ছাত্র জীবনে অর্জিত দক্ষতা

ছাত্র জীবনে ভবিষ্যৎ উজ্জলকারী দক্ষতা ( ছাত্র জীবনে দক্ষতা )

আজকে আমরা যারা ছাত্র আছি আল্লাহ্ না করুন জীবনে হয়তো কোন এক ভুলের কারণে এমন অবস্থায় যেতে হবে যার মাশুল সারা জীবনেও দেয়া সম্ভব নয়। ছাত্র জীবনে দক্ষতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাত্র জীবনই হচ্ছে আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলার উত্তম সময়। এ সময়ে কোন প্রকারেই ভুল করা যাবে না।

যদিও আমরা কেউ ভুলের ঊর্দ্ধে নয়। তবুও চেষ্টায় থাকতে হবে যাতে জেনে শুনে কোন ভুল না করি।

আজকে আমরা দেখবো ছাত্র জীবনে অর্জিত কোন সেই দক্ষতাগুলো আমাদের ভবিষ্যৎ জীবনকে স্বর্ণময় করে তুলবে?

আরো পড়ুনঃ মধু খেলে কি হয়? মধুর উপকারিতা

আমাদের এই সময় আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারি তবে শুধুমাত্র আমরাই উপকার পাব না এর ফলে গ্রাম, দেশ, দশ সবারই উপকার হবে।

আগামীর ভবিষ্যৎ তথ্য ও প্রযুুক্তির ভবিষ্যৎ এতে কোন সন্দেহই নেই। এখন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে চলতে গেলেও আমাদের কিন্তু দক্ষতা অর্জন করতেই হবে।

যে সকল দক্ষতা ছাত্র জীবন হতেই অর্জন করা দরকার-

  • পর্যাপ্ত পরিমাণ ধৈর্য শক্তি অর্জন করতেই হবে
  • ইংরেজী ও আইকিউ টেস্ট ভালভাবে রপ্ত করা
  • কম্পিউটার টাইপিং এর পাশাপাশি পর্যাপ্ত নলেজ সংগ্রহ করা
  • কম্পিউটারের বেসিক বিষয়গুলো আয়ত্বে আনা

চলুন একটু বিস্তারিত করে জানা যাক ছাত্র জীবনে কোন দক্ষতাগুলো অর্জন করা আসলে দরকার।

ছাত্র জীবনে প্রয়োজনীয় দক্ষতার বিষয়

নিজেকে জানা ও চেনা

সবার প্রথমেই আপনার উচিত হবে আপনি কে এইটা জানা। যখন আপনি নিজের বিষয়ে জানতে পারবেন তখন বুঝবেন যে কেন আপনি এই পৃথিবীর একজন মানুষ।

আপনি তো অন্য কিছুও হতে পারতেন। মহান আল্লাহ্ আপনাকে কেন মানুষ হিসেবে পাঠিয়েছে। এইটা কিন্তু বিচার করতে শিখবেন ছাত্র জীবনে।

যখন এইটা বিচার করতে পারবেন তখন আপনি দেখবেন মনুষ্যত্ব কি জিনিস? এই মানবিকতা অর্জন করতেই কিছু মানুষের কয়েক বছর অব্দি লেগে যায়।

ইভেন্ট ম্যানেজমেন্ট

ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে কোন বিষয়ের অর্গানাইজার হয়ে কাজ করা। যেমন, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ এক সময়ে কোন এক পিকনিক স্পটে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হলে তার নেতৃত্ব দেয়া।

এতে করে পরবর্তী জীবনে একজন নেতার কি কি গুনাবলী থাকা দরকার তার বৈশিষ্ট্য জানা হয়ে যায়।

বিভিন্ন ধরণের ইফতার পার্টির আয়োজন, বৈশাখী মেলা, ট্যুরে যাওয়া যাই হউক তুমি নিজে একজন অর্গানাইজার।

এর মাধ্যমে একজন ছাত্রের যে অভিজ্ঞতা আসে তা হল একটি বিশাল টিমের অনেকগুলো সদস্যকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তার একটি ধারণা চলে আসে।

বিভিন্ন দুর্যোগ মূহুর্তে কিভাবে নিজেকে সাজিয়ে নিতে হবে তার পুরো ধারণা চলে আসে। এই ট্রেনিংগুলো আপনাকে ছাত্র জীবন থেকেই নিতে হবে।

কেননা এখানে ফ্রি আপনি অনেক কিছু পাবেন যা আপনার ভবিষ্যৎ জীবনে উজ্জল করবে।

ইংরেজী এবং গণিতের বেসিক

আমরা জানি ইংরেজী আমাদের মায়ের ভাষা নয় তবুও গোটা বিশ্বব্যাপী এমনভাবে ছড়িয়ে আছে যেন একে ছাড়া আমাদের চলায় অসম্ভব।

ছাত্র জীবনে ভবিষ্যৎ উজ্জলকারী দক্ষতা

সত্যিকার অর্থেই কিন্তু ইংরেজী ছাড়া আমরা একটি পাওয়াও ফেলার চিন্তাই করতে পারি না। এই কারণে ছাত্র জীবন থেকেই ইংরেজীর জন্য চর্চা করা ভাল ছাত্র হওয়ার লক্ষণ।

একজন ভাল ছাত্রকে ইংরেজীর বেসিক বৈশিষ্ট্যগুলো ছাত্র জীবন থেকেই অর্জন করতে হয়।

ঠিক একইভাবে গণিত ছাড়া আপনি জীবনে কিছুই দেখতে পাবেন না। গণিতের বেসিক ছাত্র জীবনেই আয়ত্বে না দরকার।

পরবর্তীতে বিভিন্ন চাকুরীর পরীক্ষায় আইকিউ টেস্ট এ নিজেকে প্রস্তুত রাখতে পারবে। সুতরাং ছাত্র জীবনে ইংরেজী এবং গণিতের বেসিক আয়ত্বে আনলে ভবিষ্যৎ জীবন উজ্জল হতে পারে।

উত্তম বন্ধু নির্বাচন

Man can not live alone, without any companion. আমরা মানুষ। একে অপরের পরিপূরক। একজন ছাত্র যেন অন্য জন চলার চিন্তাই করতে পারি না।

আপনি কি আদৌ কখনও ভেবেছেন এমন একটি রাজ্যে যাবেন। যেখানে আপনার কোন বন্ধু থাকবে না।

আপনি একাকিত্বে থাকতে থাকতে কখন যে পাগল হয়ে যাবেন সেদিকে নজর করার সময়ও পাবেন না।

যাই হউক আমি বলছি না আপনি পাগল হন! আপনাকে ছাত্র জীবনে দক্ষতা গুলো অবশ্যই অর্জন করতে হবে।

তবে আমাদের ছাত্র জীবন থেকেই উত্তম বন্ধু নির্বাচন করা শিখতে হবে। অনেক সময় আমাদের একটি ফ্রেন্ড সার্কেল তৈরী হবে।

এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে। নানান শ্রেণীর বন্ধু থাকায় কে উত্তম আর কে অধম তা সহজেই বুঝতে পারবে।

আরো পড়ুনঃ Dutch Bangla Bank Loan সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জরুরী তথ্য)

এটাকে ছাত্র জীবন থেকে নির্ণয় করা শিখতে হয়। না হলে ভবিষ্যৎ জীবনের গ্লানি পোহাতে হতে পারে।

একটি সফল নেটওয়ার্কিং

আমরা কেহই একইসাথে সকল বিষয়ে পারদর্শী হতে পারি না। কোন নির্দিষ্ট বিষয়ের সাথে আমাদের গতি এগিয়ে চলে।

তার মানে আমরা যদি কোন একটি নির্দিষ্ট ফিল্ড ধরে এগিয়ে যেতে পারি তবে সফল হবার সম্ভাবনা অনেক বেশি।

ছাত্র জীবনে একজন ছাত্র যদি তার নির্দিষ্ট ফিল্ডের উপর সাত-দশ জনের সাথে সম্পর্ক গড়ে তোলেন।

তবে বিভিন্ন সময় সেই ছাত্র অনেক ভাল কিছু অর্জন করবে এতে কোন সন্দেহই নেই। এখানে দশ জনকে জুনিয়র/সিনিয়র হতে হবে এমন কোন কথা নয়।

বরং সিনিয়র এবং জুনিয়র দুই ভাল। এসব দক্ষতা অর্থাৎ ছাত্র জীবনে দক্ষতা আপনার জন্য খুবই গুরুত্ব বহন করে।

মোট কথা আপনার নির্ধারিত সেক্টরের সাথে মিল রেখে কয়েকজন কম্প্যানিওন রাখতেই হবে।

কম্পিউটার প্রশিক্ষণ

ছাত্র জীবনে অর্জিত দক্ষতাগুলো সত্যিই ভবিষ্যৎ জীবনে উজ্জল পথ তৈরী করবে। পড়তে থাকুন।

আপনি জানেন বর্তমান সময় সরকারী চাকুরী হউক কিংবা বেসরকারী উভয় ক্ষেত্রেই আপনাকে কম্পিউটার শেখার কথা বলা হবে।

বিষয়টি চাকুরী সংক্রান্ত কোন পত্রেই দেখতে পাবেন। এখন যদি আপনি ছাত্র জীবনেই এই গুণাবলি অর্জন করে থাকেন তবে ভবিষ্যৎ জীবনে একধাপ অন্যদের তুলনায় এগিয়ে…

সুতরাং ভাল কোন প্রতিষ্ঠান থেকে ছাত্রী জীবনেই কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করুন। কেননা বর্তমান যুগ কম্পিউটার তথা তথ্য ও প্রযুক্তির যুগ।

সুতরাং আপনি যদি নিজেকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চালাতে চান তবে কম্পিউটার জ্ঞান আহরণ করুন।

নিঃসন্দেহে কম্পিউটার প্রশিক্ষন ছাত্র জীবনে দক্ষতা গুলোর মধ্যে অন্যতম একটি।

বায়োডাটা তৈরী করুন

আপনি ভবিষ্যৎ জীবনকে কিভাবে ফুটে তুলবেন তার জন্য একটি সুন্দর বায়োডাটা তৈরী করে নিন। নিজেকে সফলতার উচ্চ শিখরে আরোহন করার জন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করুন ছাত্র জীবন থেকেই। একটি সুন্দর বায়োডাটা বা প্রোফাইল তৈরী করুন। দেখবেন আপনি তার যথেষ্ট কদর পাবেন।

বিভিন্ন মঞ্চে উঠুন

নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে উঠতে হবে। ছোট বেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে উঠার অভ্যাস তৈরী করে নিন। এক সময় মুখের জড়তা কেটে যাবে তখন হয়তো আর সমস্যায় পড়তে হবে না।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হলে বসে থাকবেন না। কিছু ভুল হলেও চেষ্ঠা করুন মঞ্চে ভাষন দিতে।

বিভিন্ন সময় গুগল মামাকে সরণ করুন।

বাড়তি কিছু জ্ঞান আহরন করুন

ছাত্র জীবনে দক্ষতা অত্যন্ত জরুরী একটি বিষয়। বইয়ের জ্ঞানের বাইরেও বাড়তি কিছু জ্ঞান আহরণ করুন। শূন্য ব্রেইন দিয়ে আসলে কিছু হয় না। যদি বিভিন্ন ভাষ্য দিয়ে যাই মস্তিষ্কে না থাকলে ভাষণ দেবো কিভাবে।

তাই সবার আগে আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দক্ষতা অর্থ্যাৎ ছাত্র জীবনে দক্ষতা অর্জন করতে হবে।

প্রফেশনাল প্রস্তুতি নিন

নিজেকে প্রফেশনালি প্রস্তুত করে নিন। আপনি পারেন এতটুকুতেই সিমাবদ্ধ থাকবেন না। বরং জানার এবং পারার পরিমাণকে বাড়িয়ে নিন।

প্রতিদিন অল্প অল্প করে হলেও নতুন কিছু শিখুন। মাস শেষে দেখবেন আপনার শেখার ঝুড়িটা অনেকখানি ভরে গেছে!

আরো পড়ুনঃ আকাশ বলতে সত্যিই কি কিছু আছে? আকাশ সম্পর্কে অজানা কিছু!

অবহেলা করবেন না। ছাত্র জীবনে অর্জিত দক্ষতাগুলো এক সময় আপনাকে ভাল পজিশন তৈরী করে দিবে।

আপনি আরো পছন্দ করতে পারেন,

পর্যায় সারণী শিখুন ছন্দে ছন্দে

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে জীবন ও প্রযুক্তির নতুন কোন আলোচনায়। সে পর্যন্ত ভাল থাকুন। সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

Author

Leave a Reply