বর্তমান সময় একটি মোবাইল আমাদের নিত্যদিনের সঙ্গী বললে কোন অংশেই কম বলা হবে না। আমরা আজকের পোস্টের মাধ্যমে জানতে পারবো অল্প বাজেটের সেরা মোবাইল ফোন কোনগুলো?
এই ধরণের ফোনগুলোর বাজেট সাধারণত ৩৫০০ টাকা থেকে শুরু করে ৯৯৯৯ টাকার মধ্যে হয়।
এখন অল্প বাজেট বলতে আমরা কি বুঝব? এক শ্রেণীর মানুষের কাজে অল্প বাজেট মানে ২-৪ শত টাকা হতে পারে, আবার আর এক শ্রেণীর মানুষের কাছে ৬০০০ টাকাও অল্প বাজেট হতে পারে।
আবার অনেকেই লক্ষাধিক টাকাকেও অল্প বাজেট বলে আখ্যায়িত করতে পারে।
তবে সার্বিক দিক বিবেচনা করলে অল্প বাজেট বলতে আমরা ৩০০০ টাকা থেকে শুরু করে মোটামুটি ১৫০০০ টাকার মধ্যে ধারণা করতে পারি।
তো বন্ধুরা চলুন, জেনেই নিই আমাদের অল্প বাজেটের সেরা কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনের বিস্তারিত। সাথেই থাকুন,
আপনি কি একটি স্বল্প বাজেটের এন্ড্রয়েড স্মার্ট ফোন খুঁজছেন? আপনার ক্যাশ মাত্র ১০ হাজার টাকার মধ্যে। তাহলে আমি আপনাকে কয়েকটি স্মার্ট ফোনের বিষয়ে জানাচ্ছি।
দেখুন এই ফোনগুলো টপ ফিচার সমৃদ্ধ অল্প বাজেটের ফোন। যা আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন।
তবে একটি বিষয় সব সময় মনে রাখবেন কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি যেন বড় বিপাকে না পড়েন সেই দিকটি কিন্তু ভুললে চলবে না।
প্রথম অবস্থায় কোন কোম্পানি নতুন একটি স্মার্ট ফোন বাজারজাত করে থাকলে সেই ফোনটির গতিবিধি যথেষ্ট ভাল হয়।
সেক্ষেত্রে আপনি নতুন কোন ব্র্যান্ডের ফোন ক্রয় করতে পারেন। তবে Ram, Rom, ক্যামেরা এবং ব্যাটারির দিক ভালভাবে লক্ষ করে দেখবেন।
সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই দেখি না। তা হলো, ফোনের রম ১৬ জিবি কিংবা ৩২ জিবি হলে তার কতটুকু অংশ ব্যবহারযোগ্য সেটিও অনেক ক্ষেত্রে দেখার বিষয় হয়ে দাঁড়ায়।
৩৫০০ টাকার স্মার্ট ফোন
১) Symphony Xplorer E60 (সিম্ফনি এক্সপ্লোরার ই-৬০)
আপনি যদি একটি অল্প বাজেটের সেরা ফোন খুঁজে থাকেন তবে এই ফোনটি আপনার জন্য পছন্দনীয় হতে পারে।
এক্ষেত্রে আপনার বাজেট মোটামুটি ৩০০০ টাকা হলেও চলবে। এক নজরে দেখে নিই কি সব ফিচার রয়েছে এই স্মার্ট ফোনটির মাঝে।
-
- ব্র্যান্ড: সিম্ফনি
- ডিসপ্লে : ৪ ইঞ্চি
- র্যাম: ৫১২ এমবি
- রম: ৪ জিবি
- ক্যামেরা: ২ মেগাপিক্সেল
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সন ৪.৪.২
- ব্যাটারি: লিথিয়াম আয়ন ১৪০০ মিলি অ্যাম্পিয়ার
- মূল্য: মাত্র ৩১০০ টাকা
২) Asus Zenphone Lite1 (আসুস জেনফোন লাইট)
আপনার বাজেট যদি একটু বেশি হয় এই যেমন ধরুন, ৫০০০ টাকার মত। তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন।
অল্প বাজেটের স্মার্ট ফোনের জগতে আসুসের এই ফোনটি আপনাকে অনেক সাশ্রয়ী আর সমৃদ্ধ ফিচার দিয়ে দিবে। তাহলে এক নজরে এর ফিচার সমূহ দেখা যাক,
-
- ব্র্যান্ড: অ্যাসুস
- ডিসপ্লে : ৫.৬ ইঞ্চি
- র্যাম: ২ জিবি
- রম: ১৬ জিবি
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল সামনে
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১
- ব্যাটারি: লিথিয়াম আয়ন ৩০০০ মিলি অ্যাম্পিয়ার
- মূল্য: মাত্র ৫৬০০ টাকা (ফ্লিপকার্ড ওয়েবসাইটে এর দাম মাত্র ৫০০০ টাকা)
৩) Symphony Z30 (সিম্ফনি জেড-৩০)
আপনি কি আরও একটু উন্নত ফিচার সমৃ্দ্ধ ফোন খঁজছেন? তাহলে সিম্ফনি ব্র্যান্ডের এই ফোনটি দেখতে পারেন। ১০০০০ হাজার টাকার মধ্যে ভাল স্মার্ট ফোন ২০২১
এটি একই সাথে আপনার চাহিদা মেটাতে সক্ষম + আপনি অল্প বাজেটের মধ্যেই ফোনটি পেয়ে যাবেন।
চলুন এক নজরে জানবেন কি আছে এই অল্প বাজেটের ফোনটির মাঝে।
-
- ব্র্যান্ড: সিম্ফনি
- ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি
- র্যাম: ৩ জিবি
- রম: ৬৪ জিবি
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল সামনে (ট্রিপল ক্যামেরা সমৃদ্ধ)
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড কিউ
- ব্যাটারি: লিথিয়াম আয়ন ৫০০০ মিলি অ্যাম্পিয়ার
- মূল্য: মাত্র ১০,০০০ টাকা
10000 টাকার মধ্যে ভাল ফোন
৪) Itel Vision 2 (আইটেল ভিসন ২)
অল্প বাজেটের মানে কম বাজেটের সেরা ফোন হিসেবে Itel Vision 2 (আইটেল ভিসন ২) সর্বজন স্বীকৃত। ফোনটি সত্যিই অসাধারণ একটি ফোন। Itel Vision 2 (আইটেল ভিসন ২) এবং প্লাস দুটিরই নেট স্পিড অনেক ফাস্ট।
চলুন না এক নজরে জেনে নিবেন এর বৈশিষ্ট্য সমূহ,
-
- ব্র্যান্ড: আইটেল
- ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি
- র্যাম: ৩ জিবি
- রম: ৬৪ জিবি
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল সামনে (ট্রিপল ক্যামেরা সমৃদ্ধ)
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০ এর গো এডিশন
- ব্যাটারি: লিথিয়াম আয়ন ৫০০০ মিলি অ্যাম্পিয়ার
- মূল্য: মাত্র ৯,৪৯০ টাকা
তবে আপনি চাইলে বর্তমানে Itel Vision 2 এর পরিবর্তে Itel Vision 3 বাজারে পাওয়া যাচ্ছে। এটিও নিতে পারেন।
অনেক ফিচার সমৃদ্ধ ফোন হিসেবে এর জুড়ি মেলা ভার।
কম দামে ভালো ফোন বাংলাদেশে
৫) Walton Primo HM5 (ওয়ালটন প্রিমো এইচ এম ৫)
দেশীয় পণ্য, দামে সাশ্রয়ী এবং মান সম্মত একটি ফোন খুঁজে থাকলে অর্থাৎ ১০,০০০ টাকার মধ্যে ভাল ফোন চাইলে আপনি ওয়ালটন ব্র্যান্ডের এই মোবাইল ফোনটি কিনতে পারেন।
এটি অল্প বাজেটের সেরা বাংলাদেশী স্মার্ট ফোন। আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। চার্জিং ব্যাকআপ ও বেশ যথেষ্ট।
অনেক ভালমানের একটি ফোন এটি। আপনি নেট এবং ক্যামেরা উভয় দিক দিয়েই মজা পাবেন এর মাধ্যমে।
তবে ফোন কেনার আগে অন্তত নেটে সার্চ মেরে দেখুন। কয়েকটি ওয়েবসাইট এর রিভিউ দেখুন। এরপর আশা করি নিজেই নিজের বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
অটোমেটিক বুঝতে পারবেন যে, কোন ব্র্যান্ডটি আপনার জন্য পারফেক্ট হবে।
কম বাজেটের মোবাইল
এক নজরে এর বিশেষ বৈশিষ্ট্য সমূহ,
-
- ব্র্যান্ড: ওয়ালটন
- ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি
- র্যাম: ৩ জিবি
- রম: ৬৪ জিবি
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল সামনে (ট্রিপল ক্যামেরা সমৃদ্ধ)
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০ এর গো এডিশন
- ব্যাটারি: লিথিয়াম আয়ন ৪,৯০০ মিলি অ্যাম্পিয়ার
- মূল্য: মাত্র ৮,৫৯৯ টাকা
৬) Vivo Y1S (ভিভো ওয়াই১এস)
ভিভো সত্যিকার অর্থেই আমার অনেক পছন্দনীয় একটি ব্র্যান্ড। এর ফোনগুলো ক্যামেরা এবং নেট দুই দিক দিয়েই অসাধারণ। আপনার বাজেট সীমা ৯০০০ টাকার মধ্যে হলেই আপনি এই ফোনটি কিনতে পারেন।
আমরা পড়ছি, অল্প বাজেটের ভাল স্মার্ট ফোন বাংলাদেশ সম্পর্কে…
এক নজরে বিশেষ বৈশিষ্ট্য সমূহ,
-
- ব্র্যান্ড: ভিভো
- ডিসপ্লে : ৬.২২ ইঞ্চি
- র্যাম: ২ জিবি
- রম: ৩২ জিবি
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল সামনে (ট্রিপল ক্যামেরা সমৃদ্ধ)
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০ এর গো এডিশন
- ব্যাটারি: লিথিয়াম আয়ন ৪০৩০ মিলি অ্যাম্পিয়ার
- মূল্য: মাত্র ৮,৯৯০ টাকা
এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন ভিভো অসাধারণ একটি ব্র্যান্ড। সত্যিকার অর্থে আমার অত্যন্ত পছন্দের একটি ব্র্যান্ড ভিভো।
ক্যামেরা একই সাথে internet-speed এর দিক বিবেচনায় ভিভো ব্র্যান্ড অনেক এগিয়ে। তবে যাই হউক পছন্দের বিষয়টা একান্তই আপনার।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি উপর্যুক্ত যে একটি ফোন কিনতে পারেন। কেননা ফোনগুলো অল্প বাজেটের মধ্যে হলেও যথেষ্ট ফিচার সমৃদ্ধ।
তাই এই ফোনগুলোর যে কোন একটি কিনলে হয়তো আপনি প্রতারিত হবেন না। অল্প বাজেটের সেরা মোবাইল হিসেবে ফোনগুলি সত্যিই অনেক ভাল।
তাহলে নিশ্চয় বুঝতে পারছেন, Vivo কম দামে ভালো ফোন।
সুতরাং ভেবে চিন্তে ডিটেইলস জেনে তারপর ফোন কিনুন। আপনি উপরের যে কোন একটি ফোনের আরো বিস্তারিত জানতে চাইলে গুগল সার্চ মারুন।
দেখুন গুগল মামা কি বলে? সুন্দর করে রিভিউ পড়ে সার্বিক দিক বিবেচনায় এনে একটি স্মার্ট ফোন কিনুন।
আরো পড়ুন,
অল্প বাজেটের সেরা মোবাইল হিসেবে এটি অনেক ভাল মানের ফোন। নিজে না বুঝলে অভিজ্ঞ কোন বন্ধুর সহায়তা নিন।
একটি সুন্দর স্মার্ট ফোন ক্রয় করুন আর ফোনের সাথে কাটুক আপনার শুভ মুহূর্ত। এই শুভ কামনায়-
আজ এ পর্যন্তই। ভাল থাকেন।
আল্লাহ্ হাফেজ।