কম বাজেটের সেরা ল্যাপটপ

কম দামে সেরা ল্যাপটপ-২০২৪

  • Post author:

ওহে বন্ধু আপনি কি কম দামে সেরা ল্যাপটপ খুঁজছেন? বাজেট সীমা অল্প বলে চিন্তিত? ভেবে পাচ্ছেন না যে কোন ব্রান্ডের ল্যাপটপ কেনা আপনার জন্য ভাল হবে?

তাহলে,

এই পোস্টটি আপনার জন্য। পড়তে থাকুন। আমি আশা করি আপনার বাজেট সীমার মধ্যে একটি ভালমানের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন।

কম দামে ভাল ল্যাপটপ 

বর্তমান সময় ল্যাপটপ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। দৈন্দদিন বিভিন্ন কাজে আমরা ল্যাপটপের ব্যবহার করে থাকি।

সাধারণত একটি ডেস্কটপের তুলনায় ল্যাপটপ বহনে সহজ হওয়ায় অনেকেই এটি ব্যবহার করে থাকেন। যদি আপনারও এমন একটি ল্যাপটপের প্রয়োজন হয় তবে জেনে নিন অল্প বাজেটের সেরা কয়েকটি ল্যাপটপ সম্পর্কে।

দেখুন, ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে হউক কিংবা মুভি দেখার উদ্দেশ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে ল্যাপটপ ব্যবহার করে থাকে।

অনেক ব্যবহারকারী সেরা ল্যাপটপ খুঁজতে গিয়ে নন-ব্র্যান্ডের ল্যাপটপ ক্রয় করেন। এতে করে যা হয়, প্রথম দিকে তো ভালয় চলে কিছু দিন পর হয় ডিসপ্লে গেছে নয় ব্যাটারি শেষ।

শালা হাবলুর বাপ! কত্ত্ববার বারণ করেছিলাম আজে-বাজে কোম্পানির ল্যাপটপ না কিনতে। শুনলো না আমার কথা, দেখলি তো সস্তার বার অবস্থা

তাই বলে কম দামে ল্যাপটপ কি খারাপ হবে? অল্প দামে ভাল ল্যাপটপ পাওয়া যাবে নাহ?  জ্বি অবশ্যই যাবে। নিচে ৩ টি ল্যাপটের তালিকা দেয়া হয়েছে। দেখে নিন। আশা করি উপকৃত হবেন।

১০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ এও কি সম্ভব?

কম দামে ভাল ল্যাপটপ কেনার কৌশল

ল্যাপটপ এর দাম বাংলাদেশ, একটি ল্যাপটপ কিনতে গিয়ে বিপাকে পড়ে গেছেন? কম দামে একটি ভাল মানের ল্যাপটপ কেনার কিছু টেকনিক নিয়ে আমি হাজির হয়েছি আজকে।

কিভাবে কোথা থেকে একটি ভাল মানের ল্যাপটপ সীমিত বাজেটের মধ্যে কিনতে পারবেন সেই বিষয় নিয়েই আলোচনা করছি।

আরো পড়ুনঃ অল্প বাজেটের সেরা মোবাইল ফোন (৩৫০০-৯৯৯৯ টাকার মধ্যে)

একটি ল্যাপটপ কেনার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। চলুন না জেনে নিই যে, ল্যাপটপ কেনার আগে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার।

প্রায়োগিক ক্ষেত্র

ভালো ল্যাপটপ এর দাম, কমদামে একটি ভাল মানের ল্যাটপ তথা কমদামি ল্যাপটপ কেনার আগে আপনাকে সবার আগে চিন্তা করতে হবে কি কাজে অর্থাৎ কোন উদ্দেশ্যে আপনি ল্যাপটপ কিনছেন?

কাজের ধরণ অনুযায়ী সাধ্যের মধ্যে নিচের ফিচার সমৃদ্ধ ল্যাপটপ কেনার চেষ্টা করুন।

  • র‌্যাম: মিনিমাম ২ জিবির একটি ল্যাপটপে আপনি সাধারণ কিছু কাজ করতে পারেন।
  • প্রসেসর: মিনিমাম কোর ২ ডুয়ো প্রসেসর যুক্ত ল্যাপটপ পছন্দ করে নিন।
  • হার্ড ডিস্ক: সর্ব নিম্ন ৩২০ জিবি হার্ড ডিস্ক নির্বাচন করুন। তবে এসএসডি এর ক্ষেত্রে ১২০ জিবি হলেই যথেষ্ট
  • ডিসপ্লে: মোটামুটি ১২ ইঞ্চি হলেই চলবে।

কম দামে সেরা ল্যাপটপ

তবে গেমিং এর জন্য আপনাকে অনেক বাজেট আর মিনিমাম কোর আই ৫ ল্যাপটপ কিনতে হবে। যার বাজেট সীমা হতে পারে ৪৫-৬৫ হাজার টাকা।

গ্রাফিক্স এর কাজের জন্য আপনি কোর আই ৩ এর একটি ল্যাপটপ কিনতে পারেন। এ ধরনের একটি ল্যাপটপের বাজেট সাধারণত ৩৩০০০ থেকে শুরু করে ৪৫000 টাকা পর্যন্ত হয়ে থাকে।

সাধারণ টাইপিংসহ অফিসিয়াল কাজের জন্য উপরের ফিচার সমৃদ্ধ ল্যাপটপ ক্রয় করুন। কোন সমস্যা হবে না আশা করি।

অনেকেই আছেন যারা উপরের বৈশিষ্ট্যযুক্ত ল্যাপটপে কাজ করছেন। অল্প টাকার মধ্যে বেশ ভাল সাপোর্ট পাওয়া যায়।

২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ ২০২৪

ব্র্যান্ড নির্বাচন

ল্যাপটপ ব্র্যান্ড নির্বাচন, উপর্যুক্ত বৈশিষ্ট্যসহ একটি ল্যাপটপ কিনলেই হবে না, ব্র্যান্ড চয়েজ করতে হবে। আপনি নিচের ব্র্যান্ডগুলোর যে কোন একটি বেছে নিতে পারেন।

ব্র্যান্ডেড ল্যাপটপ

  • এইচপি (HP)
  • ডেল (Dell)
  • অ্যাসুস (Asus)
  • অ্যাচার (Acer)
  • তোশিবা (Toshiba)

ওয়ারেন্টি/গ্যারান্টির বিষয় নির্ধারণ

একটি ল্যাপটপ কিনছেন মানে দু-এক দিনের জন্য নয় নিশ্চয়? তাহলে অবশ্যই ল্যাপটপে কত বছরের ওয়ারেন্টি প্রযোজ্য/ প্রযোজ্য ক্ষেত্রে গ্যারান্টি তা ক্লিয়ার করে নিন।

নিচের ৩ টি ল্যাপটপের যে কোন একটি কিনতে পারেন।

১) এইচপি (HP) 15-DA-0021TU

laptop-hp

Hp ল্যাপটপ এর দাম 2024

আপনি যদি কম দামে একটি ভাল ল্যাপটপ খুঁজে থাকেন তবে এইচপি (HP) 15-DA-0021TU ব্র্যান্ডের ল্যাপটপটি আপনার পছন্দের একটি হতে পারে।

এর নিম্নোক্ত ফিচার যা আপনার কাজের গতিকে করবে প্রাণবন্ত।

র‌্যাম (Ram)                    : 4 GB DDR-4 (দ্রুত কাজ করতে সহায়তা করবে)

হার্ড ডিস্ক (Hard Disk) : 500 GB

প্রসেসর (Processor)    : Intel Celeron 2MB Cache, 1.1 Gz-Clock Speed

গ্রাফিক্স (Graphics)       : Intel UHD 6০০

অপারেটিং সিস্টেম (OS): Windows 10

ওজন (Weight)                : 1.17 KG

ডিসপ্লে (Display)             : 12” ইঞ্চি

ওয়েবক্যাম (Webcam)   : HD Webcam

ওয়ারেন্টি (Warranty)    : ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি

Price : 23800/- only

এই ল্যাপটপে মুভি দেখার সময় অনেক ভাল পারফর্মেন্স পাবেন।

২) ডেল (Dell) Inspiron 153505

laptop-dell

ডেল ল্যাপটপ দাম ২০২৪, কম দামে একটি ভাল ল্যাপটপ খুঁজে থাকলে ডেল (Dell) Inspiron 153505 ব্র্যান্ডের নিম্নোক্ত ফিচার সমৃদ্ধ ল্যাপটপটি আপনার পছন্দের একটি হতে পারে।

আরো পড়ুনঃ কম্পিউটারে এন্ড্রয়েড গেম খেলুন (বিনোদনে মেতে উঠুন)

ডেল সচরাচর জনপ্রিয় একটি ব্র্যান্ড। আপনার কাজের গতি হবে দুর্দান্ত ইনশাআল্লাহ্।

Dell ল্যাপটপ এর দাম

র‌্যাম (Ram)                    : 4 GB DDR-4 (দ্রুত কাজ করতে সহায়তা করবে)

হার্ড ডিস্ক (Hard Disk) : 1000 GB 5400 RPM SATA (বাজেট অনুযায়ী যথেষ্ট স্পেস)

প্রসেসর (Processor)    : AMD Ryzen 3 325

গ্রাফিক্স (Graphics)       : Radeon Vega Graphics (AMD)- গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন

অপারেটিং সিস্টেম (OS): Windows 10

ওজন (Weight)                : 1.83 KG

ডিসপ্লে (Display)             : 15.6” ইঞ্চি

ওয়েবক্যাম (Webcam)   : HD Webcam (ভাল ছবি উঠাতে কাজ করবে)

ওয়ারেন্টি (Warranty)    : ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি

Price : 22900/- only

এই ল্যাপটপে মুভি দেখার সময় অনেক ভাল পারফর্মেন্স পেতে পারেন।

৩) এচার (Acer Aspire) 3 A315-53 N17C4

laptop-acer

 কম দামে একটি ভাল ল্যাপটপ মানে অল্পের মধ্যে বেশি বৈশিষ্ট্যযুক্ত একটি ল্যাপটপ। এমন একটি ল্যাপটপ যদি আপনার পছন্দের হয়ে থাকে তবে এচার (Acer Aspire) 3 A315-53 N17C4 ব্র্যান্ডের ল্যাপটপটি আপনি পছন্দ করতে পারেন।

আপনার কাজের গতিকে করুন প্রাণবন্ত এচার ব্র্যান্ডের সাথে।

র‌্যাম (Ram)                    : 4 GB DDR-4 (দ্রুত কাজ করতে সহায়তা করবে)

হার্ড ডিস্ক (Hard Disk) : 500 GB 5400 RPM SATA (বাজেট অনুযায়ী ভাল স্পেস)

প্রসেসর (Processor)    : Intel Celeron 2MB Cache, 1.80 Gz Clock Speed

গ্রাফিক্স (Graphics)       : Intel Graphics-610 গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন

অপারেটিং সিস্টেম (OS): Windows 10

ওজন (Weight)                : 2.1 KG

ডিসপ্লে (Display)             : 15.6” ইঞ্চি

ওয়েবক্যাম (Webcam)   : HD Webcam

ওয়ারেন্টি (Warranty)    : ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি

Price : 24500/- only

মুভি দেখাসহ সিম্পল কিছু গেম খেলতে পারবেন অনায়াসেই।

কম দামে ভালমানের সেরা ৩টি ল্যাপটপ?

ল্যাপটপ কোথা থেকে কিনলে ভাল হবে?

অনলাইন নাকি দোকান কোথা থেকে ল্যাপটপ কেনা ভাল হবে? প্রায়শই এই কথাটি শোনা যায়। 

একথা নিশ্চয় সত্য যে, দোকান থেকে যখন কোন ল্যাপটপ কিংবা অন্য কোন পণ্য ক্রয় করেন তখন তা নিজে দেখে শুনে জাস্টিফাই করে তারপর কিনে থাকেন।

অনলাইনে ল্যাপটপ কিনুন

তাই তো?

কিন্তু ঐ একই পণ্য যদি অনলাইন থেকে কেনেন তবে কি করতেন?

নিশ্চয় অনলাইনে ছবি + এর মাঝে উল্লেখ করা ফিচার দেখে অর্ডার মেরে দিতেন। কি ঠিক বলি নাই?  অনলাইন থেকে একটি ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে,

আপনি তা যাচাই করতে পারছেন শুধুমাত্র ছবি+ ফিচার দেখে, অপরদিকে দোকান থেকে কিনলে তা চালিয়ে ভালভাবে ক্যামেরা, মুভি, ছবির কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব দেখে শুনে নিতে পারছেন।

বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ হিসেবে দোয়েল স্বীকৃত।

তাহলে বলেন তো কোথা থেকে আপনার কেনা উচিত?

হ্যাঁ একথা সত্য আপনি প্রথমে অনলাইনে গিয়ে নির্দিষ্ট পণ্য অর্থাৎ আপনি যা পছন্দ করবেন তা লিখে গুগল মামাকে বলবেন।

গুগল তখন আপনাকে আপনার চাহিদা অনুযায়ী ডিটেইলস দিয়ে দিবে। বৈশিষ্ট্যগুলো দামের সাথে মিলিয়ে আপনি দোকানে গিয়ে উক্ত পণ্যটি কিনতে পারেন।

ওয়ালটন ল্যাপটপের দাম ২০২৪

সেক্ষেত্রে,

আপনি ছবি + চালিয়ে দেখা + কোয়ালিটি সব চেক করতে পারছেন। ওয়ারেন্টি/গ্যারান্টির বিষয়টিও তখন নিশ্চিত হয়ে যাচ্ছে।

আরো পড়ুনঃ মেটাভার্স কি? মেটাভার্স ও ভবিষ্যৎ দুনিয়া

সবই তো বুঝলাম, তাহলে কোন ব্র্যান্ডের ল্যাপটপ কেনা ভাল হবে? আমার কোন ব্র্যান্ডের ল্যাপটপ কেনা উচিত?

ভালো ল্যাপটপ চেনার উপায়

বিষয়টি অলরেডি উপরে বলা হয়েছে, একটু মনোযেগের সাথে পড়েন বুঝতে পারবেন।

মন্তব্য

সত্যিকার অর্থে কম দামে একটি ভাল মানের ল্যাপটপ খোঁজ করা একজন নতুন ব্যবহারকারীর জন্য অত্যন্ত কষ্টকর একটি কাজ।

সব কিছু জানা এবং বোঝার পরেও কেন জানি মনের মধ্যে খটকা লেগে থাকে। তবে সব দিক বিবেচনা করে একটি ল্যাপটপ কেনা উচিত।

আপনি যদি কম্পিউটার বিষয়ে ভাল অভিজ্ঞতা রাখেন তাহলে নিজে যাচই করে নিন। অথবা নিজে কম বুঝলে একজন অভিজ্ঞ আপনার বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

তবে উপরের বিষয়গুলো অনুসরণ করলে আশ রাখছি আপনি একটি ভাল মানের ল্যাপটপ কিনতে পারবেন। যা আপনার সাধ এবং সাধ্য দুই বিষয়ই পূরণ করবে।

তো বন্ধুরা কম দামে সেরা ল্যাপটপ ২০২৪ সম্পর্কিত আলোচনা আজকে এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত বিদায় নিচ্ছি, আল্লাহ্ হাফেজ।

Author