ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার - ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস (কোনটি সেরা)

ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার – ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস (কোনটি সেরা)

  • Post author:
ওয়ার্ডপ্রেস ব্লগার কি দুই ভাই! বর্তমান বিশ্বে শতকরা ৪৮ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্র্রেস দিয়ে তৈরী করা। আর বাকিগুলো অন্য সিএমএস কিংবা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরী করা হয়েছে। আপনি নিশ্চয় সিএমএস সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন তবে এখানে আমাদের সিএমএস সম্পর্কে লেখার পূর্বের পোস্টের লিংক যুক্ত করা হয়েছে। সেখান থেকে দেখে নিতে পারেন।

ওয়ার্ডপ্রেস আসলে কি?

ওয়ার্ডপ্রেস হলো একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) যা আপনাকে আপনার ওয়েবসাইট তৈরি, পরিচালনা এবং বজায় রাখতে সাহায্য করে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম, যার সাথে প্রায় ৪৫০ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট সংযুক্ত।

এর জনপ্রিয়তার মূল মাপকাঠি হচ্ছে এটি ব্যবহার করা খুব সহজ, এমনকি যারা টেকনোলজি সম্পর্কে খুব বেশি জানেন না তারাও এটি ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসের রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনি এখানে হাজার হাজার থিম এবং প্লাগিন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এগুলো ব্যবহার করে আপনি একটি উন্নত এবং একইসাথে ফিচার সমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করতে পারেন।

আরো পড়ুনঃ ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ প্লাগিন (WordPress Backup Plugins)

ওয়ার্ডপ্রেস একটি নিরাপদ প্ল্যাটফর্ম, নিয়মিত আপডেট থাকার কারণে এটি অনেক বেশি নিরাপদ থাকে। ওয়ার্ডপ্রেসের খুব বড় কমিউনিটিও আছে। আপনার কোন সমস্যা সেই কমিউনিটি এর মধ্যে বিস্তারিতসহ তুলে ধরলে অনেক এক্সপার্ট আপনার সমস্যা সমাধানের পথ দেখিয়ে দিবে।

সুতরাং আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তবে ওয়ার্ডপ্রেস আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার কিছু সুবিধা হল-

  • এটি ব্যবহার করা অত্যন্ত সহজ, এমনকি যারা টেকনোলজি সম্পর্কে খুব বেশি জানেন না তারাও এটা ব্যবহার করতে পারেন।
  • ওয়ার্ডপ্রেসে অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির থিম এবং প্লাগিন সম্পূর্ণ ফ্রিতেই পাওয়া যায়?
  • ওয়ার্ডপ্রেস অত্যন্ত নিরাপদ প্ল্যাটফর্ম, এটি নিয়মিত আপডেট করা হয় যাতে এটি নিরাপদ থাকে।
  • এর একটি খুব বড় কমিউনিটিও আছে যা আপনার সমস্যায় বিশেষ উপকারে আসতে পারে।
ওয়ার্ডপ্রেস ব্লগার
ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও এর বিভিন্ন থিম এবং প্লাগিন আপনাকে অর্থ দিয়ে কিনতে হবে। ব্লগারও আপনি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য প্রিমিয়াম থিম এবং প্লাগিন রয়েছে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রাখার জন্য আলাদা হোস্টিং প্রয়োজন। ব্লগার ওয়েবসাইটকে রাখার জন্য আপনার আলাদা কোন হোস্টিং প্রয়োজন নেই।
ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমগুলোর বাজেট মোটামুটি বেশি ব্লগার প্রিমিয়াম থিমগুলোর বাজেট মোটামুটি কম হয়ে থাকে।
ওয়ার্ডপ্রেস অটোমেটিক মালিকানাধীন ব্লগার সম্পূর্ণ গুগল মামার নিয়ন্ত্রণে
ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোন ধরণের ওয়েবসাইট তৈরী করতে পারেন। ব্লগার দিয়ে সকল ধরণের ওয়েবসাইট তৈরী করা যায় না।
তাহলে আপনি,

ওয়ার্ডপ্রেস নাকি ব্লগস্পট কোনটি দিয়ে ব্লগিং শুরু করতে চাচ্ছেন?

দেখুন এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার উপর। মনে রাখবেন ব্লগার ব্যবহার করার জন্য শুধু আপনার ডোমেইন এর বাৎসরিক চার্জ দিতে হবে। আর কোন ব্যয় বলতে গেলে ব্লগারে নেই। কিন্তু ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে আপনাকে ডোমেইন এর পাশপাশি হোস্টিং এর জন্যও অর্থ ব্যয় করতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এর মধ্যে তুলনা করেন তবে যার মধ্যে আপনি বেশি সুবিধা অবশ্যই আপনার গবেষণার পর নির্বাচন করবেন পাবেন কেবলমাত্র তখনই সিদ্ধান্ত নিন যে ওয়ার্ডপ্রেস নাকি ব্লগস্পট?

ব্লগিং করার নিয়ম

আপনি ব্লগার ব্যবহার করেন আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন আপনাকে কিন্তু ব্লগিং করার নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। আচ্ছা আমরা কেন ব্লগ খুলে থাকি বলুন তো। নিশ্চয় আমাদের উদ্দেশ্য থাকে তথ্য প্রকাশের পাশাপাশি কিছু পরিমাণ অর্থ আয় করা।
তাহলে অব্যশই যে নেটওয়ার্ক ব্যবহার করে আয় করতে চাইবেন সেই নেটওয়ার্ক সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং আপনাকে সেই নেটওয়ার্ক এর নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, এতক্ষনে নিশ্চয় বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দুটিই আপনার জন্য সেরা পছন্দ হতে পারে।
একদিকে ব্লগার যেমন গুগলের সার্ভিস বুঝতেই পারছেন গুগল কতটা স্ট্রিক্ট। অপরদিকে ওয়ার্ডপ্রেসও অত্যধিক জনপ্রিয়।
আপনি যে কোন একটি দিয়েই আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।

Author

Leave a Reply