বন্ধুরা আমরা তো কম্পিউটার দিয়ে আয়ের বহু উপায় সম্পর্কে ইতোমধ্যে জেনেছি। আজকে আমরা দেখবো কিভাবে মোবাইল দিয়ে অজস্র্র টাকা আয় করা যায়। তাহলে চলুন আর দেরি না করে বরং দেখি কি সেই সেরা পদ্ধতি অর্থাৎ মোবাইল দিয়ে টাকা আয় করার সেরা পদ্ধতি সমূহ।
Blogging (ব্লগিং করে)
ব্লগিং বর্তমান সময়ে অনেকের কাছেই একটি স্মার্ট পেশা। এর থেকে অজস্র আয় করা সম্ভব। তবে ব্লগিং খুব ধীর গতির আয়ের মাধ্যম।
শুরুর দিকে খুব বেশি আর্নিং না হলেও ধীরে ধীরে আয়ের মাত্রা বাড়তে থাকে। লেগে থাকতে হয়।
আপনার হাতে থাকা স্মার্ট ফোনটিকে কাজে লাগিয়ে আপনি সহজেই একটি ব্লগ সাইট দাড় করাতে পারেন।
অথবা আপনি নিজের জন্য ব্লগ সাইট তৈরী না করেও অন্যের ব্লগ সাইটে পোস্ট করার মাধ্যমে সহজেই আয় করতে পারেন।
অনেক সাইট রয়েছে যেগুলো আপনার মূল্যবান লেখার জন্য আপনাকে পেমেন্ট করে থাকে।
আপনার প্রচেষ্টা থাকলে আপনি দিনে মান সম্মত ২-৪ টি পোস্ট লিখে সেই সাইটগুলোতে জমা দিতে পারেন।
আপনার লেখা পাবলিশ হয়ে গেলে তারা আপনাকে পেমেন্ট করবে। আপনি বাংলা কিংবা ইংলিশ দুই ভাষাতেই পোস্ট লিখতে পারেন। তবে বাংলার তুলনায় ইংরেজীতে আপনি বেশি আয় করতে পারবেন।
আমাদের দেশি কিছু সাইট রয়েছে যেগুলো আপনাকে প্রতি পোস্টের জন্য ১০০-২৫০ টাকা পর্যন্ত পে করবে।
আমি ধরে নিচ্ছি আপনি প্রতিদিন ৪ টি করে পোস্ট করবেন। তার মধ্যে ৩টি পোস্ট পাবলিশ হয়ে গেল। এখন প্রতি পোস্টের জন্য ১৫০ টাকা হলে ৩টি পোস্টের জন্য আপনি ৪৫০ টাকা আয় করবেন এক দিনে।
তাহলে প্রতি মাসে আপনার আয় দাড়াচ্ছে ১৩,৫০০ টাকা। মনে হয় খুব একটা খারাপ না। আর যদি ইংরেজীতে প্রতি দিন ২ টি করে পোস্ট লিখতে পারেন তবে আপনি প্রতি পোস্টের জন্য ৫০০-৮০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
মজার ব্যাপার হচ্ছে, এসব লেখালেখি আপনি আপনার স্মার্ট ফোনের মাধ্যমেই করে ফেলতে পারেন। শুধু আপনার সদিচ্ছা আর কাজে লেগে থাকার মানসিকতা প্রয়োজন ।
আপনি গুগল মামাকে বললেই জানতে পারবেন অনলাইন আর্নিং সাইট সম্পর্কে।
Create Youtube Video (ইউটিউব ভিডিও তৈরী করে)
আপনি কি মোবাইল দিয়ে টাকা আয় করতে চান? আপনার সাধের স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে অনলাইন থেকে মাস শেষ হাত খরচার মত কিছু টাকা নিমিষেই আয় করতে পারেন।
বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা নিশ্চয় আকাশচুম্বী। আমার তো মনে হয়ে শতকরা একশত জন ব্যবহারকারীর মধ্যে নিরানব্বই জনই ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করেন।
বিভিন্ন গান, নাটক, সিনেমা দেখতে ইউটিউবের জুড়ি মেলা ভার। নিত্য নতুন কালেকশনের কারণে এর জনপ্রিয়তা অনেক বেশি।
আপনি এরকম একটি একাউন্ট খুলে তাতে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন। যখন আপনার চ্যানেল এ পর্যাপ্ত ভিউয়ার হয়ে যাবে তখন বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক যেমন গুগল এডসেন্স ব্যবহার করে টাকা আয় করতে পারেন।
আর সবথেকে মজার ব্যাপার হলো এই কাজটি আপনি ডেস্কটপ ছাড়াও আপনার হাতে থাকা স্মার্ট ফোনটির মাধ্যমেও করতে পারবেন।
আপনার পছন্দের যে কোন একটি বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন। বুঝলেন না তো! চলুন বুঝিয়ে দিচ্ছি।
মনে করুন, আপনি প্রযুক্তি বিষয়ক কিছু পছন্দ করেন। এক্ষেত্রে প্রযুুক্তি সম্পর্কিত ভিডিও তৈরী করেও আপনার চ্যানেল দাড় করাতে পারেন।
আবার আপনি যদি ডিজাইন করতে ভালবাসেন তবে বিভিন্ন ডিজাইন সম্পর্কিত ভিডিও তৈরী করেও চ্যানেল রান করতে পারেন।
Freelancing (ফ্রিল্যান্সিং করে)
হ্যাঁ, আপনি যদি চান তো একজন ফ্রিল্যান্সার হয়েও অনলাইন থেকে আপনার মোবাইল দিয়ে পর্যাপ্ত আয় করতে পারেন।
মোবাইল দিয়ে টাকা আয় করার এটি একটি সেরা পদ্ধতি। অনলাইনে মূলত আমরা দুটি ওয়েতে কাজ করে থাকি।
১। অনলাইন জব ২। ফ্রিল্যান্সিং
তবে তার আগে বলে নিই আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে না জানেন অথবা কম জেনে থাকেন তবে Freelancing (ফ্রিল্যান্সিং) শিখবো কিভাবে? সেরা কৌশল শীর্ষক এই পোস্ট পড়তে পারেন।
আপনার সাধের স্মার্ট ফোনকে কাজে লাগিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর নিচের কাজগুলো অনায়াসেই করে ফেলতে পারেন।
তবে মনে রাখবেন অনলাইন থেকে আয় করা কিন্তু বাস্তব জীবনের মতই কঠিন একটি বিষয়। আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর যথেষ্ট পরিমাণ দক্ষতা অর্জন করতে হবে।
তাহলেই আপনি পর্যাপ্ত আয় করার সম্ভাবনা দেখতে পাবেন। যাই হউক নিচের বিষয়গুলোর যে কোন একটিতে দক্ষতা অর্জন করুন।
- বিভিন্ন ব্লগে কনটেন্ট রাইটিং (Content Writing)
- ফটোগ্রাফি (Photography)
- ফোরাম পোস্টিং (Forum Posting)
- প্রোডাক্ট এর বর্ণনা লিখে (Product Description)
Photograph or Video Sale (ফটোগ্রাফ বা ভিডিও বিক্রি করে)
আপনি কি ফটো তুলতে ভালোবাসেন? ফটো ও ভিডিও নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য অনলাইন থেকে আয়ের সেরা উপায় হচ্ছে ফটোগ্রাফি অথবা ভিডিও বিক্রি করে।
আপনার হাতে থাকা স্মার্ট ফোনকে কাজে লাগিয়ে আপনি এই কাজ করতে পারবেন। তাহলে বলুন তো শখের একটি কাজ দিয়েও অনলাইন থেকে আয় করতে পারছেন! বিষয়টি কেমন লাগতে পারে।
মোবাইল দিয়ে ফটোগ্রাফির কাজ করে আয় করার মত কিছু সাইট নিচে দেয়া হলো। দেখে নিতে পরেন।
তো বন্ধুরা সংগ্রহ করুন আপনার পছন্দের ফটো এবং ভিডিও আর আয় করুন কিছু রিয়েল ক্যাশ!
Online Tution (অনলাইন টিউশন করে)
আপনি যে বিষয়েই দক্ষ হয়ে থাকেন না কেন সেই বিষয়কে কেন্দ্র করেই অনলাইন টিউশন এর ব্যবস্থা করতে পারেন।
কাজটি অনায়াসেই একটি স্মার্ট ফোনের মাধ্যমে করতে পারবেন। স্টুডেন্ট বোঝানোর মত সক্ষমতা থাকলে এটি আপনার জন্য একটি ভাল পেশা হতে পারে। শুধুমাত্র একটি মোবাইল এর মাধ্যমেই কাজটি করা সম্ভব।
তাই এর মাধ্যমে পর্যাপ্ত আয় করতে পারেন। কেননা এখানে বিশ্বব্যাপী শিক্ষার্থী পাবার সম্ভাবনা রয়েছে। এসব বিষয়ে টিউশনির পাশাপাশি আপনি বিভিন্ন কোর্স তৈরী করতে পারেন।
এসকল কোর্স বিভিন্ন ভাবে বিক্রি করেও আয় করতে পারেন কিছু হ্যান্ডসাম মানি। কি ভুল বললাম মনে হচ্ছে?
রিসেলিং ব্যবসার মাধ্যমে অনলাইন থেকে আয়
অনলাইন জগতে রিসেলিং ব্যবসা অনেক ভাল একটি মডেল। আপনি কোন পণ্য নির্দিষ্ট দাম দিয়ে কিনে সামান্য কিছু লভ্যাংশে বিক্রি করেও অনলাইন থেকে আয় করতে পারেন।
এক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যাশ খাটাতে হচ্ছে না। জাস্ট একটি প্রোডাক্ট স্টোর খুললেন আর থরে থরে প্রোডাক্ট সাজালেন।
এরপর কোন অর্ডার আসলে সেটা কম মূল্যে ক্রয় করে কিছু লাভে বিক্রি করে দিলেন।
এটি মোবাইল দিয়ে করতে পারবেন অনায়াসেই। তাই মোবাইল দিয়ে অনলাইন থেকে আয়ের অন্যতম একটি উপায় এই রিসেলিং ব্যবসা।
মোবাইল দিয়ে টাকা আয় এর অন্যান্য মাধ্যমের মধ্যে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি।
Facebook Marketing (ফেসবুক ই-কমার্স দ্বারা)
ফেসবুক চালাতে ভাল লাগে? দিনের বেশির ভাগ সময় ফেসবুকে কাটান? বন্ধুদের সাথে চ্যাট করতে করতে দিন শেষ?
তাহলে এই চ্যাটিং এর সাথে সাথে কিছু রিয়্যাল ক্যাশ আসলে মন্দ কি হতো বলেন তো?
হ্যাঁ আপনি অনলাইন থেকে ফেসবুক মার্কেটিং করে আয় করতে পারবেন। তবে ফেসবুক ব্যবহার করে অনলাইন থেকে আয় করতে হলে আপনার স্মার্ট ফোনের সাথে সাথে কিছু ক্যাশের প্রয়োজন পড়বে।
একটি অনলাইন শপ পেজ ক্রিয়েট করে তার পরিচিতি বাড়িয়ে তুলুন আপনার ফোনের মাধ্যমে।
কিছুদিন পর যখন পেইজটি জনপ্রিয় হয়ে যাবে তখন তাতে বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে আয় করতে পারবেন।
Microwork (মাইক্রোওয়ার্ক সাইট থেকে)
বিভিন্ন মাইক্রো সাইটে কাজ করেও আপনার ফোনের মাধ্যমে আয় করতে পারেন। এ সকল মাইক্রো সাইটে টুকটাক কাজ পাওয়া যায়। যেমন,
বিভিন্ন সাইটে একাউন্ট করা, গুগল একাউন্ট তৈরী করা, ফেসবুক প্রোফেশনাল পেইজ শেয়ার করা, বিভিন্ন ব্লগ পোস্ট শেয়ারসহ নানাবিধ কাজ পাওয়া যায়।
আপনার ফোনের মাধ্যমে এসব সাইটে কাজ করতে পারেন আর কিছু রিয়াল ক্যাশ আয় করতে পারেন।
অর্থাৎ মোবাইল দিয়ে টাকা আয় করার এটি একটি অনন্য ওয়ে।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে আয় করা সবচেয়ে ভালো উপায়