প্রয়োজনীয় টুলস
নিত্যটিউন জব অফার
জ্ঞাতব্য বিষয় সমূহ – জরুরী প্রশ্ন-উত্তর
আপনারা কোর্স কিভাবে করান?
নিকটবর্তী প্রশিক্ষণার্থী প্রতিষ্ঠানে এসে সরাসরি আমাদের কোর্সগুলো সম্পন্ন করে থাকেন। দূরবর্তী প্রশিক্ষণার্থীর জন্য রয়েছে গুগল মিট (Google Meet), জুম (Zoom), স্কাইপ (Skype), এনিডেস্ক (Anydesk) সফটওয়্যারের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা।
আপনাদের নিকট কাজ শিখলে আমাদের লাভ কি?
আমাদের নিকট কাজ শিখলে আপনার সব থেকে বড় যে উপকারটা হবে তা হচ্ছে, আপনি নিশ্চিত আয়ের গ্যারান্টি (প্রয়োজনে লিখিত) পাবেন এবং সেই সাথে আপনার দক্ষতার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন আর্নিং প্রোগ্রামে আপনাকে যুক্ত করা হবে। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আপনাকে আর কোন দুশ্চিন্তা করতে হবে না। বিভিন্ন মার্কেটপ্লেসে কিভাবে নিজেকে ফুটে তুলতে হবে, বায়ার এর সাথে কমিউনিকেশন করে কিভাবে হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে কাজ ধরতে হয় তার নিশ্চয়তা পাবেন। আরো বিস্তারিত তথ্যের জন্য সরাসরি লাইভ চ্যাটে কথা বলুন, ধন্যবাদ।
আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না - করণীয় কি?
দুঃশ্চিন্তার কোন কারণ নেই। আপনার বিষয়টি বিস্তারিত (যতটা সম্ভব) লিখে আমাদেরকে ম্যাসেজ করুন। প্রয়োজনে আমাদের লাইভ চ্যাটে কথা বলুন সরাসরি। আমরা আপনাকে সঠিক গাইডলাইন প্রদান করবো ইনশাআল্লাহ্।
আপনারা কতটুকু বিশ্বস্ত?
নিজেদের গুণকীর্তন নিজে না গাওয়ায় বরং ভালো। আপনি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে দেখুন। আশা করছি আন্দাজ করতে পারবেন। এরপরেও সন্দেহ মনে হলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে ঘুরে আসুন। দেখুন আমাদের রাইটাররা কি বলে। আমাদের রয়েছে অফিস, রয়েছে শত শত সফল শিক্ষার্থী।
আপনাদের কোন কোর্সে সাপোর্ট কেমন পাবো?
আপনার সাথে চুক্তিবদ্ধ সকল সাপোর্ট তো পাবেনই, সাথে লাইফটাইম আপনার প্রয়োজনে আমাদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ্।