ছন্দে-ছন্দে-পর্যায়-সারণি

পর্যায় সারণি শিখুন ছন্দে ছন্দে

প্রিয় বন্ধুরা আজকে আমরা রসায়ানের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণিকে সহজে মনে রাখার ‍কিছু কৌশল শেখার চেষ্টা করবো। ছন্দের তালে পর্যায় সারণি এর বিভিন্ন পর্যায় এবং গ্রুপের মৌলকে মনে রাখার চেষ্টা করবো।

তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক,

প্রথমে জেনে নিই যে পর্যায় সারণি কি? পর্যায় সারণি কাকে বলে? এর মাঝে কতটি গ্রুপ এবং পর্যায় রয়েছে।

পর্যায় সারণি (Periodic Table)

আন্তর্জাতিকভাবে গৃহীত একটি ছক যার মাঝে মৌলিক পদার্থকে সন্নিবেশ করা হয়েছে তাকে পযার্য় সারণি বলা হয়। মেন্ডেলিফ নামক বিজ্ঞানীকে এর জনক বলে।

পর্যায় সারণি মোট ১১৮ টি মৌল রয়েছে। এসব মৌলের মধ্যে কতগুলো একই গ্রুপভুক্ত এবং প্রায় একই বৈশিষ্ট্যযুক্ত।

আবার অনেক মৌল ভিন্নরূপ বৈশিষ্ট্য প্রদর্শণ করে। বিভিন্ন মৌলকে তাদের ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপ এবং পযার্য় আকারে সজ্জিত করে যে রাসায়নিক টেবিল তৈরী করা হয়েছে তাকেই পর্যায় সারণি বলে।

আধুনিক পর্যায় সারণিতে ৭ টি পর্যায় এবং ১৮ টি গ্রুপ বিদ্যমান। আমরা আজকে কয়েকটি গ্রুপের মৌলের নাম ছন্দে ছন্দে শেখার চেষ্টা করি।

গ্রুপ ১ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১ এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। সুতরাং ক্ষারধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
হাই H Hydrogen হাইড্রোজেন
লি Li Lithium লিথিয়াম
না Na Natrium (Latin Name) সোডিয়াম ১১
কে K Kalium (Latin Name) পটাশিয়াম ১৯
রুবি Ru Rubidium রুবিডিয়াম ৩৭
সাজাবে Cs Cesium সিজিয়াম ৫৫
ফ্রান্সে Fr Francium ফ্রান্সিয়াম ৮৭

 

গ্রুপ ২ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ২ এর মৌলগুলোকে মৃত-ক্ষার ধাতু বলা হয়। সুতরাং মৃত-ক্ষারধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

বিরিয়ানি মোঘলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
বিরিয়ানি Be Beryllium বেরিলিয়াম
মোঘলাই Mg Magnesium ম্যাগনেসিয়াম ১২
কাবাব Ca Calcium ক্যালসিয়াম ২০
সরিয়ে Sr Strontium স্ট্রনসিয়াম ৩৮
বাটিতে Ba Barium বেরিয়াম ৫৬
রাখ Ra Radium রেডিয়াম ৮৮

 

আপনি আরো পড়তে পারেন,

বিশ্বের অদ্ভুৎ এবং বিরল কিছু বিষয়!

গ্রুপ ১১ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১১ এর মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। সুতরাং মুদ্রা ধাতুগুলো আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

কাপড় ছিড়ে গোলা রাঙাও

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
কাপড় Cu Cuprum কপার ২৯
ছিড়ে Ag Argentum (Latin Name) সিলভার ৪৭
গোলা Au Aurum (Latin Name) গোল্ড ৭৯
রাঙাও Rg Roentgenium রয়েন্টজেনিয়াম ১১১

 

গ্রুপ ১৩ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৩ এর মৌলগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয়। সুতরাং অবস্থান্তর ধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

বুড়ো এল গেল ইন্ডিয়াতে

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
বুড়ো B Boron বোরন
এল Al Aluminum অ্যালুমেনিয়াম ১৩
গেল Ga Gallium গ্যালিয়াম ৩১
ইন্ডিয়া In Indium ইন্ডিয়াম ৪৯
তে Ti Thallium থ্যালিয়াম ৮১

 

গ্রুপ ১৪ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৪ এর মৌলগুলোকেও অবস্থান্তর ধাতু বলা হয়। সুতরাং অবস্থান্তর ধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

কার্নো সিলেট গেলে স্বর্ণ পাবে

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
কার্নো C Carbon কার্বন
সিলেট Si Silicon সিলিকন ১৪
গেলে Ge Germanium জার্মেনিয়াম ৩২
স্বর্ণ Sn Stannum (Latin Name) টিন ৫০
পাবে Pb Plumbum (Latin Name) লেড ৮২

 

পর্যায় সারণিতে কতটি পর্যায়?

গ্রুপ ১৫ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৫ এর মৌলগুলোকেও অবস্থান্তর ধাতু বলা হয়। সুতরাং অবস্থান্তর ধাতুকে আমরা একটি বাক্যে মনে রাখার চেষ্টা করি।

নাফিস  আসলো সব বিলিয়ে

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
না N Nitrogen নাইট্রোজেন
ফিস P Phosphorus ফসফরাস ১৫
আসলো As Arsenic আর্সেনিক ৩৩
সব Sb Stibium (Latin Name) এন্টিমনি ৫১
বিলিয়ে Bi Bismuth বিসমাথ ৮৩

 

গ্রুপ ১৬ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৬ এর মৌলগুলোকেও আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি।

অর্না  এসএসসি তে পড়ে

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
অর্না O Oxygen অক্সিজেন
এস S Sulfur সালফার ১৬
এসসি Se Selenium সেলেনিয়াম ৩৪
তে Te Tellurium টেলুরিয়াম ৫২
পড়ে Po Polonium পলনিয়াম ৮৪

 

পর্যায় সারণির গ্রুপ সংখ্যা

গ্রুপ ১৭ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৭ এর মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। সুতরাং হ্যালোজেন মৌলগুলো আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি।

ফোকলা বুড়ো আসিতেছি ইন্ডিয়ায়

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
ফো F Fluorine ফ্লোরিন
কলা Cl Chlorine ক্লোরিন ১৭
বুড়ো Br Bromine ব্রোমিন ৩৫
ইন্ডিয়ায় I Iodine আয়োডিন ৫৩
আসিতেছে At Astatine অ্যাস্টাটিন ৮৫

 

গ্রুপ ১৮ এর মৌল

পর্যায় সারণিতে গ্রুপ ১৮ এর মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। সুতরাং নিষ্ক্রিয় মৌলমৌলগুলো আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি।

হেনা আর করিম যাবে রমনায়

এখানে,

ট্রিক প্রতীক মৌলের নাম (ইংরেজী)  মৌলের নাম (বাংলা) পারমাণবিক সংখ্যা
হে He Helium হিলিয়াম
না Ne Neon নিয়ন ১০
আর Ar Argon আর্গন ১৮
করিম Kr Krypton ক্রিপ্টন ৩৬
যাবে Xe Xenon জেনন ৫৪
রমনায় Rn Radon রেডন ৮৬

 

নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝায়? যে সকল মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না অর্থাৎ যেসব মৌলের পরমাণুসমূহ কোনরূপ ইলেকট্রন আদান-প্রদান করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।

নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার

হিলিয়াম (Helium)

  • উড়োজাহাজ এবং বেলুনে বহুল ব্যবহৃত হয়
  • হাঁপানী রোগীদের শ্বাস-প্রশ্বাসে ব্যবহৃত হয়
  • এনএমআর মেশিন ঠান্ডা রাখতে হিলিয়াম ব্যবহার করা হয়

নিয়ন (Neon)

  • বিভিন্ন আলোকসজ্জায়
  • নিয়ন আলো কুয়াশা ভেদ করতে সক্ষম
  • রেকটিফায়ার যন্ত্র সংরক্ষণে ব্যবহার করা হয়

আর্গন (Argon)

  • বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়
  • গাইগার মুলার কাউন্টার (তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র) এ ব্যবহার করা হয়

ক্রিপ্টন (Krypton)

  • বৈদ্যুতিক গ্যাস বাল্ব এবং টিউব লাইট

জেনন (Xenon)

  • ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয়ে থাকে

রেডন (Radon)

  • রেডিও থেরাপি এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়

Author

Leave a Reply