ডিজিটাল-মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং নিয়ে সেরা টিপস

  • Post author:

অনলাইন আয়ের জগতে ডিজটাল মার্কেটিং একটি অনন্য নাম। অনলাইন থেকে আয়ের যতগুলো উপায় আছে বলতে গেলে প্রায় সব গুলোর সাথেই ডিজিটাল মার্কেটিং অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর এমন কিছু টিপস (ডিজিটাল মার্কেটিং নিয়ে সেরা টিপস) শেয়ার করবো যেগুলো সত্যিই আপনাকে সফল ডিজিটাল মার্কেটার হতে বিশেষভাবে  সহায়তা করবে।

বাংলায় একটা প্রবাদ আছে প্রচারেই প্রসার ঘটে। কথাটি সত্যিকার অর্থে খুবই কার্যকরী। একটি প্রতিষ্ঠান হলো আর তার প্রচার হলো না।

সুতরাং সেই প্রতিষ্ঠানের নাম কয়জনই বা জানবে? আপনার একটি খুব ভালমানের প্রোডাক্ট আছে। কিন্তু সেই প্রোডাক্টটির প্রচার করলেন না।

digital marketing tips in Bangla

তাহলে কি আপনি আশা করেন যে খুব বেশি পরিমাণ সেল পাবেন।

যদি এমনটা ভেবে থাকেন তো আপনি বোকা বনে বাস করছেন। বিনা প্রচারে আপনার প্রতিষ্ঠান, ব্যবস্যা কিংবা প্রোডাক্ট কোনভাবেই জনগনের কাছে পৌঁছাবে না।

সুতরাং প্রথমে প্রচার তারপর প্রসার।

আজকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে এমন কিছু টিপস শেয়ার করবো যা আপনার জন্য সত্যিই অনেক বড় উপকার বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ করে আপনি যদি একজন সফল ডিজিটাল মার্কেটার হতে চান তবে অবশ্যই আপনাকে এসব বিষয় জানতে হবে।

সবার প্রথমে ডিজিটাল মার্কেটিং কি তা নিয়ে একটু খতিয়ে দেখা যাক,

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)

ডিজিটাল মার্কেটিং কি? শব্দটি ইংরেজী ডিজিট থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ অত্যাধুনিক। ডিজিটাল মার্কেটিং বলতে আধুনিক মার্কেটিং ব্যবস্থাকে বোঝানো হয়।

বর্তমান সময়ের সেরা অনলাইন আয়ের সোর্স হিসেবে ডিজিটাল মার্কেটিং এর জুড়ি মেলা ভার। অনলাইন এর জগতে এমন একটি ক্ষেত্র খুঁজে পাওয়া মুশকিল যেখানে ডিজিটাল মার্কেটিং এর ছোঁয়া লেগে নাই।

নিত্য দিনের প্রতিটি কাজে ডিজিটাল মার্কেটিং জড়িত। আমাদের পণ্য শতাধিক মানুষের মাঝে ছড়িয়ে দেবার অনন্য আর ডিজিটাল প্রক্রিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

অর্থাৎ সহজে বলতে গেলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোন প্রোডাক্ট বা পণ্যের মার্কেটিং করা। অফলাইনে যেমন মার্কেটি করা হয়,

তেমনি অনলাইনেও মার্কেটিং করার দরকার পড়ে। একেই আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। একজন বিজনেস ম্যান হিসেবে,

কিংবা কোন মার্কেটিং এজেন্ট হিসেবে আপনাকে এর সাথে পরিচিত হতেই হবে। তবে একজন ডিজিটাল মার্কেটার হবার জন্য আপনাকে খুব বেশি দক্ষতা যে রাখতে হবে তা কিন্তু নয়।

অল্প পরিমাণ টেকনিক্যাল নলেজ কাজে লাগিয়ে আপনি এটি করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে অটুট।

তাহলে হয়তো বুঝে গেছেন ডিজিটাল মার্কেটি বলতে কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং এ জড়িত ব্যক্তিদের আমরা ডিজিটাল মার্কেটার বলে থাকি।

ভাই একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন যে,

ডিজিটাল মার্কেটিং আসলে কি?

 ‘ক’ কোম্পানি একটি এলইডি লাইটের প্রচারের স্বার্থে অটোরিক্সা করে ১২০ টাকার বাল্বের দাম রেখেছে ৬০ টাকা। এখন প্রচার কিভাবে করছে দেখুন,

আসুন ভাই হাবলুদার অটোতে,

কোম্পানির প্রচারের স্বার্থে আমরা দিচ্ছি ১২০ টাকার এলইডি বাল্ব মাত্র ৬০ টাকা, ৬০ টাকা ৬০ টাকায়। আসুন আর নিয়ে যান।

সীমিত সময়ের জন্য। আগে এলে আগে পাবেন। ফুরে গেলে বাঁশ খাবেন। এটি একটু বাড়িয়ে বললাম। যাই হউক এইভাবে সেই ‘ক’ কোম্পানি তাদের পণ্যের প্রচার চালাচ্ছেন।

তিনি যে পদ্ধতি অবলম্বন করে মার্কেটিং করছেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি বিষয়। আবার অনলাইনে বিভিন্ন অফার চোখে পড়ে নিশ্চয়।

আরো পড়ুনঃ   ডিজিটাল মার্কেটিং গাইডলাইন এবং প্রয়োজনীয় টুলস।

১০০০ টাকার পণ্যে ২৫০ টাকা ছাড়!

আচ্ছা সে বিষয়গুলোর কথা পরে আসুক, দেখুন তো আমি আপনি গ্রামীন, রবি, বাংলালিংক সীম ব্যবহার করি নিশ্চয়।

এখন মাঝে মাঝেই এসএমএস আসে,

৩ জিবি মাত্র ২৫ টাকায়। সীমিত সময়ের জন্য। এই যে অফার তারা দিচ্ছে একটা সময় বেধে।

খেয়াল করেছেন কি কখনও একটি অফার দেবার সাথে সাথেই কতগুলো গ্রাহক তাদের অফারটি গ্রহণ করে?

শতাধিক কিংবা হাজারের উপর গ্রাহক সেই সময়ের মধ্যে অফারটি গ্রহণ করে। কোম্পানির সেলের মাত্রা বেড়ে যায়।

ডিজিটাল মার্কেটিং টিপস

আয় সীমিত হলেও পরে হিসেব কষলে দেখবেন বিক্রির তুলনায় আয়ের মাত্রা সত্যিই আগের মতই রয়ে গেছে। কখনও আবার বেশিও হয়ে থাকে।

তার মানে পূর্বে সেল কম ছিল তবে আয় বেশি ছিল। পরে মার্কেটিং টিপস অবলম্বন করে সেল বেশি হল কিন্তু আয় আগের মতই রয়ে গেল।

অথবা,

বেশি হয়ে গেল। আশা করছি ডিজিটাল মার্কেটিং বিষয়টি বুঝতে পারছেন।

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব

ডিজিটাল মার্কেটিং বর্তমান একটি হট ক্যারিয়ার। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে কোন উপায়ে ডিজিটাল মার্কেটিং এ যুক্ত হতেই হবে।

একজন ডাক্তারকে তার প্রচারের স্বার্থে এর সাথে যুক্ত থাকতেই  হবে। একজন প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রচারের স্বার্থে এই মার্কেটিং ব্যবস্থার সাথে যুক্ত থাকতেই হবে।

একটি হাসপাতাল এর রুগী কালেকশনের জন্য মার্কেটিং করার দরকার পড়ে। একটি পোশাক শিল্প কারখানাকে তার পোশাক শিল্পের প্রচারের জন্য মার্কেটিং করতেই হবে।

ডিজিটাল মার্কেটিং শিখে আয়

এমনি করে কোন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার পণ্যের প্রচারের স্বার্থে, ডিজিটাল মার্কেটিং ব্যবস্থার সাথে জড়িত হতেই হবে।

অফলাইনের এই ব্যবস্থাপনা ঠিক অনলাইনের অনুরূপ। তাহলে যদি এসব প্রতিষ্ঠান প্রচারণা না চালায় তবে সেলের পরিমাণ অনেক কমে যাবে এটা বলা সংগত। 

যদি সেলের পরিমাণ কমে যায় তবে আয়ের পরিমাণ নির্ঘাত কমে যাবে। সুতরাং ডিজিটাল মার্কেটিং একটি পণ্যের প্রচারের সাথে সাথে সেলের পরিমাণ বৃদ্ধি করে। 

উপযুক্ত এবং বেশি পরিমাণ কাস্টমারের কাছে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচার ঘটিয়ে দেয়। অর্থাৎ বলা যায় ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম।

ডিজিটাল মার্কেটিং এ আয় কেমন?

কেন আপনি ডিজিটাল মার্কেটার হবেন?

ডিজিটাল মার্কেটিং কেন করবেন? আপনি ইতোমধ্যেই জেনে গেছেন যে ডিজিটাল মার্কেটিং পেশায় জড়িত কাউকে আমরা ডিজিটাল মার্কেটার বলে থাকি। 

ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?

সুতরাং একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে কেন গড়ে তুলবেন সেই বিষয়ে কিছু ধারণা আপনার রাখা উচিত।

দেখুন কোন সেই কারণ যার জন্য আপনি একজন ডিজিটাল মার্কেটার হবেন?

  • বর্তমান সময়ের টপ মোস্ট ক্যারিয়ার
  • অতিরিক্ত কোন দক্ষতার প্রয়োজন নেই
  • কোন নিজস্ব পুঁজি লাগে না
  • একটি স্মার্ট ফোন দিয়েও এটি করা সম্ভব (মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং)
  • কোন স্থানে গিয়ে আপনাকে কাজ করতে হবে না অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করেই একটি স্মার্ট ক্যারিয়ার গড়তে পারেন
  • প্রায় সব পেশার সাথেই এটি জড়িত

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং এর সেক্টর – দক্ষতা বাড়ানোর উপায়

  • মার্কেটিং চাহিদা আকাশচুম্বী
  • অনলাইন এবং অফলাইন দুই সেক্টরেই যথেষ্ট কদর রয়েছে
  • আনলিমিটেড আয় করার সম্ভাবনা
  • অনলাইনে প্রায় শতকরা ৪৩ ভাগ ক্রেতাকে তাদের পছন্দের ওয়েবসাইটে আসার মূল কারন দেখা যায় গুগল সার্চ
  • অনলাইন থেকে মোবাইল এর মাধ্যমে প্রায় ৫১% মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটা করে থাকে
  • প্রায় শতকরা ৭০ ভাগ মানুষ কোন পণ্য কেনার আগে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে
  • প্রায় ৮২ ভাগ মানুষ ইকমার্স ওয়েবসাইটে গিয়ে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে পণ্য ক্রয় করে থাকে।

সুতরাং বুঝতেই পারছেন এই পেশা কেন আপনার জন্য একটি হট ক্যারিয়ার। কেন আপনি একজন ডিজিটাল মার্কেটার হবেন তার মূল কারণ হয়তো বুঝে গেছেন এতক্ষণ।

ডিজিটাল মার্কেটিং এর পর্যায় সমূহ

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পর্যায় আছে। এগুলোর যে কোন নির্দিষ্ট কয়েকটি অংশ দিয়েই আপনার ডিজিটাল মার্কেটিং এর শুভ যাত্রা শুরু করে দিতে পারেন।

তাহলে চলুন না টপ পর্যায়গুলো এক নজরে দেখে নিই।

  • এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
  • সিপি-এ মার্কেটিং (CPA Marketing)
  • কন্টেন্ট মার্কেটিং (Content Marketing)
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)
  • ইমেইল মার্কেটিং (E-mail  Marketing)
  • এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO-Search Engine Marketing)
  • ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং (E-commerce Product Marketing)
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing)

কি হতে পারে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ?

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং – বিশ্বের বাজার ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন। যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে তাতে করে অল্প কিছু দিনের মধ্যেই অনলাইনে ডিজিটাল বিপ্লব ঘটে যাবে।

বিশ্বের বাজার এখন রূপডিজিটাল ইন্ডাস্ট্রির একটি । এখনকার দিনে মানুষ গতানুগতিক বাজারে গিয়ে কিছু ক্রয় করার চেয়ে অনলাইনে অর্ডার করে ক্রয় করাকেই বেশি প্রাধান্য দিচ্ছে।

তার মানে পছন্দমত একটি পণ্য বিশ্বস্ত কোন বিক্রেতার কাছ থেকে অনলাইনে অর্ডার করে ডেলিভারীসহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করছে। 

এতে করে সে বাসায় বসেই উক্ত পণ্যটি পেয়ে যাচ্ছে। সময় বেঁচে গেল। নিজের কষ্টটাও লাঘব হল। এই ব্যবস্থা কন্ট্রোল করছে ডিজিটাল মার্কেটিং

সুতরাং এর ভবিষ্যৎ যে উজ্জল তা বলার অপেক্ষায় রাখে না। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ পুরো দক্ষতা অর্জন করতে পারেন,

তবে এই সেক্টর থেকে অজস্র পরিমাণ আয় করতে পারেন। 

আপনার জন্য রিকমেন্ডেড পোস্ট,

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং করতে প্রয়োজনীয় ল্যাপটপ

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। 

ভাল থকেন, সুস্থ্য থাকেন। 

আল্লাহ হাফেজ।

Author

Leave a Reply