atm-card-use

ATM কার্ড ব্যবহারের নিয়ম (How to Use ATM Card?)

  • Post author:

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানতে চলেছি বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত ATM কার্ড কিভাবে ব্যবহার করতে হয়? অর্থাৎ, ATM কার্ড ব্যবহারের নিয়ম ।

আমরা অনেকেই নতুন ব্যবহারকারী। প্রথমে বুঝে উঠতে পারি না যে কিভাবে আমার কার্ডটি ব্যবহার করতে হবে।

প্রথমেই বলে নিচ্ছি যারা এক্সপার্ট আছেন কিছু মনে না করে একটু চা খেয়ে নিন। পোস্টটি শুধুমাত্র যারা নতুন কিংবা এর সম্পর্কে যাদের ধারণা নেই কেবলমাত্র তাদের জন্য।

অথবা যাদের অভিজ্ঞতা রয়েছে আরো বেশি জানার আগ্রহ আছে তারাও পড়ে নিতে পারেন। তো যাই হউক মূল কথায় ফিরে যাচ্ছি।

তবে তার আগে বলে নিই, যাদের এটিএম কার্ড কি ? এ বিষয়ে ধারণা নেই তারা এখান থেকে ঘুরে আসুন। তাহলে এই পোস্টটি সহজেই বুঝতে পারবেন আশা করছি।

না বুঝলে হয়তো অনেক সময় টাকা বের করতে গিয়ে এটিএম কার্ড মেশিনে আটকে যেতে পারে। এরূপ ক্ষেত্রে বিষয়টি কিভাবে সমাধানে আনতে হবে এ নিয়েও আলোচনা করা হবে এই পোস্টে ইনশাআল্লাহ্।

 

ATM কার্ড ব্যবহারের নিয়ম

এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা উঠানোর জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখা জরুরী। অন্যথায় আমরা সমস্যার মধ্যে পড়তে পারি।

চলুন জেনে নেবার চেষ্টা করি এটিএম কার্ড ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে। তবে এর ব্যবহার সম্পর্কে জানার আগে আমাদের মূলত এটিএম কার্ড এর পরিচিতি সম্পর্কে জানা দরকার।

 

এটিএম কার্ডের পরিচিতি

এটি আয়তাকার একটি কার্ড। এর এক পাশে আমাদের ব্যবহার করা সিম কার্ডের মত একটি সুন্দর স্লট সেট করা থাকে।

আর সেই সাথে অন্য পাশে ব্যাংকের ডিটেইলস সেট করা থাকে। আচ্ছা এটিএম কার্ড কোথায় পাওয়া যায়?

আপনি যে ব্যাংকে একাউন্ট করবেন সেই ব্যাংকে যোগাযোগ করলেই একটি সুন্দর স্মার্ট কার্ড পেয়ে যাবেন।

নতুন হলে এক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে একাউন্ট খুলত হবে। একাউন্ট খোলার পরপরই আপনি একটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

এবং অল্প সময়ের মধ্যে কার্ডটি হাতে পেয়ে যাবেন। অনেক সহজলভ্য হওয়ায় এখন প্রচেষ্টা করা হচ্ছে শহর থেকে শুরু করে গ্রামের প্রতিটি স্থানে পজিশন বুঝে বুথ স্থাপন করার।

 

যেভাবে ব্যবহার করবেন এটিএম কার্ড

অর্থাৎ, ATM কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানুন।

  • নিকটস্থ বুট মেশিনে যান।
  • এবার প্রথমে এটিএম কার্ডটিকে বুথ মেশিনে প্রবেশ করান।

যদি বুথ মেশিনে কার্ড ঢুকাতে না পারেন তবে একটু খেয়াল করুন সেখানে একটি তীর চিহ্ন দেখতে পাবেন।

তীর চিহ্ন অনুযায়ী সেটাকে বুথ মেশিনে প্রবেশ করান। কার্ড ঢুকাতে ভুল করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন।

তাই সাবধানে প্রবেশ করান। তবে মনে রাখবেন ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডে কিন্তু আপনি কোন তীর চিহ্নিত নির্দেশনা পাবেন না।

তাই সীম স্লটকে উপরে রেখে কার্ডটি মেশিনে প্রবেশ করান।

  • অতপর পিন নাম্বার (PIN) এবং কি পরিমানে টাকা উত্তোলন করতে চান সিলেক্ট করে দিন।
  • আপনি যদি টাকা উঠানোর সাথে সাথে রশিদ পেতে চান তবে পাশে থাকা রশিদ অপশনটি হ্যাঁ করে দিন।
  • এবার নিশ্চিত করুন।
  • আর কি! কিছুক্ষণ অপেক্ষা করুন।

ব্যাস! আপনার ঝামেলা শেষ। এবার মেশিন আপনাকে আপনার চাওয়া টাকা সুন্দর করে বুঝিয়ে দিবে।

আমরা এতক্ষন দেখলাম এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি । আশা করছি বুঝতে পারছেন। না বুঝলে আর একবার প্রসেসটি দেখে নিন।

তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৫ হাজার টাকার কম পরিমান অর্থ উত্তোলনের ক্ষেত্রে ট্রানজেকশন করার পূর্বে গ্রাহকের কাছে নোটিফিকেশন যাবে। তাতে সাড়া দিতে হবে। তবেই লেনদেন করতে পারবেন।

এর বেশি পরিমাণ অর্থ উত্তোলন করতে চাইলে ওটিপির মাধ্যমে ম্যানুয়ালী অথেনটিকেট করতে হবে।

গ্রাহকের অনুমতি সাপেক্ষে টাকা উত্তোলন করা যাবে।

 

বুঝলাম কিভাবে এটিএম কার্ড ব্যবহার করতে হয়। এবার বলুন তো এটিএম কার্ড এর কাজ কি?

এটিএম কার্ড এর কাজ

ATM কার্ড ব্যবহারের নিয়ম তো জানলাম। আসলে এর কাজ কি? এটিএম কার্ড নানা প্রয়োজন এ ব্যবহার করা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নিচে তুলে ধরা হল।

আমরা এখন দেখবো এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি?

  • সুবিধা সম্বলিত যে কোন ব্যাংক এর টাকা কার্ডের মাধ্যমে বুথ থেকে সহজেই উত্তোলন করা যায়।
  • অনলাইনে পণ্য কেনাকাটায় এটিএম কার্ড এর জুড়ি মেলা ভার।
  • টাকা স্থানান্তর করার কাজে লাগতে পারে।
  • কোন ব্যাংকের মোবাইল এপ্লিকেশন সেবা নিতে পারেন এই কার্ড এর মাধ্যমে।
  • নিরাপত্তার সাথে অল্প সময়ের মধ্যে টাকা হাতে পাওয়া।

 

মেশিনে কার্ড আটকে গেলে করণীয়

এটিএম কার্ড বুথ মেশিনে আটকে গেলে আমাদের কি করতে হবে তা জানার আগে মূলত আমাদের জানা দরকার কোন সেই কারণ যার জন্য মেশিনে কার্ড আটকে যায়।

এটিএম কার্ড ব্যবহারের সময় সতর্কতা। চলুন চোখের পলকে দেখে নেয়া যাক।

  • আমরা যদি পরপর তিনবার ভুল পিন নাম্বার প্রবেশ করি তবে কার্ডটি আটকে যাবে।
  • ব্লক করা আছে এমন কোন কার্ড যদি প্রবেশ করে থাকি তবে কার্ড আটকে যেতে পারে।
  • যদি কার্ড প্রবেশের সময় পাওয়ার সাপ্লাই জনিত কোন সমস্যা দেখা যায় অথবা নেট কানেকশনের কোন ত্রুটি ঘটে তবে কার্ড আটকে যেতে পারে।
  • টাকা নেবার পরেও কিছুক্ষণ যদি কার্ড রেখে দেই তবেও এধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
  • কার্ডটি যন্তসহ না রাখলে অর্থাৎ ক্ষতিগ্রস্থ কার্ড প্রবেশ করালে আটকে যেতে পারে।

ATM কার্ডের পিন নাম্বার ৪ সংখ্যার কেন হয়?

শুরুর দিকে কিন্তু এটিএম কার্ডের পিন নাম্বার ৬ ডিজিটের ছিল। তখন অনেকেই পিন নাম্বার মনে রাখতে কষ্টের মধ্যে পড়ে যান।

তারপর ৪ ডিজিট চালু করা হয়। পারমিউটেশন এবং কম্বিনেশনের এক অনন্য সংমিশ্রন ৪ ডিজিটকে আলাদা করে তুলেছে।

এর কারণে অনুমান করে ৪ ডিজিট মেলানো অনেকটায় কঠিন হয়ে পড়ে। যদিও বিশেষজ্ঞরা ৬ ডিজিটকে অধিক সুরক্ষিত হিসেবে দেখে থাকেন।

 

এবার দেখি ভুলবশত আটকে যাওয়া কার্ড ফিরিয়ে পেতে কি করতে হবে?

বুথ মেশিনে এটিএম কার্ড আটকে গেলে করণীয়

এত কিছু জানেন তারপরেও কার্ডটিকে মেশিন গিলে ফেলছে 😃 । এবার কি করবেন। ঘাবড়ানোর কোন কারণ নেই।

মাথা ঠান্ডা করুন। এবার তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে দিন আপনার সমস্যার কথা। আপনি এক্ষেত্রে দুটি পথ অবলম্বন করতে পারেন।

হয় সাথে সাথে ব্যাংকে অবহিত করবেন নতুবা কার্ডটিকে ব্লক করে দিবেন। যাতে অন্য কেউ সেটির অপব্যবহার না করতে পারে।

ব্যাংক এ জানিয়ে দিলে ব্যাংক আপনাকে খুব অল্প সময়ের মধ্যে একটি রিপ্লেসমেন্ট কার্ড দিয়ে দিবে। তবে সেই সময় যদি অর্থের প্রয়োজন পড়ে তবে কিছুই করার নেই। সো সরি!!

আপনি যদি পিন ভুলে গিয়ে থাকেন তবেন ভুল পিন দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করবেন না। এক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে।

এক্ষেত্রে ব্যাংকে যোগাযোগ করে পিন পরিবর্তন করে নিন। যদি কার্ডটি হারিয়ে ফেলেন তবে অবশ্যই থানায় জিডি (সাধারণ ডায়েরি) করে নিন। অন্যথায় বিপদে পড়তে পারেন।

 

আপনি পছন্দ করতে পারেন এমন কিছু,

মোবাইলে উইন্ডোজ ১১ – বিশ্বাস করা যায়?

চাকরি নাকি ফ্রিল্যান্সিং, ক্যারিয়ার হিসেবে কোনটি পছন্দ করবেন?

 

পরিশেষে,

একটি কথা না বললেই নয়। তা হলো কষ্টে উপার্জিত টাকা যদি প্রয়োজনের সময় হাতে না পাওয়া যায় তবে নিশ্চয় খারাপ লাগার কথা।

তাই আমাদের সাবধানে এটিএম কার্ড ব্যবহার করা উচিত। বস্তুত জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত।

আমাদের ওয়েবসাইটে আসার জন্য এবং কষ্ট করে পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি নিত্যটিউনের সাথেই থাকবেন।

ভাল থাকেন, সুস্থ্য থাকেন।

আল্লাহ্ হাফেজ।

Author

Leave a Reply