ফেসবুক প্রফেশনাল পেজ খুলুন মাত্র কয়েক সেকেন্ডেই!

 

আজকে আমরা একটি ফেসবুক প্রফেশনাল পেজ খোলার ট্রিকস নিয়ে আলোচনা করবো।

অনলাইনে কাজ করেন অথচ ফেসবুক ব্যবহার করেন না এমন কাউকে খুঁজে পাওয়া হয়তো দুস্কর।

ব্যবসায়িক উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করা মানুষের সংখ্যা কম হলেও অনেকেই সময় কাটান সাধারণত বিনোদনের উদ্দেশ্যে।

 

 

ফেসবুক কি? (What is Facebook?)

ফেসবুক বর্তমান সময়ের সব থেকে সেরা সোশ্যাল নেটওয়ার্ক। এর প্রতিষ্ঠাতা মার্কস জুকারবার্গ হয়তো আপনি জেনে থাকবেন।

মাত্র ২০০৪ সাল থেকে যাত্রা শুরু করা এই সোশ্যাল মিডিয়া নেট দুনিয়ায় ঝড় তুলে ফেলে।

অনেক অল্প সময়ে জনপ্রিয় হওয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আরেক জনের সাথে অনয়াসেই যোগাযোগ রক্ষা করে চলে।

এমন অনেককেই দেখা যায় ফেসবুকের পিছনে সময় দিতে দিতে নাওয়া খাওয়ার কথা বেমালুম ভুলে যায়। হারিয়ে যায় ফেসবুক নামক অতল সমুদ্রের গহীনে।

আমাদের আজকের ফেসুবক কিন্তু প্রথম অবস্থায় এমন ছিল না। শুরুর দিকে মাত্র এক জনের ছবির সাথে অন্যজনের ছবি বিনিময় করা যেত।

মূলত ফেসবুকের প্রতিষ্ঠাতা এমন কনসেপ্ট নিয়েছিলেন যে এক জনের সাথে আর একজনের ছবি বিনিময় করবেন।

তো সেই অনুযায়ী ফেসবুক যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনেক অল্প সময়ে এত দূর অগ্রসর হয়ে যায় যে আমরা ফেসবুক ব্যবহার করে শুধু যোগাযোগই রক্ষা করে চলি না।

 

প্রফেশনাল ফেসুবক পেইজ মডিফিকেশন

 

এখন এর মাধ্যমে ছবি থেকে শুরু করে প্রায় সব ধরণের ফাইল ট্রান্সফার করতে পারি।

 

 

আমরা কেন ফেসবুক ব্যবহার করি?

ফেসবুক বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে ব্যবহার করে থাকে। কেউ যোগাযোগ রক্ষার স্বার্থে ফেসবুক ব্যবহার করে।

কেউ ব্যবসার উদ্দেশ্যে। আবার কেউ সময় পার করার জন্য সময় দিতে দিতে ফেসবুকের প্রতি এমন আসক্ত হয় যেন ফেসবুক তার ঘরের বউ😛

ফেসবুকের মাধ্যমে আমরা অনেক প্রফেশনাল পেইজ খুলতে পারি। এসব পেজের মাধ্যমে অনলাইন থেকে কিছু পরিমাণ আয় করা সম্ভব।

আবার অনেকেই গ্রুপ খুলেও ফেসবুক থেকে অজস্র পরিমাণ অর্থ আয় করছেন।

 

 

ফেসবুক পেইজ আসলে কি?

ফেসবুক পেইজ হচ্ছে ফেসবুকের এমন একটি সেবা যার মাধ্যমে কোন ব্র্যান্ড কিংবা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে জনগণের সামনে উপস্থাপন করা যায়।

অনেকেই একটি ফেসবুক পেইজ ব্যবহার করে আয় করছেন।

আপনিও যদি এমন একটি পেইজ খোলার বিষয়ে চিন্তা করে থাকেন তবে পোস্টটি আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে বলে আমি আশা করছি।

ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২২

কেননা এই পোস্টের মাধ্যমে আমরা সেই সব ট্রিকস নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে একটি প্রফেশনাল পেইজ খুলে আপনি লাভবান হতে পারেন।

একটি প্রফেশনাল ফেসবুক পেইজ বলতে আসলে কি বোঝায়? প্রফেশনাল পেজ হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা কোন স্ট্যান্ডার্ডকে অনুসরণ করে যখন পেজ তৈরী করা হয় তাকে বোঝানো হয়ে থাকে।

আচ্ছা প্রফেশনাল পেইজ খুলতে কি প্রফেশনাল মেইল লাগে?

 

 

তাহলে,

কিভাবে একটি প্রফেশনাল মেইল খুলতে হয়? দেখুন জাদুকরী টিপস

 

 

ফেসবুক প্রফেশনাল পেজের জন্য কি দরকার?

একটি অফিসিয়াল ফেসবুক পেজ কিভাবে বানাতে হবে? তার জন্য কি কি দরকার? আপনি কি ফেসবুক পেজ সেটিং সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? তাহলে নিচের বিষয়গুলো ভালভাবে চেক করুন।

  • একটি ভালমানের প্রোফাইল পিক অথবা লগো
  • কাভার ফটো বা একটি সুন্দর ব্যানার
  • স্টোরি কনটেন্ট সেটাপ
  • টেমপ্লেট সেটাপ
  • পেজের জন্য অ্যাবাউট সেকশন সুন্দর তথ্য দিয়ে সাজানো
  • ইনস্ট্রাগ্রাম একাউন্টকে পেজের সাথে সংযুক্ত করা
  • শপ ট্যাবের জন্য সকল তথ্য পূরণ করা
  • প্রয়োজনে হোয়্যাট্সঅ্যাপ সংযুক্ত করা
  • ফুল সাপোর্টের জন্য অটোমেটিক মেসেজ সিস্টেম চালু করা
  • এবার কল টু অ্যাকশন বাটন সেটাপ করা
  • পেজের ট্যাব রি-অ্যারেঞ্জমেন্ট করা
  • স্টোরির জন্য সুন্দর কাভার ফটো সাজানো
  • সার্ভিস এর জন্য সকল তথ্য পূরণ করা

 

তো বন্ধুরা উপরের তথ্যগুলো ভালভাবে সাজিয়ে আজই একটি প্রফেশনাল ফেসবুক পেইজ ক্রিয়েট করুন আর অনলাইন থেকে স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলুন।

 

 

ফেসবুক প্রফেশনাল পেজ খোলার নিয়ম

এখন আমরা দেখবো প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম। এর জন্য আপনাকে আহামরি কিছু করতে হবে না।

তাহলে,

সেরা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় জানবো চলুন…

সিম্পলি নিচের স্টেপগুলো অনুসরণ করেন। আপনি সহজেই খুলতে পারবেন। প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করুন।

এরপর ড্যাশবোর্ড প্যানেলে গিয়ে বাম দিকে সেটিংস লিস্ট খেয়াল করুন। সেখানে দেখতে পাবেন ‘‘পেজ’’ নামক একটি অপশন।

Facebook Business Page in Bangla– চলুন বাংলাতে শিখবো কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেইজ ক্রিয়েট করতে হয়।

 

fb-pro-page

 

 

যদি ইংরেজী ভাষা থাকে তবে Page দেখতে পাবেন। এখানে চলে যান। এবার দেখতে পাবেন Create New Page (নতুন পেইজ তৈরী করুন)।

 

 

fb-pro-page

 

 

এবার এখানে যাবার পর নিচের মত অপশন দেখতে পাবেন। (অনলাইন বিজনেস পেজের নাম) যেটাকে আমরা ফেসবুক পেজ নাম এ অভিহিত করে থাকি।

 

 

fb-pro-page

 

 

এখানে সমস্থ তথ্য দিয়ে Create Page (পেজ তৈরী করুন) প্রেস করুন। আপনার কাঙ্খিত পেইজটি খোলা হয়ে যাবে।

এখন আপনি আপনার পেজের জন্য ব্যানার দিতে পারেন। একটি প্রফেশনাল ফেসবুক পেজের জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল মানের ব্যানার দিতে হবে। ফেসবুক পেজ নাম স্টাইল জরূরী একটি বিষয়।

 

ফেসবুক প্রফেশনাল পেইজ কিভাবে চালাতে হয়?

 

 

প্রফেশনাল পেজ কেন প্রয়োজন?

একটি প্রফেশনাল ফেসবুক পেজ দিয়ে আপনি কি করবেন? মানে কেন আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেইজ ক্রিয়েট করবেন।

কোন কিছু করার আগে আমাদের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েই করা উচিত। সেদিক থেকে ধরলে একটি প্রফেশনাল পেইজ আপনার ব্র্যান্ডিং ভ্যালু অনেক বেশি বাড়িয়ে দিবে।

কোন ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তিমর্যাদা বাড়িয়ে তুলবে। যদি কোন প্রতিষ্ঠানের জন্য প্রফেনশাল পেইজ তৈরী করেন তবে আপনার প্রতিষ্ঠানের প্রচারের সাথে সাথে অনেক বেশি পরিচিতি তৈরী হবে।

বিজনেস পেজ খোলার নিয়ম

সেখানে বিভিন্ন ট্রিকস মেনে আপনি আয় করতে পারেন।

 

 

ফেসবুক প্রফেশনাল পেইজ এর উপকারিতা

একটি ফেসবুক পেইজ থেকে আপনি অনেক পরিমাণ আয় করতে পারেন। তবে তার জন্য আপনার দরকার পড়বে কঠিন শ্রম, পরিচিতি তৈরী করা।

যখন পর্যাপ্ত পরিমাণ পরিচিতি পাবেন তখন সেখানে বিভিন্ন ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি আয় করতে পারেন।

 

প্রফেশনাল পেজ থেকে আয়

 

সঠিক প্ল্যান নিয়ে এগিয়ে যেতে থাকেন, দেখবেন আপনি সফল হয়ে গেছেন। একটি প্রফেশনাল পেইজ আপনার পরিচিতির পাশাপাশি আপনাকে সমুন্নত করতে বিশেষভাবে কাজে লাগে বলে আমার বিশ্বাস।

ধরেন আপনার শশুড় আপনাকে একটি কাপড়ের দোকান করে দিলো। সেখানে দেশি-বিদেশী বিভিন্ন ধরণের কাপড় পাওয়া যায়।

কথা হচ্ছে এই যে বিভিন্ন ধরণের দেশি-বিদেশী কাপড় সেখানে পাওয়া যায় তা আপনার জনপ্রিয় পেজের মাধ্যমে তুলে ধরলেন।

এতে করে মানুষ আপনার সেই দোকান সম্পর্কে জানলো। অতপর তারা আপনার দোকান থেকে পণ্য ক্রয় করলো।

ফলে আপনি লাভবান হলেন পাশাপাশি আপনার বউও খুব খুশি হল😛

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভাল থাকবেন। সুস্থ্য থাকবেন। আর নিত্য টিউনের সাথেই থাকবেন। 

জীবন ও প্রযুক্তির মিলবন্ধনে গড়ে উঠুক আগামীর সুন্দর ভবিষ্যত। 

সেই কামণায়-

আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ্ হাফেজ।

 

Author

Check Also

পেনড্রাইভ বুটেবল

পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *