shopify

Shopify (শপিফাই) কেন এত জনপ্রিয়? Shopify vs WordPress

  • Post author:

শপিফাই আসলে কী? কিভাবে কাজ করে থাকে? আর কেনইবা এটি এত অল্প সময়ের মধ্যে খুব বেশি জনপ্রিয় হল আমরা আজকে তাই জানার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা আমরা জানতে চলেছি  Shopify (শপিফাই)কেন এত জনপ্রিয়?

তবে প্রথমে আমাদের ভালভাবে বোঝা দরকার যে শপিফাই আসলে কি? তাহলে চলুন জেনে নিবেন কি এই শপিফাই বাবাজি!!

শপিফাই কি? (What is Called Shopify?)

শপিফাই একটি জনপ্রিয় সিএমএস (CMS-Content Management System)। আপনি নিশ্চয় সিএমএস সম্পর্কে জানেন।

একটি ওয়েবসাইটের যাবতীয় কনটেন্ট কোন উপায়ে প্রদর্শণ করা হবে তা নির্ধারণ করার জন্য যা ব্যবহার করা হয় তাই মূলত সিএমএস। শপিফাইকে একটি ই-কমার্স ওয়েবসাইট বিল্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে। যে কোন ধরণের প্রোডাক্ট স্টোর, অনলাইন স্টোর এবং ই-কমার্স ওয়েবসাইট নিমিষেই বিল্ড করা সম্ভব প্রচুর ফিচার সমৃদ্ধ এই সিএমএস এর মাধ্যমে।

চলুন Shopify (শফিফাই ) শিখবেন। সবচেয়ে মজার বিষয় হল এর সাহায্যে একজন নন-কোডার ইজিলি একটি ওয়েবসাইট তৈরী করতে পারেন। তার মানে শপিফাই ব্যবহার করে কোন স্টোর বিল্ড করতে কোন প্রকার কোডিং নলেজের প্রয়োজন পড়ে না।

আর একটি মজার বিষয় হল এটি ওয়ার্ডপ্রেসের থেকেও সহজ একটি সিএমএস। ভাই ওয়ার্ডপ্রেসও কি তাহলে সিএমএস? যদি তাই হয় তবে শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে পার্থক্যটা কোথায়? চলুন জেনে নিই যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুই ভাইয়ের মিল আর অমিল কোন জায়গায়?

যদিও শপিফাই এবং ওয়ার্ডপ্রেস দুটিই সিএমএস তারপরেও এদের  মাঝে অনেক পার্থক্য লক্ষ করা যায়। তাহলে শপিফাই শিখতে চাচ্ছি, একটু কি বলবেন শপিফাই শিখতে কতদিন লাগে? পড়তে থাকুন জানতে পারবেন ইনশাআল্লাহ্।

Shopify ও ওয়ার্ডপ্রেসের মূল তফাৎ

শপিফাই ওয়ার্ডপ্রেস
শপিফাই একটি জনপ্রিয় সিএমএস। ওয়ার্ডপ্রেসও একটি জনপ্রিয় সিএমএস।
এটি শেখা তুলনামূলক সহজ। এটি শেখা তুলনামূলক কঠিন।
কোন প্রকার কোডিং জ্ঞানের দরকার নেই কোন প্রকার কোডিং জ্ঞানের দরকার নেই।
একে মূলত একটি ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করার জন্য ব্যবহার করা যায়। এর মাধ্যমে প্রায় সব ধরণের ওয়েবসাইটই বিল্ড করা সম্ভব।
এর সাহায্যে প্রোডাক্ট স্টোর, অনলাইন স্টোর ইজিলি বিল্ড করা সম্ভব। অনলাইন প্রোডাক্ট স্টোর তথা যে কোন ই-কমার্স ওয়েবসাইট তৈরী করা যেতে পারে।
এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। জনপ্রিয় এই সিএমএসকেও আমরা ফ্রি ব্যবহার করে থাকি।

সিএমএস হিসেবে শপিফাই –

শপিফাই কিভাবে কাজ করে?

আমরা যেহেতু শপিফাই এর বিষয়ে জানার চেষ্টা করছি তার মানে এটি কিভাবে কাজ করে আমাদের কিন্তু জানা দরকার। আর তাই আমরা এখন দেখবো কোন সে প্রক্রিয়া যে উপায়ে Shopify কাজ করে থাকে।

একটি স্মার্ট আর প্রিমিয়াম কোয়ালিটির অনলাইন প্রোডাক্ট স্টোর তৈরীর জন্য শপিফাই আদর্শ সিএমএস। এর মাধ্যমে কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়ায় একটি স্টোর বিল্ড করা যায় যা সম্পূর্ণ ফ্রিতে।একটি ওয়েবসাইট বিল্ড করার পর তাকে ম্যানেজ করতে হয় অ্যাডমিন প্যানেলের মাধ্যমে।

আর এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের তুলনায় কয়েক ধাপ এগিয়ে শপিফাই। এখানে এডমিন প্যানেলের মত বিশেষ কোন ঝামেলা বহন করতে হয় না। আপনার একটি ইকমার্স স্টোর তৈরী করতে শপিফাইকে ব্যবহার করতে পারেন।

Shopify ব্যবহার করে ড্রপ-শিপিং বিজনেস

আপনি কি জানতে চান যে, শপিফাই ড্রপশিপিং কি? ড্রপ শিপিং এর মাধ্যমে অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন? তাহলে শপিফাই আপনাকে দিচ্ছে সেরা সুবিধা।

শপিফাই এর মাধ্যমে আপনি অনলাইন থেকে অনেক পরিমান অর্থ আয় করতে পারেন তাহলে চলুন দেখি Shopify থেকে ইনকাম কিভাবে করতে হয়? আপনার যদি একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকে আর সেই সাথে ইন্টারনেট কানেকশন তাহলে আপনার সাথে লাগে কে?

আপনার শুধু মনে রাখতে হবে আপনি ড্রপ শিপিং পদ্ধতিতে আয় করবেন শপিফাইকে ব্যবহার করে। ড্রপ শিপিং তাহলে কি? আমরা অনেক সময় অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট থেকে নানান ধরণের পণ্য ক্রয় করে থাকি। এই পণ্য আমাদের অর্ডার এর ২-৩ দিন পর আমরা হাতে পাই।

এখন আমি ধরে নিচ্ছি আপনার একটি অনলাইন স্টোর আছে। সেখানে থরে থরে অনেক পণ্য আপনি সাজায়ে রাখছেন।

যদি কোন কাস্টমার আপনার অনলাইন স্টোর থেকে কোন পণ্য অর্ডার করে থাকে তবে আপনি সেই কাস্টমারের অ্যাড্রেস নিয়ে একটি মিডিয়াকে প্রোভাইড করলেন যারা ঐ পণ্যটি নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এটাকে মূলত Shopify (শপিফাই) অ্যাফিলিয়েট বলা হচ্ছে।

দেখেন এক্ষেত্রে কিন্তু আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হচ্ছে না। প্রোডাক্টও থাকবে কোম্পানির কাছে। আপনি শুধু অনলাইনে সেগুলো শো করাচ্ছেন। অর্ডার হবার পর সেটা কাস্টমারের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনার নয়। এটাই মূলত ড্রপ-শিপিং। এর মাধ্যমে অনেকেই বর্তমানে অজস্র পরিমাণ আয় করছেন। চাইলে আপনিও এর মাধ্যমে অনেক পরিমাণ অর্থ আয় করতে পারেন।

আপনি যে কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়েছেন কাস্টমার কিন্তু কখনই জানবে না প্রোডাক্টটি আপনার নয়। তারা মনে করবে পণ্যটি আপনার। একটি প্রশ্ন? ড্রপশিপিং কি হালাল? এ বিষয়ে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন!

শপিফাই ব্যবহার করে কি ধরণের ওয়েবসাইট বিল্ড করা যেতে পারে?

কেন আপনার শপিফাই শেখা উচিত? মনোযোগসহ পোস্টটি পড়ুন। আশা করছি শপিফাই নিয়ে আপনার মনের কোণে লুকিয়ে থাকা হাজারো প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবেন। 

আমরা এ পর্যন্ত একটি ওয়েবসাইট বিল্ড করার জন্য একটি সেরা সিএমএস শপিফাই সম্পর্কে শিখছি। এখন কথা হচ্ছে শপিফাই একটি সিএমএস হলে এর মাধ্যমে কি ধরনের ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারবো?

শপিফাই এর মাধ্যমে,

  • একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরী
  • অনলাইন স্টোর বিল্ড আপ
  • প্রোডাক্ট স্টোর তৈরী
  • বিজনেস ওয়েবসাইট-সহ
  • নানাবিধ কমার্সিয়াল ওয়েবসাইট

বিল্ড আপ করা যায়।

Shopify কেন এত জনপ্রিয়?

দেখুন একটি বিষয় এ আমরা জানি কোন কিছু আপনা থেকেই কিন্তু জনপ্রিয় হয় না। সহজ, সাধারন এবং স্বাভাবিকভাবে যদি কোন কার্যক্রম আমরা করতে পারি তবে তা স্থায়ী এবং অনেকটা উপকারী হয়।

সহজে অ্যাক্সেস সুবিধা শপিফাইকে অনন্য করে তুলেছে। মানুষ দুবোর্ধ কিছু সহজে বুঝতে পারে না। শপিফাই অনেক সহজ আর এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরী থেকে সকল প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয়ে থাকে।

এর এডমিন প্যানেলের কোন ঝামেলা নেই যা ওয়ার্ডপ্রেস আমাদের অনেক কষ্ট করে মেইনটেইন করতে হয়। তাই শপিফাই এত বেশি জনপ্রিয়। তাহলে আমরা বুঝলাম শপিফাই জনপ্রিয় হবার কারণ হল,

  • এটি অনেক সহজ সরল
  • এডমিন প্যানেলের কোন ঝামেলা নেই
  • ফ্রি ট্রায়ালের ব্যবস্থা আছে
  • কার্যপ্রণালী অনেক সুন্দর
  • যে কোন ধরণের ই-কমার্স ওয়েবসাই মাত্র কয়েক মিনিটেই তৈরী করা সম্ভব
  • অনলাইন প্রোডাক্ট স্টোরেজ তৈরী করতে এটি অনেক সহজ একটি প্রক্রিয়।

Shopify এর ভবিষ্যৎ

যেহেতু শপিফাই ইকমার্সসহ অনলাইন প্রোডাক্ট স্টোর তৈরী করতে সহজলভ্য একটি সিএমএস। মার্কেটে দেখা যায় এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম যা ব্যবহার করে ইজিলি ওয়েবসাইট বিল্ড করা সম্ভব।

অনেক বেশি জনপ্রিয় আর সেই সাথে মার্কেটপ্লেসে প্রচুর চাহিদা থাকার দরুণ আমরা বলতেই পারি যে শপিফাই এর ভবিষ্যৎ অনেক উজ্জল আর জাঁকালো। এটি শিখলে অনলাইন থেকে অনেক বেশি পরিমাণ অর্থ আয় করা সম্ভব। কি বলেন মামা??

তাই?? শপিফাই শিখলে সত্যিই কি আমি হাজার হাজার টাকা আয় করতে পারবো? জ্বি ভাগিনা, পারবেন। অনেকেই করছে। আপনি কেন পারবেন না। তবে একজন দক্ষ ডেভেলপার হিসেবে নিজেকে কিন্তু গড়ে তুলতে হবে।

আপনার শ্রম আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন অনলাইন আয়ের বিশাল সম্রাজ্যে এই শুভ কামনায় আজকের মত বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন জীবন আর প্রযুক্তির নতুন কোন অধ্যায়ে। সে পর্যন্ত ভাল থাকেন সুস্থ্য থাকেন। আল্লাহ্ হাফেজ।

Author

This Post Has 6 Comments

  1. admin

    গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

  2. Minhajul

    Really very very informative content

    1. admin

      Thanks for your valuable comment

  3. admin

    আপনি যথার্থই বলেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।

  4. Robin Barmon

    গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম

    1. nTune

      গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

Leave a Reply