পর্যায় সারণি শিখুন ছন্দে ছন্দে

প্রিয় বন্ধুরা আজকে আমরা রসায়ানের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণিকে সহজে মনে রাখার ‍কিছু কৌশল শেখার চেষ্টা করবো। ছন্দের তালে পর্যায় সারণি এর বিভিন্ন পর্যায় এবং গ্রুপের মৌলকে মনে রাখার চেষ্টা করবো।

তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক,

প্রথমে জেনে নিই যে পর্যায় সারণি কি? পর্যায় সারণি কাকে বলে? এর মাঝে কতটি গ্রুপ এবং পর্যায় রয়েছে।

পর্যায় সারণি (Periodic Table)

আন্তর্জাতিকভাবে গৃহীত একটি ছক যার মাঝে মৌলিক পদার্থকে সন্নিবেশ করা হয়েছে তাকে পযার্য় সারণি বলা হয়। মেন্ডেলিফ নামক বিজ্ঞানীকে এর জনক বলে।

পর্যায় সারণি মোট ১১৮ টি মৌল রয়েছে। এসব মৌলের মধ্যে কতগুলো একই গ্রুপভুক্ত এবং প্রায় একই বৈশিষ্ট্যযুক্ত।

আবার অনেক মৌল ভিন্নরূপ বৈশিষ্ট্য প্রদর্শণ করে। বিভিন্ন মৌলকে তাদের ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপ এবং পযার্য় আকারে সজ্জিত করে যে রাসায়নিক টেবিল তৈরী করা হয়েছে তাকেই পর্যায় সারণি বলে।

আধুনিক পর্যায় সারণিতে ৭ টি পর্যায় এবং ১৮ টি গ্রুপ বিদ্যমান। আমরা আজকে কয়েকটি গ্রুপের মৌলের নাম ছন্দে ছন্দে শেখার চেষ্টা করি।

গ্রুপ ১ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১ এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। সুতরাং ক্ষারধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
হাইHHydrogenহাইড্রোজেন
লিLiLithiumলিথিয়াম
নাNaNatrium (Latin Name)সোডিয়াম১১
কেKKalium (Latin Name)পটাশিয়াম১৯
রুবিRuRubidiumরুবিডিয়াম৩৭
সাজাবেCsCesiumসিজিয়াম৫৫
ফ্রান্সেFrFranciumফ্রান্সিয়াম৮৭

 

গ্রুপ ২ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ২ এর মৌলগুলোকে মৃত-ক্ষার ধাতু বলা হয়। সুতরাং মৃত-ক্ষারধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

বিরিয়ানি মোঘলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
বিরিয়ানিBeBerylliumবেরিলিয়াম
মোঘলাইMgMagnesiumম্যাগনেসিয়াম১২
কাবাবCaCalciumক্যালসিয়াম২০
সরিয়েSrStrontiumস্ট্রনসিয়াম৩৮
বাটিতেBaBariumবেরিয়াম৫৬
রাখRaRadiumরেডিয়াম৮৮

 

আপনি আরো পড়তে পারেন,

বিশ্বের অদ্ভুৎ এবং বিরল কিছু বিষয়!

গ্রুপ ১১ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১১ এর মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। সুতরাং মুদ্রা ধাতুগুলো আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

কাপড় ছিড়ে গোলা রাঙাও

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
কাপড়CuCuprumকপার২৯
ছিড়েAgArgentum (Latin Name)সিলভার৪৭
গোলাAuAurum (Latin Name)গোল্ড৭৯
রাঙাওRgRoentgeniumরয়েন্টজেনিয়াম১১১

 

গ্রুপ ১৩ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৩ এর মৌলগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয়। সুতরাং অবস্থান্তর ধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

বুড়ো এল গেল ইন্ডিয়াতে

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
বুড়োBBoronবোরন
এলAlAluminumঅ্যালুমেনিয়াম১৩
গেলGaGalliumগ্যালিয়াম৩১
ইন্ডিয়াInIndiumইন্ডিয়াম৪৯
তেTiThalliumথ্যালিয়াম৮১

 

গ্রুপ ১৪ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৪ এর মৌলগুলোকেও অবস্থান্তর ধাতু বলা হয়। সুতরাং অবস্থান্তর ধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

কার্নো সিলেট গেলে স্বর্ণ পাবে

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
কার্নোCCarbonকার্বন
সিলেটSiSiliconসিলিকন১৪
গেলেGeGermaniumজার্মেনিয়াম৩২
স্বর্ণSnStannum (Latin Name)টিন৫০
পাবেPbPlumbum (Latin Name)লেড৮২

 

পর্যায় সারণিতে কতটি পর্যায়?

গ্রুপ ১৫ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৫ এর মৌলগুলোকেও অবস্থান্তর ধাতু বলা হয়। সুতরাং অবস্থান্তর ধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

নাফিস  আসলো সব বিলিয়ে

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
নাNNitrogenনাইট্রোজেন
ফিসPPhosphorusফসফরাস১৫
আসলোAsArsenicআর্সেনিক৩৩
সবSbStibium (Latin Name)এন্টিমনি৫১
বিলিয়েBiBismuthবিসমাথ৮৩

 

গ্রুপ ১৬ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৬ এর মৌলগুলোকেও আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি।

অর্না  এসএসসি তে পড়ে

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
অর্নাOOxygenঅক্সিজেন
এসSSulfurসালফার১৬
এসসিSeSeleniumসেলেনিয়াম৩৪
তেTeTelluriumটেলুরিয়াম৫২
পড়েPoPoloniumপলনিয়াম৮৪

 

পর্যায় সারণির গ্রুপ সংখ্যা

গ্রুপ ১৭ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৭ এর মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। সুতরাং হ্যালোজেন মৌলগুলো আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি।

ফোকলা বুড়ো আসিতেছি ইন্ডিয়ায়

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
ফোFFluorineফ্লোরিন
কলাClChlorineক্লোরিন১৭
বুড়োBrBromineব্রোমিন৩৫
ইন্ডিয়ায়IIodineআয়োডিন৫৩
আসিতেছেAtAstatineঅ্যাস্টাটিন৮৫

 

গ্রুপ ১৮ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৮ এর মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। সুতরাং নিষ্ক্রিয় মৌলমৌলগুলো আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি।

হেনা আর করিম যাবে রমনায়

এখানে,

ট্রিকপ্রতীকমৌলের নাম (ইংরেজী) মৌলের নাম (বাংলা)পারমাণবিক সংখ্যা
হেHeHeliumহিলিয়াম
নাNeNeonনিয়ন১০
আরArArgonআর্গন১৮
করিমKrKryptonক্রিপ্টন৩৬
যাবেXeXenonজেনন৫৪
রমনায়RnRadonরেডন৮৬

 

নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝায়? যে সকল মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না অর্থাৎ যেসব মৌলের পরমাণুসমূহ কোনরূপ ইলেকট্রন আদান-প্রদান করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।

নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার

হিলিয়াম (Helium)

  • উড়োজাহাজ এবং বেলুনে বহুল ব্যবহৃত হয়
  • হাঁপানী রোগীদের শ্বাস-প্রশ্বাসে ব্যবহৃত হয়
  • এনএমআর মেশিন ঠান্ডা রাখতে হিলিয়াম ব্যবহার করা হয়

নিয়ন (Neon)

  • বিভিন্ন আলোকসজ্জায়
  • নিয়ন আলো কুয়াশা ভেদ করতে সক্ষম
  • রেকটিফায়ার যন্ত্র সংরক্ষণে ব্যবহার করা হয়

আর্গন (Argon)

  • বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়
  • গাইগার মুলার কাউন্টার (তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র) এ ব্যবহার করা হয়

ক্রিপ্টন (Krypton)

  • বৈদ্যুতিক গ্যাস বাল্ব এবং টিউব লাইট

জেনন (Xenon)

  • ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয়ে থাকে

রেডন (Radon)

  • রেডিও থেরাপি এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়

Author

Check Also

গ্রাফিক্স-ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) এ মাস্টার, আয় হবে নিশ্চিত!

গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিষয়। অনলাইন মার্কেটপ্লেস থেকে শুরু করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *