ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় - কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যায়

ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় – কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যায়?

  • Post author:

হেই! আপনি কি আপনার ব্লগ ভিজিটর নিয়ে চিন্তিত? কিভাবে ব্লগে ভিজিটর বাড়াবেন বুঝতে পারছেন না? চলুন তাহলে আজকে আমরা সবাই মিলে ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় – কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যায় তার খুঁটিনাটি জেনে নেব।

সত্যিকার অর্থে আমাদের এই ব্লগেও পর্যাপ্ত ভিজিটর এখন অব্দি আমরা পাচ্ছি না। আর তাই গুগল থেকে শুরু করে বিভিন্ন সার্চ ইঞ্জিন ঘেটে আমরা দেখবো কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যেতে পারে।

ব্লগে ভিজিটর বাড়ানোর সহজ উপায় নিয়ে আমাদের আজকের আয়োজন। সুতরাং আপনিও যদি আমাদের মত সমস্যায় পড়ে যান তবে পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আমরা জেনে নিবো যে, ব্লগে ভিজিটর কেন জরুরী?

পোস্ট সূচিপত্র

ব্লগে ভিজিটর জরুরী কেন?

দেখুন একটি ওয়েবসাইট যখন কেউ দাঁড় করায় তখন তার মূল উদ্দেশ্য কি থাকে বলুন তো? নিশ্চয় সেখান থেকে নিজেদের অর্জিত দক্ষতাকে সকলের মাঝে ছড়িয়ে দিবে এবং সেই সাথে কিছু পরিমাণ অর্থ আয় হবে।

কি আমি ঠিক বলছি তো? এখন কথা হচ্ছে এই আয় কিভাবে আসবে? নিশ্চয় গুগল এডসেন্স, কিংবা অন্য কোন এড নেটওয়ার্ক থেকে অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে।

আরো পড়ুনঃ ব্লগ পোস্ট – ব্লগে এসইও ফ্রেন্ডলী পোস্ট লেখার অভিনব কৌশল!

এই যে এই নেটওয়ার্কগুলো থেকে যে আয় আসবে সেটা কিভাবে। ব্লগ ভিজিটর যখন কোন অ্যাড দেখবে, এডে এসে ক্লিক করবে এবং অ্যাফিলিয়েট লিংক ধরে কোন পণ্য কিনবে কেবলমাত্র তখনই আয় হবে।

আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে ব্লগে ভিজিটর ছাড়া আয় করা সম্ভব নয়। কেননা, কেউ যদি আপনার ওয়েবসাইট ব্রাউজ না করে তাহলে কেমনে ব্লগ থেকে আয় করবেন।

আমরা সবাই জানি যে, কোয়ালিটি কনটেন্ট ইজ দ্য কিং – একটি ওয়েবসাইটের মূল মেরুদন্ড হলো কনটেন্ট। 

এখন আপনারা বলুন তো যদি কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট না লিখতে পারি তবে কি ভিজিটর আমাদের সাইটে এসে আঙুল চুষবে। অবশ্যই আমাদের ওয়েবসাইটে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট লিখতে হবে।

যেই কনটেন্টগুলো মানুষের উপকারে আসবে সেগুলোই তো মানুষ দেখবে তাই নাহ্? তার মানে বোঝা যাচ্ছে ব্লগে ভিজিটর আসার কারণই হচ্ছে ব্লগের মাধ্যমে নিজের মেধা ছড়িয়ে দেওয়া + এড দেখিয়ে কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা।

কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যায় – ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩টি সেরা কৌশল

এখন আমরা দেখবো ব্লগে ভিজিটর বৃদ্ধির উপায় – নতুন ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর সেরা উপায়

১. উচ্চমানের কন্টেন্ট তৈরি করুন

যেহেতু একটি ব্লগের প্রাণশক্তিই হচ্ছে তার কনটেন্ট সুতরাং কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট তৈরী করুন। এটিই আপনার ব্লগের ভিজিটর বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মনে রাখতে হবে, আপনার কন্টেন্ট এমন হওয়া উচিত যা তথ্যপূর্ণ, আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক।

২. নিয়মিতভাবে পোস্ট করুন

যত বেশি আপনি পোস্ট করবেন, তত বেশি লোক আপনার ব্লগে আসবে। আবার এই ভেবে নিয়মিত হাবড়ি-যাবড়ি পোস্ট করবেন তা কিন্তু হবে না।

আপনাকে কোয়ালিটি মেইনটেইন করে তথ্যবহুল কনটেন্ট উপহার দিতে হবে। যাতে পাঠক কিছু উপকারী বিষয় খুঁজে পায়।

৩. সোশ্যাল মিডিয়ার ব্যবহার করুন

সোশ্যাল মিডিয়া হল আপনার ব্লগ ভিজিটর বাড়ানোর একটি দুর্দান্ত উপায়। আপনার পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং আপনার দর্শকদের সাথে যোগাযোগ করুন।

আপনি ফেসবুক পেজ তৈরী করে আপনার ব্লগে বেশি পরিমাণ ভিজিটর আনতে পারেন।

৪. অন্য ওয়েবসাইটগুলিতে লিঙ্ক করুন

আপনি যদি ওয়েবসাইটে বেশি পরিমাণ ট্রাফিক আনতে চান তবে অন্য ওয়েবসাইটগুলিতে লিঙ্ক করেন। এতে করে আপনার ব্লগে ভিজিটর আসতে পারে।

আশা করা যায় আপনি এভাবে ব্লগে সহজেই ভিজিটর আনতে পারবেন।

৫. অন্যান্য ব্লগারদের সাথে নেটওয়ার্ক করুন

নিয়মিত পোস্ট করার পাশাপাশি অন্যান্য ব্লগারদের সাথে নেটওয়ার্ক করুন এবং তাদের পোস্টগুলিতে মন্তব্য করুন।

আরো পড়ুনঃ ফোকাস কিওয়ার্ড ও মেটাডাটা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

এটি আপনাকে আপনার ব্লগের দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এভাবে ব্লগে বেশি পরিমাণ ভিজিটর পেতে পারেন।

৬. পেইড মার্কেটিং করুন

যদি আপনি আপনার ব্লগের ভিজিটর বাড়ানোর জন্য দ্রুত ফলাফল পেতে চান, তাহলে আপনি পেইড মার্কেটিং করতে পারেন।

এটি আপনাকে আপনার ব্লগের বিজ্ঞাপনগুলিকে Google Ads, Facebook Ads এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে প্রদর্শন করতে দেবে। অসংখ্য ভিজিটর পাওয়ার জন্য এটি একমাত্র সেরা উপায়।

৭. আপনার ব্লগকে অপটিমাইজ করুন

আপনার ব্লগকে এমনভাবে অপটিমাইজ করুন যাতে Google এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলি আপনার ব্লগকে সহজেই খুঁজে পেতে পারে।

৮. আপনার ব্লগের বিষয়বস্তুকে সার্চ ইঞ্জিন-অনুকূল করুন

আপনার পোস্টগুলিতে সঠিক কীওয়ার্ড ব্যবহার করুন। কেনন, এই কৌশলের মাধ্যমে আপনি ব্লগকে সার্চ ইঞ্জিন ভালোভাবে র‌্যাংকিং করাতে পারবেন এবং এতে করে আপনার ওয়েবাসইটে বেশি ভিজিটর পেয়ে যাবেন।

৯. আপনার ব্লগের পোস্টগুলিকে সঠিকভাবে ট্যাগ করুন

যখন ভালোমানের কোন পোস্ট লিখবেন তখন সেটিকে ভালোভাবে ট্যাগ করুন। এর মাধ্যমে আপনার পোস্টগুলিকে আরও সহজে খুঁজে পেতে সাহায্য করবে।

১০. আপনার ব্লগের পোস্টগুলিকে সঠিকভাবে ক্যাপশন করুন

পোস্টগুলোকে যতটা সম্ভব আকর্ষণীয় করার জন্য সঠিকভাবে ক্যাপশন করুন। এটি আপনাকে আপনার পোস্টগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।

১১. আপনার ব্লগের পোস্টগুলিকে সঠিকভাবে টাইপোগ্রাফিকভাবে সাজান

দেখুন আপনার পোস্টের মধ্যে যদি ৫টি লাইন বড় হয় আর ১০টি লাইন ছোট হয় তবে তা নিশ্চয় খারাপ দেখাবে। ফন্টগুলো কোথাও ছোট আবার কোথাও বড় এভাবে না সাজিয়ে বরং সুন্দর করে হেডিং এর জন্য নির্দিষ্ট এবং প্যারাগ্রাফের জন্য নির্দিষ্ট ফন্ট ব্যবহার করুন।

এতে করে পোস্টটি দেখতে অনেকটায় সুন্দর হবে এবং এটি আপনাকে আপনার পোস্টগুলিকে আরও পড়ার সুবিধাজনক করে তুলতে সাহায্য করবে।

১২. আপনার ব্লগের পোস্টগুলিকে সঠিকভাবে ছবি দিয়ে সাজান

এটা বলা হয়ে থাকে যে একটি ছবি হাজার কথা বলে। তার মানে পোস্টের মধ্যে মানানসই একটি ছবি দিলে অনেক সময় পাঠক ছবি দেখেও বুঝতে পারবে যে আপনি কি বিষয়ে বলতে চাচ্ছেন।

তখন পড়ার একটি নতুন আগ্রহ তৈরী হবে। ফলে পোস্টগুলো আরও আকর্ষণীয় হবে।

১৩. আপনার ব্লগের পোস্টগুলিকে সঠিকভাবে ভিডিও দিয়ে সাজান

আপনার পোস্টে যদি কোন ভিডিও এর প্রয়োজন পড়ে তবে অব্যশই মানানসই একটি ভিডিও সেট করুন। এতে করে পোস্টটি অধিক আকর্ষণীয় হতে পারে এবং আপনি অধিক সংখ্যক ভিজিটর পেতে পারেন। এর মাধ্যমে পোস্টটি আরো তথ্যবহুল হতে পারে।

এই কৌশলগুলি অনুসরণ করে আপনি আপনার ব্লগের ভিজিটর বাড়িয়ে তুলতে পারেন এবং আপনার ব্লগকে সফল করতে পারেন।

আরো পড়ুনঃ ব্লগিং এর জন্য প্রয়োজনীয় টুলস (পিক রিসাইজ টুলস)

তাহলে বন্ধরা আজ এ পর্যন্তই। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন। 

তো বন্ধুরা সকলের সু-স্বাস্থ্য কামণা করে আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Author

This Post Has 2 Comments

  1. Mohammed Nurul Alam

    খুব ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ।
    আমার একটি নতুন সাইট আছে। কিছু পরামর্শ দিলে খুশি হবো।

    1. nTune

      নিয়মিত পোস্ট লিখুন, চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটি করে পোস্ট লেখার সেটাও কিন্তু যথাসময়ে লিখবেন। আজকে সকালে কালকে বিকালে এভাবে নয়, হয় সকাল নয়তো বিকাল, হয় একদিন গ্যাপ দিয়ে নতুবা প্রতিদিন। অর্থাৎ, পোস্ট লেখার ধারাবাহিকতা বজায় রাখবেন। ইন-পেজ এসইও এর দিকে নজর দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply