গুগল মিট কি

গুগল মিট কি? কেন গুগল মিট এত জনপ্রিয়?

  • Post author:

অনলাইন মিটিংয়ের জগতে গুগল মিট একটি জনপ্রিয় নাম। দৈনন্দিন জীবনে অনলাইন মিটিংয়ের কাজে আমরা গুগল মিট ব্যবহার করলেও অনেকেই জানি না গুগল মিট আসলে কি এবং কেন গুগল মিট এতো বেশি জনপ্রিয়।

তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, গুগল মিট কি এবং কেন গুগল মিট এতো বেশি জনপ্রিয়।   

গুগল মিট কি

Google Meet হলো গুগলের তৈরি একটি ভিডিও যোগাযোগ পরিষেবা। যার মাধ্যমে খুব সহজেই যেকোন প্রকারের ভিডিও মিটিং করা যায়।

গুগল মিট গুগলের পূর্বের অ্যাপস গুগল হ্যাঙ্গাউটস মিট নামে পরিচিত হলেও পরিবর্তীতে গুগল চ্যাটের সমন্বয়ে গুগল মিটে প্রতিস্থাপন করা হয়।

এটি ২০২২ সালে গুগলের আরেকটি অ্যাপ ডুওকে প্রতিস্থাপন করেছে এবং ডুও মোবাইল অ্যাপটির নাম পরিবর্তন করে মিট করা হয়েছে। এবং পূর্বের মূল গুগল মিট অ্যাপটি পর্যায়ক্রমে বন্ধ করা হয়েছে। 

গুগল মিট সর্বপ্রথম ২০১৭ সালের ৯ই মার্চ তৈরি করা হয় এবং তখন এটি শুধু গুগলের নিজেস্ব কাজে ব্যবহার করা হতো।

কোভিড ১৯ মহামারীর শুরুতে গুগল ঘোষণা কররেছিল যে মিট আগের মতো শুধু গুগল ওয়ার্কস্পেস ব্যবহারীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করা হবে।  

কেন গুগল মিট এত জনপ্রিয়

মিটিং এর জন্য যেসকল অ্যাপ এবং সার্ভিস রয়েছে তার মধ্যে গুগল মিট সবচেয়ে বেশি জনপ্রিয়।

নিম্নে গুগল মিটের জনপ্রিয়তার কারণগুলো উল্লেখ করা হলো- 

ফ্রি ফিচার

গুগল মিটের মাধ্যমে বিনামূল্যে সর্বাধিক ১০০ জন অংশগ্রহণকারীর সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা রয়েছে।

এবং একই সাথে গুগল তাদের ব্যবহারকারীদের ডেটা ও গোপনীয়তা সুরক্ষিত রাখতে Google Meet অপব্যবহার বন্ধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা প্রদান করে। 

সীমাবন্ধহীন মিটিং সুবিধা

গুগল মিটে মিটিং করার সময়ে যেকোন ব্যক্তি সাথে যত খুশি ততবার লিভ নিতে পারে এবং যত খুশি ততবার কান্টেক্ট হতে পারে।

গুগল মিট এর ফ্রি ভার্সন ব্যবহার করলে অতিরিক্ত সুরক্ষার জন্য প্রতিবার নতুন করে যুক্ত হবার জন্য প্রথমে Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে হবে।  

লাইভ ক্যাপশন সুবিধা 

গুগল মিটে ব্যবহার করা হয়েছে Google এর স্পিচ শনাক্তকরণ টেকনোলজি। যার মাধ্যমে মিটিং চলাকালীন সময়ে অটোমেটেড লাইভ ক্যাপশনের সুবিধা পাওয়া যায়।

ক্লোজড ক্যাপশন চালু করার জন্যে মিট স্ক্রিনের থ্রি-ডট মেনুতে ক্লিক করতে হবে। লাইভ ক্যাপশনটি বর্তমানে শুধু ইংরেজিতে উপলভ্য।  

সকল ভিডাইসে ব্যবহারের সুবিধা 

Google Meet যেকোনও ডিভাইসে কাজ করে থাকে। ডেস্কটপ, ল্যাপটপ, Android বা iPhone/iPad সকল ডিভাইসের মাধ্যমেই গুগল মিট ব্যবহার করা যায়।

এছাড়াও যদি কোন সংস্থার কনফারেন্স রুমের জন্য গুগল মিট ব্যবহারে সমস্যা হয় তবে সস্তায় গুগল মিটের Google Meet হার্ডওয়্যার কিনে নিলেই সমস্যা সমাধান হয়ে যায়। 

প্রিভিউ স্ক্রিন সুবিধা

মিটিং কোড বা লিংকে ক্লিক করার পরে ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাডজাস্ট করার জন্য এবং ক্যামেরা কেমন দেখাচ্ছে সেটার প্রিভিউ সুবিধা রয়েছে।

এছাড়াও ইতিমধ্যে যারা মিটিংয়ে যুক্ত আছেন তারাও একটি প্রিভিউ দেখতে পাবেন।  

হোস্ট কন্ট্রোলিং সুবিধা 

গুগল মিটে রয়েছে মিটিং আয়োজনকারীর জন্য নিয়ন্ত্রনের সুবিধা। যিনি মিটিংএ হোস্ট থাকবেন তিনি চাইলে অংশগ্রহণকারীকে পিন বা মিউট করতে অথবা সরিয়ে দিতে পারবেন।

তবে একজন আংশগ্রহণকারী অপর অংশগ্রহণকারীকে মিউট করতে পারবেন না। 

স্ক্রিন শেয়ার সুবিধা 

প্রেজেন্টেশন শেয়ার করা এবং একযোগে কোনও ডকুমেন্টের কাজ করার জন্য গুগল মিটে রয়েছে স্ক্রিন শেয়ার করার সুবিধা।

স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে অংশগ্রহণকারীগণ খুব সহজেই মিটিং এর মধ্যে প্রেজেন্টেশন বা ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। 

ম্যাসেজ করার সুবিধা

গুগল মিটে রয়েছে মিটিং চলাকালিন সময়ে লাইভ চ্যাট করার মতো সুবিধা। মিটিং কে আরও আকর্ষণীয় এবং মিনিংফুল করে তুলতে চ্যাট আইকনে ক্লিক করে খুব সহজেই চ্যাট করতে পারবেন।

চ্যাট অপশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাথে খুব সহজেই কোন ফাইল, লিংক ও অন্যান্য ম্যাসেজ শেয়ার করা যায়।

শুধু মিটিং চলাকালীন সময়েই ম্যাসেজ করা যাবে।  অন্য সময় এটা করার কোন উপায় নেই।

বিভিন্ন অ্যাপের সমন্বয় করার সুবিধা 

Gamil, Google Calendar থেকে খুব সহজেই যেকোন ব্যক্তি মিটিংয়ে যোগ দিতে পারবে। এছাড়াও Microsoft Office ব্যবহারকারীদের আমন্ত্রণ জানানো যাবে এবং Microsoft Outlook ক্যালেন্ডারের মাধ্যমেও মিটিং দেখা যাবে। 

Google meet ব্যবহারের নিয়ম

গুগলের বাকি সার্ভিস গুলোর মতো গুগল মিট ব্যবহার করাও অনেক সহজ। খুব সহজেই যেকেউ গুগল মিট ব্যবহার করতে পারবে।

চলুন জেনে নেওয়া যাক, কিভাবে গুগল মিট ব্যবহার করবেন। 

Google Meet এ মিটিং তৈরি করার নিয়ম

গুগল মিট এ মিটিং  তৈরি করা অত্যন্ত সহজ। নিন্মে গুগল মিটে মিটিং তৈরির নিয়মগুলো উল্লেখ করা হলো- 

ব্রাউজার থেকে গুগল মিট তৈরি করা নিয়ম 

  • https://meet.google.com এই লিংকে প্রবেশ করুন 
  • New Meeting এ ক্লিক করুন এবং Start an instant meeting এ ক্লিক করুন   
  • স্ক্রিনের লিংক কপি করুন এবং সেটা অংশগ্রহণকারীদের মধ্যে শেয়ার করুন। অথবা Add others নামক স্থানে ক্লিক করে অংশকারীদের জিমেইল যুক্ত করুন।  

স্মার্টফোন থেকে গুগল মিট এ মিটিং তৈরি করার নিয়ম 

  • প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে গুগল মিট ইন্সটল করুন। 
  • গুগল মিট ওপেন করে জিমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট লগইন করুন। 
  • New Meeting এ ক্লিক করুন। 
  • স্ত্রিনের লিংক কপি করুন এবং সেটা শেয়ার করুন। অথবা, Add others নামক স্থানে ক্লিক করে অংশগ্রহণকারীদের জিমেইল যুক্ত করুন। 

Google Meet এ মিটিং জয়েন করার নিয়ম 

গুগল মিটে জয়েন করা অত্যন্ত সহজ। নিম্নে গুগল মিটে জয়েন করার ধাপগুলো উল্লেখ করা হলো- 

  • গুগল মিটে প্রবেশ করুন। 
  • Search or Enter code নামক স্থানে ক্লিক করুন
  • Enter a Meet code নামক স্থানে ক্লিক করুন
  • মিটিং এর কোড লিংকটি দিন এবং Join বাটনে ক্লিক করুন। 

এছাড়াও সরাসরি মিটিং এর লিংকয়ে ক্লিক করার মাধ্যমে ডিরেক্ট মিটিং এ জয়েন হওয়া যায়। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

আশা করি, উপরোক্ত আর্টিকেলের মাধ্যমে ইতিমধ্যেই গুগল মিট কি এবং কেন গুগল মিট এতো বেশি জনপ্রিয় এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

তাহলে চলুন এখন গুগল মিট সম্পর্কে কিছু বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক-  

গুগল মিট কি

Google Meet হলো গুগলের তৈরি একটি ভিডিও যোগাযোগ পরিষেবা। এটি গুগলের পূর্বের হ্যাঙ্গাউটস মিট এবং গুগল চ্যাটের সমন্বয়ে তৈরি একটি ভিডিও যোগাযোগ পরিবেষা।  

গুগল মিট কি মিটিংয়ের জন্য ভালো

গুগল মিট ছোট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের জন্য সেরা একটি ভিডিও মিটিং পরিবেষা। এটি মিটিংয়ের জন্য অনেক ভালো একটি পরিষেবা একই সাথে এটি সম্পূর্ণ ফ্রি। 

পরিশিষ্ট

দৈনন্দিন জীবনে যেহেতু আমরা কমবেশি সকলেই অনালাইন মিটিংয়ের ক্ষেত্রে গুগল মিট ব্যবহার করি।

তাই আমাদের সকলের উচিত গুগল মিট কি এবং কেন গুগল মিট এতো বেশি জনপ্রিয় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা।

আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে গুগল মিট কি এবং কেন গুগল মিট এতো বেশি জনপ্রিয় এই বিষয়টি সম্পর্কে সকল তথ্যাদি বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

যদি গুগল মিট সম্পর্কে আপনার আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।  

Author

Leave a Reply