SEO কিভাবে কাজ করে – এসইও শিখে কিভাবে আয় করবো?

প্রিয় পাঠক, আজকে আমরা জানবো এসইও কিভাবে কাজ করে, কিভাবে নতুন ওয়েবসাইটের জন্য এসইও করতে হয়, এসইও কেন করা হয়, এসইও করে মাসে কত টাকা আয় করা যায় এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার সহজ উপায় ও কৌশল।

এসইও কি, কত প্রকার এবং কিভাবে এ বিষয়ে বিস্তর জ্ঞান লাভের জন্য এখান থেকে ঘুরে আসতে পারেন।

SEO কেন করা হয়

সার্চ ইঞ্জিনিয়ার অপটিমাইজেশনের কাজকে এসইও বলা হয়। বর্তমানে বিভিন্ন ব্রাউজিং সাইট থেকে শুরু করে ইউটিউবে প্রতিদিন অসংখ্য কনটেন্ট আপলোড করা হয়।

আপনার কনটেন্ট বা ব্লগের সাথে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সম্পর্কই এসইও। গুগলে কোন কিছু সার্চ করলেই সেটি যাতে অসংখ্য কনটেন্ট এর নিচে চাপা না পড়ে যায় এবং প্রথম পাতায় আসে সেজন্য এসইও করা হয়।

তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছেন এসই এমন একটি কৌশল যার প্রয়োগের ফলে হাজারো ওয়েবসাইটের মধ্য থেকে আপনার ওয়েবসাইটকে সবার উপরে আনতে পারে।

আজকে আমরা আপনাদের সাথে তিন প্রকার এসইও নিয়ে আলোচনা করব। আপনারা যারা এসইও সম্পর্কে সম্পূর্ণ জানতে চান তারা এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। তাহলে আশা করা যায় এসইও এর বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন।

টেকনিক্যাল এসইও

অনপেইজ এসইও এবং অফপেইজ এসইও করার পরও বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে সার্চ ইঞ্জিন টার্গেট পূরণ করতে পারি না। তাই টেকনিক্যাল এসই ও সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

টেকনিক্যাল এসই ও সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার জন্য আমাদের প্রথমেই জানতে হবে টেকনিক্যাল এসই ওতে কি কি থাকে? টেকনিক্যাল এসইও তে যা যা থাকে তা হল-

  • ইউআরএল স্টাকচার
  • এস এল সার্টিফিকেট
  • ফিক্সড ব্রোকেন লিংক
  • স্ক্রল (সার্চ ইঞ্জিন বট) এরর ফ্রি রাখা
  • স্ট্রাকচার্ড ডাটা
  • ক্যানোনিকাল ট্যাগ
  • কনটেন্ট থিকনেস / থিন কনটেন্ট
  • কনটেন্ট ডুপ্লিকেশন
  • ৪০৪ এরর
  • ৩০১ রেডি রেড
  • সাইড ডিজাইন এবং স্ট্রাকচার
  • রোবট টেক্সট / টিএক্সফাইল
  • সাইট ম্যাপ
  • মোবাইল ইউজেবিলিটি
  • পেইজ স্পিড / পেইজ লোডিং স্পিড

একটি ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল এসইও যে পরিমাণ গুরুত্ব বহন করে তা খুবই সুন্দরভাবে আমাদের বুঝতে হবে। 

নতুন ওয়েবসাইটের জন্য কিভাবে SEO করতে হয়

আপনি যদি নতুন হয়ে থাকেন এবং নতুন ওয়েবসাইটের জন্য এসইও করতে চান তবে প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে সাবমিট বা এড করতে হবে। আপনি কি জানেন গুগল সার্চ কনসোল আসলে কি?

তারপর বিং ওয়েবমাস্টার ব্লগ সাবমিট করতে হবে। গুগল অ্যানালাইটিক্স একাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করে নিতে হবে।

আরো পড়ুনঃ ফোকাস কিওয়ার্ড ও মেটাডাটা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটে Yoast SEO নামে একটি প্লাগইন করে ইনস্টল করে নিতে হবে।

এরপর ওয়েবসাইটের ধরন নির্ধারণ করতে হবে। ওয়েবসাইট এর ধরন নির্ধারণ করার পর নিজ সিলেক্ট করতে হবে এবং কিওয়ার্ড নির্বাচন করতে হবে।

কি-ওয়ার্ড নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় সে ক্ষেত্রে আপনি গুগল কিওয়ার্ডের সাহায্য নিতে পারেন।

গুগল কিওয়ার্ড ছাড়াও আরো কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ভালো ভালো কিওয়ার্ড জেনারেট করতে পারেন।

SEO করে মাসে কত টাকা উপার্জন করা যায়

এসইও করে মাসে কেউ কেউ কোটি কোটি টাকাও আয় করতে পারি আবার কেউ কেউ কিছুই আয় করতে পারে না।

এটা নির্ভর করবে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করছেন আপনার দক্ষতা কেমন আপনি কতটা নিষ্ঠার সাথে সেই কাজটি করছেন তার ওপর।

নতুন যারা কাজ শুরু করে তারা বছরের দেড় লাখ  বা তার কাছাকাছি আয় করতে পারেন। আপনিও যদি এসইও শিখে আয় করতে চান তবে আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে।

অন্যদিকে একটা নির্দিষ্ট সময় পর যাদের অভিজ্ঞতা প্রতি বছরে চার থেকে সাড়ে চার লাখ টাকা আয় করতে পারেন।

আবার এক্সপার্ট লেভেলের সার্চ ইঞ্জিন অপটিমাইজাররা বছরের ত্রিশ লাখ বা তার বেশি আয় করতে পারেন।

নিচে পৃথিবীর সেরা কিছু এসইওদের আয়ের তালিকা দেওয়া হল-

  • Mashable প্রতিমাসে প্রায় 3.33 মিলিয়ন ডলার আয় করেন
  • Perez Hilton মাসে প্রায় 3.44 মিলিয়ন ডলার আয় করেন
  • Moz প্রতিমাসে প্রায় 3.74 মিলিয়ন ডলার আয় করেন
  • Endgadget প্রতিমাসে প্রায় 3.95 মিলিয়ন ডলার আয় করেন
  • Huffington Post প্রতিমাসে 41.6 প্রায় মিলিয়ন ডলার আয় করেন

SEO শিখে কিভাবে আয় করব?

যেকোনো কাজের ক্ষেত্রে দক্ষতা এবং কাজের প্রতি  মাথায় রাখতে হবে। বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে মানুষ অনলাইনের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়ছে। সুতরাং এসইও শিখে আয় করার ক্ষেত্রে সুযোগ-সুবিধা আরো বেড়ে যাচ্ছে।

আরো পড়ুনঃ ব্লগ পোস্ট – ব্লগে এসইও ফ্রেন্ডলী পোস্ট লেখার অভিনব কৌশল!

আপনাকে শুধু দক্ষতা অর্জন করতে হবে এবং ঘরে বসে কাজ করতে হবে। এসইও শেখার পর আপনি যে সকল কাজ করতে পারেন তা নিচে দেওয়া হল-

  • প্রথম এবং সবচেয়ে সহজ উপায় আপনি নিজে অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারেন
  • কি কমার্সের এসইও করে আয় করতে পারে
  • এসইও পরামর্শ হিসেবে দেশি ও বিদেশী কোম্পানিতে কাজ করতে পারে
  • বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অনলাইন কার্যক্রমের জন্য এসইও হিসেবে পেশাদার ভাবে কাজ করতে পারেন
  • যে কোন প্রতিষ্ঠানের অফিসিয়াল মার্কেটিং করতে পারেন
  • ইউটিউব চ্যানেলের এসইও করতে পারেন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার উপায়

ফ্রিল্যান্সিং অর্থাৎ ঘরে বসে আয় করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে অনেকে লক্ষ লক্ষ টাকা আয় করছে।

তথ্য প্রযুক্তির এই যুগে আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলার জন্য, ঘরে বসে আয় করার জন্য এবং অবশ্যই একজন সফল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে হবে। 

বিভিন্ন ব্লগ অথবা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সম্পর্কে ধারণা পাবেন।

সেখানে গাইডলাইন ফলো করলে আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।

এছাড়াও আপনি বিভিন্ন অনলাইন লার্নিং প্লাটফর্মে ভর্তি হতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার জন্য অথবা আপনি অফলাইনে কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। এভাবে খুব সহজেই আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখিয়ে নিতে পারেন।

মন্তব্য

প্রিয় পাঠক, আশা করছি আপনারা সকল তথ্য সঠিকভাবে। এরকম ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে পারেন।

উপরের ক্রাইটেরিয়া সমূহ যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ক্যারিয়ারে সফল হতে পারবেন এবং ঘরে বসে আয় করতে পারবেন।

আরো পড়ুনঃ ব্যাকলিংক কি এবং কিভাবে ব্যাকলিংক তৈরি করতে হয়

প্রিয় পাঠক, আজকে এ পর্যন্তই বিদায় জানাচ্ছি। পরবর্তীতে অন্য একটা আর্টিকেলে অন্য একটা টপিকের ওপরে আপনাকে তথ্য প্রদান করব।

সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

Author

Check Also

পেনড্রাইভ বুটেবল

পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *