ফেসবুক মার্কেটপ্লেস কি কেন কিভাবে

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) থেকে আয় করুন লক্ষাধিক!

ফেসবুক এর কল্যাণে আজ আমরা খুব সহজেই জীবনকে সহজ, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যময় করতে পারছি। আর তার একটি অংশ হলো ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace)। যার মাধ্যমে আমরা অনলাইনে খুব সহজেই হাতের কাছে যেকোনো প্রয়োজনীয় পণ্য ক্রয় কিংবা, নিজের উৎপাদিত বা ব্যবসার পণ্য বিক্রয়ও করতে পারি।

আর ঘরে বসে এই  ক্রয় বিক্রয়ের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সুযোগটি আমাদের করে দিচ্ছে একমাত্র বৃহৎ সোসাল মিডিয়া ফেসবুক ।

এই সোসাল এ্যাপের মাধ্যমে আমরা অতি সহজে মাত্র কয়েকটি ক্লিকেই যেকোনো পণ্য ক্রয় কিংবা বিক্রয় করতে পারি। যা আমাদের  অধিকাংশ ফেসবুক ব্যবহারকারীই জানেন না।

আর তাই আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারব যে, ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) কী?

কীভাবে ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) থেকে পণ্য ক্রয়- বিক্রয় করা যায় ইত্যাদি।

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) কী?

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) হল Facebook এর নিজস্ব নেটওয়ার্কের কিংবা নিজস্ব ব্যবহারকারীদের মধ্যে একটি শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন ও বিপনন প্ল্যাটফর্ম।

যেখানে যেকোনো সাধারণ ব্যক্তি যেকোনো ধরনের পণ্য ক্রয় কিংবা বিক্রয় করতে পারে।

আরো পড়ুনঃ ফেসবুক থেকে আয় – ফেসবুক থেকে আয়ের শত উপায়

আর এই ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) অপশন‌টি ফেসবুক প্রাথমিক ভাবে চালু করেছিল ২০০৭ সালে।

তখন শুধু চাকরি, বিক্রয়ের জন্য আইটেম এবং ভাড়া বা বিক্রয়ের জন্য আবাসনের মতো কয়েকটি বিভাগ ছিলো।

সেই সময় এটি ট্র্যাকশন লাভ করেনি। এইকারণে Facebook ২০১৬ সালের অক্টোবর মাসে এই অপশন‌টিকে নতুন ভাবে  পুনর্গঠন করে চালু।

আর তখন থেকেই এটি বর্তমান অবস্থায় রয়েছে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা খুব সহজেই এই ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) অপশন ব্যবহার করে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় করতে পারি।

হতে পারে তা নতুন কিংবা পুরোনো। একইভাবে আমরা চাইলে আমাদের ঘরের কিংবা নিজস্ব অপ্র‌য়োজনীয় জিনিসপত্রও এই মার্কেটে বিক্রয় করতে পারি।

অথবা আমাদের যদি কোনো ব্যবসা কিংবা ক্ষুদ্র শিল্পের মতো কোনো উৎপাদনশীল পণ্য থাকে, তাও আমরা এই প্লাটফর্ম থেকে বিক্রয় করতে পারি অনায়াসেই। 

এইখানে কোনো কিছু ক্রয় করতে হলে সরাসরি বিক্রেতার সাথে মেজেস করে যোগাযোগ করতে হবে।

একইভাবে কেউ কোনো কিছু বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিলে ক্রেতারা তার সাথে মেসেজে যোগাযোগ করে যাবতীয় বিষয় জেনে নিবে।

আর সবকিছু ঠিকঠাক হলে ক্রেতা বিক্রেতার উভয়ের সম্মতিতে নগদে কিংবা ক্যাশ অন ডেলিভারির ভিত্ততে পণ্য ক্রয় কিংবা বিক্রয় করা যায়।

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) এর সুবিধা হলো পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য এখানে নতুন করে কোনো এ্যাকাউন্ট করার প্রয়োজন নেই।

ফেসবুক এ্যাকাউন্ট দ্বারাই যেকেউ পণ্য ক্রয়-বিক্রয় করতে পারে।  এক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে  ফেসবুক সবসময়ই স্থানীয় বিক্রেতাদের পণ্য বিক্রয় করতে উৎসাহিত করে।

ফলে একজন ফেসবুক ব্যবহারকারী তার আশেপাশের বিক্রেতাদের পণ্য খুব সহজেই দেখতে পায়।

ফলে স্থানীয় ক্রেতা বিক্রেতা হওয়ার কারণে এই মাধ্যম থেকে তারা খুবই উপকৃত হয়।

ফেসবুক মার্কেটপ্লেস থেকে কীভাবে পণ্য ক্রয় করা যায়?

আমরা যদি ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) থেকে কোনো  কিছু কিনতে চাই, তাহলে আমাদের ফেসবুক এর  ডান দিকে থাকা ত্রি ডট আইকনে ট্যাপ করব।

তারপর আমরা মার্কেটপ্লেস অপশন‌টি দেখতে পাব। এরপর মার্কেটপ্লেস অপশনে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব।

প্রবেশ করার পর সেখানে সেল এবং ক্যাটাগরি নামে দুটি অপশনসহ নানান পণ্যের ছবি ও তালিকা দেখতে পাব।

আমরা চাইলে ছবি পছন্দ করে পণ্যের জন্য অর্ডার করতে পারি। অথবা ক্যাটেগরিতে ক্লিক করে আমাদের যে পণ্যের প্রয়োজন সেটা খোঁজ করতে পারি।

এভাবে কোনো পণ্য পছন্দ হলে ঐ পণ্যের উপর ক্লিক করে বিক্রেতাকে মেসেজ দিতে পারি।  এছাড়াও আমরা চাইলে সেন্ড অফারের মাধ্যমে দরকষাকষিও করতে পারি।

এছাড়াও প্রয়োজনে এই পণ্যটি অন্যের নিকট শেয়ার কিংবা পরবর্তী সময়ের জন্য সেভ বা অ্যালার্টও করতে পারি।

এভাবেই একজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেকোনো পণ্য ক্রয় করতে পারে।

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রয়

আমরা যদি আমাদের নিজস্ব কোনো পণ্য ফেসবুকমার্কেটপ্লেস (Facebook Marketplace) এ বিক্রয় করতে চাই, তাহলে আমরা মার্কেটপ্লেস অপশনে গিয়ে সেল লেখা অপশন‌টিতে ক্লিক করব।

এরপর সেখানে তিনটি অপশন আসবে। আর তা হলো আইটেম, যানবাহন এবং সম্পত্তি। আমরা যদি যানবাহন এবং সম্পত্তি বিক্রয় করতে চাই তাহলে সেগুলোতে ক্লিক করব।

আরো পড়ুনঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি – কেন আর কিভাবে করতে হয়?

যদি অন্যান্য যেকোনো আইটেম বিক্রয় করতে চাই তাহলে শুধু আইটেমে ক্লিক করব। এরপর আমাদের সামনে, এড ফোটো, টাইটেল, প্রাইজ, ক্যাটেগরি, কন্ডিশন এবং ডিসক্রিপশন এই অপশন গুলো আসবে।

এরপর আমরা পণ্যের ছবি আপলোড করে তার টাইটেল দিয়ে এর একটি প্রাইজ নির্ধারণ করব। এবং তা কোন ক্যাটেগরিতে পড়ে তা সিলেক্ট করব।

এছাড়াও আমাদের পণ্যের কন্ডিশন অর্থাৎ পণ্যটি এখন কী (নতুন বা পুরাতন) অবস্থায় আছে উল্লেখ করে তার একটি ডিসক্রিপশন বা বর্ণানা সবার জন্য দিব।

এরপর আমরা তা পাবলিশ অপশন ক্লিক করে পাবলিশ করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের পণ্য বিক্রয়ের বিজ্ঞপন।

ফেসবুক মার্কেটপ্লেসে কী কী বিক্রি করা যাবে  

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) তাদের নির্ধারিত  কিছু কিছু আইটেম বিক্রি করার সুযোগ সৃষ্টি করে। 

অর্থাৎ যে পণ্য গুলো  Facebook মার্কেটপ্লেসের সাথে সামঞ্জস্যপূর্ণ শুধুমাত্র সেইসব পণ্যই যেকেউ এখানে বিক্রয় করতে পারবে।

এইজন্য ফেসবুক এর রয়েছে নিজস্ব কিছু বাণিজ্য নীতি। সুতরাং আমরা চাইলেই ফেসবুক মার্কেটপ্লেসে অনেক আইটেমই বিক্রি করতে পারি।

যেমন, পোশাক, আসবাবপত্র, গহনা, পেইন্টিং, ঘরের তৈরি পণ্য, কুটিরশিল্প, যানবাহন, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট (ভাড়া বা কেনার জন্য), ইলেকট্রনিক্স আইটেম, বাদ্যযন্ত্র এবং প্রাচীন জিনিসের আইটেমসহ শখের আইটেম সমূহেরও বিজ্ঞাপন দিতে পারি।

মোটকথা যতক্ষণ না আমাদের  আইটেম গুলো ফেসবুক এর নীতি মেনে চলে, ততক্ষণ পর্যন্ত Facebook আমাদের   এটিকে মার্কেটপ্লেসে বিক্রি করার অনুমতি দেবে ৷

তাই আমাদের জেনে রাখা উচিত কী কী আইটেমগুলি আমরা  Facebook মার্কেটপ্লেসে বিক্রিয় করতে পারব না।

 – এরমধ্যে উল্ল্যেখযোগ্য হলো,  

বিভিন্ন সেবা

আমরা চাইলেই Facebook মার্কেটপ্লেসে হেয়ারড্রেসিং, শরীর ম্যাসেজ এবং বাড়ি ঘর পরিষ্কারের মতো সেবা গুলোর বিজ্ঞাপন দিতে পারব না।

প্রয়োজনে আমরা আমাদের এইসব সেবা গুলো বিক্রি করার জন্য একটি ব্যক্তিগত বা ব্যবসায়িক পেইজ খুলতে পারি

আর এই পেইজের মাধ্যমে আমরা আমাদের পণ্য বিক্রয় এবং ব্যবসা পরিচালনা করতে পারি।

অনুসন্ধান 

আমরা মার্কেটপ্লেসে কখনোই “অনুসন্ধান” দিন বা “অনুসন্ধান” চাই কিংবা “ধরিয়ে দিন” এই জাতীয়  পোস্ট দিতে পারি না।

প্রয়োজনে আমরা আমাদের প্রোফাইলের মাধ্যমে এই বিষয়ে সাহায্য চাইতে পারি।

পোষা প্রাণী

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) এর নীতিতে কখনোই আমরা কোনো পোষা প্রাণী ক্রয় বিক্রয় করতে পারি না। 

স্বাস্থ্যসেবা

স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আইটেম গুলো আমরা ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) এ বিক্রয় করতে পারি না।

যেমন ঔষধ কিংবা ফার্স্ট এইড কিটের মতো আইটেম ফেসবুক বিক্রয়ের অনুমতি দেয় না।

নিষিদ্ধ আইটেম

Facebook তার  ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) এ মাদক, আগ্নেয়াস্ত্র বা অন্যান্য অবৈধ আইটেম বিক্রিয় নিষিদ্ধ করেছে। 

উপরোক্ত বিষয় ছাড়াও আমরা যদি আমাদের আইটেম সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হই তাহলে  আমরা প্রয়োজনে Facebook ব্যবসায়িক নীতি সম্পর্কে জেনে তারপর পণ্য বিক্রয় করতে পারি।

এছাড়াও অনেক জানতে চান ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করতে কি কোনো চার্জ লাগে?

তাদের উদ্দেশ্যে বলি ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য কেনা-বেচায় ফেসবুক এ তার ব্যবহারকারীদের কোনো খরচ দিতে হয় না 

সাবধানতা

আমাদের দেশের প্রেক্ষাপটে ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) ব্যবহারে আমরা যারা সাধারণ ব্যবহারকারী আছি তাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে।

কেননা আমাদের দেশে প্রতিটি জায়গায় দুর্নীতি হয়। ফেসবুকও এর ব্যতিক্রম নয়। তাই যেকোনো পণ্য কেনার আগে ভালোভাবে সবকিছু যাচাই করে নিতে হবে।

কখনোই কোনো লোভনীয় বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করা যাবে না। কেননা অধিকাংশ প্রতারক এখানে কম মূল্যে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকর্ষণ করে।

পরবর্তীতে তারা ক্রেতাদের থেকে অগ্রিম টাকা নিয়ে পালিয়ে যায়। তাই যেকোনো ক্রয় বিক্রয় সরাসরি উপস্থিত হয়ে করা ভালো।

 এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না। 

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) সম্পর্কে আমরা আপনাদের এই অল্প পরিসরে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং গাইডলাইন এবং প্রয়োজনীয় টুলস।

আশাকরি এই আর্টিকেল পড়ে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে আপনাদের পছন্দের পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন।

এছাড়া সবসময়ের মতো বলে রাখি যেকোনো জায়গায় যেকোনো লেনদেন করার আগে অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে তবেই লেনদেন করতে হবে।

কোনো অবস্থাতেই অগ্রিম পেমেন্ট করা থেকে যাবে না। এতে আমরা প্রতারিত হওয়ার হাত থেকে রেহাই পাব।

Author

  • সাখাওয়াতুল আলম চৌধুরী

    আমি সাখাওয়াতুল আলম চৌধুরী, জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলাম। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছি। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। আমার ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে এবং আমি নিত্যটিউনে নিয়মিত লিখে যেতে চাই...

Leave a Reply