adsense ad limit

Google Adsense এড লিমিট সমস্যার সমাধান (মাত্র ৭ দিনেই)

  • Post author:

Google Adsense এড লিমিট সমস্যার সমাধান হয়তো অনেকেই জানেন না। কিন্তু, Google Adsense এড লিমিট সমস্যায় পড়েন নাই এমন কোন এডসেন্স ব্যবহারকারী হয়তো খুঁজে পাওয়া দুস্কর। আজকে আমরা Google Adsense এড লিমিট কেন হয় এবং এ থেকে পরিত্রাণের উপায় কি তা নিজস্ব অভিজ্ঞতার আলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ্। নিত্যটিউনের সাথেই থাকুন। তথ্য ও প্রযুক্তির অজানা সব বিষয়ে সঠিক তথ্য জানুন। তাহলে আলোচনার শুরুতে চলুন আমরা গুগল এডসেন্স কি এবং গুগল এডসেন্স Ad Limit সম্পর্কে জেনে নিই

গুগল এডসেন্স কি? (What is Google Adsense)

গুগল এডসেন্স হল একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক যা ওয়েবসাইট মালিকদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমে অর্থ উপার্জন করতে সাহায্য করে। এডসেন্স ব্যবহার করে, ওয়েবসাইট মালিকরা গুগলের বিশাল বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন নির্বাচন করতে পারেন এবং তাদের ওয়েবসাইটে প্রদর্শন করতে পারেন।

কি হয় তারপর? এরপরেই তো আসল খেলা! বিজ্ঞাপনগুলি ব্যবহারকারীদের আগ্রহের উপর ভিত্তি করে প্রদর্শিত হয়, যা ওয়েবসাইট মালিকদের তাদের ওয়েবসাইটে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করতে সাহায্য করে। কি মজার তাই নাহ্?

তবে আমরা যদি এডসেন্স ব্যবহার করে অর্থ উপার্জন করতে চাই তাহলে, আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটে একটি এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তারপর ওয়েবসাইটে এডসেন্স কোড যোগ করতে হবে।

এর পরেই হবে আসল খেলা! এডসেন্স কোড যোগ করার পরে, গুগল আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করবে। তবে এর জন্য আমাদের এডসেন্স নীতিমালা মেনে কাজ করতে হবে।

Google Adsense সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়ে নিতে পারেন-

গুগল এডসেন্স এড লিমিট সমস্যা (Ad Limit Problem)

শেষকথা

এডসেন্স ব্যবহার করতে গিয়ে এড লিমিট সমস্যা কিংবা একাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া যে কতটা কষ্টের সেটা যার হয় সেই বোঝে।
অনেক ক্ষেত্রে নিজের কোন দোষই থাকে না, কেউ শত্রুতামূলক এটা করে বসে। আপনারা যারা এমন টেনডেন্সি নিয়ে থাকেন তারা দয়া করে এটি এড়িয়ে যাবেন।
কেননা, সাইটে এডসেন্স এপ্রুভ করাতে যে কি পরিমাণ সময় আর ধৈর্য লাগে তা তারই বোঝার কথা যে কষ্ট করেছে। 
তাহলে বন্ধুরা আজ আর নয়, দেখা হবে নতুন কোন আলোচনায় অন্য কোন এক দিন। আল্লাহ্ হাফেজ।

Author

Leave a Reply