ওয়ার্ডপ্রেস-ব্যাকআপ-প্লাগিন

ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ প্লাগিন (WordPress Backup Plugins)

  • Post author:

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ প্লাগিন (WordPress Backup Plugins) নিয়ে এই পোস্টে আলোচনা করা হবে যা  ব্লগিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকল ব্লগারের জন্য এটি অনেক প্রয়োজনীয় হবে বলে আশা করছি। আপনি যদি একটি ওয়েবসাইট পরিচালনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

সফলভাবে ব্লগিং করতে গেলে ব্লগিং এর খুঁটিনাটি আপনাকে জানতেই হবে। এছাড়া ব্লগিং ক্যারিয়ারে আপনি সফল হতে পারবেন না। বলা যাচ্ছে যে সফল হতে গেলে আপনাকে অবশ্যই এসব  কৌশল ফলো করতে হবে।

আপনি যেকোনো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনার ওয়েবসাইট দাঁড় করাতে পারেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য সেরা পাঁচটি ব্যাকআপ প্লাগিন। তাহলে চলুন শুরুতেই জেনে নেই আসলে আমরা কেন আমাদের ব্লক কিংবা ওয়েবসাইটের ব্যাকআপ রাখবো।

কেন ওয়েবসাইট ক্রাশ করে?

বিভিন্ন কারণে আপনার সাধের ব্লক কিংবা ওয়েবসাইটটি ক্র্যাশ করতে পারে এজন্য আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের কিংবা ব্লগের ব্যাকআপ রাখতে হবে অন্যথায় আপনার ক্রাশ করা ওয়েবসাইটকে পুনরায় আগের অবস্থায় ফিরে পাওয়া সম্ভব হবে না। 

তাহলে চলুন আমরা দেখে নিই কোন কারণগুলো মূলত ওয়েবসাইট ক্রাশ করার জন্য দায়ী? সত্যিকার অর্থে ব্লগ কিংবা ওয়েবসাইট ক্রাশ করার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ উল্লেখ করছি

  • ভুলবশত নিজের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো নিজেই ডিলিট করে ফেলা
  •   হ্যাকার কর্তৃক আপনার ওয়েবসাইটটি ক্রাশ করতে পারে
  •  আপনার হোস্টিং প্রোভাইডারের কারণে অনেক সময় ওয়েবসাইট কিংবা ব্লক ক্রাশ করতে পারে
  •  আপনি যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি বিল্ড আপ করে থাকেন তবে প্লাগিন কনটেক্সট এর কারনেও আপনার ওয়েবসাইটটি ক্রাশ করতে পারেন বিশেষ করে আপনি বহুদিন যাবত যদি আপনার প্লাগিনগুলো আপডেট না করেন তাহলে ওয়েবসাইট ক্যাশ করতে পারে একই বিষয়ে একের অধিক লাগে রাখার কারণে অনেক সময় হতে পারে আর তার কারণে আপনার ওয়েবসাইটটি ক্রাশ করতে পারে

 আশা করছি আপনার ব্লক কিংবা ওয়েবসাইটটি কেন ক্রাশ করতে পারে তাহলে এবার চলুন আমরা দেখে নিই যে আমাদের মূল্যবান ওয়েবসাইটের ব্যাকআপ রাখবো।

ওয়েবসাইটের ব্যাকআপ রাখা কেন জরুরী?

হঠাৎ করে কোন এক সময় আপনি আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটের যাবতীয় কনটেন্ট হারিয়ে ফেলতে পারেন।

হেই কি বলেন আপনার মাথা ঠিক আছে তো এটা কি সম্ভব? ওয়েবসাইট আমার, কন্টেন্ট গুলো আমার লেখা তাহলে আমার ওয়েবসাইটটি কেন নষ্ট হয়ে যাবে কিংবা আমার কন্টেনগুলো কেনই বা হারিয়ে যাবে?

আরে দাঁড়ান কেন আপনার ওয়েবসাইট কিংবা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো হারিয়ে যেতে পারে আমি বলছি। তবে এ কথা সত্য যে যখন আপনি আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটের যাবতীয় কনটেন্ট হারিয়ে ফেলবেন তখন এমন অবস্থা হতে পারে আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করেও সমস্যার সমাধান করতে পারবেন না।

এ সময়ে কেমন লাগবে বলুন তো? পুরো এক বছর কিংবা দুই বছর ধরে আপনি কঠোর পরিশ্রম করে আপনি আপনার ওয়েবসাইটে কনটেন্ট লিখছেন। আপনার ব্লগটি জনপ্রিয় হয়েছে।

সেখানে অনেকগুলো মূল্যবান কনটেন্ট রয়েছে এখন একপর্যায়ে আপনার ওয়েবসাইটটি ক্রাশ হয়ে গেল সেটাকে আর কোনভাবেই উদ্ধার করতে পারলেন না অবস্থাটা কেমন হবে বুঝতে পারছেন তো এজন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা।

যদি ছোট্ট একটা কৌশল আপনি মাথায় রাখতেন আপনার ওয়েবসাইটের ব্যাকআপ রাখতেন তাহলে আপনাকে এরকম কঠিন ঝামেলার মধ্যে দুশ্চিন্তায় ভুগতে হতো না। সেটা কি?  সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগে ব্যাকআপ রাখা তাহলে কেন ওয়েবসাইট কিংবা ব্লগের ব্যাকআপ রাখা জরুরী আশা করছি বিষয়টি বুঝতে পারছেন।

ওয়ার্ডপ্রেসের সেরা পাঁচটি ব্যাকআপ প্লাগিন

আপনি যদি ভালমানের wordpress-backup-plugins খুঁজে থাকেন তবে নিচের প্লাগিনগুলো ট্রাই করে দেখতে পারেন।

UpdraftPlus (আপড্রাফটপ্লাস)

এই প্লাগিন এর মাধ্যমে-

  • আপনার ওয়েবসাইট কিংবা ব্লগের ক্লোন এবং মাইগ্রেশন করতে পারবেন
  • খুব দ্রুত সাপোর্ট নিতে পারবেন।
  • কোন প্লাগিন কিংবা থিম আপডেট দেবার পূর্বে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগের একটি ব্যাকআপ নিয়ে পেয়ে যাবেন।
  • মজার বিষয় হচ্ছে এই প্লাগিনটির সাহায্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নন-ওয়ার্ডপ্রেস ফাইল এবং ডাটাবেজ এর ব্যাকআপ নিতে পারবেন। 
  • খুবই নিরাপত্তার সাথে আপনি অনেকগুলো ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারবেন 
  • আপনার ইচ্ছেমতো সময় নির্ধারণ করে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগের ব্যাকআপ নিতে পারবেন।
  • আপনার ব্যাকআপ রাখা ফাইল গুলোকে আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখতে পারবেন। 

আজকের আলোচনার wordpress backup plugins এর মধ্যে এটি সবথেকে সেরা ব্যাকআপ প্লাগিন।

আরো পড়ুন: ওয়ার্ডপ্রেস থিম ডিভেলপমেন্ট (জাদুকরী টিপস) 

তবে সমস্যা হচ্ছে প্রতি দুইটি সাইটের জন্য এই প্লাগিনটির পেছনে আপনাকে প্রায় ৭০ ডলার ব্যয় করতে হবে। এটা অনেকের জন্য অনেক ব্যয়সাপেক্ষ একটি বিষয়।

BackUpWordPress (ব্যাকআপওয়ার্ডপ্রেস)

  • শেয়ার্ড হোস্টিংয়ের জন্য এই প্ল্যানটি অনেক ভালো ব্যাকআপ নিতে পারে।
  • অনেকগুলো ভাষাকে এটি সমর্থন করে।
  • এই প্লাগিনটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

BackupBuddy (ব্যাকআপবাড্ডি)

  • এই প্লাগিনটির মাধ্যমে আপনি খুব সহজেই কোনো কাস্টম পোস্ট থিম কিংবা ফাইল এর ব্যাকআপ নিতে পারবেন
  • মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে তা অন্য হোস্টিং এ ট্রান্সফার করতে পারবেন
  • অনেকগুলো ভাষাকে এটি সমর্থন করে।

একটি সমস্যা হচ্ছে প্রতি দুটি ওয়েবসাইটের জন্য আপনাকে ৮০ ডলার প্রতি বছর ব্যয় করতে হবে।

WPvivid (ডাব্লিউপিভিভিড)

  • খুব সহজেই মাত্র কয়েক ক্লিকের মধ্য দিয়ে যদি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে তা অন্য পোস্টিং এ ট্রান্সফার করতে চান তবে এটি সেরা একটি প্লাগিন হতে পারে।
  • ইমেজ অপটিপাইজেশনের মত সুন্দর ফিচার এই প্লাগিন এর মধ্যে রয়েছে।
  • লোডিং এর জন্য এতে CDN (Content Delivery Network) ব্যবহার করা হয়েছে।

wordpress backup plugins গুলোর মধ্যে এটি অন্যতম একটি। প্রতি তিনটি ওয়েবসাইটের জন্য আপনাকে এই প্লাগিনটির জন্য ৪৯ ডলার ব্যয় করতে হবে।

BackWPup (ব্যাকডাব্লিউপিআপ) 

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার জন্য BackWPup একটি সেরা প্লাগিন হতে পারে 

  • এর ফ্রি ভার্সনে অনেক প্রিমিয়াম প্লাগিন এর মতোই অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া হয়েছে।
  • এই প্লাগিনটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে এক্স এম এল ফরমেটে এক্সপোর্ট করতে পারেন।
  • মজার বিষয় আপনি প্লাগিনটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। 

তো বন্ধুরা পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সময়মতো আপনার ওয়েবসাইটের ব্যাকআপ রাখবেন এতে করে আপনি অনেক বড় সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

Author

Leave a Reply