গ্রাফিক্স ডিজাইন কি – গ্রাফিক্স ডিজাইন বিস্তারিত (গ্রাফিক ডিজাইন শিখে আয়)

গ্রাফিক্স ডিজাইন শুধুমাত্র অনলাইন থেকে নয় বরং অফলাইন থেকে আয় করার জন্যও সেরা একটি অপশন। বর্তমান সময় গ্রাফিক্স ডিজাইন শিখে অনেকেই লক্ষাধিক পরিমাণ অর্থ আয় করছেন। তাহলে আপনিও কি চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন শিখে নিজের ক্যারিয়ার গড়তে? তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় এসেছেন। গ্রাফিক্স ডিজাইন কি – গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করার নানন উপায় নিয়ে আজকে আমরা বিস্তারিত তুলে ধরবো।

গ্রাফিক্স ডিজাইন কি? (What is Called Graphics Design?)

What is graphics design in bangla আলোচনার শুরুতে আমরা গ্রাফিক ডিজাইন কি এই সম্পর্কে জানবো। গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং বর্তমান কতটা গুরুত্বপূর্ণ তা বিস্তারিত তুলে ধরা হবে। সাথেই থাকুন।

আরো পড়ুনঃ ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন কিংবা ব্লগিং কতটা যুক্তি নির্ভর?

গ্রাফিক্স ডিজাইন হল একটি প্রক্রিয়া যা গ্রাফিক উপাদানগুলোকে সমন্বিত করে একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় চিত্র ফুটে তোলে।

গ্রাফিক্স ডিজাইনাররা পোস্টার, লোগো, ওয়েবসাইট, বিজ্ঞাপন এবং অন্যান্য ধরনের গ্রাফিক উপাদান তৈরি করেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলির মধ্যে রয়েছে-

  • গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহারের দক্ষতা
  • টাইপোগ্রাফির জ্ঞান
  • রঙের তত্ত্বের জ্ঞান
  • ছবির সম্পাদনার দক্ষতা
  • সৃজনশীলতা এবং কল্পনাশক্তি
  • যোগাযোগ দক্ষতা

আবার গ্রাফিক্স ডিজাইনাররা বিভিন্ন শিল্প ও ব্যবসায় কাজ করতে পারেন। তারা বিজ্ঞাপন সংস্থা, প্রকাশনা সংস্থা, সফটওয়্যার কোম্পানি, পোশাক কোম্পানি এবং অন্যান্য বিভিন্ন ধরনের সংস্থায় কাজ করতে পারেন।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গ্রাফিক্স ডিজাইন একটি ক্রমবর্ধমান জনপ্রিয় পেশা। গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা ক্রমবর্ধমান।

কারণ ব্যবসায়িকরা তাদের পণ্য এবং পরিষেবার জন্য আরও দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় গ্রাফিক উপাদান তৈরি করতে চায়।

গ্রাফিক্স ডিজাইন কত প্রকার

গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন প্রকার রয়েছে, তবে এগুলির মধ্যে সবচেয়ে সাধারণ এবং একইসাথে ডিমান্ডেবল কয়েকটি হল-

লোগো ডিজাইন

লোগো কোন সংস্থা বা ব্যক্তির পরিচয় বহন করে। গ্রাফিক্স ডিজাইনাররা লোগো তৈরি করেন যা আকর্ষণীয়, মনে রাখা সহজ এবং সংস্থা বা ব্যক্তির ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে।

প্রিন্ট ডিজাইন

আপনি নিশ্চয় কাগজের মধ্যে হরেক রকমের ডিজাইন দেখে থাকেন? এই ডিজাইনগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন।

তার মানে প্রিন্ট ডিজাইন হল এমন গ্রাফিক্স ডিজাইন যা কাগজে মুদ্রিত হয়। প্রিন্ট ডিজাইনাররা পোস্টার, ব্যানার, ম্যাগাজিন, বই এবং অন্যান্য মুদ্রিত সামগ্রীর জন্য গ্রাফিক্স ডিজাইন করে থাকেন।

ওয়েবসাইট ডিজাইন

ওয়েবসাইট ডিজাইন হল এমন গ্রাফিক্স ডিজাইন যা বিভিন্ন ওয়েবসাইটের জন্য তৈরি করা হয়। ওয়েবসাইট ডিজাইনাররা ওয়েবসাইটগুলির জন্য আকর্ষণীয় এবং ব্যবহারকারী-বান্ধব গ্রাফিক্স ডিজাইন করে থাকেন।

আইকন ডিজাইন

আইকন হল ছোট, চিত্রলিপি যা কম্পিউটার প্রোগ্রাম, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল পৃষ্ঠায় ব্যবহৃত হয়। আর আইকন ডিজাইনাররা ব্যবহারকারী-বান্ধব এবং তথ্যপূর্ণ আইকন ডিজাইন করেন।

গ্রাফিক্স অ্যানিমেশন

Graphics অ্যানিমেশন হল এমন গ্রাফিক্স যা ক্রমবর্ধমান ফ্রেমে দেখানো হয় যাতে চলমান চিত্র তৈরি হয়। গ্রাফিক্স অ্যানিমেটররা গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি করেন যা আকর্ষণীয়, তথ্যপূর্ণ এবং একইসাথে বিনোদনমূলক হতে পারে। 

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবো – গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়

বর্তমান সময়ের চ্যালেঞ্জিং আয়ের সেক্টর গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য অনেকেই গ্রাফিক্স ডিজাইন কিভাবে শুরু করবো এমন প্রশ্ন করে থাকেন। তাদের উদ্দেশ্যে আমরা এখানে মূলত তিনটি পদ্ধতি তুলে ধরছি।

১। অনলাইনকে সঙ্গী করে অর্থাৎ, গুগল এবং ইউটিউবকে অনুসরণ করে আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তৈরী করতে পারেন।

আপনি গুগলে গিয়ে এভাবেও সার্চ করতে পারেন গ্রাফিক্স ডিজাইন কি কি শেখানো হয়? তাহলে কিন্তু গুগল মামা আপনাকে অনেক নতুন তথ্য দিয়ে সহায়তা করতে পারে।

২। অনলাইনের বিভিন্ন কোর্স ক্রয় করে সেগুলো নিয়মিত চর্চা করেও আপনি হয়ে উঠতে পারেন একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার।

আরো পড়ুনঃ অটোক্যাড (Auto Cad) কি? অটোক্যাড শিখে আয় করবেন যেভাবে

তবে এর জন্য আপনার সবার আগে প্রয়োজন পড়বে ইচ্ছাশক্তি এবং ধের্য। সেই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যেখান থেকে কোর্স ক্রয় করছেন তাদের পর্যাপ্ত রিভিউ থাকতে হবে। এটা ভালো করে দেখে নিবেন আশা করছি ঠকবেন না। 

৩। কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করে কিন্তু নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তৈরী করতে পারেন।

মনে রাখবেন সবার আগে আপনার দক্ষতা প্রয়োজন। তার জন্য যেভাবেই হউক আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বুঝতে পারছেন নিশ্চয়! আবার অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান ফ্রী গ্রাফিক্স ডিজাইন কোর্স করিয়ে থাকেন।এগুলোতে জয়েন করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন।

সেই সাথে সরকারি অনেক প্রতিষ্ঠান সরকারি গ্রাফিক্স ডিজাইন কোর্স করিয়ে থাকেন।সেগুলোতেও যোগ দিতে পারেন আপনার গ্রাফিক্স ক্যারিয়ারকে সফল করার জন্য।

গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন লাগে – গ্রাফিক্স ডিজাইন শিখতে কত টাকা লাগে?

গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করতে চাচ্ছেন? তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন লাগে এবং গ্রাফিক্স ডিজাইন শিখতে কত টাকা লাগে।

মনে রাখবেন শিখতে কতদিন লাগবে এটি নির্দিষ্ট করে বলা কিন্তু সম্ভব নয়। তবে একটি ধারণা দেওয়া যেতে পারে।

প্রতিদিন যদি ২-৩ ঘন্টা সময় দেন তবে গ্রাফিক্স ডিজাইন শিখে আয়ের লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আপনার ন্যূনতম ৩ মাস সময় লাগতে পারে।

যতবেশি সময় দিতে পারবেন, লেগে থাকার মানসিকতা তৈরী করতে পারবেন আপনি তত তাড়াতাড়িই নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবে।

এবার আসি গ্রাফিক ডিজাইন শিখতে কত টাকা লাগে? টাকার পরিমাণ প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন হয়ে থাকে।

কোন কোন প্রতিষ্ঠান এর জন্য ৬০০০ আবার কেউ ১০০০০-১৫০০০ টাকাও নিয়ে থাকে অনেক প্রতিষ্ঠান। 

তাছাড়াও আপনি কিন্তু নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন।

গ্রাফিক্স সফটওয়্যার শিখুন – গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

গ্রাফিক্স ডিজাইনাররা বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করেন, যেমন Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign এবং Adobe After Effects।

এই সফটওয়্যারগুলি আপনাকে বিভিন্ন ধরনের গ্রাফিক্স তৈরি করতে দেবে, যেমন পোস্টার, ব্যানার, ওয়েবসাইট, লোগো, বই, ম্যাগাজিন এবং বিজ্ঞাপন।

এগুলো ব্যবহার করে নিয়মিত চর্চা করতে থাকুন। প্রতিদিন অন্তত একটি করে ডিজাইন তৈরী করুন। এভাবে দেখবেন মাস শেষে অন্তত ৩০টি ডিজাইন হয়ে গেছে।

আপনি এগুলো বিভিন্ন ক্লায়েন্টকে দেখিয়ে মার্কেটপ্লেস থেকে আয় করতে পারেন হাজার হাজার টাকা।

ওয়াও! কেমন মজার হবে বলুন তো যখন কাঁড়ি কাঁড়ি টাকা আপনার পকেটে ঢুকবে!

গ্রাফিক্স ডিজাইনারদের কাজ দেখুন

দক্ষ কারো সংস্পর্শে আসতে পারলে আশা করা যাচ্ছে আপনি খুব দ্রতই কাজগুলো ভালোভাবে আয়ত্বে আনতে পারবেন।

আপনি গ্রাফিক্স ডিজাইনারদের কাজ দেখে তাদের কাছ থেকেও শিখতে পারেন। আবার অনলাইনে, বইতে এবং ম্যাগাজিনেও কিন্তু তাদের কাজ দেখতে পারেন।

সবথেকে ভালো হয় যদি প্রত্যক্ষ তাদের সাথে কাজ করতে পারেন।

আপনার নিজের কাজ করুন

মনে রাখবেন আপনি যত বেশি কাজ করবেন ততই আপনি শিখবেন। অবসর সময়কে কাজে লাগিয়ে স্যাম্পল তৈরী করুন।

এ সময় আপনি আপনার নিজের কাজ করতে পারেন, অথবা আপনি অন্যদেরকেও ফ্রিতে ২-৪টি ডিজাইন করে দিতে পারেন।

এই ফ্রি দেওয়ার অর্থ কিন্তু আপনার মার্কেটিং পলিসি। এছাড়াও আপনি আপনার কাজ অনলাইনে প্রকাশ করতে পারেন, অথবা আপনি আপনার কাজ কাগজে প্রকাশ করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন – গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যৎ

গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই অনেক চাহিদা সম্পন্ন। এখানে আমরা কিছু গুরুত্ব তুলে ধরছি হয়তো এগুলো আপনাকে কিছু ধারণা দিতে সহায়তা করবে।

  • অদূর ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা আরও বাড়বে।
  • গ্রাফিক্স ডিজাইনাররা বিভিন্ন ধরনের সংস্থার জন্য কাজ করতে পারবেন।

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি? আপনি কোনটি করবেন?

  • তবে মনে রাখতে হবে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয় দক্ষতা আরও জটিল হতে পারে।
  • অনেক বেশি চাহিদা থাকার কারণে গ্রাফিক্স ডিজাইনে নতুন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

গ্রাফিক্স ডিজাইন শিখে কি পরিমাণ আয় করা সম্ভব?

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি কত পরিমাণ আয় করতে পারেন তা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের ধরণের উপর। সাধারণত, একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন প্রতি বছর $50,000 থেকে $100,000 পর্যন্ত হতে পারে। তবে, আপনি যদি একজন সফল ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে আপনি আরও বেশি আয় করতে পারেন। সুতরাং বুঝতে পারছেন নিশ্চয় এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে।

মন্তব্য

তাহলে প্রিয় পাঠক, নিশ্চয় গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা পেয়েছেন। আমাদের এই পোস্টটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তবে আমাদের কষ্ট স্বার্থক বলে আমরা মনে করবো।

আজ এ পর্যন্তই না হয় থাক। আপনাদের সকলের সু-স্বাস্থ্য কামণা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Author

Check Also

ঘরে-বসে-ফ্রিল্যান্সিং

ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার চমৎকার উপায় ২০২৪

প্রিয় বন্ধুরা, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার চমৎকার উপায় ২০২৪ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *