bd-all-sim

সিম টুকিটাকি সকল কোড – বাংলাদেশের সকল সিমের জরুরী কোড!

  • Post author:

বাংলাদেশের সিম টুকিটাকি

বাংলাদেশে নানা ধরনের সিম চালু রয়েছে যা প্রায় প্রতিটা মোবাইল ফোনে ব্যাবহার করা হয়ে থাকে। আজকে আমরা জানবো বাংলাদেশে বিদ্যমান সকল সিমের কোড সম্পর্কে অর্থাৎ সিম টুকিটাকি সকল কোড নিয়ে আজকে আমাদের আয়োজন।

এর মধ্য জনপ্রিয় সিম গুলো হচ্ছে, গ্রামীনফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক। এক সময় বাংলাদেশে সিটিসেল নামে একটি সিমকার্ড এর প্রচলন ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে তার আর থাকা হল না। বাংলাদেশ থেকে হারিয়ে গেল এই সিমের নাম।

হয়তো কোন এক সময় মানুষ চিন্তাও করবে না যে কোন এক দিন সিটিসেল এর প্রচলন ছিল।এই সব সিম বাংলাদেশে অধিক মানুষ ব্যাবহার করে থাকে কিন্তু এর আভ্যন্তরীন বিষয় সমূহ অনেকের কাছেই অজানা। আজকে আমরা সকল সিম অপারেটরের শর্টকার্ট কোডগুলো নিয়ে রিসার্চ করবো।

আচ্ছা বলুন তো আমরা কেন সিমকার্ড ব্যবহার করি? সিম ব্যবহারের প্রয়োজনীয় দিকগুলো দেখুন নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো।

  • আপনি যেখানেই থাকেন না কেন একটি সিমের মাধ্যমে আপনার আত্মীয়ের সাথে সম্পর্ক বা যোগাযোগ রক্ষা করতে পারেন। নিশ্চিন্তে সিম কার্ড ব্যবহার করে দেশে এবং বিদেশে যোগাযোগ রক্ষা করা যায়।
  • সিম এর মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং ইমেইল, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েব সাইটে সহজেই প্রবেশ করতে পারেন। যার ফলে আপনার জ্ঞানপিপাসু হৃদয়ের জ্ঞান আরো বেড়ে যায়।
  • একটি সিম দিয়ে কোড পরিবর্তন করে আপনি দুটি বা ততোধিক নম্বর ব্যবহার করতে পারেন।
  • সিম ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন এবং ব্যাংক কার্ড বা অন্যান্য অনলাইন ট্রানজেকশন সম্পন্ন করতে পারেন।
  • সিম ব্যবহার করে আপনি ভিডিও কল বা অডিও কলে কথা বলতে পারেন। এছাড়া নির্দিষ্ট কোন সিম ব্যবহার করে কোন ব্যক্তিগত একাউন্ট খুলতে পারেন। আর সেই সাথে নির্দিষ্ট কোন একাউন্টের সাথে টাকার লেনদেন করতে পারেন। এছাড়া উক্ত একাউন্টে টাকা জমানোও সহজ হয় সিমের মাধ্যমে।

আপনি যে ফোনই ব্যবহার করেন না কেন হউক তা অল্প বাজেটের মোবাইল ফোন কিংবা বেশি বাজেটের আপনাকে কিন্তু সিমকার্ড ব্যবহার করতেই হবে।

তাহলে চলুন জেনে নিবেন গ্রামীনফোন সিমের সকল কোড বিস্তারত।

গ্রামীণ সিমের সুবিধা

সিম টুকিটাকি সকল কোড এ গ্রামীন সিমের কিছু কোড সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করবো।

গ্রামীণ সিম একটি টেলিকম সার্ভিস যা গ্রামীণ এলাকার লোকজনদের জন্য প্রদান করা হয়। এই সিমে কিছু সুবিধাগুলি নিম্নরূপ হতে পারে – 

১। কম দামে এক্সেস – অনেক কম বাজেটের মধ্যে পাওয়া যায় বলে গ্রামের দরিদ্র শ্রেণিরাও এটিকে সহজেই ক্রয় করতে পারে; তথাপি তারা এটাকে ব্যবহারও করতে পারে।

২। সংযোগের বিস্তার অনেক গ্রামীণ এলাকার লোকজন মোবাইল সংযোগ করতে অক্ষম থাকেন। কারণ তাদের এলাকায় নেটওয়ার্ক সংযোগ অনুপস্থিত থাকতে পারে।

তবে গ্রামীণ সিম এই সমস্যা সমাধান করে লোকজনদের এলাকায় ভালো সংযোগ প্রদান করে।

গ্রামীনফোন সিমের ক্ষেত্রে (017/013 ‍Series)

গ্রামীনফোন এর সকল ইএসএসডি কোড (Grameenphone all USSD codes) 

জিপি মিনিট চেক করার সিস্টেম (GP minute check code)  *1000*2#  Or  *121*4*3# Or *121*1*2#

গ্রামীনফোন মূল ব্যালান্স চেক (GP main balance check)  *566#

জিপি এসএমএস কতটুকু আছে তা জানতে ডায়াল করুন (GP SMS Remaining check Dial) *566*2#

গ্রামীনফোন মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুন (GP minute balance code) *566*20#

Other Operators BDT, Code: *566*15#

ওয়েলকাম টন এর জন্য বিদ্যমান ব্যালান্স জানতে ডায়াল করুন (WelcomeTune Balance) *566*3#

আন্তর্জাতিক এসএমএস ব্যালান্স (International SMS) *566*12#

বন্ধুর ফোনে ব্যালান্স নাই? আপনি কি দরদ করে আপনার বন্ধুকে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে ডায়াল করুন (Balance Transfer) Type BTR<>PIN<>017××××××××<>Desire amount & send to 1000

নিজের নাম্বারকে কারো কাছে দেখাবেন না তাই তো? একটি কার্ডের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারেন আপনার সিমকার্ডে।

এর জন্য ডায়াল করুন (Card Recharge) *555*16 digit code*017××××××××#

ইন্টারনেট মেগাবাইট চেক করার জন্য ডায়াল করুন Data (MB) Check: *566*10#

Robi – রবি সিমের সকল কোড বিস্তারত আলোচনা করা হলো ।

রবি সিমের সুবিধা

এ পর্যায়ে সিম টুকিটাকি সকল কোড এ রবি নিয়ে আমাদের আয়োজন। রবি একটি পরিষেবা দাতা কোম্পানি যা বাংলাদেশে মোবাইল সেবা প্রদান করে।

পূর্বে এর নাম ছিল একটেল । পরে পরিবর্তন করে রবি নামকরণ করা হয়েছে। রবি সিম ব্যবহারে আপনি নিচের সুবিধাগুলো পেয়ে যাবেন।

১। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ – রবি সিম আপনাকে দিচ্ছে উচ্চগতির ইন্টারনেট সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ও স্থায়ী ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন।

রবি সিম ব্যবহার করে ব্যবহারকারীরা উচ্চ গতির 4G ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এটি নেটওয়ার্কের স্থিতিশীলতা উন্নয়ন করে।

২। কম দামে কথা বলুন – রবি সিম আপনাকে আর একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে তা হল আপনি এই সিম ব্যবহার করে অনেক অল্প টাকায় অনেকগুলো কথা সেরে ফেলতে পারেন।ব্যবহারকারীরা সিম রিচার্জ করে সরাসরি পেমেন্ট করতে পারেন বা অনলাইনে রিচার্জ করতে পারেন।

৩। সরাসরি অনলাইনে সেবা – এই সিম ব্যবহারে করে ব্যবহারকারীরা অনলাইনে বিভিন্ন সেবা পেতে পারেন।

রবি সিমের ক্ষেত্রে (018)

USSD Code Service Names

রবির মিনিট বান্ডেল চেক করুন (Minutes Bundle) *0#

ব্যালেন্স চেক করুন সহজেই (Balance Check / Due bill check) *1#

নিজের সিম এর নাম্বার দেখুন (Show Your Own Mobile Number) *2#

অবশিষ্ট মেগাবাইট যাচাই করুন (Data (MB) Check) *3#

ইন্টারনেট প্যাক ক্রয় করতে ডায়াল করুন (Internet Pack Purchase) *4#

Popular Vas (Value Added Service) activation/deactivation *5#

প্যাকেজ/ কল তারিফ যাচাই করুন (Know your package/call tariff) *6#

অযথা বিরক্ত না করার জন্য ডায়াল করুন DND (Do not Disturb) (Stop/Start Promotional SMS) *7#

কথা বলতে গিয়ে কল ড্রপ করেছে? ব্যালেন্স শেষ, নো চিন্তা নিয়ে নিন রবির ঝটপট ব্যালেন্স অর্থাৎ জরুরী মুহূর্তে ইর্মাজেন্সি ব্যালেন্স নিতে (Jhotpot Balance/Air Credit) *8#

ভ্যালু অ্যাডেড সার্ভিস সমস্যা করছে? তাহলে এই ধরণের সকল সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন (All VAS Stop Request) *9#

মিনিট এবং মেগাবাইটসহ সকল সার্ভিস জানতে ডায়াল করুন (Show All Service) *123#

Banglalink – বাংলালিংক  সিমের সকল কোড বিস্তারত আলোচনা করা হলো ।

বাংলালিংক সিমের সুবিধা

এখন আমরা সিম টুকিটাকি সকল কোড এ বাংলালিংক সম্পর্কে জানবো ইনশাআল্লাহ্। বাংলালিংক বাংলাদেশে মোবাইল সেবা প্রদান করে একটি পরিষেবা দাতা কোম্পানি।

বাংলালিংক সিম ব্যবহার করা একটি কার্যকরী সমাধান হিসেবে বিভিন্ন সুবিধাগুলি নিম্নরূপ হতে পারে:

১। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ – গ্রামিনফোন এবং রবি সিমের মত বাংলালিংক সিম ব্যবহার করেও ব্যবহারকারীরা দ্রুত ও স্থায়ী ইন্টারনেট সংযোগ পান।

এর মাধ্যমে ব্যবহারকারীরা উচ্চ গতির 4G ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

২। কম দামে কথা বলা ও অনলাইন সুবিধা – অনেক অল্প টাকায় কথা বলা যায়। এমবি সুবিধা বেশি। অনলাইনে সরাসরি পেমেন্ট করা যেতে পারে।

বাংলালিংক সিমের ক্ষেত্রে (019/014)

বাংলালিংক সিমের নিজস্ব নাম্বার জানতে পারেন (BL Number check) *511# কোড ডায়ালের মাধ্যমে।

আপনার কতটুকু ব্যালেন্স অবশিষ্ট আছে তা জানতে ডায়াল করুন (Mobile Balance check) *124#

বাংলালিংকে ইন্টারনেট ব্যালেন্স জানতে চান? তাহলে ডায়াল করুন (Internet Balance check, dial) *5000*500# or *124*3#

আপনার কতটুকু মিনিট অবশিষ্ট আছে তা জানতে পারেন (Minute Check) *121*100# এই কোড ডায়ালের মাধ্যমে

বন্ধুদের সাথে এসএমএস করতে ভালবাসেন? অনেকগুলো এসএমএস কিনছেন? ম্যাসেজ করতে করতে আর কতটুকু আছে তা জানতে চান? ডায়াল করুন (SMS Pack Check) *121*100#

মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস সম্পর্কে জানতে ডায়াল করুন (MMS Check) 124*2#

কোন সমস্যায় পড়েছেন? কাস্টমার কেয়ারে কথা বলতে চান? তাহলে বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলার জন্য ডায়াল করুন (Banglalink Customer Care Number) 121

Airtel – এয়ারটেল সিমের সকল কোড বিস্তারত আলোচনা করা হলো ।

এয়ারটেল সিমের সুবিধা

এয়ারটেল বাংলাদেশে একটি জনপ্রিয় মোবাইল অপারেটর হিসেবে পরিচিত। এয়ারটেল সিম ব্যবহার করা একটি কার্যকরী সমাধান হিসেবে বিভিন্ন সুবিধাগুলি নিম্নরূপ হতে পারে:

১। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ – এয়ারটেল আপনাকে দিচ্ছে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা। 

তবে বর্তমানে রবি এবং এয়ারটেল কিন্তু এক হয়ে গেছে!

২। কম দামে কথা বলুন – এয়ারটেল সিম দিয়ে ব্যবহারকারীরা অনেক অল্প টাকায় কথা বলতে পারেন।

ব্যবহারকারীরা সিম রিচার্জ করে সরাসরি পেমেন্ট করতে পারেন বা অনলাইনে রিচার্জ করতে পারেন।

এয়ারটেল সিমের ক্ষেত্রে (016)

এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করুন অনেক সহজেই শুধুমাত্র (Balance Check) *778# ডায়ালের মাধ্যমে।
নিজস্ব নাম্বার চেক করুন (Show SIM Number) *121*6*3#
মিনিট প্যাক, ইন্টারনেট প্যাকসহ অনেকগুলো প্যাকেজ সম্পর্কে জানুন (Package Check) *121*8#
অবশিষ্ট মিনিট সম্পর্কে জানুন (Minute Check) *778*5# or *778*8#
হুম, ম্যাসেজ করতে ভাল লাগে তো, তাহলে কতগুলো ম্যাসেজ অবশিষ্ট  (SMS Check) *778*2#
এমএমএস চেক করুন (MMS Check) *222*13#
ডাটা প্যাক চেক করুন (Data (MB) Check) *778*39# or *778*4#
(Call Me Back)  *121*5#
Net Setting Request Miss Call  : *140*7# Miss Call
Alert (On) : *121*3*4#

Teletalk – টেলিটক সিমের সকল কোড বিস্তারত আলোচনা করা হলো ।

টেলিটক সিমের সুবিধা

টেলিটক একটি প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সংস্থা হিসেবে বাংলাদেশে অপারেটর হিসেবে কাজ করে। টেলিটক সিম দিয়ে ব্যবহারকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পান করতে পারেন:

১। সুবিধাজনক দামে কথা বলুন – টেলিটক সিম দিয়ে ব্যবহারকারীরা সুবিধাজনক দামে স্থানীয় এবং আন্তর্জাতিক কথা বলতে পারেন। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন বিনামূল্যে কথা বলতে পারেন টেলিটক সিম ব্যবহার করে।

২। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ – টেলিটক সিম ব্যবহার করে ব্যবহারকারীরা দ্রুত ও স্থায়ী ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন।

ব্যবহারকারীরা 2G, 3G, 4G ও 5G এর মতো সব ধরনের ইন্টারনেট সেবা পাবেন এই সিম ব্যবহারের মাধ্যমে। যে কোন সরকারি চাকরির আবেদন ফি প্রদান করার জন্য টেলিটক অনন্য একটি সিম।

টেলিটক সিমের ক্ষেত্রে (015)

আপনার সিমে কত টাকা আছে জানতে চান তো? তাহলে সিম্পলি ডায়াল করুন (Balance Check) *152#
নিজস্ব নাম্বার চেক করতে চাচ্ছেন? ডায়াল করুন (Show SIM Number) *551#
Package Check *152# একটু পরেই ব্যালেন্স দেখাবে এবং সেই সাথে আপনার প্যাকেজ সুবিধা শো করবে। আবার *111#
মিনিট বান্ডেল চেক করুন (Unknown Minute Check) *152#
এসএমএস কতটুকু আছে জানতে (SMS Check) *152#
এমএমএস চেক করুন (MMS Check) *152#
মেগাবাইট চেক করুন (Data (MB) Check) *152#
ফোনে ইন্টারনেট সেট করতে – Net Setting Request : Type SET & Send  738
আপনার ফোনটি নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার বাইরে আছে, আপনার গার্লফ্রেন্ড কল করছে বাট আপনি বুঝতে পারছেন না, এখন যখনই নেটওয়ার্ক সীমানায় চলে আসবেন তখন দেখবেন যে আপনার ঐ আপনাকে স্বরণ করেছিল এটা সেট করতে Miss Call Alert (On) : Type
REG & Send to 2455
এটাকে অফ করতে চাইলে Miss Call Alert (Off) : Type CAN & Send  245

Author

  • SM SETU

    আমি এসএম সেতু। নিত্যটিউনে নতুন হওয়ায় আমার লেখা পোস্টের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রযুক্তি ভাল লাগে। তাই এই ভাল লাগাকে সঙ্গী করেই নিত্যটিউনে লেখার চেষ্টা করছি...

Leave a Reply