content-writing

কনটেন্ট রাইটিং (content writing) কি? আর্টিকেল লিখে আয় করুন।

  • Post author:

ফ্রিল্যান্সিং জগতে কনটেন্ট রাইটিং (content writing) সম্পর্কে জানেন না এমন কাউকে খুঁজে পাওয়া হয়তো দুস্কর। তারপরেও কনটেন্ট রাইটিং এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় অনেকের মাঝে এখনো রয়ে গেছে অজানা।

তাহলে চলুন জেনে নেবার চেষ্টা করি কনটেন্ট রাইটিং কি? কিভাবে কনটেন্ট রাইটিং এর মাধ্যমে পর্যাপ্ত আয় করা যেতে পারে?

তবে শুরুর আগে এক্সপার্টদের অনুরোধ আপনারা একটু দূরে থাকলেই বেটার হয়! কারণ পড়বেন আর মাঝে মাঝে হাসবেন এটা কেমন দেখায় নাহ্ বলুন?

তো বন্ধুরা বলছিলাম যে কনটেন্ট রাইটিং করে অনেকেই অনলাইন থেকে লক্ষাধিক পরিমাণ আয় করছেন, কিন্তু কিভাবে?

আপনিও কি চাচ্ছেন অনলাইন থেকে কনটেন্ট রাইটিং করে আয় করতে? তাহলে আপনার জন্যই এই পোস্ট। চলুন তো বিস্তারিত জানার চেষ্টা  করি।

কোন সেই তথ্য লুকিয়ে আছে যার দ্বারা অনলাইন থেকে কনটেন্ট রাইটিং এর মাধ্যমে এত পরিমাণ অর্থ আয় করা সম্ভব।

তাহলে সবার আগে কনটেন্ট রাইটিং (content writing) কি এটা জেনে নিই।

 

কনটেন্ট রাইটিং কি? (What is Content Writing?)

ডিজিটাল মার্কেটিং এর অনন্য একটি শাখা হচ্ছে কনটেন্ট রাইটিং। আপনি সাধারণত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন নিশ্চয়?

আচ্ছা বাদ দিন তার কথা, এই যে আপনি এখন যে পোস্টটি পড়ছেন বলেন তো এটাকে আমরা কি বলবো? এটাও কিন্তু কনটেন্ট।

তাহলে এখানে তো বিভিন্ন লেখার পাশাপাশি ছবিও দেখা যাচ্ছে। তাহলে? এগুলো সবই কি কনটেন্ট। জ্বি এগুলো সব হচ্ছে ডিজিটাল কনটেন্ট

তাহলে নিশ্চয় বুঝতে পারছেন কনটেন্ট আসলে কি?

 

আর্টিকেল লিখে আয় করার পূর্বশর্ত

আপনি যে কোন কোম্পানিতে কিংবা ফ্যাক্টরিতে অথবা ধরে নিচ্ছি কোন অনলাইন সেক্টরে জব করতে চাচ্ছেন।

তাহলে বলুন তো তারা আপনাকে কিছু নিয়ম-নীতি মানতে বলবে কি না? অবশ্যই কিছু রুলস এবং রেগুলেশন মেনে তাদের সাথে কাজ করতে  হবে।

তেমনি করে আপনি যদি অনলাইনে কোন কোম্পানির হয়ে কাজ করে থাকেন তবে আপনাকে তাদের নিয়ম মেনে কাজ করতে হবে।

অন্যথায় আপনার চাকরি বাতিল হয়ে যাবে। আর্টিকেল লিখে আয় করা মূলত কঠিন কোন কাজ নয়। এখানে আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

মূলত আর্টিকেল লিখে শুরুতে আপনার আয় বেশি হবে না। কিন্তু পর্যায়ক্রমে দক্ষতার সাথে সাথে আপনার আয় এত পরিমাণ বেড়ে যাবে যা আপনি চিন্তাও করতে পারবেন না।

তবে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে বিভিন্ন নিয়ম দিতে পারে। আমরা এখানে কিছু সাধারণ নিয়ম যেগুলো মোটামুটি সকল প্রতিষ্ঠানই দিয়ে থাকে তাই জানার চেষ্টা করবো।

চলুন না শুরু করা যাক,

  • প্রথমত তাদের যে নিয়ম-নীতি আছে ওয়েবসাইটে তা ভালভাবে পর্যবেক্ষন করতে হবে।
  • তাদের নিয়মের কোন অংশের যাতে কোন গড়মিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • আপনাকে প্রতিনিয়ত লেখালেখির উপর থাকতে হবে।
  • নিত্য নতুন আর্টিকেল পড়ে তথ্য আহরণ করতে হবে।
  • কোন নতুন তথ্য যা আপনার অজানা জানার সাথে সাথে নোট করে নিতে হবে।
  • পোস্টের ভাল একটি শিরোনাম প্রদান করতে হবে এবং
  • প্রয়োজনে ইমেজ দিতে হবে।

এবার চলুন জেনে নিব কিভাবে ভাল আর্টিকেল লিখা যায়। এর জন্য মূলত নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে।

  • টাইটেলটি যতদূর সম্ভব ছোট আর আকর্ষণীয় করুন

আপনি যখন একটি ভালমানের পোস্ট লিখতে যাবেন অর্থাৎ ভাল আর্টিকেল লেখার জন্য আপনাকে অবশ্যই টাইটেল এর প্রতি নজর দিতে হবে।

আপনার পোস্টের টাইটেল যদি অনেক বড় হয় তবে তা পাঠকের কাছে বিব্রতকর পরিস্থিতি তৈরী করতে পারে।

এই যে দেখুন এই পোস্টটির টাইটেল যদি আমি ২ থেকে ৩ লাইন করে দিতাম তাহলে পোস্ট পড়ার পরিবর্তে আপনি নিশ্চয় টাইটেল পড়েই দৌড় দিতেন।

তাহলে যখন পোস্ট লিখবেন তখন নিজেকে একটু পাঠক হিসেবে দেখবেন।

  • প্যারাগ্রাফ আকারে লেখার চেষ্টা করুন

আপনি এমন একটি পোস্ট লিখলেন যা একাধারে অনেকগুলো লাইনের সমষ্টি। এখন কথা হলো এবার নিজে পাঠকের জায়গাটা নিন।

আর ভাবুন সেই লেখাটা আপনি পড়ছেন। বলুন তো আপনার কেমন লাগবে? নিশ্চয় খারাপ লাগার কথা। সুতরাং পোস্টকে প্যারা আকারে লেখার চেষ্টা করুন।

আর প্যারাগুলো অবশ্যই ছোট ছোট করে লেখার চেষ্টা করবেন। তাহলে একইসাথে দেখতেও ভাল দেখাবে আর পড়তেও অনেক ভাল লাগবে।

  • পোস্টের মাঝে ছবির ব্যবহার করা

একটি কথা প্রায়শই শোনা যায় যে ছবি নাকি কথা বলে। হুম, কথা কিন্তু সত্যি। যদি পোস্টের অভ্যন্তরে মাঝে মাঝে ছবি ব্যবহার করা হয় তবে সেটা অনেক ভাল হয়।

পোস্টকে ছবি আরো সুন্দরভাবে ফুটে তোলে। তাই যতটা সম্ভব পোস্টের মাঝে ছবি ব্যবহার করার চেষ্টা করুন।

কপিরাইট ফ্রি ছবি পেতে নিচের সাইট ভিজিট করতে পারেন,

https://pixabay.com

 

আরো পড়ুন,

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন প্রতি মাসে লক্ষাধিক টাকা

 

কেন আপনি কনটেন্ট রাইটিং করে আয় করবেন?

বর্তমানে অনেকেই কনটেন্ট রাইটিং করে আয় করছেন। আপনিও কি চাচ্ছেন এর মাধ্যমে আয় করতে। তাহলে অবশ্যই আপনার জানা উচিত কেন আপনি কনটেন্ট রাইটিং করে আয় করতে চান।

নিজের সৃজনশীলতাকে ফুটে তোলার অন্যতম একটি ওয়ে হচ্ছে কনটেন্ট রাইটিং। নিজের মেধাস্বত্তকে কাজে লাগিয়ে আপনি এটা করতে পারেন।

সেই সাথে আপনার পারদর্শিতা অবশ্যই ফুটে ওঠবে। তাহলে চলুন কেন আপনি কনটেন্ট রাইটিং করবেন এক নজরে  দেখে নিই।

  • নিজের সৃজনশীলতা বৃদ্ধি করার সেরা উপায়।
  • নিজের বাসায় বসেও অনলাইন থেকে এর মাধ্যমে আয় করতে পারেন।
  • এটা অনেক প্রফিটেবল ক্যারিয়ার হতে পারে।
  • এর জন্য আহামরি অনেক বেশি ডিগ্রির কোন প্রয়োজন নাই।
  • বয়স কোন ফ্যাক্টর নয়।
  • এর ভবিষ্যৎ অনেক উজ্জল।

 

কনটেন্ট রাইটিং করে কিভাবে আয় করা যায়?

How to Earn by Content Writing? কনটেন্ট রাইটিং করে আপনি অনলাইন থেকে বিভিন্নভাবে আয় করতে পারবেন। তবে এর জন্য আপনার সৃজনশীলতা সুন্দরভাবে ফুটে তোলার মানসিকতা তৈরী করতে হবে।

আপনি যদি একজন ভালমানের কনটেন্ট রাইটার হতে পারেন তবে অনলাইন থেকে কিংবা অফলাইন উভয় মাধ্যম থেকেই আয় করতে পারবেন।

আপনি যখন এক্সপার্ট রাইটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন তখন অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস যেমন, আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার এরকম আরো অনেক সাইটে কাজ পেয়ে যাবেন।

এসব মার্কেটপ্লেসে কনটেন্ট রাইটিং জব করে অনেকেই অনলাইন থেকে হাজার হাজার ডলার আয় করছে। তবে এত হাজার হাজার ডলারের কথা শুনে আবার আচমকা কিছু করতে যাবেন না।

মনে রাখবেন বাস্তব জীবনে আয় করা যেমন কঠিন একটি বিষয় অনলাইন থেকে আয় করাও কিন্তু কম কিছু না।

সুতরাং আপনাকে একনিষ্টভাবে কাজ করে যেতে হবে। নিজের দক্ষতা সব সময় বাড়ানোর প্রচেষ্টা করতে হবে।

তবে এসব সাইটে কিন্তু বাংলা কনটেন্ট রাইটিং জব পাবেন না। এখানে আপনাকে ইংরেজীতে লিখতে হবে। আর যদি ইংরেজীতে না লিখতে পারেন বা কম দক্ষতা থাকে তবে আপনি বাংলা পোস্ট রাইটিং এর মাধ্যমেও কিন্তু আয় করতে পারবেন।

নিচে কিছু সাইটের নাম তুলে ধরা হলো যেখান থেকে বাংলা কনটেন্ট রাইটিং এর মাধ্যমে আপনি হাজার হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবেন।

  • জেআইটি
  • প্রতিবর্তন
  • টেকটিউনস

তো বন্ধুরা আশা করছি আপনি কনটেন্ট রাইটিং এর বিষয়ে বিস্তারিত জানতে পারছেন। যদি আপনিও চান কনটেন্ট রাইটি করে প্রতি মাসে হাজার ডলার আয় করতে তবে লেগে থাকার মানসিকতা তৈরী করুন। 

হাল ছাড়বেন না। মনে রাখবেন ব্যর্থতার মাঝেই রয়েছে সফলতার চাবি। 

তাহলে আজ এ পর্যন্তই। ভাল থাকেন। সুস্থ্য থাকেন।

আল্লাহ্ হাফেজ।

Author

Leave a Reply