অটোক্যাড (Auto Cad) কি? অটোক্যাড শিখে আয় করবেন যেভাবে

 

অটোক্যাড (Auto Cad) বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি নাম। কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার (Computer Aided Design Software) হিসেবে এর জুড়ি মেলা ভার।

যে কোন প্রকার স্কেল ড্রয়িং এর ক্ষেত্রে অটোক্যাড এর বিকল্প হয় না। বিভিন্ন জ্যামিতিক কিংবা গ্রাফিক্যাল ইন্টারফেইস অটোক্যাডের অনন্য বৈশিষ্ট্য।

 

অটোক্যাড কি? (What is Auto Cad?)

একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রোগ্রামের নাম অটোক্যাড যা অত্যন্ত বন্ধুত্বসুলভ এবং ব্যবহার বান্ধব। সহজে বললে, অটোক্যাড একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার।

বিভিন্ন প্রকারের লগো ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন এবং গ্রীল ডিজাইনে অটোক্যাডের রয়েছে একক আধিপত্য।

অটোক্যাডকে কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কনের পদ্ধতি হিসেবেও ধরা হয়। ২ ডি এবং ৩ ডি উভয় প্রকারেই অটোক্যাড বিশেষভাবে কাজে লাগে।

কিবোর্ড, মাউস এবং ড্রয়িং প্যাড ব্যবহার করে এর সাহায্যে নকশা অঙ্কন করা হয়। অনেক টুলস বিল্ডইন থাকে বলে আমরা খুব সহজেই অঙ্কনের কাজগুলো করতে পারি।

অটোক্যাড শেখার নিয়ম কি?

What is Auto Cad in Bangla?

 

সংক্ষিপ্ত ইতিহাস (Brief History)

অটোক্যাড (Auto Cad) এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ডিসেম্বর ১৯৮২ তে। এক্ষেত্রে DWG-1 প্রকাশিত হয়।

দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায় ১.২ এপ্রিল ১৯৮৩ DWG-1.2 এর ফাইল প্রবর্তিত হয়। ঠিক একইভাবে প্রকাশ পেতে পেতে বর্তমানে অটোক্যাডের ভার্সন ২২.০ যা ২১ মার্চ ২০১৭ সালে প্রকাশিত হয়।

এই প্রোগ্রামটি বর্তমানে উইনডোজ-৭, উইনডোজ-৮ এবং উইনডোজ-১০; আর সেই সাথে উইনডোজ-১১ সুন্দরভাবে চলে।

ক্যাড ক্যাম ডিজাইন কি?

 

অটোক্যাডের সাহায্যে যা করা হয়?

  • লগো ডিজাইন
  • ফাইন আর্ট
  • এয়ারোনটিক্যাল ডিজাইনের কাজ
  • ইনটেরিওর ডিজাইন
  • ম্যাপস
  • গ্রিটিংস কার্ড
  • আর্কিটেকচারাল ডিজাইন এবং
  • ইঞ্জিনিয়ারিং ডিজাইন

অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করেন যারা ইনটেরিওর ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, প্রোসেস ড্রাফটার, সিভিল ইঞ্জিনিয়ার।

আবার ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যেও অনেকেই এই সফটওয়্যারের ব্যবহার করে থাকেন।

এবার আসি,

অটোক্যাড শিখে কি হবে? কিভাবে অটোক্যাডের মাধ্যমে আয় করা যায়? আমি তো অনেক কিছুই শিখলাম অটোক্যাড এর।

তবে, বুঝতে পারছি না যে, কিভাবে এর দ্বারা আয় হতে পারে। অস্থির হবার কোন দরকার নাই। পড়তে থাকুন। আশা করি খুব দ্রুত বিষয়টি বুঝতে পারবেন।

Auto Cad এর জন্য ল্যাপটপ

 

অটোক্যাড থেকে যেভাবে আয় করবেন?

অটোক্যাড (Auto Cad) শেখার পর আপনি অনলাইন কিংবা অফলাইন উভয় প্রকারেই আয় করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানে অটোক্যাড ডিজাইনারের রয়েছে প্রচুর চাহিদা।

আবার অনলাইনে ফ্রিল্যান্সিং করেও এই সেক্টর  থেকে অজস্র আয় করতে পারেন। তবে তার জন্য কঠিন দক্ষতার প্রয়োজন রয়েছে।

আমি নিচে কয়েকটি উপায় জানিয়ে দিচ্ছি যার মাধ্যমে অটোক্যাড শিখে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন।

 

 

১) ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়

অটোক্যাড শিখুন। আপনি অটোক্যাড জানেন, কিভাবে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন প্রকারের লগো, ব্যানার, এমব্রয়ডারী, গ্রিল ডিজাইন করতে হয় সে বিষয়ে আপনার বিস্তর জানা আছে।

এখন আপনি অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে গিয়ে এই রিলেটেড কাজে বিড করতে থাকুন। আপনার কাজের পোর্টফোলিও দাখিল করুন। [গার্মেন্টস অটোক্যাড]

এরকম কিছু মার্কেটপ্লেস যেখানে আপনি অটোক্যাডের প্রচুর কাজ পেয়ে যাবেন অনায়াসেই,

  • Freelancer (ফ্রিল্যান্সার)
  • Upwork (আপওয়ার্ক)
  • Guru (গুরু)
  • People Per Hour (পিপল পার আওয়ার)
  • 99 Designs (৯৯ ডিজাইন)
  • Fiverr (ফাইভার)

দেখবেন খুব সহজেই কাজ পেয়ে গেছেন।

 

 

২) ওয়েবসাইট থেকে আয়

আমি ধরে নিচ্ছি আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটে আপনি কি রেখেছেন? নিশ্চয়, আপনার অটোক্যাড দ্বারা ডিজাইন করা কিছু লগো,

নতুবা,

এমব্রয়ডারী এবং গ্রিল ডিজাইন। এখন আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে গিয়ে বিভিন্ন পোস্টে বিড করা শুরু করে দিবেন। সেই সাথে আপনার ওয়েবসাইটের লিংকটা বসায়ে দিবেন।

ফলে ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখে নিবে। সে সহজেই বুঝতে পারবে যে তার কাজটি আপনি সহজেই করে দিতে পারবেন।

এভাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি অটোক্যাড দ্বারা আনলিমিটেড আয় করতে পারেন।

Auto Cad এর কাজ কি?

 

 

৩) বিভিন্ন প্রজেক্ট বিক্রি করে আয়

আপনি একজন খুব ভালমানের অটোক্যাড ডিজাইনার। অনলাইনে বিভিন্ন প্রকার প্রজেক্ট তৈরী করে সেল করে আয় করতে পারেন।

হেই! এটা কি সত্য নাকি?

জ্বি ভাইজান,

এটা সম্পূর্ণ সত্য। অনেকেই এর মাধ্যমে অনলাইন থেকে অনেক পরিমাণ আয় করছেন। তাহলে আপনি পারবেন না কেন?

কিন্তু কিভাবে?

নিচের কয়েকটি ওয়েবসাইট খেয়াল করেন। এসব ওয়েবসাইটে আপনার তৈরীকৃত বিভিন্ন ডিজাইন বিক্রি  করতে পারবেন।

  • ইউনিটি ৩ ডি (Unity3D)
  • গ্রাফিক রিভার (Graphic River)
  • তুর্বোস্কুয়িড (Turbosquid)

 

Freelancing (ফ্রিল্যান্সিং) শিখবো কিভাবে? সেরা কৌশল

 

৪) প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আয়

একজন দক্ষ অটোক্যাড ডিজাইনার হিসেবে আপনি অনলাইন থেকে বিভিন্ন উপায়ে আয় করতে পারেন।

আপনার শেখানোর দক্ষতা যদি ভাল থাকে তাহলে অন্যকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অনলাইন কিংবা অফলাইন থেকে অনয়াসেই আয় করতে পারেন।

অটোক্যাড বাংলা টিউটোরিয়াল

একজন দক্ষ অটোক্যাড ট্রেইনার এর অনেক ভ্যালু রয়েছে। অনেক প্রতিষ্ঠান অটো ক্যাড ডিজাইনার হায়ার করে থাকেন।

আপনি যে কোন একটি প্রতিষ্ঠানে পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করতে পারেন। অনলাইনে কোন ব্যাস তৈরী করে জুম এর মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারেন।

 

 

৫) প্রচারের মাধ্যমে আয়

অটোক্যাডের প্রয়োজনীয়তা কি? যেহেতু অনলাইন থেকে অটোক্যাডের মাধ্যমে অজস্র আয় করা সম্ভব সেহেতু প্রচারের মাধ্যমটি ব্যবহার করা আবশ্যক।

বস্তুত আপনি যে কাজই পারেন না কেন তা যদি প্রচার না করেন তবে খুব বেশি সাফল্য আশা করা মুশকিল।

কেননা এটা বলা হয়ে থাকে যে, প্রচারেই প্রসার ঘটে।

সুতরাং আপনি যে অটোক্যাড এর একজন দক্ষ ডিজাইনার তা জাতিকে বুঝাতে হবে। বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করুন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সফলতা পেয়ে গেছেন।

শেষকথা,

এবার শেষ পর্যায়ে একটি কথা না বললেই নয়, অনেক বড় ডিজাইনার হয়েও অনেকেই টেকনিক্যাল নলেজের অভাবে আয় করতে পারছেন না।

আশা করি উপর্যুক্ত পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি অটোক্যাডের মাধ্যমে আনলিমিটেড আয় করতে পাারবেন।

খোদা হাফেজ।

Author

Check Also

পেনড্রাইভ বুটেবল

পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার …

6 comments

  1. Very good idea. This is very helpful for me

  2. Good idea. I want to be a AutoCAD master
    Thanks for sharing this article

  3. wow! this is really very important post, its informative also, thanks author. i am in waiting for next post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *