ডোমেইন হোস্টিং কি? কেন এত গুরুত্বপূর্ণ তা বোঝার আগে আমাদের ডোমেইন এবং হোস্টিং কি সেই বিষয়ে বিস্তর ধারণা লাভ করা উচিত। বস্তুত কোন কিছুর গুরুত্ব তার ব্যবহারের উপর নির্ভর করে। আমরা আজকে ডোমেইন এবং হোস্টিং এর নাড়ি নক্ষত্র জানার চেষ্টা করবো।
ডোমেইন হোস্টিং কেনার আগে আমাদের কিছু জরুরী বিষয় মাথায় রাখা উচিত। বিষয়গুলো এড়িয়ে চললে আপনার বিপদে পড়ার সম্ভাবনা ৯৯%।
তাই ডোমেইন ক্রয় করার আগে কয়েকবার বিষয়গুলো রিভিউ করে দেখুন।
ডোমেইন (Domain)
কিভাবে Domain কিনতে হয়? Domain শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। ডোমেইন মূলত যে কোন ওয়েবসাইটের অপরিবর্ত নীয় বেসিক নাম।
যেমন আমরা যদি লিখি google.com এটা হল গুগুলের ডোমেইন কিংবা ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নাম কোন কোম্পানির নামে দিলে সেটা অনেক ভাল হয়।
আর যদি আপনার কোন কোম্পানি না থাকে সেক্ষেত্রে আপনি ব্লগিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে তার জন্য যে বিষয়টি আপনি পছন্দ করেন তা নিয়ে ব্লগিং করাটেই শ্রেয়।
আবার,
ধরুন আমরা বিশ্বের নামকরা সোশ্যাল মিডিয়া ফেইসবুকের ওয়েবসাইটে প্রবেশ করবো। তো তার জন্যে আমাদের কি করতে হবে?
আমরা সাধারণত ব্রাউজারে গিয়ে লিখবো ফেইসবুক অথবা facebook.com এই যে আমরা ফেইসবুকে প্রবেশের জন্য লিখলাম facebook.com এটাই হচ্ছে ডোমেইন।
আমরা প্রচারের জন্য যেমন নাম জরূরী তেমনি আপনার কোম্পানি কিংবা ওয়েবসাইটের প্রচারের জন্য যে নাম ব্যবহার করা হয় তাই মূলত ডোমেইন।
আশা করি ডোমেইন এর বিষয়ে আপনার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। বেশ কয়েক প্রকারের ডোমেইন রয়েছে। তার মধ্যে .com, .net, .org, .info এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন (Top Level Domain)।
একটি ডোমেইন নামের শেষে এই যে .com, .net, .org, .info থাকছে যেমন, facebook.com এটা হচ্ছে এক্সটেনশন।
অর্থাৎ ডোমেইন নামের শেষে যা থাকে তা হচ্ছে এক্সটেনশন।
আবার বিভিন্ন দেশ ভেদে বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায়। যেমন, বাংলাদেশের জন্য .com.bd ইন্ডিয়ার জন্য .in ইউকে এর জন্য .uk ।
একটি ডোমেইন নাম নির্বাচনের সময় টপ লেভেল ডোমেইনকে প্রাধান্য দেয়াই বেটার। এক্ষেত্রে সার্চ রেজাল্টে অনেক ভাল ফলাফল আসে।
হোস্টিং (Hosting)
আচ্ছা বলেন তো আপনার বাসা কোথায়? আপনার দেশের নাম কি? নিশ্চয় বলবেন বাংলাদেশের অমুক যায়গায়। কথা হচ্ছে, আপনাকে দেশের নাম জিজ্ঞেস করাতে আপনি বলছেন বাংলাদেশ।
এটা একটা স্থান। ঠিক একইভাবে একটি ডোমেইন নামকে একটা নির্দিষ্ট যায়গায় হোস্ট করা লাগে। এটাই মূলত হোস্টিং।
ডোমেইন হোস্টিং কিভাবে
যে স্থানে একটি ডোমেইন নামকে অর্থাৎ একটি ওয়েবসাইটকে রাখা হয় সেই স্থানের নামই হচ্ছে হোস্টিং।
সাধারণত ডোমেইন নাম নির্বাচনের পরেই আপনার উচিত একটি ভালমানের হোস্টিং এর খোঁজ করা।
এর জন্য আপনি অনলাইনের বিভিন্ন মাধ্যম অবলম্বন করতে পারেন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আপনি হোস্টিং সেবা পেয়ে যাবেন। কোন দেশ থেকে হোস্টিং নিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর।
ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন কিংবা ব্লগিং কতটা যুক্তি নির্ভর?
ডোমেইন এবং হোস্টিং ক্রয়
এবার চলুন,
এক নজরে ডোমেইন এবং হোস্টিং
এর বিষয়ে কিছু তথ্য জেনে নিবেন,
- আপনি যদি একটি ডোমেইন নাম একবার নিবন্ধন করেন নির্দিষ্ট মেয়াদ থাকাকালে আর কোন ব্যক্তিই সেই ডোমেইনটি কিনতে পারবে না।
- আপনি চাইলে এক বছরের জন্য কিংবা কয়েক বছরের জন্য ডোমেইন এর নাম নিবন্ধন করতে পারেন।
- একই ডোমেইন নামকে প্রোভাইডার ভেদে বিভিন্ন দামে আপনি কিনতে পারেন। তবে ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল যাতে আপনি পেয়ে যান সেই বিষয়ে নিশ্চিত হয়ে ডোমেইন কিনুন।
- হোস্টিং এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি মান্থলি কিংবা বাৎসরিক প্যাকেজ নিতে পারেন।
ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে এবং কীভাবে কিনবেন ?
কিভাবে হোস্টিং কিনতে হয়? আপনি দেশ থেকে কিংবা দেশের বাইর থেকে ডোমেইন কিংবা হোস্টিং কিনতে পারেন।
তবে পুরো কন্ট্রোল প্যানেল প্রোভাইডার না দিলে তাদের এড়িয়ে চলুন।
তবে ডোমেইন কেনার জন্য namecheap.com অথবা godaddy.com আমার কাছে সবচাইতে ভালো মনে হয়
আপনার মাস্টার কার্ড থাকলে এসব প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন কিংবা হোস্টিং উভয়ই নিতে পারে।
হেই! আমার তো মাস্টার কার্ড বা ভিসা কার্ড নাই,
তাহলে?
আমি করবো?
আপনাকে কিছুই করতে হবে না। বিটকয়েন আছে আপনার? বিটকয়েন একাউন্ট? সিম্পলি নেইমচিপে গিয়ে লগইন করে বিটকয়েন টপ আপ করুন।
দেন একটি ডোমেইন বা হোস্টিং যা মন চায় কিনুন।
আচ্ছা সবি তো বুঝলাম তাহলে একটি ডোমেইন বা হোস্টিং কেন এত গুরুত্বপূর্ণ বলুন তো?
Domain ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন,
- ডোমেইন এর নামটি যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করবেন
- নামের মাঝে কোন হাইফেন (-) দিবেন না।
- একান্ত প্রয়োজন না হলে ডোমেইন এ নাম্বার যোগ করবেন না।
- ডোমেইন এর রিভিউ চেক করুন। পূর্ব থেকে কেউ যদি ডোমেইনটি কিনে থাকেন তবে তার অথরিটি (ডোমেইন অথরিটি) চেক করুন।
- ডোমেইনটি কোন সময় ব্লাক লিস্টেট হয়েছে কি না চেক করুন।
- .com, .net, .info, .org অর্থাৎ টপ লেভেল ডোমেইন চয়েজ করুন।
- পূর্ব থেকে ডোমেইনটি ট্রেডমার্ক করা আছে কি না তা চেক করে দেখুন। যদি ট্রেডমার্ক করা থাকে তাহলে সেই নামের সাথে সংশ্লিষ্ট ডোমেইন অর্থাৎ .নেট, .অর্গ কিনবেন না।
- আগের কেনা কোন ডোমেইন কিনলে তার অথরিটি বেশি, কোন সময় ব্লাক লিস্ট হয়েছে কি না তার রিভিউ,ট্রেডমার্ক চেক করে কিনুন
যদি এই বিষয়গুলির প্রতি গুরুত্ব দেন তবে আমি বলবো আপনি একটি ভাল ডোমেইন চয়েজ করেছেন।
একটি ওয়েবসাইটের অস্তিত্ব হচ্ছে তার ডোমেইন নাম। ডোমেইন নাম ছাড়া একটি ওয়েবসাইট কখনই কল্পনা করা যায় না।
ঠিক একই ভাবে সেই নামটিকে একটি স্থান দিতে হয়। অর্থাৎ ডোমেইন নাম এর সাথে একটি হোস্টিং ছাড়া আপনি কখনই একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন না।
সুতরাং ওয়েবসাইট তৈরীর মূল মজ্জাই হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।
এখন একটি টপ লেভেল ডোমেইন এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনার ওয়েবসাইট গুগলসহ যাতে সকল প্রকার সার্চ ইঞ্জিনে দ্রুত ভ্যালুয়েবল হয়।
আর সেই সাথে একটি ভালামানের হোস্টিং দরকার যাতে ওয়েবসাইট দ্রুত লোড হয়। এর ফলে আপনার ওয়েবসাইটের সার্চ র্যাঙ্ক অনেক ভাল হবে বলে আশা করা যায়।
আপনি পছন্দ করতে পারেন,
CMS হিসেবে ওয়ার্ডপ্রেস কতটা প্রত্যাশিত?
মন্তব্য
সবশেষে একটি কথায় বলতে চাই তা হল, ডোমেইন কিংবা হোস্টিং যেহেতু আপনি কিনবেন তাই সেগুলো আপনার সম্পদ।
এখন আপনার সম্পদের মালিকানা যদি অন্যের হাতে থাকে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল নাহ্?
তাই ডোমেইন এবং হোস্টিং যে প্রোভাইডারের কাছ থেকেই আপনি কেনেন না কেন পুরো কন্ট্রোল প্যানেল বুঝে নিবেন।
লোভনীয় অফার দেখিয়ে যেসব প্রতিষ্ঠান কন্ট্রোল প্যানেল দিবে না তাদের থেকে ১০০০ হাত দূরে থাকুন।
নিরাপদে ডোমেইন এবং হোস্টিং কিনে ওয়েবসাইট দাঁড় করুন এই প্রত্যাশায় আজকের মত বিদায়।
আল্লাহ্ হাফেজ।
খুবই সুন্দর লাগল। অনেক তথ্যবহুল একটি পোস্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রতিও ধন্যবাদ রইল।