সেরা ১০টি গেমিং পিসি – গেমিং এর জন্য সব থেকে ভালো পিসি কোনটি?

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক সেরা ১০টি গেমিং পিসি ২০২৩ নিয়ে আমাদের আজকের আয়োজন। সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, সেরা ১০টি গেমিং পিসি ২০২৩। আশা করবো সম্পূর্ণ পোস্টটি আপনাদের অনেক কাজে লাগবে।

গেমিং পিসি কি

Gaming PC হলো সাধারণত ভারি কাজ যেমন:বড় গেম,গ্রাফিক্স এর কাজ, ভিডিও এডিট,ফটোশপ ইত্যাদি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

আরো পড়ুনঃ ৩০ হাজার বাজেটের ল্যাপটপ (সেরা ব্র্যান্ড নির্বাচন)

গেমিং কম্পিউটারে উন্নত মানের হার্ডওয়ার ইউজ করা হয় যা সাধারণ কম্পিউটারের সচরাচর ব্যবহার করা হয় না। নিচে কিছু গেমিং পিসির হার্ডওয়ার সেকশন দেওয়া হল।

  •  HDD এর পরিবর্তে SSD.
  •  RAM ক্ষেত্রে DDR এর Update Version.
  • কুলিং সিস্টেম বেশি থাকবে।

গেম খেলার জন্য কোন পিসিটি ভালো হবে

গেম খেলতে হলে অবশ্যই নতুন হোক কিংবা পুরাতন হোক, আপনার পিসিতে একটি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবেই হবে।

গ্রাফিক্স কার্ড সহ 4GB র‍্যামের পিসিতে আপনি যেসব গেমস চালাতে পারবেন, একটি গ্রাফিক্সহীন বা ইন্টারনাল GPU যুক্ত পিসিতে ওই গেম চালাতে গেলে আপনার 8GB র‍্যামের প্রয়োজন হবে।

কম দামে সেরা গেমিং পিসি

একটি বিষয় বর্তমানে বিশেষভাবে নজরে আসছে তা হলো গ্রাফিক্স কার্ডের মূল্য। এটি অত্যধিক বেশি হওয়ার কারণে এখন মিড বাজেটে পিসি বিল্ড করা অনেকটায় কঠিন হয়ে গেছে। 

ইন্টেল ১২জেন কোর i5 12400 বাজারে পাওয়া যাচ্ছে এখন ২১,৫০০ টাকায়।সমস্যা হচ্ছে ১২৪০০ টাকা দিয়ে অধিকাংশ বিল্ড যেগুলো হবে সেগুলো বাজেট বিল্ড,কিন্তু এই নতুন প্রসেসরের জন্য সেভাবে কোন বাজেট মাদারবোর্ড বাজারে দেখা যাচ্ছে না।

AMD বিল্ড গুলোতে একটা সুবিধা যে পুরনো বোর্ডে নতুন প্রসেসর ব্যবহার করা যায় শুধুমাত্র বায়োস টা আপডেট করে নিলেই,যদিও AMD ও সামনে নতুন socket ব্যবহার করায় এই সুবিধা আর পাওয়া যাবে না। আর ইন্টেল এ এসেছে পরিবর্তন। এখন প্রতিটি নতুন জেনারেশন বোর্ড এ বিশেষ করে 10th and 11th gen এর LGA 1200 সকে বদলিয়ে ১২ জেন এ ব্যবহার হচ্ছে LGA 1700 সকেট, কি চমৎকার তাই নাহ্? 

বাংলাদেশে h610m-a এর দাম ১১১০০ টাকা।আর টাফ b660m-e এর দাম ১৬১০০ টাকা। বাজেট বিল্ডারদের কথা মাথায় রেখে আমাদের বেছে নিতে হচ্ছে, Prime h610m-a যেটার দাম ১১,১০০ টাকা।

আমাদের ১২,৪০০ এর জন্য যেটা এনাফ। আপনার বাড়তি টাকা থাকলে বি৬৬০ বোর্ড নিতে পারেন। সেক্ষেত্রে মেমোরি অভারক্লকিং,বেশি পোর্টস অনেক এক্সট্রা ফিচার আছে,যাদের দরকার তারা একটু মিলিয়ে দেখে ডিসিশন নেবেন। স্পেশালি যারা ১২,৬০০ দিয়ে একটি সুন্দর এবং ডিমান্ডেবল গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের মতে বি৬৬০ বোর্ড গুলো অনেক বেশি সুইটেবল হতে পারে।

র‍্যাম স্পিড নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না এবার,ddr4 ram 3200 মেগাহার্জ স্পিড এ চলাতে পারবেন জটিলতা ছাড়াই।আর ভবিষ্যতে মাদারবোর্ড আপগ্রেড করলে ডিডিআর ফাইভের স্বাদ নেওয়ার সুযোগ তো থাকছেই।

এক এক জনের কাজের ভিন্নতার ভিত্তিতে স্টোরেজের রিকোয়ারমেন্ট ও প্রিফারেন্স ভিন্ন হয় তাই আমরা অন্যান্য বিল্ডের মতো এখানেও কোনো স্টোরেজ এড করছি না শুধু একটি সিম ড্রাইভ ছাড়া। ১২৮ জিবি ক্যাপাসিটির M.2 PCIe SSD এর দাম ২৮০০ টাকা। 

৩০০০০ টাকা বাজেটের সেরা গেমিং পিসি দেখুন

বাংলাদেশ একটি দরিদ্র দেশ। দরিদ্র্র হওয়ার কারণে,আমরা সবাই উচ্চ মানের পিসি কিনতে পারি না। সবাই মনে করে যে একটি গেমিং পিসি বানাতে অনেক খরচ হতে পারে।

এটা সত্য যে উচ্চমানের গেমিং পিসিতে উচ্চমানের গেম খেলা এবং উপভোগ করা যায়। আপনি স্বাচ্ছন্দে সেখানে গেইম খেলতে পারবেন।

তবে সবচেয়ে মজার বিষয় হলো এই ধরণের গেমিং পিসিগুলো আপনি আপনার লোকাল এলাকার কোন কম্পিউটার দোকান থেকেই ক্রয় করতে পারবেন।

 ৭ টি মেইন কম্পোনেন্ট থাকে যে কোন কম্পিউটারের  মধ্যে । তা নিচে বলা হলো-

  • প্রসেসর
  • মাদারবোর্ড
  • র‍্যাম
  • হার্ডডিস্ক
  • পাওয়ার সাপ্লাই ইউনিট
  • গ্রাফিক্স কার্ড
  • চ্যাসিস অথবা কেসিং

গ্রাফিক্সকার্ড বাদ দিলে মেইন কম্পোনেন্ট ৬ টি। গেমিং কম্পিউটার তৈরি করতে কোন প্রকার গ্রাফিক্স কার্ড ব্যবহার করিনি

আরো পড়ুনঃ ল্যাপটপ নাকি ডেস্কটপ, কোনটি বেটার হবে? (বিস্তারিত)

গেমে ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য আপনাকে একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা উচিত।  নিচের বিষয়গুলোর দিকে নজর দিন।

  • Processor : RYZEN 3 3200G – দাম: 8,900 টাকা
  • এতে রয়েছে উচ্চমানের  RAM যার নাম এবং মূল্য : Corsair Vengeance LPX 8GB 3200MHz – 3,600 টাকা
  • উচ্চমানের ক্যাচির যার নাম ও মূল্য : Gamdias Argus E1 – 3,200 টাকা
  • প্রসেসরকে শান্ত রাখার জন্য এর রয়েছে উন্নত CPU FAN যার ডােইমেনশন ও মূল্য : 2x 120mm LED Case fan  – 300 টাকা 

এই জাতীয় গেমিং কম্পিউটার তৈরী করার জন্য আমাদের সর্বমোট খরচ ৩০৩০০ এর মত। এখন নিশ্চয় বুঝতে পারছেন।

আপনি যদি ভাল দামাদামি করতে পারেন তাহলে 30000 টাকার মধ্যে গেমিং কম্পিউটার তৈরি করতে পারবেন। আরেকটা কথা বলে রাখা ভালো প্রোডাক্ট এর দাম কিন্তু সবসময় একরকম থাকে না।

30 হাজার টাকার গেমিং পিসি প্রসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি RAYZEN 32200G APU প্রসেসর। প্রসেসটি বাজেটের মধ্যে  একটি অনেক ভালো।

প্রসেসরটি বর্তমান বাংলাদেশের বাজার মূল্য 8,900 টাকা। চলুন তো দেখি কি আছে এর মাঝে-

  • এতে আছে চারটি কোর এবং চারটি থ্রেড,
  • প্রসেসরটি টাইট বাজেটে এন্ট্রি লেভেল গেমিং এবং ইস্পোর্টস টাইটেলগুলোর পাশাপাশি হাল্কা কন্টেন্ট ক্রিয়েশন এবং মাল্টিটাস্কীংয়ের জন্য বেশ উপযোগী।

মাদারবোর্ড বিবরণ

আমরা মাদার্বোর্ড হিসেবে ব্যবহার করছি MSI B450M Pro M2 MAX মাদার্বোর্ড। মাদারবোর্ড সকল গুরুত্বপূর্ণ ফিচার নিচে দেয়া হল।

মাদারবোর্ডটি আপনি বাংলাদেশের যে কোন জায়গা থেকে কিনতে পারবেন। মাদারবোর্ডটি বাংলাদেশের বাজার মূল্য 7,500 টাকা।

মাদারপুর টেকনিক্যাল বিবরণ

  • AMD B450 Chipset
  • Turbo M.2 & Audio Boost Technology
  • X-Boost & Core Boost Technology
  • AMD B450 Chipset
  • Turbo M.2 & Audio Boost Technology
  • X-Boost & Core Boost Technology

RAM এর বিবরণ

রেম হিসেবে আমরা ব্যবহার করছি Corsair Vengeance LPX 8GB 3200MHz RAM। একটা 8GB RAM ব্যবহার করার কারণ আপনি ভবিষ্যতে আরেকটা 8GB RAM ব্যবহার করতে পারবেন। RAM টি বাংলাদেশের বাজার মূল্য 3,600 টাকা।

RAM টেকনিক্যাল বিবরণ

  • Frequency: 2400MHz
  • Operating voltage: 1.5V
  • Pin: 240 pin
  • CAS Latency: 15.0/16.0

আরো পড়ুনঃ পিসির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (বেস্ট পিসি সফটওয়্যার)

ব্যবহার করছি HDD 500GB Refurbished Abroad Used HDD আপনার যদি প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন আমার প্রয়োজন আমি ব্যবহার করছি। SSD টি বাংলাদেশের বাজার মূল্য 2,800 টাকা।

পরিশেষে

প্রিয় পাঠক, আশা করছি আপনারা সকল তথ্য সঠিকভাবে। এরকম ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে পারেন।

আশা করছি জানতে পেরেছেন সেরা ১০টি গেমিং পিসি ২০২৩। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই বিদায় জানাচ্ছি।

পরবর্তীতে অন্য একটা আর্টিকেলে অন্য একটা টপিকের ওপরে আপনাকে তথ্য প্রদান করব। পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Author

  • SM SETU

    আমি এসএম সেতু। নিত্যটিউনে নতুন হওয়ায় আমার লেখা পোস্টের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রযুক্তি ভাল লাগে। তাই এই ভাল লাগাকে সঙ্গী করেই নিত্যটিউনে লেখার চেষ্টা করছি...

    View all posts

Check Also

পেনড্রাইভ বুটেবল

পেনড্রাইভ বুটেবল করুন চোখের পলকেই!

একটি পেনড্রাইভ বুটেবল করা বর্তমান সময় খুবই সহজ একটি কাজ। গতানুগতিক একটি ডিভিডি ড্রাইভকে ব্যবহার …

2 comments

  1. The very next time I read a blog, I hope that it wont disappoint me as much as this one. I mean, Yes, it was my choice to read through, however I genuinely believed you would have something interesting to talk about. All I hear is a bunch of crying about something you could fix if you werent too busy searching for attention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *