atelier 
  • STAG 
  • RyanCV 
  • Growth

৬. গেম এবং স্পোর্টস থিম

ওয়ার্ডপ্রেস গেম এবং স্পোর্টস থিম হলো এমন বিশেষ ধরনের কিছু থিম যা গেমিং, স্পোর্টিং, ক্লাব, স্পোর্টস টিম, প্লেয়ার এবং খেলাধুলা সম্পর্কিত অন্যান্য বিষয়ভিত্তিক ওয়েবসাইট নির্মাণ ও পরিচালনা করতে সাহায্য করে। এই থিমগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এরা মূলত গেমিং এবং স্পোর্টস সম্পর্কিত বিভিন্ন ফাংশনালিটি যেমন- ফোরাম, স্কোরবোর্ড, লাইভ আপডেট, এবং খেলোয়াড়দের পরিসংখ্যান নিয়ে ডিজাইন করা। 

তাছাড়া গেমিং থিমগুলো প্রধানত আকর্ষণীয় ডিজাইন, উজ্জ্বল রং এবং অপেক্ষাকৃত বড় টাইোগ্রাফি ব্যবহার করে ভিজিটরদের আকৃষ্ট করতে সাহায্য করে।‌ বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় এবং হাই-রেটেড ওয়ার্ডপ্রেস গেমিং থিমগুলো হল: 

  • SportsPress 
  • Sporto 
  • Sportfolio 
  • PlayerX 
  • Youplay 
  • Eldritch 

৭. ব্লগ থিম

WordPress ব্লগ থিম মূলত ব্লগিং ওয়েবসাইট এর উপর নির্ভর করে বিশেষভাবে ডিজাইন করার কিছু টেমপ্লেট। এই থিমগুলো সাধারণত বিভিন্ন ধরনের ডিজাইন এবং ফাংশনালিটি নিয়ে তৈরি করা হয় যা যেকোনো ধরনের ব্রান্ড কিংবা নিশের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

তাছাড়া একটি ব্লগ থিম ব্যবহার করে সহজেই আপনি আপনার ওয়েবসাইটকে আরো বেশি আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারবেন। এমনকি বেশিরভাগ ওয়ার্ডপ্রেস ব্লগিং থিমগুলো সাধারণত এসইও বান্ধব। এর মাধ্যমে এটি আপনার ব্লগগুলোকে যেকোনো সার্চ ইঞ্জিনে হাই রেঙ্ক করতে সহায়তা করবে। ব্লগিং থিমগুলোর আরো কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: 

  • মোবাইল রেস্পনসিভ ডিজাইন 
  • অসংখ্য লেআউট এবং কাস্টমাইজেশন ফিচার 
  • ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলির সাথে সামঞ্জস্যপূর্ণতা 
  • লাইটওয়েট এবং দ্রুত লোডিং হওয়ার সক্ষমতা

এক্ষেত্রে Astra, Neve, Divi, OceanWP এবং The7 তিনটি সবথেকে বেশি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ব্লগিং থিম। এছাড়া আরো অন্যান্য জনপ্রিয় থিমগুলো হলো: 

  • Sydney (সিডনি)
  • Hemingway (হেমিংওয়ে)
  • Ashe (এসে)
  • Writee (রাইটি)
  • Hestia (হেস্টিয়া+হেস্টিয়া প্রো)
  • Blocksy (ব্লকসি)
  • Kadence (কাদেন্স)
  • Ad-sense (এডসেন্স – থিম)
  • Generatepress (জেনারেটপ্রেস)

এবার চলুন ওয়ার্ডপ্রেস এর জন্য সেরা ৫০+টি সেরা ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে কিছু প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক-

ওয়ার্ডপ্রেস থিম কি?

ওয়ার্ডপ্রেস থিম হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নকশা এবং ফাংশনালিটি নিয়ন্ত্রণ করে এমন সফ্টওয়্যার। এটি আপনার ওয়েবসাইটের চেহারা এবং অনুভূতি কেমন হবে তা নির্ধারণ করে, যার মধ্যে রয়েছে লেআউট, রঙ, টাইপোগ্রাফি এবং আরও অনেক কিছু। থিমগুলি আপনার ওয়েবসাইটে নতুন বৈশিষ্ট্যও যোগ করতে পারে, যেমন একটি স্লাইডার, গ্যালারি, বা ফর্ম।

কেন ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করা উচিত?

ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে:

  • সহজে ব্যবহারযোগ্য: আপনার কোডিং জ্ঞান না থাকলেও আপনি থিম ইনস্টল এবং ব্যবহার করতে পারেন।
  • সময় বাঁচায়: থিম ব্যবহার করে আপনাকে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে এবং তৈরি করতে অনেক সময় বাঁচাতে পারে।
  • বিভিন্নতা: হাজার হাজার বিনামূল্যে এবং প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম উপলব্ধ রয়েছে, তাই আপনি আপনার ওয়েবসাইটের জন্য নিখুঁত ডিজাইন খুঁজে পেতে পারেন।
  • কার্যকারিতা: থিমগুলি আপনার ওয়েবসাইটে নতুন বৈশিষ্ট্য এবং কার্যকারিতা যোগ করতে পারে।
  • SEO বান্ধব: অনেক থিম SEO-বান্ধব, যার মানে হল যে তারা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে উচ্চতর র‌্যাঙ্ক করতে সহায়তা করতে পারে।

আমাদের ওয়েবসাইটের জন্য উপযুক্ত থিম নির্বাচন করবো কিভাবে?

সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হলে গুগল করুন, বিভিন্ন গ্রুপে গিয়ে এক্সপার্টদের সহায়তা নিন। এ.আই ব্যবহার করতে পারেন অথবা সমস্যা মনে হলে আমাদেরকে মেসেজ করতে পারেন। 

কিছু জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম কি কি?

আমাদের এই পোস্টে থাকা প্রতিটা থিমই অত্যন্ত জনপ্রিয়। আশা করছি বুঝতে পারছেন।

এ সকল প্রিমিয়াম থিম পাবো কোথায়?

কোন সমস্যা নাই এসকল প্রিমিয়াম থিম মাত্র কয়েক শত টাকার বিনিময়ে আমাদের থেকেই ক্রয় করতে পারেন। 

মন্তব্য

৫০ টি সেরা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আমাদের আজকের আলোচনার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের এই লিস্ট থেকে এখন খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য সেরা একটি থিম খুব সহজেই বেছে নিতে পারেন। 

আরো পড়ুনঃ Shopify (শপিফাই) কেন এত জনপ্রিয়? Shopify vs WordPress

তবে আপনি যদি এখনও সব থেকে সেরা একটি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কনফিউজড হয়ে থাকেন তাহলে আমরা বলব Divi আপনার জন্য সবচেয়ে ভালো একটি চয়েস। builtwith.com এর তথ্যমতে বর্তমানে মার্কেটের সব থেকে জনপ্রিয় থিমটি হল Divi. একমাত্র ডিভি এমন একটি থিম যেটি শতভাগ কাস্টমাইজেবল, ফ্লেক্সিবল, এবং নতুনদের জন্য সহজে ব্যবহার যোগ্য। 

Authors

  • আতকিয়া ফারিহা

    আসসালামু আলাইকুম।। আমি আতকিয়া ফারিহা, একজন দক্ষ এবং অভিজ্ঞ আর্টিকেল রাইটার ও গবেষক। চার বছরের অধিক সময় যাবৎ বিভিন্ন বিষয়ের উপর তথ্যবহুল এবং এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। তবে টেকনোলজি, সাইন্স, মেকানিজম এবং টিউটোরিয়াল আর্টিকেলের ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা আছে। সেইসাথে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় আর্টিকেল লেখার সমান দক্ষতা রয়েছে আলহামদুলিল্লাহ। নতুন নতুন বিষয় শিখতে, জানতে এবং তা অন্যদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি বলেই রাইটিং আমার নেশা এবং পেশা। আর এরই ধারাবাহিকতায় বিশ্বস্ত প্ল্যাটফর্ম নিত্যটিউন এর সঙ্গে পথ চলা...

    View all posts

Check Also

হোস্টিং-কোম্পানি-বাংলাদেশ

বাংলাদেশের সেরা ১০ হোস্টিং কোম্পানি সম্পর্কে জেনে নিন!

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভাল আছেন। বহুদিন ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *